গণিত এর ব্যাবচ্ছেদ

অবাক লাগছে?কেঁচো,ব্যাঙ,তেলাপোকার হাত থেকে রেহাই পেতে না পেতেই আবার গনিত কোথাথেকে হাজির হলো?কেউ কেউ তো গলা ফাটিয়ে বলে উঠবেন "মাফ চাই,আর পারবো না"।আসলেও তাই।আমাদের ঘূণে ধরা শিক্ষা ব্যবস্থার কারণে সবারই কমবেশি একই অবস্থা।চিন্তা করার কোন কারন নাই।আমি নিজেই সারাজীবন পড়াশুনাকে লম্বা সালাম দিয়ে এসেছি।হটাৎ ভাবলাম গণিতের একটু ১২টা বাজানো যাক।

সহজ কিছু সমীকরণঃ

১=২-১ ; অতি সত্য।

এবার দেখি একটু বর্গাকৃতি সমীকরণঃ

১^২=১[১ এর বর্গ করলে ১ হয়]

আবার,

-১^2=১[-১ এর বর্গ করলেও কিন্তু এক হয়]

এখন,

১=১ [সবাই জানে :D]

=>১^২=-১^2[যেহেতু উভয়েই মান ১]

অতএব, ১=-১[ বর্গমূল করে]-----------[সমীকরণ ১]

নিখাদ গাণিতেক প্রমান।আর কেউ যদি বর্গমূল এর + মান এর কথা বলেন আমরা সেটা ব্যবহার করব না।

সহজ গাণিতিক নিয়মে আমরা বলতে পারি,

১=২-১

=>১=২-(-১) [১ নং সমীকরণ থেকে ১ এর মান বসিয়ে]

=> ১=২+১

=> ১=৩

খুব অবাস্তব মনে হচ্ছে?কিন্তু আসলে সত্যি।সাধারন গাণিতিক নিয়মে করা হয়েছে।এটাকে বলা হয় গাণিতিক অলব্ধ সমীকরণ।

এটাকে যদি java Script এ ক্যালকুলেট করা হলে কি হবে? syntax error আসবে।

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল Tune

আমার ধারনা গনিতের অবস্থা এখনও প্রাথমিক পর্যায়ে, যদিও Technology তে এখন পৃথীবি অনেক এগিয়ে। কেননা এখনও ভয়াবহ রকমের সিমাবদ্ধতা রয়ে গেছে যার গানিতিক ব্যাক্ষা দেওয়া যায়না, শুধু মনে মনেই বুঝে নিতে হয় যে এটা সম্ভব না।

বি: দ্র: শেষের থেকে গুনলে ৮ নং লাইনটা একটু চেক করবেন নাকি ? *** =২-(-১ ****

    দুঃখিত একটা ব্রাকেট বাদ পরেছে।ভুলটা ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আর আপনার সাথে একমত।কিন্তু সমস্যা তা কথায় বুঝতে পেরেছেন?কোন হ্যাকার যদি এই ট্রিক তা ব্যবহার করে তাহলে সার্ভার ক্রাশ করবে।সাইট ডাউন।হোষ্টং কোম্পানির মাথায় বাঁশ।
    বিঃ দ্রঃ ঠিক করা হয়েছে।

    Level 0

    শুধু ব্রাকেট না। সমীকরনটাই ভূল। ‘-’ আর ‘-’ এ গুন করলে কি হয় ? ‘-’ নাকি ‘+’ ?
    ভাল করে চেক করেন, আমারওতো ভূল হতে পারে।

    @triple A: ভুল আমারই।লেখার সময় হটাৎ একটা কল আসায় আমি উঠে গিয়েছিলাম।ফেরত এসে একি লাইন আবার লিখেছি আবার।তাই পড়ার সময় সমস্যা হয়েছে।দুঃখিত।আর – ও + এর কনফিউশান কোথায় দেখলেন বুঝলাম না…।লাইন নং উল্লেখ করলে ভালো হতো।আমিতো কোন ভুল খুজে পেলাম না।আর আমি এই সমীকরণ ঢাকা ভার্সিটির এপ্লাইড ম্যাথ এর এক প্রফেসর কে পাঠিয়েছিলাম।উনি এটাকে নির্ভুল বলে মত দিয়েছেন।তবে তার মতে এটাতে আমার কৃতিত্বর তুলনায় ম্যাথ এর আবিষ্কারকদের ভুল বেশি।:D

    Level 0

    এইবার ঠিক আছে। ‘ [১ নং সমীকরণ থেকে ১ এর মান বসিয়ে] ‘ লেখার পর ঠিক আছে। এইটা না লিখলে সমীকরন ভূল বলা ছড়া উপায় নাই।
    আপনাকে ধন্যবাদ

Dharun hoyese.

গনিতের কথা শুনলে আমার জ্বর চলে আসে।:oops:

গণিতের জন্যে বাবার কাছে কি মাইর ই না খাইসি! যাক, ভাল্লাগসে পোস্ট 🙂