সাইকেল যা চুরি করা অসম্ভব আবিষ্কারক তিন তরুণ উদ্যোক্তা

সম্প্রতি তিন তরুণ উদ্যোক্তা দাবি করেছেন যে তাদের কাছে এমন একটি সমাধান রয়েছে যার ফলে সাইক্লিস্টদের একটি অন্যতম সমস্যা ‘সাইকেল চুরি হয়ে যাওয়া’ বন্ধ হয়ে যাবে এবং এই উদ্দেশ্যে তারা তৈরি করেছে ‘ইয়েরকা’ নামের একটি বাইক যা চুরি করা অসম্ভব।

এই তরুণ উদ্যেক্তাদের মাঝে একজন উদ্যোক্তার সাইকেল চুরি হয়েছে দুই বার যা এমন একটি সাইকেল তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরো বিষয়টি কিন্তু বেশ সহজ। তারা সাইকেল চুরি প্রতিরোধে সাইকেল এর ফ্রেমকেই এর তালা হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন যেখানে সাইকেল এর ফ্রেমটি খুলে কোন কিছুর ভিতর দিয়ে ফ্রেমটির একাংশ ঢুকিয়ে তা লক করে রাখা যাবে। ফলে সর্বোচ্চ সুরক্ষা পাবে সাইকেল ‘টি।

সাইকেল ইয়েরকা yerka

সাইকেল

ইয়েরকা নামের এই সাইকেল ‘টিতে রয়েছে চমৎকার একটি স্টিল ফ্রেম যা প্রথম দেখায় যেকোন সাধারণ সাইকেল বলে ভুল করে বসবেন আপনি। কিন্তু এর স্টিলের ডাউনটিউবটি দুই ভাগে ভাগ করা যাবে এবং এরপর সাইকেলের সিট টিউনটি সেই ডাউনটিউবের ভাগ হয়ে যাওয়া দুই অংশের মধ্যে প্রবেশ করিয়ে সাইকেলটি গাছ, পোল ইত্যাদির সাথে লক করে রাখা যাবে। শুধু তাই নয়, এটি আরও সুরক্ষিত করার জন্য রয়েছে এর নিজস্ব স্মার্টফোন অ্যাপলিকেশন যার মাধ্যমে আপনি স্মার্টফোন থেকেই এটি লক বা আনলক করতে পারবেন। যদি কোন চোর সাইকেলটি চুরি করতে চায় তাহলে তাকে সিট টিউনটি ভেঙ্গে সাইকেলটি চুরি করতে হবে যা সাইকেলটিকে অকেজো এবং ব্যবহার অযোগ্য করে তুলবে।

ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=7A4eOsAyQcw

চলুন, ভিডিওতে দেখে নিই সাইকেলটি কীভাবে কাজ করে থাকে-
তরুণ তিন উদ্যোক্তা তাদের নিজ নিজ পড়াশোনা থেকে সরে এসে দিন রাত ‘ইয়েরকা’ প্রজেক্টটির উপর কাজ করেছেন। বাণিজ্যিকভাবে বাজারজাত করতে বর্তমানে ক্রাউডফান্ডিং সাইট ইন্ডিয়েগোগো’তে এটি প্রদর্শিত হচ্ছে। প্রথম দিনেই ইন্ডিগোগো ক্যাম্পেইনে মোট ১৯৭টি ইয়েরেকা সাইকেল বিক্রি হয়েছে এবং প্রথম ব্যাচে এখন পর্যন্ত মোট অর্ডার পড়েছে ৩০০টি ইয়েরেকা বাইকের। ইয়ারকা এর দুই মিনিট তেত্রিশ সেকেন্ড এর ভিডিও তে পরিষ্কার ভাবে সকল কার্যক্রম দেওয়া আছে। এই পদ্ধতি যদি সতিই কার্যকর হয় তাহলে সাইকেল প্রেমিদের এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। আর পৃথিবীর এটাই হবে সব থেকে বড় চুরি নিরোধক পদ্ধতি। সুরক্ষা দিবে আপনার প্রিয় বাইসাইকেল ‘টিকে

সাইকেল এবং সকল স্মার্টফোন এর বাংলা রিভিউ প্লাস ভিডিও আপডেট পেতে চোখ রাখুন

সবার আগে সব সময়

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন।

Level 0

nice

খুব ভাল উদ্দ্যোগ