নিজেকে যাচাই করুন – 5 : বয়স কত ?

ধরুন, আপনি এবং আপনার 3 বন্ধু ফয়সাল, ফরহাদ, ফাহিম মিলে আপনার 4 সিটের ছোট গাড়িতে করে বেড়াতে বের হয়েছেন। গাড়িটি ছোটতো তাই 4 জনের বেশি বসা যায় না এবং এটির তেলের ট্যাংকে সর্বোচ্চ 100 লিটার তেল ধরে। আর ঘন্টায় গড়ে 50 কি.মি. পথ যায়। গাড়িটি কেনা হয়েছে আজ থেকে 5 বছর আগে। অর্থাৎ গাড়ির বয়স 5 বছর। আপনি জানেন আপনার বন্ধু ফয়সালের বয়স আপনার থেকে 2 বছর বেশি। ফাহিমের বয়স আপনার থেকে 1 বছর কম। আর ফরহাদ আর আপনি সমবয়সী। এখন বলুন ড্রাইভারের বয়স কত ?

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফরহাদের বয়সের সমান

ড্রাইভারের বয়স ১৯ বছর…
যেহেতু বলা হয়েছে গাড়িটি আমার সুতরাং ড্রাইভার আমি … এবং আমার বয়স ১৯ !

Level New

আমার বয়স যত

সজিব তো আমার উত্তরটাই দিলা।

ধন্যবাদ সজিব, ЯOBAYETH, শাকিল আরেফিন ভাই। আপনাদের উত্তরটি একদম সঠিক।
olive ভাই, আপনি কী উত্তরটা ধরতে পেরেছেন।

সোজা ধাধা। চিন্তা করলেই পারা যায!

মোটেও সোজা নয়। কারন উত্তরটা নিয়ে আমি সন্তুষ্ট নই। কারনে একবন্ধুর গাড়ী আরেক বন্ধু চালাতে পারে। গাড়ী আমিই চালাব এমনতো কোন কথা নেই। তাছাড়া এমনভাবে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে যেন উত্তর প্রশ্নের মধ্যেই লুকানো। লুকানো ছিল বটে তবে এর উত্তর আমি হওয়ার সম্ভাব্যতা যতটুকু আমার জায়গায় আমার অন্য তিন বন্ধুরও একজনের হওয়ার সম্ভাব্যতা ততটুকু।