সুস্থ থাকার জন্য ১৯টি সূত্র

একেবারে ফিট থাকতে গেলে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। সুস্থ শরীর তার সঙ্গে শান্তিময় জীবন লাভ করতে কে না চায়। কিন্তু বিশৃঙ্খলার আড়ালে জীবনটাই এলোমেলো হয়ে যায়। থাকে না শান্তি, থাকে না স্ব্বস্তি। সুস্থ থাকার কিছু সূত্র আছে। সেগুলো কী তা জেনে নিই।

—প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে দুই অথবা তিন কি.মি. হাঁটুন। এরপর গোসল করে প্রার্থনা করুন। এতে মন এবং প্রাণ সতেজ থাকবে।

—সব সময় সোজা হয়ে বসুন।

—যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণ করুন। এতে পাচন ক্রিয়া ঠিক থাকবে।

—মোটা হওয়ার প্রধান কারণ হলো তৈলাক্ত এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া। তাই এ ধরনের খাবার খুব কম খান।

—সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন।

—গাড়ি থাকলেও খুব বেশি গাড়ি চালাবেন না। বেশিরভাগ সময় হেঁটেই কাজ সারুন। এতে পায়ের মাংসপেশীর ব্যায়াম হবে। আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন।

—বেশি পরিমাণে সবুজ শাক-সবজি আর ফলমূল খান।

—ঘরের সব কাজ নিজে করারই চেষ্টা করুন।

—ব্যস্ত থাকাটা শরীর ও মন—দুয়ের পক্ষে ভালো। তাই কাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন।

—আপনার রুচি ও ব্যক্তিত্ব অনুয়ায়ী পোশাক পরিধান করুন।

—শরীরের নিয়মিত যত্ন নিন। শরীরের সৌন্দর্য বজায় রাখুন।

—গরমের দিন রাতে শোয়ার আগে গোসল করুন, এতে ঘুম ভালো হবে।

—রাতে শোয়ার আগে ঢিলেঢালা পোশাক পরুন। শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ রোম ছিদ্রের মধ্য দিয়ে শ্বসন প্রক্রিয়া চালায়। সে কারণে শোয়ার আগে ঢিলেঢালা পোশাক পরে ঘুমানো উচিত।

—চুলের প্রতি বিশেষ খেয়াল রাখুন। কারণ চুল হলো সৌন্দর্যের অঙ্গ। সম্ভব হলে সপ্তাহে একদিন হার্বাল শ্যাম্প দিয়ে মাথা ধৌত করুন।

—প্রতিদিন অন্তত ১০ মিনিট ধ্যান করুন। এতে মানসিক শান্তি পাবেন। তার ওপর মনের জোরও বাড়বে।

—ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন।

—কথার উপরে সংযম রাখুন। আপনার কথায় কেউ যেন মানসিক দুঃখ না পায়। সেটা মাথায় রেখে কথা বলুন।

—রাতে শোয়ার সময় মনে কোনো চিন্তা রাখবেন না। সুস্ব্বাস্থ্য বজায় রাখার জন্য গভীর ঘুম অত্যন্ত জরুরি।

—পেশাগত কোনো সমস্যা থাকলে সে সমস্যাকে না জিইয়ে রেখে তা মেটানোর চেষ্টা করুন।

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিপস … নাইস টিউন

Valo Tunes.

খুবই ভাল টিপস্। ধন্যবাদ ।

    মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ

ঐ মিয়া তোমার কথা মত ব্যস্ত থাকসি।এখন মাথা ধরসে।কি করুম??

    ভাই গোসল কইরা ঘুমাই যান। এটাতো বলাই আছে টিউনে। ভাই মাইন্ড কইরেন না। আপনার মন্তব্য দেখে মজা লাগলো তাই এইভাবে বললাম।

টিপসের জন্য ধন্যাবাদ।

টিপস তো ভালোই দিয়েছেন, কিন্তু প্রথম টিপসটি মানতে অনেক কষ্ট হয়ে যাবে অনেকের । বাংলাদেশের সবাই যারা নেট ব্যবহার করে তারা বেশির ভাগ রাতে ব্যবহার করে শেষের দিকে ঘুমাতে যায় । সকালে উঠলেতো হাঁটা হাঁটি করতে যাবে ।

    ভাই আমার টিপসে যা দেওয়া আছে তা যদি মেনে না চলেন। তাহলে প্রথম টিপস থেকে আপনি বনচিত হবেন। রাতে নেট ব্যবহার করেন ভাল কথা কিন্তু ঘুম মেরে অতিরিক্ত নেট ব্যবহার করবেন না। এতে শরীরে প্রতি নানা ধরনের সমস্যা হবে। মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর টিপস্ গুলোর জন্য।

rate jegei apnar montobbo likchi….valo kichu advice dilen tai donobad….mani na mani valo kotha sunte valo lage…

জটিল টিপস শিখাইলেন

আমি সারা রাত ঘুম মাইরা নেট এ থাকি । ফজর হইলে ঘুমাতে যাই ।

    কয়টা বাজে ঘুম থেকে উঠেন একটু বলবেন কি?

Level 0

brother r jodi long time darea kaj korte hoy tahole ki ki khoti ase? janaben asha kori

    লং টাইম দাড়িয়া কাজ করলে তেমন কোন সমস্যা নাই। যদি কোন সমস্যা হয় তাহলে মন্তব্য করেন আপনার কি কি সমস্যা হয়েছে।

সত্যি সুন্দর টিউন।
প্রায় সব গুলো টিপসের সাথে সহমত।
তাড়াতাড়ি শুতে যাওয়া ও তাড়াতাড়ি উঠা আমার খুব পছন্দের জিনিস, যদিও আমি প্রতিদিন গড়ে প্রায় ৬ থেকে ৮ ঘন্টা নেটে থাকি।
ধন্যবাদ রাসেল ভাই।

    আপনাকেও ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য দেওয়ার জন্য

খুবই উপকারী টিপস,সবারই চেষ্টা করা উচিত এতে ভাল থাকা যাবে নিশ্চয় ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুবই ভাল টিপস॥

Level 0

এই জামানায় এট টাইম কই। নামায-টা-ই ঠিকমত পড়তে পারি না। ২ রাতে ঘুমানোর আগে গোসল কেমনে ?? পানিই তো থাকে না।

Level 0

কাজের টিপস, ধন্যবাদ আপনাকে।

ধূমপান করা যাবে কি না তা তো বললেন না ?????????????????????????

ভাইয়া ধন্যবাদ। কিন্তু মাফ করবেন, ছোট্ট Correction বসার সময় ১৩৫ ডিগ্রি এঙ্গেলে বসা সবচেয়ে ভালো।
Overall thats very useful for everyone…..Thanks