ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি (১ম পর্ব)

বিষয় : ডিমের ব্যাসার্ধ অপেক্ষা কম ব্যসার্ধ বিশিষ্ট বোতলে ডিম প্রবেশ করানো ।

আপাতদৃষ্টিতে ছবি দেখে মনে হচ্ছে ডিমটি বোতলের ভিতর প্রবেশ করবেনা । ডিমটি কিভাবে ভিতরে প্রবেশ করানো যায় । অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে ঢুকানো যায় । কিন্তু হাত দিয়ে বা কোন কিছু দিয়ে চাপ না দিয়েও ডিমটি ভিতরে ঢুকানো সম্ভব । সেটা কিভাবে চলুন দেখি -

প্রয়োজনীয় উপকরণ :

  • খুব ভাল করে সিদ্ধ করা একটি ডিম।
  • ডিমের মােঝর অংশের ব্যাসার্ধের চেয়ে কম ব্যাসার্ধের মুখওয়ালা একটি কাঁচের বোতল অথবা কনিক্যাল ফ্লাস্ক ।
  • কাগজ।
  • দিয়াশলাই ।

পদ্ধতি :

প্রথমে ডিমটির খোলস ছাড়িয়ে নেই। তারপর ছবির মত করে ডিমটিকে বোতলের মুখে ধরি । দেখা গেল ডিমটি ভিতরে ঢুকল না । এখন এক টুকরা কাগজকে কয়েক ভাজ করে দিয়াশলাইয়ের সাহায্যে আগুন ধরিয়ে বোতলের মুখ থেকে ডিমটি সরিয়ে বোতলের ভিতরে রাখি এবং ৪/৫ সেকেন্ড পরে ডিমটি বোতলের মুখের উপর রেখে দিই । অপেক্ষা করুন আর দেখুন । কি দেখলেন - ডিমটি আস্তে করে বোতলের ভিতরে ঢুকে গেল ।

কেন এমন ঘটল :

প্রথমে যখন ডিমটি বোতলের মুখের উপরে রাখা হয় তখন ডিমের উপর বোতলের ভিতরের বাতাসের চাপ ও বাইরের বায়ুমন্ডলীয় চাপ সমান ছিল এবং ডিমের ওজন যথেষ্ট ছিলনা । ফলে ডিমটি ভিতরে ঢুকতে পারে নাই । যখন কাগজে আগুন জ্বালিয়ে বোতলের ভিতরে রাখা হয় তখন ভিতরের বাতাস গরম হয়ে প্রসারিত হয় । এতে সামান্য বাতাস বোতলের বাইরে চলে আসে । এরপর যখন ডিমটি আবার বোতলের মুখে রাখা হয় তখন অক্সিজেনের অভাবে আগুন নিভে যায এবং ভিতরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে সংকুচিত হয় । এতে করে ভিতরের বাতাস ডিমটির উপর আগের চেয়ে কম চাপ প্রয়োগ করে । কিন্তু বাইরের বাতসের চাপ আগের মতই থাকে। অর্থাৎ বাইরের চাপ ভিতরের চাপ অপেক্ষা বেশি হয় । এই অতিরিক্ত চাপ ই ডিমটিকে ভিতরে ঠেলে দেয় ।

পরিশেষে আপনাদের নিকট আমার প্রশ্ন ডিমতো ভিতরে ঢুকল , এখণ তা বের করবেন কিভাবে ?

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই ঢুকবে নাকি? আর ঢুকলে বের করব কিভাবে? আমার তো মাথা ঘুরাচ্ছে। 😉

    অবশ্যই ঢুকবে চেষ্টা করে দেখুন।
    বের করবেন কিভাবে ? এটা হল আপনাদের বাড়ির কাজ ।
    না পারলে তো আমি আছি !!!

    Level 0

    Jafor Iqbal er akta boi e agula sob ase

    ভেরি গুড । আপনি নিশ্চয়ই বইটি পড়েছেন ।
    তাহলেতো আপনার জানা আছে কিভাবে ডিমটি বের করতে হবে ।
    পদ্ধতিটা বলে দিন সবাই জানুক ।

বের করার কি দরকার? ভিতরেই থাকুক 😀 😀

Level 3

খোলস সহ ডিম নাকি খোলস ছাড়া??

    অবশ্যই খোলস ছাড়া ।

    খোলস সহ ডিমও ঢুকানো যায় বলে শুনেছি। স্যার কি জানেন সেটা কীভাবে? জানলে প্লিজ শেয়ার করুন।

ডিম পটে যায়না না আস্ত ডিম বিতরে ডুকে।বতল বেঙ্গে বাহির করব।থেংকু

    আস্ত ডিম ভিতরে ঢুকবে ।
    খালি ভাঙার চিন্তা করেন কেন ?
    সুন্দর ভাবে বের করার উপায় খুঁজুন ।
    ধন্যবাদ ।

আপনি শুরু করেছেন বলে কতটা খুশি বলে বোঝাতে পারব না …………. তবে মনে হচ্ছে টেকটিউন্সে একটা নতুন আঙ্গিকে টিউন শুরু হল …. সাথেই থাকবেন আশা করি।

    ধন্যবাদ । আমি আপনাদের সাথেই থাকব ।
    আশা করি আপনারা ও আমার পাশে থাকবেন ।

    positive feedback,thank you

Very Good. and ছাত্র ও শিক্ষক vi k welcome ……………………………

THANK U.
WANT MORE

আমার মনে হয় ডিমটিকে বোতলের মুখের কাছে এনে বোতলটিকে আগুনের উপর ধরলে বা কোন ভাবে তাপ দেয়ার ব্যবস্থা করলেই বাইরের ডিম আবার বাইরে বেরিয়ে আসবে।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
    অনেক ভাবে বের করা যায় ।
    আপনি একটি পদ্ধতির সঠিকভাবে উত্তর দিয়েছেন ।
    আরও সহজভাবে করা যায় িকনা দেখুনতো !!

    আমার তো মনে হচ্ছে মুখ দিয়ে জোরে একটা টান দিলেই ডিম বেরিয়ে আসবে। 🙂
    ওইটিুকু বোতলে আগুন পুড়িয়ে বাযূরচাপের চেয়ে মুখের সাকশন পাওয়ার অনেক বেশি হবার কথা।

    নেটমাস্টার ভাইকে অনেক ধন্যবাদ ।

তাপে বতলের মুখ প্রসারিত হয় নাকি ডিম সংকুচিত হয়?

    যে তাপ উৎপন্ন হয় তাতে বোতলের মুখ প্রসারিত হওয়া দূরের কথা ভালভােব গরমও হয়না ।
    ব্যাখ্যাটা আরও একটু মনযোগ দিযে পড় ।
    নতুন পন্ডিত তোমার স্কুলে আমার আসতে হতে পারে ।

    পণ্ডিত সাহেব, আপনার নামের সাথে প্রশ্নটা ঠিক মিলল না।

চালিয়ে যান…

চমৎকার চালিয়ে যান

nice tune

আমি যদি আরেকটি বোতল নেই এবং তার ভেতর আগুন জ্বালিয়ে ডিমযুক্ত বোতলটি তার উপর চেপে উপুড় করে চেপে ধরি (মুখোমুখি) তাহলে কি ডিমটি বেরিয়ে আসবে। অবশ্য এ ক্ষেত্রে ডিমটি ঐ বোতলে প্রবেশ করার সম্ভাবনা আছে। তবে ইচ্ছে করলে আমি প্রবেশ করতে না দিয়ে ডিমটি বের করেও আনতে পারি।

সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ।

    প্যাঁচ লাগাইছেন ভাই। এত ঝামেলা করার কি দরকার।

Level 0

ভাই ডিম এর চিকন সাইট টা হাল্কা বাহির করে পরে মুক দিয়ে টান দেন। সাথে সাথে আমার পেট এর ভিতর চলে যাবে।

ডিমটা ্যেই ভাবে বাহির করেন আমাকে দিবেন, আমি ইহা খেয়ে দেখবো তার ভিতরে কি রয়েছে। যাক তার আগে বাহির করার অপেক্ষায় থাকলাম।

আরও একটু ভালো কোয়ালিটির টিউন আশা করি আমরা…আর একটা কথা…ডিম বাইরে বের করা নিয়ে সবার এত মনোযোগ দেখে আশ্চর্য হয়ে গেছি…এত সাধারণ বিষয় নিয়ে লেখা-কমেন্ট-রি-কমেন্ট কি আপনাদের মতো ভালো টিউনার দের জন্য সময় নষ্ট নয়?

    @অনির্বান! সবকিছু সবার জন্য নয়! এখানে যিনি টিউন করেছেন এবং যারা কমেন্ট করছেন সবার উদ্দেশ্য একটাই, নতুন একটা জানা এবং জানানো। আপনার যদি ভাল না লাগে আপনি অফ জান। আপনার তো এখানে সময় নষ্ট করার কোন কারন দেখিনা! যত্তসব!!!

    নিজেকে খুব দাদা দাদা মনে হয় তাই না ! কিন্তু মনে রাখবেন আপনিও একদিন নাতি ছিলেন……আর এখন অনেক কিছু জানেন বলে দাদাগিরি করবেন ??? এই শিখেছেন???? নবীণদের শিখতে সাহায্য করুন নচেৎ প্রযুক্তির দুনিয়া থেকে সসম্মানে বেরিয়ে পড়ুন, আপনার মত হীন,কৃপন না থাকলে বরং প্রযুক্তি ১০০ বছর এগিয়ে যাবে,ধন্যবাদ আপনাকে | @ অনির্বাণ যদিও আপনার নামের কোন স্বার্থকতা আপনি দেখাতে পারেন নি |

    এই সব ফালতু টিউনার গুলো কেন যে মাথা গলায়…….চাকরি পেয়েছেন? যদি না পান, পেছনে কাঠি দেওয়া বন্ধ করে চাকরি খুঁজুন…..ফিউচার ভালো হবে….

ভালো বলেছেন — কাল থেকে অ-আ-ক-খ কিভাবে লিখতে হয় তা কেউ লিখে পাঠালে আপনার এই বড় বড় বাত বেরোবে তো? আমি বাধ্য হয়ে এই ভাষা ব্যবহার করলাম….যে ভাষায় প্রথমে লিখে ছিলাম তা আপনার সহ্য হলো না….অভদ্রতা মজ্জায় ঢুকে গেছে নাকি আপনার? অবশ্য এটা হতে পারে…আপনার যা academic qualification তাতে এইরকম টিউন খুব ই দরকার….টেকটিউন এর বাকি সদস্য দের থেকে ক্ষমা চাইছি…এই কথা শুধু এই মহাপুরুষের উদ্দেশ্যে ….

    তুমি যদি শিক্ষিত হও,
    অশিক্ষিতকে আলো দেবে,
    না পারলে তুমি অহংকার করোনা,
    তুমি দু:ব্যবহার করবে না,
    বিনয়ের সঙ্গে কথা বলবে,
    তুমি শিক্ষিত বলেই
    এ তোমার অতিরিক্ত দায় ।

    আপনার কথা মেনে নিলাম.. তবে ব্লগার কেও এই কথাটা লিখতে পারতেন….সূচনাটা উনি ই করেছেন তো ……

    @ ছাত্র ও শিক্ষক >>>
    স্যার, (তুমি যদি শিক্ষিত হও…) উদ্ধৃতিটুকু অসম্ভব ভালো লাগলো…

    অনেক ধন্যবাদ ।

    আপনার একাডেমিক কোয়ালিফিকেশন তো খুববববববইইইইইইইই ভালো কিন্তু আপনার attitude এ তো উন্নত মানসিকতার লেশটুকু মাত্র দেখলাম বলে মনে হল না…..@অনির্বাণ

ডিমটা বাহির করা কোন ব্যাপারনা যেহেতু আপনি বলেন্নাই ডিমটা আস্ত বাহির করতে হবে,
যাক স্যার,
এই রকম আরো আরো চাই এক কথায় অসাধারন।

Level 0

nyc tune
asa kori science er mojar mojar jinis niye tune korben

Level 0

ম্যাজিক আমার খুব প্রিয়। ঢুকাতে পারলে হবে। বাহির করা আমার জন্য কোন ব্যাপার না!!!

bi apni jotil lekhchan.so amar onek upoker hoise

আপনার টিউন টা খুব বাল লাগ লো , কিন্তু ডিম টা বাইর করার উপাই কি ?