প্রিয় নবী(সাঃ) কে অপমান। ইউটিউব বন্ধ, একটু চিন্তার বিষয়।কি করা উচিৎ?(১ম টিউন)

আসসালামুআলাইকুম।

বাংলাদেশে ইউটিউব এখন বন্ধ। কোন দেশের জঘন্য একজন সাধারন একটা লোক আমাদের প্রিয় নবী (সাঃ) এর নামে একটা জঘন্য মুভি তৈরি করেছে এবং কোন একজন সেই ছবিটাকে ইউটিউব এ আপলোড করেছে দেখে আজ ইউটিউব বাংলাদেশে বন্ধ। ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কথা লিখছে, টিউন করছে, অনেকে ইউটিউব বন্ধ করাটা ঠিক হয়নি বলছে আবার কেউ কেউ যারা ইউটিউব দেখবে তারা জাহান্নামে যাবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছে। আসুন একটু চিন্তা করি আসলেই কি ইউটিউব বন্ধ করা ঠিক হয়েছে, কেউ যদি ইউটিউব এর পক্ষে কথা বলে সেটার মানে কি সে নবী (সাঃ) কে সম্মান করেনা? আসুন একটু ভাবি।

আমরা যারা ইন্টারনেট এর সাথে পরিচিত তারা সবাই জানি ইউটিউব এর কথা। আসলে ইউটিউব টা কি?এটা সবারই জানা তারপরও বলছি তাদের জন্য যারা ইউটিউব এর উপর ক্ষ্যাপা। ইউটিউব একটা সাইট যেখানে অসংখ্য মানুষ বিভিন্ন অডিও ভিডিও আপলোড করে। ইউটিউব এর প্রতিদিন দর্শক সংখ্যা কোটি কোটি।ইউটিউব এ যেমন অনেক অনেক খারাপ, নোংরা, অসামাজিক ভিডিও আছে ঠিক তেমনি আছে তার চেয়েও বেশী ভাল ভিডিও। ইউটিউব এ আছে বড় বড় ইসলামিক জ্ঞানীদের লেকচার, আছে শিক্ষণীয় অনেক অনেক অনেক কিছু। এখন একজন লোক যদি একটা ছবি বানায় এবং তার টার্গেট যদি থাকে আমাদের প্রিয় নবী(সাঃ) এবং সেটা যদি অন্য কেউ ইউটিউবে আপলোড করে সেখানে ইউটিউব এর দোষ কি? ইউটিউব সবার জন্য ওপেন, যেমন এখানে নবী(সাঃ) কে গালি দিয়ে মানুষ ভিডিও আপলোড করে ঠিক তেমনি নবী(সাঃ) এর প্রশংসার অসংখ্য ভিডিও, অসংখ্য মুভিও ইউটিউবে আছে। যে লোকটি নবী (সাঃ) এর নামে ইনসেন্স অফ মুসলিম মুভি টা বানিয়েছে সে চেয়েছে একটা কনট্রভারসি সৃষ্টি করতে, মানুষে মানুষে আবার যুদ্ধ লাগাতে, এবং কিছুটা নাম কামাতে। ঠিক তাই হয়েছে, তার এই মুভির জন্য আমরা যা যা করছি সেটা তার ইচ্ছাকে পুরন করে দিচ্ছে। আরে আমরাতো আমাদের নবী(সাঃ) কে ভালবাসি, আমরা জানি আমাদের নবী(সাঃ) কেমন ছিল। আমরা জানি আমাদের নবী(সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, আছেন এবং সবসময় সর্বশ্রেষ্ঠই থাকবেন।শুধু আমরা না, এমনকি পৃথিবীর বড় বড় মনীষীরাও একথা বিনা তর্কে স্বীকার করে। বাস, আমাদের জন্য এটাই যথেষ্ট যে আমরা নবী (সাঃ) ভালবাসি, যারা আমাদের নবী কে ভালবাসেনা,নবীর নামে বাজে কথা বলে তারাতো মূর্খ সুতরাং তারাতো গালি দিবেই, নবীর নামে খারাপ কথা বলবেই, কিন্তু যদি আমরা সেসব গালি নিয়ে চিন্তায় পরে থাকি, ইউটিউব ও গুগল এর মত সাইট বন্ধ করে দেই তাহলেতো আমরা পিছিয়ে যাব, আর সেসব লোকেরা তো এটাই চায় যেন মুসলিমরা সব দিক দিয়ে পিছিয়ে যায়। এখনকার যুগ হচ্ছে টেকনোলোজির যুগ, আইটির যুগ, এসব সময় যদি আমরা ইউটিউব এর মত একটা গুরুত্বপূর্ণ সাইট বন্ধ করে রাখি কখনই এটা ঠিক হবে না, ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছিলঃ “টার্ন দি টেবিল ওভার”। অর্থাৎ তাদের বানানো অস্ত্র দিয়ে তাদেরকেই মার। তারা নবী (সাঃ) এর নামে একটা খারাপ মুভি বানিয়ে ইউটিউবে আপলোড করেছে, তোমরা নবীর প্রশংসায় ১০০ টা মুভি বানিয়ে ইউটিউবে আপলোড কর, এতেই তারা হেরে যাবে, এতেই বোঝা যাবে যে আমরা নবী(সাঃ) কে ভালবাসি। আমার ফেসবুক এর একটা পোস্ট এ দেখলাম যে নবী(সাঃ) এর নামে এই খারাপ মুভি বানানোর প্রতিবাদে লন্ডন এর একটা ইসলামিক গ্রুপ সেখানে ১০০০ কোরআন শরীফ ফ্রি বিতরন করেছে। এটাই হচ্ছে তাদের থেকে বদলা নেয়ার উপায়, তারা ইসলামের নামে গালি দিবে ১০ বার, আমরা ইসলামের পক্ষে ১ লাখ ভাল কথা বলব। তারা ফেসবুক এ ইসলাম বিরোধী পেজ বানাবে ৫০ টা, আমরা ইসলাম প্রচার এর পেজ বানাব তাদের তিন গুণ। এভাবে করেই তাদেরকে জবাব দিতে হবে। আমি পারসনালি ইউটিউবে ইসলামিক লেকচার শুনে অনেক কিছু শিখেছি তাই ইউটিউব বন্ধ করে দেয়াটা আমার পছন্দ হয়নি। আর যারা বলছে যে ইউটিউব দেখলে জাহান্নামে যেতে হবে তারা ভুল বলছে। ইউটিউব ত্যাগ করে প্রমান করা যায় না যে আমরা নবী(সাঃ) কে ভালবাসি, নবী(সাঃ) কে ভালবাসতে হলে নবী(সাঃ) যেভাবে বলেছে সেভাবে চলতে হবে। আমাদের এখানে যত টিউনার আছে তাদের অর্ধেকেরও বেশী টিউনার ইউটিউব থেকে রেগুলার উপকারিত হচ্ছে, সুতরাং আইটি সেক্টরে সামনে এগোতে হলে, আইটির মাধ্যমে ইসলাম প্রচার করতে হলে ইউটিউব দরকার। তাই আমি পারসনালি নবী(সাঃ) কে যে অপমান করেছে তার বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ইউটিউব টা ফিরিয়ে দেয়ার অনুরোধ করছি। ইনশাল্লাহ এবার থেকে ইউটিউব হবে আমাদের প্রধান অস্ত্র ইসলাম প্রচার এর ক্ষেত্রে, আমরা মুসলমান রা প্রমান করব আমরা কোন দিকেই পিছিয়ে নেই, আমরা প্রমান করব আমরা নবী(সাঃ) ভালবাসি কিন্তু এই প্রমানটা আমরা করব আমাদের বুদ্ধির মাধ্যমে,যুক্তির মাধ্যমে ঝগড়া, মারামারি বা ফিতনা ফাসাদের মাধ্যমে নয়।

আমার এইটা প্রথম টিউন, ভুল হলে মাফ করে দিবেন। সবার জন্য ভালবাসা রইল।

শেষ করার আগে নবী(সাঃ) এর একটা হাদীস দিয়ে শেষ করছিঃ

“একজন মুমিন লোক কখনো কাউকে অপমান করেনা, কখনো কাউকে অভিশাপ দেয় না, কখনো অমানুষিক কোন কাজ করে না, কাউকে গালি দেয় না এবং সে কখনো নোংরামি পছন্দ করে না।”

সহীহ তিরমিজি, ৪র্থ খণ্ড।

Level 0

আমি Reza8792। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সবচাইতে যেটা হাস্যকর ব্যাপার, তা হচ্ছে ইসলামে সিনেমা দেখাই নিষিদ্ধ। তাই কোন সিনেমায় কি দেখালো না দেখালো, তা ধর্মনিষ্ঠ মুসলিমদের জানারই কথা না, দেখা তো দুরের ব্যাপার। সিনেমা দেখে যখন ধর্মই খুয়ালেন, তখন আর এত ধর্ম গেল বলে চিৎকারের মানে কি?…………..

ধরা যাক techtunes.io এ একটি বাযে পোস্ট করা হোল ইসলাম নিয়া এবং সেটা techtunes.io মুছে নি তাই বলে কি আমরা techtunes.io বন্ধ করে দিব। এতে লস ত আমাদেরই আমরা অনেক কিছু থেকে বঞ্ছিত হব।

Level 0

হ কোনো কাম নাই
এত রিপোর্ট আর এত মুসলমানের কথায়ও ভিডিও কাটে নাই,এটাই ইউটিউবের দোষ
আপনারা তো মনে হয় মুসলমান না >:(

    @zonayedpca: Bro, don’t go saying something like this!
    just because he said we need Youtube that doesn’t me he is against Islam or anything.
    I agree that they didn’t remove the video but why do you say something like “আপনারা তো মনে হয় মুসলমান না ” this?
    Ans me, are you a true Muslim?
    do you offer 5 time Prayer?
    Do you listen to your Elder and respect them?
    Do you speak the truth?
    Do you help the poor or just ignore them?
    and there are many quality you need to be a true Muslim.

ami mone kori youtube off kore deoyata thik ase, bcoz eta ekta annayer birudde protibad kora, islamer mul khuti te aghat kora ke soto kore dekhle hobe na, eta jei sei movie na, youtube er uchit eta remove kora, ekhon kew jodi barak obama, hilari klinton ke niye nongra kharap movie banaye upload kore tohole ki youtube eta rakhbe? rakhbe na remove kore dibe……. kisu vul bolle khoma korben.

Youtube theke amio kom shikhini kintu youtube jodi ai video delete na kore tahole to amader bujte hobe youtube ai video ta support kore. Ar jara ai video ta support kore tara muslim der shotru.

Level 0

আসলেই চিনত্দা করার বিষয়……………..

    Level 0

    আসলে চিন্তা করার বিষয়…………..

বন্ধ করা ঠিক হইনি বুজলাম কিন্ত্ তাদেরকে তো ভিডিওটা মুছতে বলা হইছিল … আপনার টিউনটি নিউটাল…

Eai tune ta Onek agei kora uchit chilo.Bhai ami apnar shathe ekmot poshon korlam…

Level 0

আমি মনে করি ইউটিউব সম্পুর্ন ইসলাম বিরোধি কাজ করছে।কোটি কোটি মানুষের প্রতিবাদ সত্বেও কুরুচিপুর্ন ভিডিও ক্লিপটা সরাচ্ছে না।আমি মনে করি আমরা {মুসলমান}আপাতত ইউটিউব ব্যবহার থেকে বিরত থাকি।

আমি ইউ টিউব বন্ধ করার ব্যাপারে একমত।। মনে করুন কেও একজন আপনাকে প্রচুর পরিমানে সাহায্য, সহযোগিতা করে অথবা মনে করুন আপনার প্রিয় কোন শিক্ষক যার কাছ থেকে আপনি প্রচুর কিছু সিখেছেন, এখন সেই মানুষটি যদি আপনার মা অথবা বোন কে নিয়ে আনেক পরিমানে নোংরামি করে এবং তাদের নিয়ে অস্লিন কিছু তৈরি করে আর আপনি তাকে অনুরধ করার পরও যদি সে তা বন্ধ না করে তাহলে আপনি কি করবেন????

আপনি আপনার সেই প্রিয় শিক্ষক কে ত্যাগ করবেন নাকি এটা ভেবে বসে থাকবেন যে, তার কাছ থেকে আমি ত অনেক কিছু সিখেছি তাই সে যা করে আমাকে তাই ই মেনে নিতে হবে।।

আবার আরেকটা কথা ভাবুন, মনে করুন আমি আপনার মায়ের কয়েকটা ছবি ফটোশপ দিয়ে এডিট করে অস্লিন ভাবে সেট করলাম।। এখন সেই ছবি গুল নিয়ে টেকটিউন্স এ একটি পোস্ট বানালাম।। অতঃপর টিটি যদি সেটা মুছে না দেয় তবে আপনি কি করবেন????

আমার মনে হয় ইউ টিউব সেই কাজ টাই করেছে।। আর আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের নবীজি কে মায়ের মত ভালবাসতে পারি নি।। তাই আমাদের কাছে ইউ টিউব কে ত্যাগ করতে এত কষ্ট হচ্ছে।।

>>>আমার কথা গুল সুনতে হইত খারাপ লাগছে কিন্তু এটাই সত্য<<<>>মাকে অপমান করলে কেও ই চুপ করে থাকতে পারে না, আমাদের প্রিয় নবী (সাঃ) এর ক্ষেত্রে সেটাই করা উচিৎ<<<<<

Level 0

বুঝলাম, আপনার যুক্তি আছে। কিন্তু আপনার তো এও জানার কথা যে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যই হল খারাপকে প্রশ্রয় দেয়া। স্বভাবতই মানুষ হয় কৌতূহলী। তাদেরকে তো মন্দ কিছু বলা হয় নি, শুধু বলা হয়েছে, ভিডিওটি সরিয়ে দেয়ার জন্য, বা গুগল ইচ্ছে করলে এমন একটি নিয়ম করুক, যেটা দ্বারা কোন মুসলিম দেশে এই ভিডিওটি দেখা যাবে না (তবে এটা করা যায় কিনা আমি জানি না), কিন্তু তারা-ত তাও করে না।

Level 0

সিনেমা দেখা ইসলামের দৃষ্টিতে দেখা হারাম~কিন্তু সেই ইসলাম ধর্মের প্রবর্তক সমস্ত বিশ্বের মুসলমানদের চোখের মনি মহামানব হযরত মুহাম্মদ (স) কে নিয়ে কুরুচিপূর্ন সিনেমা করা ঠিক?

সেই দূর্দিনে কে আপনাকে সাফায়াত করবে ইউটিউব নাকি নবী করিম (সঃ)?
ইসলামে তো ছবি দেখাই নিষিদ্ধ তবে কেন এই টানাটানি? ইউটিউব বন্ধের ফলে অন্তত বাধ্য হয়ে হলেও পাপ করছিনা। তাছাড়া শিক্ষার কথা বলছেন? শিখুন না পবিত্র কোরআন যা একমাত্র গ্রন্থ যেটি পাঠ করলে সওয়াব হয়!

Level 0

কিছু মানুষ যেভাবে ইউটিউবের পক্ষে কথা বলছে আমার তো মনে হয় হাশরের ময়দানে ইউটিউব তাদের শাফায়াত করবে। .নাউজুবিল্লাহ .বিশ্বনবী (স)কে হয়তো লাগবে না।

হে আল্লাহ তুমি যাকে সৃষ্টি না করলে এই কুল মাকলুকাত সৃষ্টি করতে না আজ তাকে নবী (স) নিয়ে বিশ্ব শয়তানেরা কুপ্রচারে লিপ্ত হয়েছে।আর তাদের সহযোগি আমার বাংলাদেশের কিছু নামধারি মুসলমান সাপোর্ট করছে।তাদের কে ইমান দান করো আর না হলে তাদের উপর গজবের বৃষ্টি ফ্যালো যারা আমার প্রানপ্রিয় রাসুলকে অবমানোনা করে।

Level 0

Good tune Reza i agree with u………….

“ইনশাল্লাহ এবার থেকে ইউটিউব হবে আমাদের প্রধান অস্ত্র ইসলাম প্রচার এর ক্ষেত্রে” কথাটির সাখে একমত হতে পারলাম না। কথাটি “প্রধান অস্ত্র” না লিখে “একটি অস্ত্র” বা অন্য কিছু লিখলে ভাল হত।

মুসলমান হিসাবে আমরা যঠেষ্ট অ্যাক্টিভ না হলেও আমাদের প্রতিবাদ করা উচিত , সেটা অবশ্যই মন থেকে , utube হোক আর যেই হোক , তারা একটি মাধ্যম এটা ছরিয়ে দেবার জন্য , তারা যদি video টি সরিয়ে নেয় তাহলে কোন সমস্যা ছিলনা

Level 2

কৌশিক ভা্ ি এর সাথে একমত। আপনার যত বড় শিক্ষক/ বন্ধু/ সাহায্যকারী হোক না কেন যদি আপনার মা-বাবা/ স্ত্রী কে নিয়ে অশ্লীণ ছবি বানায় আপনি পারলে তাদের হত্যা করবেন। আর নবী (সা:) এর ক্ষেত্রে শয়তানের পক্ষে কত যুক্তি।

আর মঈন ভা্ ি অন্য ভা্কে প্রশ্ল করেছিলেন উনি নামায পড়েন কিনা …. ইত্যাদি। শুনুন কেউ সারা জীবনে এক ওয়াক্ত নামায না পড়লেও কাফের হবে না যদি সে এটাকে অস্বীকার না করে বা নামাজের বিপক্ষে কথা না বলে। আসলে ভাল আমল না করলে কে কাফের হয় না অথচ বড় বড় আমল তো দূরের কথা ইসলামের ছোট কোন আমলও যদি ব্যঙ্গ করে সে মুরতাদ হয়ে যায়।

..টিউবের পক্ষের যুক্তিদাতারা কি আল্লাহর সামনে কিয়ামতে এগুলো দিতে পারবেন। সুতরাং সাবধান, সাবধান ঈমান হারা হয়ে মরার পথ বাদ দিন। ঈমান থাকলে কোটি বছর জাহান্নামে পুড়লেও একদিন অবশ্য্ জান্নাতে যাবেন। আর সারাজীবন নামাজ পড়লেন আর এ্সিব অপকর্মকে সমর্থনের জন্য ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা 1000%।

Level 2

ইউটিউবী ইসলাম পালনকারীর ভাইরা শুশুন। বুখারী শরীফ খুলুন দেখুন ইসলাম ছবিকে সমর্থন করে না যা একাধিক নয় অসংখ্য সহিহ হাদীসে প্রমাণিত। আর আপনারা এটি দিয়ে ইসলাম প্রচার করতে চাচ্ছেন? ফেতনার যামানা।

অমুক অমুক আলেম (?) … করে, এত লোক এর মাধ্যমে মুসলমান হয়েছে …. অনেক যুক্তি দিবেন জানি। ভাই কে কি করল কত বড় আলেম (?) দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে তার একাজটি ইসলাম এর ভিতর হয় গ্রহণ যোগ্য এর বিপরীত হলে না।
আল্লাহ যুগে যুগে অনেক বিধর্মদের দিয়েও ইসলামের শক্তি বৃদ্ধি করেছেন। এটা দিয়ে কোনটি হক বিচার করা সম্ভব নয়। কোন বুজুর্গ ব্যক্তি আমার দলিল নয় (নবী/ সাহাবী ছাড়া)। দলীল হচ্ছে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াস।

বদ্বীন দ্বারা দ্বীন আসে না । আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন। আমীন

কৌশিক ভাই এর সাথে একমত।
আমি ইউ টিউব বন্ধ করার ব্যাপারে একমত।। মনে করুন কেও একজন আপনাকে প্রচুর পরিমানে সাহায্য, সহযোগিতা করে অথবা মনে করুন আপনার প্রিয় কোন শিক্ষক যার কাছ থেকে আপনি প্রচুর কিছু সিখেছেন, এখন সেই মানুষটি যদি আপনার মা অথবা বোন কে নিয়ে আনেক পরিমানে নোংরামি করে এবং তাদের নিয়ে অস্লিন কিছু তৈরি করে আর আপনি তাকে অনুরধ করার পরও যদি সে তা বন্ধ না করে তাহলে আপনি কি করবেন????

আমিও ইউটিউবি মুসলমান হওয়া থেকে পানাহ চাই।

Level 2

কৌশিক ভাইয়ের যুক্তিটা খুবই পছন্দ হয়েছে আমার। আমরাও চাই প্রতিশোধ নিতে। প্রতিশোধ কয়েকভাবে নেয়া যায়। যেমন বদলার মাধ্যমে, যে কোনভাবে ক্ষতি সাধন করে আবার ঘৃণা করে। আমরা ইউটিউব বন্ধ করে ঘৃণার মাধ্যমে প্রতিশোধ নিলাম। যদি প্রশ্ন করা হয় ইউটিউবের দোষ কি। উত্তরটা হতে পারে এরকম যে, কারো ব্যক্তিগত গোপনীয় ভিডিউ যদি ইউটিউবে ডাউনলোড করা হয় তখন ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করলে সেই ভিডিও তারা সরিয়ে নেই। কারো সম্মান রক্ষার্থে যদি ইউটিউব সেটা করতে পারে তাহলে একটা জাতির সম্মান রক্ষার্থে অনেক দেশ অনুরোধ করার পরও সেটা বন্ধ করতে পারবে না কেন? ইউটিউবের উপকারিতা আমরা কেউ অস্বীকার করছি না। বরং ইউটিউবকে বুঝাতে চাই যে আমরা তাদের আচরণে দুঃখিত।

Level 2

ইউটিউওব কে আমরা অবশ্যই বর্জন করব । তারা আমাদের অনুরোধ রাখেনি।
আজকাল তো কারো বন্ধু বা বান্ধবী কে গালি দিলে সে ক্ষেপে যায়। আর সবচেয়ে বড় বন্ধু যে তার উম্মত ছাড়া
জান্নাতে যেতে চাইবে না তাকে অপমান করা হচ্ছে। আর আমরা বলে যাচ্ছি ইউটিউব কোন দোষ করেনি।

সবাইকে মরতে হবে। সেদিন আমার আপনার এই ইউটিব থাকবে না।
কবরের প্রশ্নের উত্তর ইউটিউব দিবে না।

যদি হাশরের মাঠে প্রশ্ন করা হয় সেদিন কেন তা বর্জন করনি কি বলবেন যে, আমার খুব প্রয়োজনীয় কাজ ছিল
তাই। আর যদি আপনারা নিশ্চিন্ত হয়ে থাকেন যে এ ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি হবেন না তাহলে আমার বলার আর কিছুই নাই।

আর ইন্টারনেটে বা টিভিতে ধর্ম প্রচার করার কথা লেখক বলেছেন যা ইসলাম সমর্থন করে না।

ভাইজানরা, চাকু দিযে যেমন মানুষ মারা যায়, তেমনি মানুষকে বাচানো যায়। যে যেভাবে চাকুকে ব্যবহার করে। বাঙলাদেশে ইউটিউব বন্ধ করা হলে এটি কি ইউটিউবের কোন সমস্যা হবে, নাকি আমাদের সমস্যা হবে। ভাবুন তো ইউটিউব বন্ধ রাখলে ইউটিউব কর্তৃপক্ষ এটি কি সবিয়ে নিবে, নাকি অন্য কোন নতুন পন্হায় এগোনো যায়?

sobar kothatei jukti ache.kar kothate ek mot hobo seta bujhte parcina.
Jodi youtube bondho korar pokkhe bolte hoy tahole ami bolbo eta bondho kora thik hoyeche. Cause amra muslim ra ar koto din chup kore thakbo??? Amader mohanobi(SM) ke niye aje baje kotha bola hobe seta amora BD theke cup kore dekhbo??? er kono babostha nibona??? Ek ta hadise ase je onnay kore ar je onnay sojjho kore tader 2 joner upor allah er lanot borsito hok.

opr dike youtube bondho er biruddeh kotha bolte hole ami jeta bolbo seta holo, amra je desh e bash seta asole khub beshi dhoni na. abar besi unnoto na. mane amra ekhono doridro desh gulo er katare asi. Amader desh er protidin koto jon youtube use kore??? amar mone hoy 0.003% er beshi hobe na. Cause bd te Internet er jerokom speed seta dite 1mb file download korte voi lage. sekhane koto jon youtube viewer paua jabe seta niye amar sondeho ase. ar ei koyek jon viewer jodi youtube use kora bad diye dai tahole ki youtube er kono khoti hobe??? jodio hoy tahole seta kototuku??? 0.0000001%???? Tai youtube bondho kore dile setate youtube er kono somossa hobe na. ar khotigrostho hobo amra.

Asole amar ekbar mone hoi youtube off kore deya thik hoyeche, abar porekkhone mone hoy Hoyto thik hoyni.

eta amar ekanto baktigoto motamot. kew amar sathe ekmot hotei paren abar amar sathe moter mil nau hote pare. dhonnobad

    @রাব্বি: সব গুল ব্যাপারে আপনার সাথে একমত হতে পারছি না।। আপনি বললেন কত জন লোক এটা ব্যাবহার করে যে ইউ তিউবের ক্ষতি হবে??

    এখানে ক্ষতির কথা আসছে কেন??? ইউ টিউব বন্ধের মুল উদ্দেশ হচ্ছে ভিডিও টা যেন সারা দেশে না ছড়িয়ে যায়।। সবাই হইত ইউ টিউব ব্যাবহার করে না কিন্তু কেও একজন ভিডিও টা ডাউনলোড করে তার কাছ থেকে আরও ৫ জন পেন ড্রাইভ এ নিবে, তাদের থেকে আরও মানুষ নিবে, এভাবেই সারা দেশে ছড়িয়ে পড়বে।। আমার জানা মতে এখন ভিডিও টা তেমন ছড়িয়ে পড়ে নি।। খুব কম সংখ্যক মানুষ ই ভিডিও টা দেখেছে।। আর যারা দেখেনি তারা অনেকেই দেখার জন্য চেষ্টা করছে।। এখন যত জন দেখেছে ইউ টিউব যদি খোলা থাকতো তাহলে আজ পর্যন্ত মনে হয় তার ৩ গুন বেশি মানুষ এটি দেখত।।

    আমার কাছে বেক্তিগত ভাবেও অনেকে ভিডিও টা চেয়েছে দেখার জন্য যে ইউ টিউব বন্ধ তাই তারা দেখতে পারছে না, তাই আমার কাছে লিঙ্ক থাকলে তা দেয়ার জন্য।। কিন্তু আমি নিজেও ভিডিও টা এখন দেখি নি।। যাই হক, ইউ টিউব বন্ধ রেখে সরকার খুব ভাল কাজ করেছে।। আর আপনার কথা মত আমাদের দেশের মানুষ যদি 0.003% ইউ টিউব ব্যাবহার করে তবে কি খুব বেশি ক্ষতি হবে আমাদের জন্য 0.003% মানুষ কিছু দিন ইউ টিউব ব্যাবহার না করতে পারলে?????

    কিন্তু ব্যাবহার করলে ভিডিও টা সারা দেশে ছড়িয়ে পড়বে।। একটু ভাল করে ভেবে দেখুন ।।

      @এম এম কৌশিক: Aponi je jukti ta dilen asole ki BTCL sei juktite off koreche??? obossoi na. Amar mone hoi na tara jate choriye na jai sei kaorne youtube bondho koreni. Tara eta off koreche Protibad jananor jonno ar youtube er Video ta delete korar prostab prottakkhan korar jonno. Ar karo jodi Etokom Video dekhar icca thake tahole amar mone hoi na tader youtube ei dekhte hobe. Ar etau mone rakhben prithebee te youtube ekmatro Video Shearing Website na. Kotogulo ke block korbe BTCL????

        @রাব্বি: আপনার কথা সুনে হাসি পাইল !!!

        আপনি ১ম কমেন্ট এ লিখেছেন , ar ei koyek jon viewer jodi youtube use kora bad diye dai tahole ki youtube er kono khoti hobe??? jodio hoy tahole seta kototuku??? 0.0000001%???? Tai youtube bondho kore dile setate youtube er kono somossa hobe na. ar khotigrostho hobo amra.

        Asole amar ekbar mone hoi youtube off kore deya thik hoyeche, abar porekkhone mone hoy Hoyto thik hoyni.

        আবার ২য় কমেন্ট এ লিখছেন,

        BTCL eta off koreche Protibad jananor jonno ar youtube er Video ta delete korar prostab prottakkhan korar jonno.

        আমি ত আপনার মতিগতি কিছুই বুঝতে পারছি না ।।

          @এম এম কৌশিক: hmm hasi pauar kisu nai. Jodi haste hoi tahole BTCL er karjocrom dekhe haste paren. BD te YOUTUBE off korate khoti kar hoise User der??? na Youtube er??? seta age bibecona koren. R first comment e ami likhci Youtube er loss or lav er kotha…. and 2 nd comment e likhci BTCL je karone youtube off korce seta… 2 ta comment er moddeh aponi ki problem dekhlen bujhlam na….. Ajira na bujhe comment er ans dite asben na

Level 0

কয়েকদিন ধরে ইনোসেন্স অব মুসলিম নিয়ে লেখা ব্লগ গুলো পড়লাম। সবার মতামতও পড়লাম। শেষ পর্যন্ত মনে হল সিনেমা টা কোন আমেরিকান বানায়নি, বানিয়েছে গুগল! সবকিছু মিলিয়ে সেই পুরনো দিনে কথা মনে পড়লো “ মাথা ব্যাথা করছে, তো মাথা কেটে ফেল”। আপনাদের কথা শুনে মনে হচ্ছে ইউটিউব হলো পৃথিবীর একমাত্র আর শেষ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ভাই আপনারা কিছু মনে করবেন না , আমার মনে হয় ম্যাক্সিমাম মুসলিম এই ভিডিওটা অনেক আগেই ডাউনলোড করে দেখে নিয়েছে যে আমাদের প্রিয় নবীজীকে সিনেমায় কিভাবে অবমাননা করা হয়েছে তাই দেখার জন্য।হয়তো যত খ্রিষ্টান বা ইহুদি এই সিনেমা দেখেনি তার চেয়ে বেশি মুসলিম এই সিনেমা দেখেছে।আর একটা কথা বলি , নিকোলা বাসিল-ই একমাত্র মানুষ নয় যে সে ভিডিও আপলোড করছে। প্রতিদিন প্রায় 10 লক্ষ ওয়েব সাইট তৈরী হয়। যার মধ্যে ধরে নিতেই পারি 10000 ওয়েবসাইটে এই ভিডিও আপলোড হয়েছে। যদি কেউ চেষ্টা করে তাহলে একজন ব্যক্তি কোন না কোন ভাবে এই ভিডিও ডাউনলোড করবে। তাহলে শুধু ইউটিউব বন্ধ করে কি লাভ। যদি গায়ে গন্ধ হয় তাহলে অন্যের শরীর পরিষ্কার না করে নিজের শরীর পরিষ্কার করা উচিৎ। শুধু মুসলিম না যদি মানুষ মানুষকে ভালোবেসে থাকে তাহলে যে কোন ধর্মের মানুষ এই ঘটনাতে মেনে নিতে পারবে না।যদি আমরা ধর্ম দিয়ে নয় মনুষ্যত্ব দিয়ে মানুষকে ভালোবাসতাম তাহলে আজ এইরকম ফিল্ম তৈরী হতো না।

ভালো থাকবেন সবাই , শুভরাত্রী

    Level 0

    মিঃপল্লব হয়তো জাতিতে হিন্দু তাই বিষয়টা উপলদ্ধি করতে পারছে না তাই বাজে মন্তব্য করে বসে আছে।

    আমেরিকা সিনেমাটা তৈরী করে গুগলের ভিডিও সাইট ইউটিউবে আপলোড করেছে কিন্তু গুগল ইউটিউবতো আমেরিকার নিয়ন্ত্রনে।চাইলে তারা ভিডিও ক্লিপটি সরাতে পারতো।

Assalamu alycum,
Brothers we all love out Holy Prophet(SM).Allah and Rasul(SM)) ke love-a- ki kono sartho ace???
google you tube close a amader onek sartho hani hoi ki??/

Shes bicar a r din kon google ar you tube amader kaze asbe??

Level 0

ami ki bolbo bolun toh ??????????????????????????

Level 0

আমি আজ অনেক দিন পর কমেন্ট করলাম। আমি কৌশিক এর সাথে একমত। এ আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

Level 2

“একজন মুমিন লোক কখনো কাউকে অপমান করেনা, কখনো কাউকে অভিশাপ দেয় না, কখনো অমানুষিক কোন কাজ করে না, কাউকে গালি দেয় না এবং সে কখনো নোংরামি পছন্দ করে না।”
আপনি আসলে মুসলমানদের মুসলমানিয়াতকে ঢাল হিসেবে ব্যাবহার করে প্রকারান্তে অন্যায়ের প্রতিবাদ হতে বিরত রাখতে চাচ্ছেন। আমরা আমাদের ক্ষমতার মধ্যে যা সম্ভব, হোক তা খুব ক্ষুদ্র প্রয়াস, তা ই করতে চাই। আর আপনি? জীবনে কাউকে গালী দেননাই এই কথা কি কসম করে বলতে পারবেন? এখন আসছেন টেকি ব্লগে নবীজির নামে অপবাদ রটানো লোকেদের ব্যপারে আমাদের ক্ষোভকে অনৈসলামিক আখ্যা দিতে।

আমরা বিভিন্ন ব্লগে, ওয়েবসাইটে বিভিন্ন ব্যনার, পোষ্টের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারি।

আমার মতে সকল ইসলামি রাষ্ট্রের উচিত ইউটিউবকে সাময়িকভাবে বন্ধ রাখা, যতদিন না তারা ভিডিও টা সরিয়ে নিচ্ছে।

একটা কথা মনে রাখবেন “কূলকায়েনাতের রহমত কে নিয়ে যারা বিদ্রপ করবে, তাদের ধ্বংস অনিবার্য”

সময় এসেছে মুসলমানদের আরো ঐক্য সৃষ্টি করার। রাসূল (সাঃ) এর বিরুদ্ধাচারন তার সময়েও হয়েছে। তার শত্রুরা তাকে রক্তাক্ত পর্যন্ত করেছিল। তার এবং মুসলমানদের শত্রু এখনো আছে, ভবিষ্যতেও থাববে এতে কোন সন্দেহ নেই। আমাদের উচিত ঐক্য সৃষ্টির মাধ্যমে তাদের প্রতিহত করা। আর আল্লাহ র কাছে বেশি বেশি সাহায্য চাওয়া “এই ফেতনা ফেসাদের যুগে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত কর”

আল্লাহ সর্বশক্তিমান

Level 0

মো: abu taleb আপনি হয়তো আমার মন্তব্যটা ঠিক মত পড়েন নাই। আমি নিজেকে মানুষ বলে পরিচিয় দিয়েছি।জাতিগত ভাবে আপনি হয়তো শুধু তিন জাতেই কেই চেনেন (হিন্দু , মুসলমান, খ্রিষ্টান বা ইহুদি)। মনে রাখুন পৃথিবীতে 700 এর ও বেশি জাতি আছে এবং যাদের নিজ নিজ ধর্ম ও নিয়ম আছে। আপনি বলেছেন “ ইউটিউব চাইলে ভিডিওটি সরাতে পারতো” কিন্তু আপনি ঠিক কোন মাধ্যমে জানেতে পারলেন যে নবীজীকে অবমাননা করে একটি মুভি পাবলিস হয়েছে!! আপনি কি দেখেছেন আপনার এই সত্যটি জানার পূবে ঠিক কত লোক সেই ভিডিওটি ডাউনলোড করেছে?? আমার মনে হয় তা আপনি দেখেন নি।আমি বা আপনি মুসলিম না হিন্দু তা কথা নয় আমরা হলাম বাঙালি, কথাতে কথা মেলাব এটাই স্বাভাবিক। আপনি কৌশিক ভাইয়ের “মাকে” নিয়ে উদাহরনটা পড়ে দেখুন। আমার মনে হয় তিনি অন্য কোন উদাহরন ব্যবহার করতে পারতেন। উদাহরন দেওয়াও জানতে হয়।যাই হোক কার কি এসে গেল তাতে আমার যায় আসে না।আমার পরিচয়টা তো আপনি দিয়েই দিয়েছেন। প্রকৃত পরিচয়টা না হয় নাই দিলাম। তবে যদি আমার পরিচয় জানতে চান তাহলে ‘মাটির ময়না’ ফিল্মটা দেখে নিয়েন।পুরটা না দেখতে পারলেও শেষের 10 মিনিট দেখে নিয়েন।
ভালো থাকবেন………..

Level 0

@ mehadi_19 আপনি কি মুসলিম? না কি নামে ? আচ্ছা আপনি সিনেমা বলতে কি বুঝেন? মিয়া এই আপনাদের মতো কিছু লোক আছে যারা নিজেক বিরাট জ্ঞানী ভাবে…আসলে ভুদাই……এদের জন্যই আজ এই অবস্থা।

@ এম এম কৌশিক ……আপনি সঠিক বলছেন ভাই

Level 0

আর টি টি এই ধরনের পোস্ট কেন শেয়ার করে?
আজ প্রায় ৩ বছর টি টি পড়ি…………এরকম চলতে থাকলে আর এই সাইট এ আসা যাবে না।

Level 0

Youtube niye ato kotha hochhe but Facebook bondo korar bapare keo kisu bolse na keno? emaner jor ki sesh naki? amar mote to internet thekei bichhinno hoye jaowa valo tahole onek gunah er haat theke mukti paowa jeto. allah amader sothik poth dekhan…

Level 0

ভাই রেজা, আশা করি তুমি মুসলমান। এই ভাবে লেখার আগে তোমার গুগল এবং ইউটিউব এর বর্তমান অবস্থান জানাটা জরুরি। যদি গুগল সঠিক হয়, তাহলে কেন ভিডিও টা ডিলিট করছে না। নিজের ধর্ম সম্পর্কে যদি আমাদেরই জানা না থাকে তাহলে তো অন্য ধর্মের মানুষরা আর কি বলবে। ইউটিউব যদি ভিডিও টা ডিলিট করতো তাহলে আর এতো কিছু হত না।

Level 0

Iccha na holeo comment korte holo. Karon kisu lok bolse “Muslim jodi hon, tobe Youtube bondho koren.” Amar tader proti comment: “Tahole Kano internet babohar korchen. Eta babohar kora baad din. Eta to aro boro protibad. Tai noi ki?”
Jara bolchen: “Youtube akhirate kono kaje ashbena. Tai youtube babohar kore lav nei.” Taderke bolsi: “Apnar taka poishar akhirate kono mullo nei. Tahole kano kamai koren? Beche thakar jonno. Karon eta Forozer por arekta Foroz.”
Oneke bolchhen: “Youtube bondho kore amra protibad janachhi.”
Tader bolchi: “Youtube chara prithibite ato site ase jekhane islam ke nie thatta kora hoi. Shegulao bondho koren. Facebook e protidin koto mittha Hadis shonano hocche. Eta omuslimra bishash korse. Muslim der terrorrist bola hocche. Parle er biruddhe kisu koren to.”
Akta udahoron dei : Iran akromon korte drone pathalo U.S.A. Shei drone Iran namiye fello. Ar sheta dekhe Iran akhon nijera drone design kore banachhe. U.S.A. Drone ferot chaile ferot deoa holo akta golapi ronger khelna drone. Asholta Iran rekhe dilo. Evabei Counter Attack korte hoi. Youtube bondho thakle amader arale kafer munafekra ar ki ki kharap kaj korbe ta amra ghunakkhoreo jante parbona. Tai youtube bondho na rekhe khola rakha uchit o amader andolon ke shothik pothe chalona kora uchit. Barbar bojhano uchit.
Ami manushke shamanno hurt kore kotha bolte pochondo kori. Bishesh kore desher manushke. Karon hurt korle ta mone thake, kintu kauke upodesh dile she ta mone rakhe na.

Level 0

Koushik vaike bolchhi. Apnar she teacher apnar make nie jodi oshlil video baniye karo kase prokash na kore tahole ta apni ta kon maddhome janben. Gayebi maddhome? Ekhane maddhomta holo youtube. Apnake keu jodi phone e galigalaj dai tahole apni kar opor rag korben? Apnar mobile operator er opor naki oi loker opor. Youtube bondho kore amader andoloner uddeshsho ghuriye deoa hochche. Youtube bondho korar age shorkar porn site bondho koruk. Tahole bojha jabe je amader kichu holeo upokar hochche. E kotha bolte gele oneke bolben : “Jar mone kharapi nei tara ogulo borjon korbe. Ar jara shottikarer muslim noi tara ogulote jai.” Apnader ei comment ta ei cinemar oporo khate. Tai amra muslimra jhogra na kori. Kafir der shujog na diye oi cinema jara banaise tader biruddhe andolon kori. Dekhben ak shomoi je eta youtube e upload korese she nijei eta remove korbe. Allah amader shohai hon.