purevpn সাথে থাকছে আনলিমিটেড মেয়াদ।

আসসালামুয়ালাইকুম প্রিয় টেকটিউনস কমিউনিটি। আশা করি সবাই ভাল আছেন?

আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। মনটা খারাপ, কেননা টেকটিউনস আমার বিগত দুইটা টিউন স্থগিত করেছে। এত কষ্ট করে লেখার পর কোন টিউন স্থগিত করলে কেমন লাগে বলেন। আমি একটা সফটওয়্যার আপলোড করলে সেটা কিভাবে ইন্সটল করবেন, কিভাবে সচল করবেন সেটা যদি আমি দেখিয়ে না দেই তাহলে তো সবাই বুঝতে পারবেন না, তাই না। এই কারনে যদি আমার টিউন স্থগিত হয় তাহলে কি করার। ডাউনলোড করার জন্য যে লিংক দেই সেটা টেকটিউনস সাপোর্ট করে না। তাই ইউটিউবে সেই লিংকটা দিয়ে দেই। সেটা কি আমার অপরাধ?

কত আজাইরা টিউন দেখি দিনের পর দিন টেকটিউনসে থাকে। কিন্তু আমারটা থাকে না।

যাই হোক দুঃখের কথা আর নাই বললাম, কাজের কথা বলি। জানিনা এই টিউনটা কতক্ষন থাকবে।

হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন puevpn একটা আইপি হাইড করার সফটওয়্যার। এটা একটা প্রিমিয়াম এবং খুব কাজের সফটওয়্যার। বিশেষ করে যারা ইউটিউব নিয়ে কাজ করেন তাদের জন্য তো অপরিসীম দরকার। যাই হোক purevpn সফটওয়্যারটা খুব ভাল, আমি যতগুলো দেখেছি তার মধ্যে অন্যতম। এটা একটা প্রিমিয়াম purevpn সাথে আজীবন মেয়াদ। চলুন দেখি এটা ইন্সটল করতে কি কি লাগবে।

প্রথমেই purevpn ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

১। মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক লেটেস্ট ভার্সন।

২। মাক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস।

৩। একটা ইমেইল। কেননা singup করতে হবে।

৪। অবশ্যই ইন্টারনেট কানেকশন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস