প্রযুক্তির নতুন চমক-[ কিডস মাস্টার লার্নিং পেন ] একটি বিস্ম্য়কর কলম। বাচ্চাদের পড়ালেখা নিয়ে চিন্তা করার দিন শেষ!

প্রত্যেক মানুষের মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি গুরত্বপূর্ন বিষয়। ব্যস্ততার এই যুগে পরিবারের ছোট শিশুদের সঠিক সময় অনেকেই দিতে পারেনা। যার ফলে শিশুদের  সঠিকভাবে উচ্চারণ শিখাতে মায়েরদের অনেক জামেলায় পরতে হয়। এছাড়াও অনেকে তাদের সন্তানের জন্য প্রাইভেট টিউটর রাখতে পারেন না।  এরূপ সমস্যার সমাধান করতে বাংলাদেশী এক উদ্যোক্তা তৈরি করলেন একটি বিস্ম্য়কর কলম। তিনি এই কলমটির নাম দিয়েছেন কিডস মাস্টার লার্নিং পেন  ডিজিটাল এই কলমটির নির্মাতার নাম জাফর সাদেক। তিনি মনে করেন, তার নির্মিত ডিজিটাল পেনটি শিশুদের শিক্ষায় ব্যপক ভূমিকা রাখবে এবং শিক্ষার মান বৃদ্ধি করবে।

ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।

চলুন জেনেনি প্রোডাক্টটির বৈশিষ্ট্য সম্পর্কেঃ

১. কলমটির দ্বারা বইয়ের পাতা স্পর্শ করলেই কথা বলবে অর্থাৎ বইয়ের পাতায় লেখা শব্দগুলো পড়িয়ে শোনাবে।

২. কলমটির মধ্যে একটি ডিভাইসে কিছু অ্যাপস ইন্সটল করা আছে এবং একই এপ্স বইয়ে সংযুক্ত করা আছে।

৩. কোন বইটি পড়বে (বাংলা, ইংলিশ,অংক)তা কলমটি দিয়ে স্পর্শ করলে, কলমটি প্রথমে নির্দিষ্ট বইকে সিলেক্ট করবে এবং বইয়ে লেখা শব্দ গুলো পড়ে শোনাবে।

৪. সঠিক ভাবে শিশুদের সঠিক উচ্চারণ শিখানোর জন্য এই কলমটি সাহায্য করবে।

৫. শিশুরা খেলার ছলে সকল পড়ালেখা নিজেদের অজান্তেই শিখে যাবে।

৬. এতে আছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের গান, ছড়া ও বর্ণমালা সহ অনেককিছু।

৭. কলমটিকে একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত চার্জ দিতে থাকবে, যদি চার্জ প্রয়োজন হয় তবে কলমটি নিজেই বলবে চার্জ দেওয়ার জন্য।

৮. বই পড়া শেষে যদি কলমটি অফ না করা হয়, তাহলে কলমটি বলবে তাকে অফ করার জন্য।

৯. পছন্দমত ভাষা নির্ধারণ করে শুনতে পারেন অনুবাদগুলো। এতে ৫টি ভাষার উচ্চারণ শিখার ব্যবস্থা আছে।

১০. সম্পুর্ণ প্যাকেজটিতে রয়েছে – ১টি রিচার্জেবল কলম, ৫ টি বই, ১ টি চার্জার ও ১ টি বক্স।

অনলাইনের মাধ্যমে কলমটি কিনতে পারবেন। এছাড়া তাদের নিজস্ব ফেসবুক অথবা ওয়েবসাইটে কলমটি দেখতে পারবেন এবং কিনতে পারবেন। Facebook and webside address: Digital publication ltd.

Level 0

আমি সম্পুর্না বড়ুয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস