চাকুরি নাই নাকি চাকুরি করার লোক নাই?

গত দুইমাসে অনেক ক্যাটাগরিতে বিভিন্ন মানুষকে আমার নিজের প্রতিষ্ঠানে চাকুরি দিয়েছি। এখনও চলছে। নিচের ক্যাটাগরিতে লোক নেওয়া হয়েছে এবং হচ্ছে:

হোটেলের বাবুর্চি, হোটেলের ম্যাশিয়ার, গাড়ির ড্রাইভার, পিয়ন, অ্যাকাউন্টেন্ট, রিসিপশনিষ্ট, অ্যাডমিন, ট্রেইনার (গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন), হার্ডওয়্যার নেটওয়ার্কিং, ডাটা এন্ট্রি অপারেটর,

আগে তিন মাস ধরেই অনেক লোকের চাকুরির ব্যবস্থা করে দেওয়া সুযোগ আছে আমার। আগামী দুই মাসে অন্যান্য টিউনের পাশাপাশি এ মুহুর্তে ১৮০০জন ডাটা এ্রন্ট্রির জন্য লোক নিচ্ছি। সরকারী একটা প্রজেক্টের জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬টা জেলাতে অফিস বানাতে হচ্ছে। সেই সব জেলাগুলোতেও আগামী ৩মাস জুড়ে ২০০জন ট্রেইনার (গ্রাফিক, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং) নিয়োগ দিতে হবে।

এতগুলো ক্যাটাগরির কোনটাতেই যদি আপনি চাকুরির জন্য আবেদন করার যোগ্য না হোন, কিন্তু খুব বেশি চাকুরি আপনার জন্য জরুরী। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা নিয়ে আবারও ভাবতে হবে। খালি চাকুরির পিছনে ছুটলেই হবেনা, দক্ষতা অর্জন করেই নিজেকে প্রস্তুত করতে হবে। চাকুরি নাকি আপনারা খুজে পাচ্ছেননা, আমরা যারা চাকুরি দেই তারা যোগ্য লোক খুজে পাইনা, এটাই রিয়েল ফ্যাক্ট।

আপনি নিজেও যদি চাকুরি খুজে থাকেন, তাহলে আমার পেজটিতে (https://www.facebook.com/ekram07/ ) এসে নক দিতে পারেন। যখন আমার লোক লাগে আমি পেজে টিউন দেই। আমি চাকুরির ব্যবস্থা করে দিলাম, দেখি আপনি লোক দিতে পারেন কিনা?

টিউন দেওয়ার ইস্যু এটা না্। চাকুরির জন্য লোক খুজতে গিয়ে যা যা দেখলাম:

  • যেই ক্যাটাগরিতেই লোক নিতে চাই, সেই ক্ষেত্রেই লোক খুজে পাইনা। অথচ সব ইনকামের জন্য ইনবক্সে পাগল করে দেয়। কিন্তু কাজের জন্য লোক খুজে পাইনা
  • এমনিতেই আবেদনকারীই পাইনা। তার উপর যারা আবেদন করে, তারা নিজেরাও জানেনা, প্রফেশনালভাবে কাজ করার জন্য কতটুকু দক্ষ হওয়া দরকার। এটা অনেক দুঃখ জনক।
  • ৯০% জানেনা চাকুরির জন্য কিরকম প্রস্তুতি দরকার। ইন্টারভিউ দিতে আসতে কি ড্রেস পড়বে, সেটা নিয়ে যখন প্রশ্ন করে, তখনেই বুঝে নেওয়া যায়, চাকুরির বয়স হতে তাদের আরো অনেক দেরি আছে।
  • বেশির ভাগই সিভিও প্রস্তুত করতে জানেনা। কিন্তু বেতন আশা করে ৪০-৫০,০০০টাকা
  • অনেকে নিজের যোগ্যতাকে পরিমাপ করতে জানেনা। দেখা গেছে, এখনও কিছুই জানেনা, গ্রাজুয়েশনও সম্পন্ন করতে পারেনি, কিন্তু বেতন চায় ৪০-৫০০০০টাকা
  • আবার অনেকে অনেক দক্ষ সাথে এমবিএ পাশ, কিন্তু বেতন চায় ১২-১৫,০০০টাকা তখন তার যোগ্যতার ব্যাপারেই কনফিউশন লেগে যায়।

মামা চাচা ছাড়া চাকুরি হয়না কথাটি কতটুকু সত্য?

সরকারী অনেকগুলো চাকুরিতে মামা চাচার প্রয়োজন রয়েছে, অস্বীকার করা যাবেনা বিষয়টি। কিন্তু বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরির ক্ষেত্রে বিষয়টি কতটুকু সত্য আসুন সেটি নিয়ে আলোচনা করবো। জীবনে প্রচুর লোকের আমার হাত দিয়ে চাকুরি হয়েছে, সেই এক্সপেরিয়েন্স থেকেই কিছু তথ্য শেয়ার করবো।

  • প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বসিয়ে বসিয়ে কাউকেই টাকা দেয়না। যাকে দিয়ে ২লাখ টাকা ইনকাম সম্ভব, তাকে ২০ হাজার টাকা বেতন দিয়ে চাকুরিতে নেয়। সেজন্য সেখানে অযোগ্য কিন্তু পরিচিত এমন কাউকে চাকুরিতে নেওয়া হয়না।
  • হুমম অনেক ক্ষেত্রেই পরিচিতদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেক্ষেত্রে একদমই অযোগ্য কাউকে নেওয়া হয়না। দক্ষতার মাপকাঠিতে পরিচিত ব্যক্তিটির মার্ক হয়ত ৩০ আর ইন্টারভিউতে যারা এসেছে, তাদের মধ্যে সবচাইতে ভাল যে মার্ক পেয়েছে তার স্কোর ৪০। এরকম ক্ষেত্রে পরিচিতজনটিরি চাকুরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে যদি আপনার স্কোর ৮০-৯০ দেখাতে পারেন, তাহলে আপনার চাকুরি কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।
  • পরিচিত কাউকে চাকুরিতে নেওয়ার পক্ষে স্বাভাবিক যুক্তিটি আপনি নিজেও ভেবে দেখতে পারেন, আপনি হলে কি করতেন? আপনার বাসার কাজের লোক কিংবা আপনার সন্তানের টিউটোর খোজার ক্ষেত্রে সবার আগেই পরিচিত কারও মধ্যে যোগ্যতা থাকলে তাকেই বেশি প্রায়োরিটি দিবেন। পরিচিত সার্কেলের মধ্যে না পেলে হয়ত অপরিচিত কাউকে নিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। পরিচিত কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে, কিন্তু তার কোন যোগ্যতাই নাই, তাকে কখনও আপনি হাউজ টিউটোর হিসেবে সিলেক্ট করবেননা, কারন আপনার বাচ্চার জীবন এক্ষেত্রে জড়িত।
  • ঠিক একইভাবেই কোন প্রতিষ্ঠানে চাকুরিতে খুবই অযোগ্য কাউকে নেওয়া হয়না, কারন একটা প্রতিষ্ঠানের পিছনে অনেক অনেক টাকা ইনভেষ্ট থাকে। একজন মানুষের জন্য সেই টাকার শ্রাদ্ধ কেউ করতে চাওয়ার মত বোকা হতে পারেনা।

সবসময়ে মাথাতে রাখবেন, বর্তমান যুগ খুবই স্কীলড এবং মাল্টিস্কীলড ব্যক্তিদের জন্য। এ যুগে এসে আপনি সারাজীবন আড্ডা দিয়ে, ঘুমিয়ে, সিনেমা দেখে সময় কাটাবেন, পরে চাকুরির বাজারে গেলে সেটার পুরস্কারতো অবশ্যই পেতে হবেই। তখন নিজের দোষ ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে অজুহাত (মামা-চাচা নাই দেখে চাকুরি হচ্ছেনা কিংবা ঘুষ দিতে পারছিনা দেখে চাকুরি হচ্ছেনা) তৈরি করবেন, তাতে কারওরি কোন ক্ষতি হবেনা, বরং নিজের জীবন থেকে আরও মূল্যবান কিছু সময়কেই শুধু নষ্ট করবেন।

একটা ঘটনা বলি। আমার একবার অফিসে মেয়ে রিসিপশোনিষ্ট প্রয়োজন হয়েছিল। বিডি জবসে অ্যাড দিয়ে ১২০০সিভি পেয়েছিলাম। সেখানের অনেক জন মেয়েকেই পেয়েছি মাল্টি স্কীলড। ৮৮ জন পেয়েছি, যারা অ্যাকাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি এক্সট্রা-কারিকুলামে অনেক দক্ষ। কম্পিউটারে কয়েকটা পোগ্রামেই স্কীল, ইংরেজিতেও ভাল দক্ষ। আরও অনেক অনেক স্কীল তাদের সিভিতে যুক্ত। আমার কাছে যখন এত স্কীল পার্সনকে সিলেক্ট করার অপশন থাকে, তখন স্বাভাবিকভাবেই আমি একই বেতন দিয়ে একজন কম স্কীল পার্সনকে নিবো না।

সবশেষে আবারও বলছি, আমরা যারা মানুষকে চাকুরি দেই তারা বাজারে দক্ষ লোক খুজে পাইনা। আবার আপনারা যারা চাকুরি খুজছেন, তারা চাকুরি খুজে পাচ্ছেননা। এ মাঝখানের গ্যাপ একটি। সেটা হচ্ছে্ আপনাদের স্কীলড হওয়ার দিকে মনোযোগই নেই, অথচ টাকা ইনকামের টেনশন অনেক বেশি। স্কীলড হোন, টাকা আপনার পিছু ছুটবে। টাকা পিছনে ছুটলে স্কীলড হওয়া যায়না।

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিছু কথা অনেক সুন্দর লাগছে ভাই!

May Allah Bless You.

বড় ভাই আপনার ‍টিউনটি দেখে কমেন্টস করে পারলাম না। আপনার কথা গুলো আমর সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে সত্যি বলতে কী , অভিজ্ঞতা থাকলে চাকুরি খুজতে হয় না, চাকুরি তাকে খুজে নেয়। যদিও আমি আমার বেশি পড়া শুনা জানা নাই সবে মত্র এইচ এস সি পাশ করে ডিপলোপমা পড়ছি। তার মধ্যে এ পর্যন্ত প্রায় ৭ জায়গায় চাকুরি করেছি । এবং কয়েক জায়গা থেকে কল অনেক বলার পরও বেতন কম হওয়ার কারণে চাকুরী করি নাই। আসলে মূলত এর পেছনে একটিই কারণ তাহল, আপনার দেয়া চার্টের সকল প্রকার কাজ এবং কাজের অভিজ্ঞতা আমার আছে। এই সব চাকুরী করার সময় আমি এমনও লোকের সাথে চলা ফেরা করেছি যারা কিনা ঢাকার সনামধন্য প্রাইভেট ভারসিটি থেকে পাস করে এসেছে। কিন্তু কাজের ক্ষেত্রে 00, এমনকি ইংলিশে এমন ওয়ার্ড আছে যা উচ্চারনি করতে পারে না । যা আমার কাছে কিছু না। সত্যি বলতে কি । অভিজ্ঞতা থাকলে চাকুরির অভাব হয় না। আমার এই ছোট জীবনের অনেক অভিজ্ঞতা হয়েছে। যা কি না বলে শেষ করা যাবে না। ধন্যবাদ ভাই আপনার টিউনটি খুব ভালো লাগছে।

Level 0

ভাই আপনার সব কথার সাথে আমি একমত না।। আজ কাল অনেক নামি দামি কোম্পানি মাল্টি talented লোক চাই লেখা থাকে networking এর জন্য কিন্তু নিচে লেখা থাকে PHP….SQL….JAVA…C++…আর ও অনেক কিছু জানা দরকার… networking এর সাথে কি এই গুলা জাই…আমার তো মনে হয় না। আমার তো মনে হয় তারা জানেই না তাদের আসলে কোন কাজের জন্য লোক লাগবে…আর সদ্য পাস করা একটা ছেলে কত টুকুই বা জানতে পারে? আপনি বলছেন “এমনিতেই আবেদনকারীই পাইনা। তার উপর যারা আবেদন করে, তারা নিজেরাও জানেনা, প্রফেশনালভাবে কাজ করার জন্য কতটুকু দক্ষ হওয়া দরকার। এটা অনেক দুঃখ জনক”
ভাই যে ছেলে ৪ বা ৬ বছর কষ্ট করে পড়ালেখা শেষ করল তাদের পক্ষে কি প্রফেশনাল হওয়া সম্ভব? গাছ লাগানোর সাথে সাথে কি ফল খাওয়া যাই?সে তো মাত্র পাস করল যদি প্রফেশনাল ই চান তাহলে এত তার কষ্ট করে ৪ বছর পড়ার দরকার ছিল না ।।ভাল কনও training center এ ৩ মাস training করলেই হত।।এতে করে সময় ও বাঁচত ।
আপনি বলছেন “আবার অনেকে অনেক দক্ষ সাথে এমবিএ পাশ, কিন্তু বেতন চায় ১২-১৫,০০০টাকা তখন তার যোগ্যতার ব্যাপারেই কনফিউশন লেগে যায়। ”
ভাই যে ছেলে এত কষ্ট করে পড়ালেখা শেষ করে জব পাই না সে তো ১৫০০০টাকা বেশী ই বলছে ।দেশে এমন অনেক ছেলে আছে যারা এর থেকে ও কম টাকাতে যে কনও কাজ করতে রাজি।।কারন তাদের ঘরে বৄদ্ধ বাবা মা …তাদের উপর নির্ভরশীল তাদের ভাই বোন তাদের আয়ের উপর নির্ভরশীল ।।তাদের পড়া লেখা …। যাবতীয় খরচ তাকেই দিতে হয়।। আর এত কষ্ট করে ৬ বছর পড়ালেখা করে ও যখন শুধু মাত্র প্রফেশনাল না হবার কারনে চাকরি হয় না তখন তো ৫০০০ টাকার টিউশনির চেয়ে ১৫০০০টাকার জব ই ভাল…১৫০০০ তো বেশী তাদের কে ১০০০০ টাকা বললে ও তারা রাজি হবে…

আপনার ঘটনাঃ
“একটা ঘটনা বলি। আমার একবার অফিসে মেয়ে রিসিপশোনিষ্ট প্রয়োজন হয়েছিল। বিডি জবসে অ্যাড দিয়ে ১২০০সিভি পেয়েছিলাম। সেখানের অনেক জন মেয়েকেই পেয়েছি মাল্টি স্কীলড। ৮৮ জন পেয়েছি, যারা অ্যাকাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি এক্সট্রা-কারিকুলামে অনেক দক্ষ। কম্পিউটারে কয়েকটা পোগ্রামেই স্কীল, ইংরেজিতেও ভাল দক্ষ। আরও অনেক অনেক স্কীল তাদের সিভিতে যুক্ত। আমার কাছে যখন এত স্কীল পার্সনকে সিলেক্ট করার অপশন থাকে, তখন স্বাভাবিকভাবেই আমি একই বেতন দিয়ে একজন কম স্কীল পার্সনকে নিবো না।”
ভাই আপনি রিসিপশোনিষ্ট কেন নিবেন?তাকে দিয়ে আপনি Networking করাবেন? web development করাবেন? সে কি graphics design করবে? সে কি software development করবে? উত্তর হবে না না না …বাংলাদেশের ১০০% লোক বলবে একজন রিসিপশোনিষ্ট উপরোক্ত কাজ গুলা করবে না আর আপনারা ও করাবেন না ।।তাহলে কেন আপনারা স্কীল পার্সনকে নিবেন???? অনেক কোম্পানি আজ কাল এই কাজটাই করে কারন আমাদের দেশে বেকার অনেক বেশী…সামান্য কাজের জন্য ও অনেক ভাল লোক পাওয়া যাই।
আর উপরোক্ত ঘটনার দ্বারাই বুঝা যাই জব এর কত খারাপ আবস্থা ।
আমাদের দেশের বড় problem হল আমারা fresh দের কাছ থেকে ১০০% output চাই এই কারনে আমারা জব পাই না…।।

এবার আমি একটা ঘটনা বলি পাস করার পর অনেক আনন্দে job a apply করতে থাকি networking এ (program পারি না তাই).viva তে বলত আপনি কি CCNA পারেন…বলতাম না।তারা বলতো আমরা তো CCNA পারে এমন লোক চাচ্ছি …সত্যিই তো ৪ বছর পরে আমি তো CCNA পারি না…CCNA ক্যান আমি তো networking এর অনেক কিছুই জানি না। এর পর CCNA করলাম। next viva বলল CCNA পারেন…জী পারি …server এর কাজ জানেন কিছু ….।server….!!!!!! জী না ,জানি না । sorry আমরা CCNA পারে কিন্তু server এর কাজ একটু জানে এমন খুঁজছি …।মেজাজ কি থিক থাকে…অনেক viva তে এইরকম হইছে ।এর পর কষ্ট করে আবার server এর কাজ শিখলাম ..এবার viva তে experience নাই … প্রফেশনাল না তাই reject….জব ই পাই না আবার experience হাহা। আমি জানি real life এর কাজ অনেক কঠিন আমরা যা শিখি তা হয়তো enough না কিন্তু কি করব তাই এখন gov job এর জন্য পরছি …।আর আমার অনেক পরিচিত লোক আছে যারা কিছুই জানে না কিন্তু লোক থাকার কারনে তারা IT firm এ জব করে…।একটা গাধা কে ও ১ মাস training দিলে পরের মাসে output দ্যায় আর তারা তো মানুষ ।

(আমার এই কথা গুলা কাউ কে ছোট করার জন্য না ।আমার কথাই অনেক ভুল থাকতে পারে…দয়া করে ক্ষমা করবেন
EKRAM ভাই যদি আপনার খারাপ লাগে তো মাফ করবেন…।)