এপ্রিলের মধ্যেই গ্যালাক্সি এস ৫ আনবে স্যামসাং

 

স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের জনপ্রিয়তার কোনো কমতি নেই। আর কোম্পানিটির ফ্ল্যাগশিপ সিরিজের আগামী ফোন এপ্রিল নাগাদই উন্মোচিত হবে বলে জানিয়েছে কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে স্যামসাং-এর এক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ৫ বাজারে আসবে। আর এতে থাকবে বাড়তি নিরাপত্তার জন্য আইরিস-স্ক্যানিং প্রযুক্তি। অ্যাপলের আইফোন ৫এস-এর টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জবাবেই স্যামসাং তাদের এস ৫-এর জন্য এই প্রযুক্তি প্রস্তুত করছে বলে জানা গেছে।

 

স্যামসাং-এর মোবাইল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং-হি আরও জানান, স্যামসাং-এর আগামী ফ্ল্যাগশিপের পাশাপাশি স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ারেরও একটি উন্নত সংস্করণ আসবে। তার দাবি, নতুন গ্যালাক্সি গিয়ারে থাকবে আরও অ্যাডভান্সড কিছু সুবিধা আর এর ডিজাইনেও আনা হবে ব্যাপক পরিবর্তন।

 

এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট ৪ নিয়েও স্যামসাং কাজ করছে বলে সাক্ষাৎকারে জানান লি। এর পাশাপাশি তিন দিকে ডিসপ্লে দেয়া নিয়েও গবেষণা করছে প্রতিষ্ঠানটি যার ফলে ডিভাইসে একাধিক ‘ভিউয়িং অ্যাঙ্গল’-এর সৃষ্টি হবে। তবে এ সবের জন্যই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

(সূত্র :: প্রিয় টেক)

Free latest movie এবং video songs download করতে এই সাইট visit করেন ....

http://freeallmoviedownload.com/

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস