এখন ০১৩xxx নম্বরেও গ্রামীণফোন

০১৭’-র পাশাপাশি ‘০১৩’ সিরিজও চালু করল গ্রামীণফোন। গতকাল রবিবার ০১৩ সিরিজের একটি নম্বর দিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফোন দিয়ে সিরিজটি উদ্বোধন করা হয়। মন্ত্রীকে ফোন করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।

এখন ০১৩. নম্বরেও গ্রামীণফোন

টেলিফোনে মন্ত্রী মোস্তাফা জব্বার গ্রামীণফোন কর্তৃপক্ষকে বলেন, ‘যে সাহসের সঙ্গে আপনারা সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুলসংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না। ’ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান প্রধান অতিথি। তিনি আশা করেন, প্রতিষ্ঠানটি তাদের ‘সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে। ’

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় উদ্বোধনী অনষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

০১৭ সিরিজের ১০ কোটি নম্বরের বেশির ভাগই বিক্রি হয়ে যাওয়ায় নতুন সিরিজ দেওয়ার জন্য গ্রামীণফোন ২০১৫ সালের শুরুতে বিটিআরসির কাছে আবেদন করে। সে হিসেবে তাদের ০১৩ সিরিজ দিয়ে দুই কোটি নম্বর বরাদ্দের অনুমতি দেওয়া হয়েছে। বিটিআরসির হাতে এখনো রয়েছে ১০ ও ০১০, ০১২ ও ০১৪ সিরিজ। এর আগে ০১১ সিটিসেল, ০১৫ টেলিটক,   ০১৬ এয়ারটেল, ০১৭ গ্রামীণফোন, ০১৮ রবি ও ০১৯ সিরিজ বাংলালিংককে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল অত্যন্ত কম সময়ের মধ্যে ০১৩ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান। তিনি আশা ব্যক্ত করেন,   প্রতিষ্ঠানটি তাদের সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে গ্রামীণফোন কর্তৃপক্ষ জানায়, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সব সিম বিক্রয় কেন্দ্রে একই মূল্যে।

১৯৯৭ সালের ২৬ মার্চ গ্রামীণফোন যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যাত্রার সূচনা করেন ঢাকার অদূরের একটি গ্রামে লাইলি বেগমকে কল করার মাধ্যমে। বর্তমানে দেশে সাত কোটি ১০ লাখ  গ্রাহককে সেবা দিয়ে গ্রামীণফোন বিশ্বের সর্ববৃহৎ ২০টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে।

Level 2

আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস