ছোট্ট একটি ম্যাজিক

অনেক দিন হল টেকটিউনসে কোন টিউন বা মন্তব্য করিনা। আজকে ছোট্ট একটা টিউেনর মাধ্যমে আবার শুরু করলাম ।

একটি মোমবাতি জ্বালান । এরপর একটি বেলুন ফুলিয়ে আগুেনর

শিখার উপর ধরুন ।

ঠাস !!

বেলুনটি ফেটে গেল ।

আমি একটি কৌশল শিখিয়ে দেই যাতে বেলুনটি ফাটবে না ।

প্রথমে বেলুনটিতে সামান্য পানি ভর্তি করে নিন ।

তারপর বেলুনটি ফুলিয়ে পানি বরাবর আগুনে তাপ দিন ।

এখন দেখুনতো বেলুনটি ফাটে কিনা !

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার টিউন……………………………………।

    ধন্যবাদ ।

    বেলুনে পানি ভরে অনেক্ষন আগুনের উপরে ধরে রাখলেও কি ফাটবেনা!!!???

    এক সময় ফেটে যাবে । কতক্ষণ পর ফাটবে তা নির্ভর করবে পানির পরিমাণের উপর ।

Level 0

ম্যাজিক এর জন্য ধন্যবাদ………… কেন এমনটি হয় তা বলে দিলে ভাল হত………

    আগেই যদি কারণ বলে দিতাম তবে ম্যাজিকের মজাটাই থাকতনা । এখন বলে দিচ্ছি –
    ১। প্রথমবার বেলুনটি ফেটে যাওয়ার কারণ তাপে বেলুনের রাবার দুর্বল হয়ে গিয়েছিল ফলে বেলুনের ভিতরের বাতাসের চাপে ফেটে যায় ।
    ২। পরের বার পানি তাপ শোষণ করে নেয় তাই তাপে রবারের কিছুই হয় নাই । বেলুনটি তাই ফাটেনি ।
    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

darun to……dhonnobad

Level 0

ভাল লাগলো ।

অনেক দিন পরে আপনাকে পেলাম । সুন্দর টিউন। আমার জানা মতে কারন হচ্ছে দুইটাঃ পানি তাপ শোষন করে নেয় এবং বায়ু আপেক্ষা কম প্রসারিত হয়।তাই বেলুন ফাটেনা ঠিক?

    হ্যাঁ অনেক দিন পর । তোমর প্রথম কারণটা ঠিক আর দ্বিতীয় কারণের সােথ এটার সম্পর্ক নাই । একশেত আশি দিলাম ।

    আপনার শাহসতো কম নয় ,আপনি স্যারএর উপর মতব্বরি……….. হি হি হি

সুন্দর টিউন……………………।

বাঃ আসলেই তো। অনেক মজা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। 😀

WOW !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ম্যাজিক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক দিন পরে আপনাকে পেলাম ।

    ট্রেনিং করছি তাই একটু ব্যস্ত ছিলাম । আবার আপনাদের মাঝে চলে আসলাম । আপনার বেকারত্ব এখন ও ঘুচেনি ?
    এখন থেকে নিয়মিত এধরণের টিউন করব । পার্ট টাইম জব হিসেবে কাজে লাগাতে পারেন । (মজা করলাম)
    ধন্যবাদ ।

আরো কিছু ম্যাজিক পেলে ভালো লাগত আপনাকে অনেক ধন্যবাদ

Level 3

ম্যাজিক এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ স্যার 🙂

স্যার, সংক্ষেপে বিজ্ঞানের এই টিপস এবং ট্রিকসগুলো আমাদের নিয়মিতই শেখাবেন বলে আশা করি। ধন্যবাদ

    ” ম্যাজিকের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা” নামে ধারাবাহিক টিউন করার ইচ্ছা আছে। ধন্যবাদ

Level 0

খুব ভালো লাগলো

Level 0

ঠীক আছে জেনে রাখলাম তবে মনে হয় না কখন ও কাজে লাগবে, দিনে ১৮ ঘন্টা লেপটপ নিয়ে বসে থাকি ম্যাজিক প্রাকটিস কখন করব, তারপর ও বলছি ভালই লেগেছে……………..>

    ধন্যবাদ । সময় করে একবার করে দেখবেন ।

    আজাইরা ভাব ,, মনে হচ্ছে উনি একাই কজের মানুষ । আর "আমরা সাবাই আজাইর খাই বেজাইরা ঘুরি"

জেনে রাখলাম ধন্যবাদ।

মজার ব্যাপার তো !!
ধন্যবাদ।

Level 0

ভাল লাগলো ।
ধন্যবাদ।

ধন্যবাদ।

Level 0

Real Bangladesh magic.. cK this out
http://www.youtube.com/user/piashyy?feature=mhum

স্যার এই ধরনের টিউন নিয়মিত চাই।

so nice tune.