সত্যি সত্যি এবার আপনিও তৈরি করতে পারবেন মাইক্রো-হ্যলিকপ্টর

সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমার একটি টিউনে আপনাদেরকে আমার ছেলে বেলায় একটি হ্যলিকপ্টর বানানোর কথা বলেছিলাম। তাই আপনাদের অনেকে এটি নিয়ে একটি টিউন করতে বলেছিলেন, তাই আপনাদের সকলের জন্য এই টিউনটি করলাম।
এটি খুবই যত্ন সহকারে এবং নিখুত ভাবে তৈরি করতে হবে।

 

প্রয়োজনীয় উপকরণঃ

প্রথমে আপনাকে এই ৬টি জিনিষ সংগ্রহ করতে হবে। এ গুলোর দাম আপনার সাধ্যের মধ্যেই, তাই দাম সহ নিম্ন সব কিছু বর্ননা করা হলোঃ

  • ১। একটি বড় আকৃতির মোবাইলের লম্বা ভাইব্রেশন মেশিন জোগাড় করতে হবে। সাধারনত পুরাতন মোবাইল ফোনে এ ধরনের ভাইব্রেশন মটর থাকে। এগুলো আকাড়ে অনেক ছোট এবং 3.0v – 3.7v পর্যন্ত হয় থাকে। এটির দাম ২৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত হয়।
  • ২। একটি ছোট Mp3 ড্রাইভের বা ব্লুটুথ হেড ফোনের ব্যাটারি যোগার করতে হবে। এটি হালকা এবং আকাড়ে অনেক ছোট হয়ে থাকে। এটি 3.7v – 5v পর্যন্ত হয় থাকে এবং দাম ৫০ থেকে ১০০ টাকা।
  • ৩। এটি 1k রেজিস্টান লাগবে। দাম ১টাকা।
  • ৪। ছোট আকৃতির মোবাইলের লম্বা ভাইব্রেশন মটর জোগাড় করতে হবে। এটি 2v – 2.5v পর্যন্ত হয় থাকে। এটির দাম ১৫ টাকা থেকে ২৫ টাকা।
  • ৫। পাতলা কাগজ (ক্যালেল্ডারের পেপার) দিয়ে নিম্ন মুখি বাতাস দেয়ার পাখা তৈরি করতে হবে।
  • ৬। পাতলা কাগজ (ক্যালেল্ডারের পেপার) দিয়ে নিম্ন মুখি বাতাস দেয়ার বড় পাখা (4in – 6in) তৈরি করতে হবে।

 

#Video Link:: https://zee.gl/DNtRS

প্রস্তুত প্রনালীঃ

  • ১। প্রথমে চিত্রর মতন করে ব্যাটারিটি ভাইব্রেশন মটরের গায়ে আঠা বা টেপ দিয়ে লাগিয়ে দিন এবং ধনাত্বক এবং ঋনাত্বক প্রান্ত মটরের ধনাত্বক এবং ঋনাত্বক প্রান্তের সাথে সংযোগ করুন।
  • ২। ঋনাত্বক প্রান্তে চিত্রর মতন একটি 1k রেজিস্টার লাগান। সুইচ লাগানোর প্রয়োজন নেই কারন এতে এটি ভারী হবে।
  • ৩। এবার কটন বার্ডের নল মটরের ঘূর্নায়নমান দন্ডের মাঝে চিত্রের সবুজ অংশের ন্যায় সংযোগ করুন। লক্ষ্য রাখুন এটি যেন মুক্ত অবস্থায় ঘুড়তে পারে।
  • ৪। কটন বার্ডের নলের দুই পাশে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (4in – 6in) তৈরি করে হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।
  • ৫। মটরের উপরের ঘূর্নায়নমান দন্ডের দুই পাশে একই ভাবে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (4in – 6in) তৈরি করে হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।
  • ৬। ব্যাটারির গায়ে পাতলা নারিকেল পাতার কাঠি বা ম্যাংগো জুসের একটি স্ট্রো মাঝ দিয়ে দুই খন্ড করে একটি ছোট ভাইব্রেশন মটর খাড়া ভাবে লাগিয়ে দিন এবং একই ভাবে দুইটি ক্যালেল্ডারের পেপার চিকন (0.2in - 0.3in) ভাবে কেটে নিম্ন মুখি বাতাস দেয়ার লম্বা পাখা (1in – 1.5in) তৈরি করে চিত্রর ন্যায় হালকা এবং মজবুদ আঠা লাগাতে হবে।

#Video Link:: https://zee.gl/DNtRS

বিদ্রঃ মূল উপড়ের প্রথম পাখা নিম্নের মূল পাখার বিপরীত থাকতে হবে, এতে বায়ুর চাপ দ্বিগুন হয় এবং এটি অনায়সে উড়তে পারে।

অবশেষে নিচে একটি স্টান্ড লাগিয়ে দিতে পারেন। আমি খুব আসা বাদী এটি অবশ্যই কাজ করবে। মনে রাখবেন এটি আপনাকে যতটা সম্ভব হালকা করতে হবে। এই মাইক্রো-হ্যলিকপ্টরটি আমি ক্লাস সেভেন থাকা অবস্থায় তৈরি করে ছিলাম।  crazy

আশাকরি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন.

#Video Link:: https://zee.gl/DNtRS

Level 0

আমি বাংলা ট্রিকস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস