Samsung মোবাইল ফ্ল্যাশ দিন ঘরে বসে আর বাচান ৫০০-১০০০ টাকা

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, আজকের বিষয় স্যামসাং মোবাইলে স্টক রম ফ্ল্যাশ দেয়া, অনেক সময় দেখা যায় আমাদের সাধের ফোনটি সফটওয়্যার ব্রিক করে, মোবাইল বুট মেনুতে আটকে থাকে,আবার কাস্টম রম দিতে গিয়ে অনেক ফোন ব্রিক করে ফেলে আর এই তখন স্টক রম ফ্ল্যাশ করা ছাড়া কোন উপায় থাকে না,সার্ভিসিং এর দোকানে গেলে খরচ হয় ৫০০-১০০০ টাকা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার মোবাইল ফ্ল্যাশ দিতে পারেন,

অনেক কিছু বললাম তো এবার শুরু করা যাক,

  • ১মে Google.com এ সার্চ দিয়ে আপনার ফোনের স্টক রম ডাউনলোড করে নিন, যেমন : j110f এর স্টক রম সার্চ করার জন্য সার্চ বারে লিখুন samsung J110F Stock Firmware, এভাবে আপনার ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়ার ডাউনলোড করে নিন,
  • ২য় ধাপ: এবার স্যামসাং মোবাইল এর ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করে দিন। আর ওডিন ফ্ল্যাশ টুল লেটেস্ট ভারসন টা গুগল সারচ করে নামিয়ে নিন,
  • ৩য় ধাপ: আপনার ডাউনলোড করা ফার্মওয়ার টি জিপ থেকে এক্সাক্ট্র করে আনজিপ করেন,
  • ৪র্থ ধাপ: এবার ওডিন ফ্ল্যাশ টুলসটি রান করেন এবং pda, অথবা BL ক্লিক করে আপনার ফোনের ফার্মওয়ার দেখিয়ে দিন,
  • ৫ম ধাপ : আপনার ফোন টি এবার ভলিউম ডাউন+হোম+ পাওয়ার অন করুন,পাওয়ার আপ কী চেপে কন্টিনিউ করুন,এবার আপনার ফোনটি ডাউনলোড মোডে অন হবে, এবার ভালো একটি ইউএসবি কেবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন, ইউএসবি ড্রাইভার ঠিক মত ইনস্টল করা থাকলে ওডিন ফ্ল্যাশ টুলসে আপনার ফোন টি এড হবে আর হলুদ সাইন দেখাবে।

এবার ফ্ল্যাশ টুলসের অপশন থেকে f reset time আর rebot mark করুন। সব শেষে স্টার্ট বাটনে ক্লিক করুন। ফ্লাশিং শুরু হবে এবং শেষ হলে ফোন অটো রিবুট নিবে। এবার ফোন ইউএসবি কেবল থেকে খেলে ফোনের ভলিউম আপ+হোম+পাওয়ার অন করে factory reset দিয়ে ফোন পুনরায় চালু করুন। এবার ৫-৬ মিনিটের মধ্যে ফোন চালু হবে। যদি কেউ না বুঝেন তবে আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখতে পারেন।

এর পর ও যদি কেউ না বুঝেন তবে টিউমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আবারো আপনাদের মাঝে হাজির হব নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।

আমার ফেসবুক আইডি

Level 0

আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai soft er link koi?