
আসসালামুআলাইকুম।
বাংলাদেশে ইউটিউব এখন বন্ধ। কোন দেশের জঘন্য একজন সাধারন একটা লোক আমাদের প্রিয় নবী (সাঃ) এর নামে একটা জঘন্য মুভি তৈরি করেছে এবং কোন একজন সেই ছবিটাকে ইউটিউব এ আপলোড করেছে দেখে আজ ইউটিউব বাংলাদেশে বন্ধ। ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কথা লিখছে, টিউন করছে, অনেকে ইউটিউব বন্ধ করাটা ঠিক হয়নি বলছে আবার কেউ কেউ যারা ইউটিউব দেখবে তারা জাহান্নামে যাবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছে। আসুন একটু চিন্তা করি আসলেই কি ইউটিউব বন্ধ করা ঠিক হয়েছে, কেউ যদি ইউটিউব এর পক্ষে কথা বলে সেটার মানে কি সে নবী (সাঃ) কে সম্মান করেনা? আসুন একটু ভাবি।
আমরা যারা ইন্টারনেট এর সাথে পরিচিত তারা সবাই জানি ইউটিউব এর কথা। আসলে ইউটিউব টা কি?এটা সবারই জানা তারপরও বলছি তাদের জন্য যারা ইউটিউব এর উপর ক্ষ্যাপা। ইউটিউব একটা সাইট যেখানে অসংখ্য মানুষ বিভিন্ন অডিও ভিডিও আপলোড করে। ইউটিউব এর প্রতিদিন দর্শক সংখ্যা কোটি কোটি।ইউটিউব এ যেমন অনেক অনেক খারাপ, নোংরা, অসামাজিক ভিডিও আছে ঠিক তেমনি আছে তার চেয়েও বেশী ভাল ভিডিও। ইউটিউব এ আছে বড় বড় ইসলামিক জ্ঞানীদের লেকচার, আছে শিক্ষণীয় অনেক অনেক অনেক কিছু। এখন একজন লোক যদি একটা ছবি বানায় এবং তার টার্গেট যদি থাকে আমাদের প্রিয় নবী(সাঃ) এবং সেটা যদি অন্য কেউ ইউটিউবে আপলোড করে সেখানে ইউটিউব এর দোষ কি? ইউটিউব সবার জন্য ওপেন, যেমন এখানে নবী(সাঃ) কে গালি দিয়ে মানুষ ভিডিও আপলোড করে ঠিক তেমনি নবী(সাঃ) এর প্রশংসার অসংখ্য ভিডিও, অসংখ্য মুভিও ইউটিউবে আছে। যে লোকটি নবী (সাঃ) এর নামে ইনসেন্স অফ মুসলিম মুভি টা বানিয়েছে সে চেয়েছে একটা কনট্রভারসি সৃষ্টি করতে, মানুষে মানুষে আবার যুদ্ধ লাগাতে, এবং কিছুটা নাম কামাতে। ঠিক তাই হয়েছে, তার এই মুভির জন্য আমরা যা যা করছি সেটা তার ইচ্ছাকে পুরন করে দিচ্ছে। আরে আমরাতো আমাদের নবী(সাঃ) কে ভালবাসি, আমরা জানি আমাদের নবী(সাঃ) কেমন ছিল। আমরা জানি আমাদের নবী(সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, আছেন এবং সবসময় সর্বশ্রেষ্ঠই থাকবেন।শুধু আমরা না, এমনকি পৃথিবীর বড় বড় মনীষীরাও একথা বিনা তর্কে স্বীকার করে। বাস, আমাদের জন্য এটাই যথেষ্ট যে আমরা নবী (সাঃ) ভালবাসি, যারা আমাদের নবী কে ভালবাসেনা,নবীর নামে বাজে কথা বলে তারাতো মূর্খ সুতরাং তারাতো গালি দিবেই, নবীর নামে খারাপ কথা বলবেই, কিন্তু যদি আমরা সেসব গালি নিয়ে চিন্তায় পরে থাকি, ইউটিউব ও গুগল এর মত সাইট বন্ধ করে দেই তাহলেতো আমরা পিছিয়ে যাব, আর সেসব লোকেরা তো এটাই চায় যেন মুসলিমরা সব দিক দিয়ে পিছিয়ে যায়। এখনকার যুগ হচ্ছে টেকনোলোজির যুগ, আইটির যুগ, এসব সময় যদি আমরা ইউটিউব এর মত একটা গুরুত্বপূর্ণ সাইট বন্ধ করে রাখি কখনই এটা ঠিক হবে না, ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছিলঃ “টার্ন দি টেবিল ওভার”। অর্থাৎ তাদের বানানো অস্ত্র দিয়ে তাদেরকেই মার। তারা নবী (সাঃ) এর নামে একটা খারাপ মুভি বানিয়ে ইউটিউবে আপলোড করেছে, তোমরা নবীর প্রশংসায় ১০০ টা মুভি বানিয়ে ইউটিউবে আপলোড কর, এতেই তারা হেরে যাবে, এতেই বোঝা যাবে যে আমরা নবী(সাঃ) কে ভালবাসি। আমার ফেসবুক এর একটা পোস্ট এ দেখলাম যে নবী(সাঃ) এর নামে এই খারাপ মুভি বানানোর প্রতিবাদে লন্ডন এর একটা ইসলামিক গ্রুপ সেখানে ১০০০ কোরআন শরীফ ফ্রি বিতরন করেছে। এটাই হচ্ছে তাদের থেকে বদলা নেয়ার উপায়, তারা ইসলামের নামে গালি দিবে ১০ বার, আমরা ইসলামের পক্ষে ১ লাখ ভাল কথা বলব। তারা ফেসবুক এ ইসলাম বিরোধী পেজ বানাবে ৫০ টা, আমরা ইসলাম প্রচার এর পেজ বানাব তাদের তিন গুণ। এভাবে করেই তাদেরকে জবাব দিতে হবে। আমি পারসনালি ইউটিউবে ইসলামিক লেকচার শুনে অনেক কিছু শিখেছি তাই ইউটিউব বন্ধ করে দেয়াটা আমার পছন্দ হয়নি। আর যারা বলছে যে ইউটিউব দেখলে জাহান্নামে যেতে হবে তারা ভুল বলছে। ইউটিউব ত্যাগ করে প্রমান করা যায় না যে আমরা নবী(সাঃ) কে ভালবাসি, নবী(সাঃ) কে ভালবাসতে হলে নবী(সাঃ) যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। আমাদের এখানে যত টিউনার আছে তাদের অর্ধেকেরও বেশী টিউনার ইউটিউব থেকে রেগুলার উপকারিত হচ্ছে, সুতরাং আইটি সেক্টরে সামনে এগোতে হলে, আইটির মাধ্যমে ইসলাম প্রচার করতে হলে ইউটিউব দরকার। তাই আমি পারসনালি নবী(সাঃ) কে যে অপমান করেছে তার বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ইউটিউব টা ফিরিয়ে দেয়ার অনুরোধ করছি। ইনশাল্লাহ এবার থেকে ইউটিউব হবে আমাদের প্রধান অস্ত্র ইসলাম প্রচার এর ক্ষেত্রে, আমরা মুসলমান রা প্রমান করব আমরা কোন দিকেই পিছিয়ে নেই, আমরা প্রমান করব আমরা নবী(সাঃ) ভালবাসি কিন্তু এই প্রমানটা আমরা করব আমাদের বুদ্ধির মাধ্যমে,যুক্তির মাধ্যমে ঝগড়া, মারামারি বা ফিতনা ফাসাদের মাধ্যমে নয়।
আমার এইটা প্রথম টিউন, ভুল হলে মাফ করে দিবেন। সবার জন্য ভালবাসা রইল।
শেষ করার আগে নবী(সাঃ) এর একটা হাদীস দিয়ে শেষ করছিঃ
“একজন মুমিন লোক কখনো কাউকে অপমান করেনা, কখনো কাউকে অভিশাপ দেয় না, কখনো অমানুষিক কোন কাজ করে না, কাউকে গালি দেয় না এবং সে কখনো নোংরামি পছন্দ করে না।”
সহীহ তিরমিজি, ৪র্থ খণ্ড।
আমি Reza8792। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবচাইতে যেটা হাস্যকর ব্যাপার, তা হচ্ছে ইসলামে সিনেমা দেখাই নিষিদ্ধ। তাই কোন সিনেমায় কি দেখালো না দেখালো, তা ধর্মনিষ্ঠ মুসলিমদের জানারই কথা না, দেখা তো দুরের ব্যাপার। সিনেমা দেখে যখন ধর্মই খুয়ালেন, তখন আর এত ধর্ম গেল বলে চিৎকারের মানে কি?…………..