ঘুমের এক অজানা রহস্যময় জগত সম্পর্কে জানুন!

সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি সায়েন্স ধর্মী আর্টিকেলে। এই আর্টিকেল বিষয় আমাদের চিরচেনা ঘুম সম্পর্কে। জানুন এখানে ঘুমের রহস্যময় জগত সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লাগবে।
বিজ্ঞান ও ঘুম
ঘুম চিরচেনা শান্তির পরশ। সেই জন্ম থেকেই ঘুমের সাথে আমরা পরিচিত। কিন্তু এই ঘুমের মধ্যেই আছে কিছু অজানা রহস্য। আছে অতি পরিচিত ঘটে যাওয়া কিছু ঘটনা।যেমন, ধরুন আপনি আজ রাতে ঘুমাতে গেলেন। বাতি নিভালেন নরম বিছানায় গা এলিয়ে দিলেন, অল্প অল্প তন্দ্রা লেগে এলো হঠাৎ মনে হলো আপনি অনেক উচু থেকে নীচে পরে যাচ্ছেন। চমকে উঠলেন আপনি।
আবার, হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন আপনি নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে। আপনি প্রান পনে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হচ্ছে না। একটা আনগুলও নড়াতে পারছেন না আপনি। কিছুক্ষন পর ঘেমে নেয়ে উঠলেন আপনি । স্বাভাবিক হয়ে আসলো সবকিছু।উপরের ঘটনা দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল। তাছাড়াও ঘুমের মধ্যে কথা বলা, নাক ডাকা বা ঘুমের মধ্যে হাটা কোনটাই বিচিত্র নয়। এবার আসুন দেখে নেই কেন এমন হয়? কি বা তার সাম্ভাব্য প্রতিকার।

প্রথম ঘটনা, ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে উপর থেকে পরে যাচ্ছি।একে বলে Hypnic Jerk, আমরা যখন ঘুমিয়ে পরি আমাদের সারাশরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে মাংসপেশী গুলো শিথিল হয়ে আসে। কিন্তু যদি সে সময়ের মধ্যে আমাদের মষ্তিষ্ক ততটুকু বুঝতে না পারে তবে মষ্তিষ্ক একে উপর থেকে শরীর পরে যাচ্ছে এটা বলে ভুল করে সেক্ষেত্রে সে শরীর কে সে সময়ের জন্য প্রস্তুত করতে হাত-পা শক্ত করে ফেলে সেই আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য আর তাই আমরা ঝাকি দিয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। এটা আসলে সে সময় হয় যদি আমরা অনেকক্ষন ধরে ব্রেন কে রেস্ট না দেই একটানা পড়াশুনা বা অফিসের কাজ বা কোন গবেষনা এসব চিন্তা করতে করতে যদি ঘুমিয়ে পরি এবং আমাদের ঘুমের মধ্যেও যদি এসব চিন্তা চলতে থাকে তবে তখনই এ ঘটনা ঘটে।
২য় ঘটনা, বোবায় ধরার ঘটনার অনেকে কুসংস্কারের বশে বোবা ভুত ধরা বলে আসল নাম হচ্ছে Sleep Paralysis or Hypnagogic Paralysis, এ ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল আর তা হচ্ছে আমাদের ঘুমের ২ টা পর্যায় আছেঃ১) REM (Rapid Eye movement)
২) NON REM ( Non Rapid Eye Movement)
ঘুমের মধ্যে এ দুটি চক্র পর্যার ক্রমে আসে আমরা যদি কোন ভাবে এর মাঝের সময়ে জেগে যাই আমরা হাত পা নাড়তে পারিনা। কথা বলতে পারিনা কারন আমাদের এই জেগে থাকা সম্পর্কে মষ্তিষ্ক অবগত থাকেনা। এ ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আমরা জেগে আছি জানতে পারলে আবার আমরা হাত পা স্বাভাবিক ভাবে নাড়তে পারি এবং জেগে উঠি এসময় কোন কিছু দেখা বা গন্ধ পাওয়া অস্বাভাবিক নয় কারন মষ্তিষ্ক তখন সপ্নের মত দৃশ্য তৈরী করতে পারে।

                                                       আরও পড়ুনঃ ১০ হাজার টাকার মধ্যে অসাধারণ কিছু অ্যান্ড্রয়েড ফোন!
৩য় ঘটনা, ঘুমের ঘোরে হাটা বা Sleep Walking, ঘুমের ঘোরে হাটা ঘুমের NON REM পর্যায়ের খেলা। ঘুমের মধ্যে উঠে বসা হেটে বেড়ানো বাড়ীর বাহিরে চলে যাওয়া বা অনেক দূর পর্যন্ত ড্রাইভ করারও নজির আছে। বলা হয় ঘুমে হাটা ব্যাক্তিকে না জাগাতে কিন্তু এটা স্রেফ কুসংস্কার বরং যত তাড়াতাড়ি জাগানো যায় ততই ভালো।৪র্থ ঘটনা, নাক ডাকা বা Snoring, নাক ডাকা অল্প বা হাল্কা কম বেশী সবারই হয়। কিন্তু কেন? ঘুমানোর সময় যখন আমাদের পেশী সমূহ শিথিল হয়ে আসে তখন আমাদের জিহ্বা বা গলবিলের পিছনের মাংসপেশীও শিথিল হয়ে আসে সে সময় তা আমাদের শ্বাসনালীর পথরোধ করে আর তাই নাক ডাকে। অল্প হলে ঠিকাছে কিন্তু যদি বেশী হয় এবং সে ব্যাক্তি ঘুমানোর পরও মনে করে যে ঘুম ভালো ভাবে হয়নি তবে সেটা ভয়াবহ স্লিপ এপনিয়া রোগের পূর্ব লক্ষন। এ রোগে সাধারনত মানুষ ঘুম থেকে দমবন্ধ হয়ে আসছে এই অভিজ্গতা নিয়ে হরবরিয়ে জেগে উঠে।এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ।

যাহোক অনেক হলো এবার তবে শুভরত্রি। সবার সুন্দর পরিপূর্ন ঘুম হোক।

লেখকঃ ব্লগার রুদ্রাক্ষী। বিদ্রঃ এই লেখাটি সংগৃহীত। সংগ্রহ করা হয়েছে 'আমি জানতে চাই' ব্লগ থেকে

আমাকে পাবেনঃ  ZubyTech | Facebook | Twitter | Google Plus

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখেছেন। চালিয়ে যান।

Level 0

vi আপনাকে তো award হিসাবে MBBS এর সারটিফিকেট দেয়া উচিত………

Level 0

অনেক কিছু জানতে পারলাম …….

very nice post

Good

ভাই, বোবা ধরাকে আমি ভুতে ধরছে ভাবতাম, হা হা হা

NON REM ( Non Rapid Eye
Movement) এর কবলে পড়েছিলাম ২০০৭এ।আমি ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দুরে চলে গিয়েছিলাম।

‘ঘুমের মধ্যে উপর থেকে পরে যাবার মত অনুভুতি’ মাঝে মধ্যেই হয়।
তবে যখন ঘুমটা ভাঙ্গে তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানসিকভাবে খুব ভাল লাগে।
মনে হয় “কি বাচাটাই না বাচলাম, যাক ১০০ তলা থেকে তাহলে এতক্ষন পড়ছিলাম না” হাঃ হাঃ হাঃ হাঃ

আপনার টিউনটা খুব ভাল হয়েছে।
তবে মাঝখানে “আরো পড়ুনঃ” কাঁটা টা ভাল লাগে নি। প্রথম টা খানিকটা প্রাসঙ্গিক হিসাবে চালিয়ে দিলেও দ্বিতীয়টা কোনভাবেই যায় না।

    @শিহাব খান: হা…হা আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো ভাইয়া। আর আপনার কথা ঠিক। দ্বিতীয় লিংক টা দেয়া ঠিক হয়নাই। সরি ভাই… এরকম ভুল আর হবে না। 🙂

Level 0

২য় ঘটনা আমি বলি শুনেন, আমার মাঝে মধ্যে এমন অবস্থা হয়- আমি স্টিল ঘুমাচ্ছি কিন্তু কেউ ডাক দিলে ঠিকই শুনাপাই এবং উঠে পড়ি এবং কিছুক্ষণ(প্রায় ৮-১০ সেকেন্ড) পর অনুভব করি আমি বিছানাতেই শুয়ে আছি। হাত-পা নড়ানোর চেষ্টা করি কিন্তু নড়াতে পারিনা-সব অবশ হয়ে থাকে। মাথা ঠিকই কাজ করে কিন্তু হাত-পা নড়েনা এবং কি শরীরটাও।।।।
কি করি বলেন্তো-এটা কি আমার কোনো রোগ?

    @biplob roy: এটা অতিরিক্ত টেনশন এর কারনে হতে পারে। যদি সমস্যা খুব বেশি হয় তাহলে একজন ডাক্তার দেখান। ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। 🙂

জানার বিষয়

Level 0

ঘুমাতে ভালো লাগে।
সময় পেলে ঘুমাই……।

গুড টিউন। চালিয়ে যান।

আমার তো মাঝে মাঝেই Sleep Paralysis এর মত হয় , তখন ঐ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য চিল্লান মারি যাতে আমার নিজের কণ্ঠ নিজে শুনে জেগে উঠতে পারি । আজব মানুষের মস্তিষ্ক । ভয়ও লাগে তখন । আর তার মদ্ধে ভয়ের স্বপ্ন দেখলে তো কথাই নাই । 😀

আচ্ছা,টিটিরর কোন পোস্ট এ কমেন্ট করলে সেটা যেন ইমেলে নোটিফিকেশন পাঠায় এমন কোন পদ্ধতি আছে?