গাছেরও অনুভূতি আছে আমরা জানি, কিন্তু দেখি না। আসুন দেখে নিই

স্যার জগদীশ চন্দ্র বসু (নভেম্বর ৩০, ১৮৫৮ – নভেম্বর ২৩, ১৯৩৭) একজন সফল বাঙালি বিজ্ঞানী। তার গবেষণার প্রধান দিক ছিল উদ্ভিদ ও তড়িৎ চৌম্বক। তার আবিষ্কারের মধ্যে উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের দেহের উত্তেজনার বেগ নিরুপক সমতল তরুলিপি যন্ত্র রিজোনাষ্ট রেকর্ডার অন্যতম। জগদীশ চন্দ্র প্রচুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে, উদ্ভিদ এ প্রাণী জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে; এক কথায় উদ্ভিদজীবন প্রাণীজীবনের ছায়া মাত্র।

আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের পশুপাখি পালন করে থাকি। অনেকে আবার বাগান করতে অথবা গাছ পরিচর্যা করতে ভালবাসি। কিন্তু মাঝেমধ্যে তাদের চাহিদা বুঝতে না পারার কারনে তাদেরকে আমরা জীবিত রাখতে পারি না। পশুপাখি তো কিছু না কিছু খেয়ে বেছে থাকে কিন্তু গাছ, সে তো নড়াচড়া করতে পারে না। কেমন হয় যদি আমরা গাছ-প্রেমীরা গাছের কথা বুঝতে পারি ! তারা কি চায় আমরা তা সাথে সাথে জানতে পারি।

অবাক হচ্ছেন না ?

Junyi Heo নামে এক জাপানিস কোম্পানি উচ্চপ্রযুক্তি সম্পন্ন এমন এক পড (গাছ রাখার পত্র) তৈরী করেছেন যার মাধ্যমে আমরা গাছের সাথে যোগাযোগ করতে পারব।

এই পডটি মাটির অবস্থা, তাপমাত্রা, জলবায়ু এবং মাটিতে পানির পরিমান সম্পর্কে ধারণা নিতে পারে। এটি পডে লাগানো গাছটির চাহিদা বুঝতে পারে এবং তার বর্তমান অবস্থা একটি LED Display এর মাধ্যমে দেখিয়ে দেয়।

গাছের এক্সপ্রেশন গুলি দেখুন 

পডটি আরো অনেক কিছু দেখায়, যেমন : আপনি কি গাছে পানি বেশি দিয়ে ফেলেছেন নাকি। যদি দিয়ে থাকেন তাহলে এটি অতিরিক্ত পানি শুষে নিয়ে এর নিচে আলাদা একটি পাত্রে জমা করে। দারুন ! ! ! আপনার শুধু পডটিকে একটি USB কানেক্টর এর সাহায্যে PC এর সাথে কানেক্ট করতে হবে।
এই যোগান্তকারী আবিষ্কারটির পিছনে সবচে বড় কারণ হচ্ছে, মানুষ যাতে গাছ ধংশ না করে। হয়ত আপনি এটিকে কাটতে গেলে এটি ডিসপ্লেতে ছুরি দেখাবে অথবা কাওকে ছুরি দিয়ে আঘাত করছেন সেটি দেখাবে। যাই হোক, এটির মাধ্যমে আপনি আপনার গাছের MOOD সম্পর্কে জানতে পারবেন। এর জন্য আপনি শুধু displayতে তাকালেই হবে।

এইরকম আরো মজার খবর জানতে এইখানে ঘুরে আসতে পারেন।  😛

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Looking very nice to me

সুন্দর জিনিস

Level 0

ki jani, oi Machine ta toiri korte Kath use hosse kina…

Science fiction নাকি ?

OH !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

নতুন কিছু জানলাম