৬ মিনিটে অনলাইনে জীবন পরিবর্তন!

কর্ম জীবনকে বদলে ফেলার  টার্নিং পয়েন্ট সবার জীবনে আসে, কিন্তু অনেক মানুষ সেটা বুজতে পারে না। মানুষের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার অভিজ্ঞতা। আপনি হয়তো চেষ্টা করে ব্যর্থ হতে পারেন, কিন্তু বিশ্বাস থাকলে এই ব্যর্থতা একদিন  সফলতা রুপ নিবে। কারণ, যে চেষ্টা করেনি তার ভাগ্যে কিছুই জোটেনি, অভিজ্ঞতা অর্জন এবং নতুন কিছু শেখার অন্যতম মাধ্যম হল ইন্টারনেটের মহাসাগরে। অনলাইনে প্রজুক্তিতে ইন্টারনেটের মহাসাগরে কি ব্যবসা করা যায় খুজতে থাকলাম। অনেক স্বপ্ন নিয়ে  অনলাইনে সারভে ভিত্তিক ব্যবসা স্পিক এশিয়াতে (speakasia) যোগ দিলাম (জিরো) ০%  অভিজ্ঞতা নিয়ে। বেশি লাভের আসায় নিজের টাকা ছাড়াও পরিচিত অনেকের টাকা বিনিয়োগ করেছিলাম, ফলাফল ৪/৫ মাস পর কোম্পানি লাপাত্তা। বাস্তবে যেটা পেলাম ৭০%  অভিজ্ঞতা ১০০% হতাশা, ও (জিরো) ০%  বিনিয়োগ। এখন কি করা যায়? কিভাবে করা যায়? যেহেতু নগত অর্থ নেই চাহিলেও অন্য কোন ব্যবসা করতে পারব না। কিন্তু ব্যর্থতা আমার আত্ম বিশ্বাসকে  নষ্ট করতে পারেনি।  ওই সময় আমার হতাশাগ্রস্থ কর্ম জীবনকে বদলে দিল একটি  টার্নিং পয়েন্ট। দেনার দায়ে  নিজের  পুরতন মোটরসাইকেলটি বিক্রি করতে বিজ্ঞাপণ দিলাম বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সাইড  সেল বাজার ডট কম (http://www.cellbazaar.com) বেলা ১ টার দিকে সেল বাজার ডট কম  বিজ্ঞাপনটি প্রকাশ করে, এবং ১ টা ৬ মিনিটে আমার ফোনে কল আসে মোটরসাইকেল ক্রেতার। বনানী কোন কাজে ব্যস্ত থাকাই মোটরসাইকেল ক্রেতাকে ফোনে বললাম মোটরসাইকেলটি দেখতে চাইলে বনানী চলে আসুন। ৬০-৯০ মিনিটের মধ্যে ক্রেতা বনানী এসে মোটরসাইকেলটি দেখে পচন্দ করে কিছু টাকা বাইনা করলেন, এবং ওই দিন বিকাল ৫ টার দিকে মোট টাকা পরিশোধ করে মোটরসাইকেলটি নিয়ে চলে গেলেন।  পুরতন মোটরসাইকেলটি ২০/২৫ দিন আগে কিনেছিলাম কিন্তু মজার বেপার হল বিপদে পরে মোটরসাইকেলটি বিক্রি করলেও ২৫০০ (আড়াই হাজার) টাকা মুনাফা হয়েছিল।

ভেবে দেখলাম এভাবে ব্যবসা করা যায় কি? পুরতন মোটরসাইকেল  কিনে সেল বাজার ডট কম (http://www.cellbazaar.com) বিক্রি  করা। এভাবে আমার ৬ মিনিটের অভিজ্ঞতা  কর্ম জীবনকে বদলে ফেলার একটি  টার্নিং পয়েন্ট হিসেবে আসে, সেল বাজার ডট কম (http://www.cellbazaar.com) এর কল্যাণে পুরতন মোটরসাইকেল  ক্রয়-বিক্রয় ব্যবসা  আরাম্ভ করলাম। একদিন পুরতন মোটরসাইকেল থেকে পুরতন গাড়ি ব্যবসার সফল উদ্যোক্তা হয়।  আজ নিজের  স্বাচ্ছ্যন্দ জীবনযাপন করার  জন্য ফ্লাট বাড়ি কিনতে পেরেছি। শুধু আমি নই আমার মত হাজার নতুন উদ্যোক্তা তৈরির  সুযোক করে দেয়ার আমি জানায় অভিনন্দন ও অন্তরের অন্ত-স্থল থেকে  সেল বাজার ডট কম (http://www.cellbazaar.com) পরিবারকে প্রীতি ভালবাসা ও সুভ কামনা রইল।

 

Level 2

আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস