সৌরশক্তিকে কাজে লাগান-আনলিমিটেড বিদ্যুৎ বাসাতেই তৈরী করুন

কানসাটে যখন পল্লী বিদ্যুৎ কে বা কারা পুড়িয়ে ফেলেছিল তখন আমাদের এলাকায় প্রায় একমাস ইলেকট্রিসিটি ছিলনা। মাথা খারাপ হয়ে যাওয়ার দশা। তখন ভাবছিলাম কি করা যায়? এ’সময় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা আমার কাছে ১০ ওয়াটের একটা সোলার প্যানেল ও ৬ ভোল্টের একটা ব্যাটারী বিক্রি করে ২৯০০/- টাকায়। পরে অবশ্য আসল দাম জানতে পারি। যাহোক এত লিখতে হচ্ছে টেকটিউনসের নীতিমালার জন্য।

{টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 124 টি}। এত ঝামেলার জন্য টিউন করায় ছেড়ে দিয়েছি। যাহোক মূল কথায় আসি। বিদ্যুৎ উৎপাদন যতই রেকর্ড ভঙ্গ করুক না কেন লোডশেডিং কিন্তু চলছেই। এরকম পরিস্থিতিতে সহজেই আপনি ফ্যান চালাতে ও লাইট জ্বালাতে পারেন। বাজার থেকে একটা সোলার প্যানেল কিনুন। দাম বেশি না; ব্র্যান্ড ভেদে ৭০-৮০ টাকা ওয়াট। ২০ ওয়াটের দাম তাহলে আসবে ১৪০০/- টাকা। এতেই আপনি সহজেই দুইটা ছোট ডিসি ফ্যান চালাতে পারবেন সারাদিন। ফ্যান গুলোর দামও ৪০০/৬০০ টাকার মধ্যে। কোন ব্যাটারীর দরকার নাই। ফ্যানের সাথে সরাসরি সংযোগ দিবেন-যতক্ষন রোদ থাকবে ততক্ষন চলবে। কানেক্ট করতে কোন মেকানিক লাগবেনা। অাপনি নিজেই পারবেন। আমার তিন বছর থেকে চলছে কোন সমস্যা নাই। রাতে ব্যাকআপ চাইলে ব্যাটারী ও চার্জ কন্ট্রোলার লাগবে। কিন্তু সেদিকে যাচ্ছিনা খরচ কমানোর জন্য। আল্লাহ্-র দেওয়া এই অসীম শক্তিকে কাজে লাগালে আমাদের বিদ্যুৎ এর উপরও চাপ কমবে। সেই সাথে আপনি পাবেন এককালীন খরচে অবিরাম বাতাস ও আলো।

Level 2

আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এক্সপ্লোরার......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দারপ্রান্তে। আসেন আমরা সবাই এই অর্জনে অবদান রাখি, বিজয়ের মুহূর্তকে উপভোগ করি
https://www.techtunes.io/tech-talk/tune-id/440762

এটা কোন পোষ্ট হলো। কি ? কিভাবে ? কেন ? উপকরণ তালিকা কিছুই নাই। ফালতু।

vai khub sundor post ata pabo kotahai ami natore thaki

Kothai kinte pawa jai…..?