বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য লড়াকু যোদ্ধা : “যুক্তি”

আমার সুপ্রিয় টেকটিউনস এর পাঠকরা , সবাইকে নমষ্কার , সালাম ও শুভেচ্ছা । আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা ম্যাগাজিন । ম্যাগাজিনটার নাম যুক্তি । আমার অনেকেই জানি এই কথাটা " যুক্তি আনে মুক্তি " । যাই হোক এটা সম্পর্কে আপনাদের একটা ছোট খাটো ধারণা দিয়ে দিই । এটা হচ্ছে বিজ্ঞান মনষ্ক ব্যক্তিদের জন্য । এই ম্যাগাজিন টাতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর উপযুক্ত যুক্তি ও প্রমাণ তুলে ধরা হয়েছে । প্রচলিত ধারার যেসব ত্রুটি বিচ্যুতি গুলো আছে , সমাজের যেসব কুসংস্কার গুলো আছে , বিভিন্ন ধর্মের যেসব গোড়ামি গুলো আছে তার অসারতা গুলো বিজ্ঞানের আলোকে উপযুক্ত যুক্তি প্রমাণ সহ তুলে ধরা হয়েছে । অনেকে হয়তো এটা পড়ে বলতে পারেন আমি নাস্তিকতাকে উস্কে দিচ্ছি । আগেও এমন হয়েছে তাই বিষয়টা বলছি । আসলে আমার এমন কোন উদ্দেশ্য নেই ।আর অনেকে হয়তো বলবেন আমি এটার এড দিচ্ছি কেন । ভাবনার কোন কারণ নেই । এর সাথে আমি কোন ভাবেই জড়িত না। আমি জাষ্ট চাই যে বাংলার মানুষ একটু বিজ্ঞান মনষ্ক হয়ে উঠুক, বাংলাদেশের মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা জাগ্রত হোক । তার তার জন্যেই এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস । যদি এটা পড়ে কেউ মনে কষ্ট পান তার জন্যে আমি আন্তরিক ভাবে দুঃখিত । নিচের লিংক থেকে এই ম্যাগাজিনের প্রথম ৩ টি সংখ্যা ডাউনলোড করে নিন :

সংখ্যা - ১ : http://www.mukto-mona.com/project/2007books/yukti/index.htm

সংখ্যা - ২ : http://www.mukto-mona.com/project/yukti/2nd_issue/index.htm

সংখ্যা - ৩ : https://www.facebook.com/groups/432326233511046/461781647232171/

আর এই ম্যাগাজিনের ফেসবুক পেজটা হল : https://www.facebook.com/Jukti.SRC

সবাই ভাল থাকবেন । সবাইকে ধন্যবাদ ।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

না ভাই আমি মনে করি না যে আপনি এটা শেয়ার করে নাস্তিকদের উস্কে দিচ্ছেন। আর আমিও চাই শুধু আমি কেন সকল বাংলাদেশি চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা জাগ্রত হোক। আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটা টিউন করার জন্য।

আরিফ ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা ভালভাবে বুঝতে পারার জন্য ।

আপনাকেও ধন্যবাদ ।

Level 0

ভাল লাগল… 🙂

ধন্যবাদ ।