
অন্ধকার রাতে রাস্তা দিয়ে হাঁটছেন। আনমনে কি যেন ভাবছিলেন। পুরাই ফুরফুরে মন। ভাবলেন আকাশের দিকে তাকাই চাঁদ দেখতে পাই কিনা। উপরের দিকে তাকাতে গিয়ে হঠাৎ আঁতকে উঠলেন।
মাথার উপরে ইলেকট্রিক লাইনে স্পারকিং!! আগুন!!সাথে হিস হিস শব্দ। ভাবলেন, শর্ট সার্কিট হইছে কিনা!! লোকজন ডাকা শুরু করলেন। অথবা দৌড় দিয়ে পালিয়ে গেলেন
!!!
আসলে এটা একটা সাধারণ ঘটনা। ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে বলে "Corona(করোনা)"। High voltage (30 KV/cm) এ বাতাস কিভাবে conductor হিসেবে কাজ করে, এটা তার উৎকৃষ্ট উদাহরন।
‘Corona’ নিয়ে ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেললাম। সাথে কুয়েট High Voltage Engineering Lab এর ‘করোনা টেস্ট’ add করা হয়েছে। আশা করি ভালো লাগবে।
আমার পরিচয়টাই তো দিলাম না। আমার নাম মুবিন। পুরো নাম মোঃ মাহমুদুল হাসান মুবিন। কুয়েটে EEE তে পড়েছি। এখন Bangladesh Army University of Engineering and Technology (BAUET) এ লেকচারার হিসেবে জয়েন করেছি। আমার জন্য সবাই দুয়া করবেন।
আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে subscribe বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু!!
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়। 🙂
ভিডিও লেকচারঃ
আমি মোঃ মাহমুদুল হাসান মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মুবিন। কুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিষয়ে পড়াশুনা করছি। You can find me on fb: https://www.facebook.com/mubin.hasan.33