
আগেই বলে রাখি এটা হঠাৎ ঝোকের বশে করা ইনফরমাল একটা ভিডিও। দ্বিতীয়ত, এটা নাইন-টেন/ ইন্টার- মিডিয়েট লেভেলের পোলাপানদের জন্যে বানানো। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারদের জন্য না।
ওপেন সার্কিট ও শর্ট সার্কিট কি, কেন ও কিভাবে তাই গল্পে গল্পে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্য ইউনিভার্সিটির ফার্সট ইয়ারের কারও basic যদি আমার মত খারাপ হয়ে থাকে তারা দেখলেও দেখতে পারেন 😛 মাঝে মধ্যে পিনিকের বশে দুই একটা শিক্ষামূলক ভিডিও বানাই। ইডিট করি। আপলোড দেই। ভুল- ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ওহ, আমার পরিচয়টাই তো দিলাম না। আমার নাম মুবিন। পুরো নাম মোঃ মাহমুদুল হাসান মুবিন। কুয়েটে EEE তে পড়েছি। এখন Bangladesh Army University of Engineering and Technology (BAUET) এ লেকচারার হিসেবে জয়েন করেছি। আমার জন্য সবাই দুয়া করবেন।
আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে subscribe বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু!!
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়। 🙂
ধন্যবাদ।
This is a video lecture on Open and Short Circuit which is an important term of Electrical and Electronic Engineering. If u guys really like my video, please click on subscribe button of my YouTube channel.
Wishing you all the best.
-Md. Mahmudul Hasan (Mubin)
আমি মোঃ মাহমুদুল হাসান মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মুবিন। কুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিষয়ে পড়াশুনা করছি। You can find me on fb: https://www.facebook.com/mubin.hasan.33