রেডিও জকি (RJ) হবেন নাকি? আসুন দেখি একনজর > কিভাবে রেডিও জকি হওয়া যায়

বেতার তরঙ্গের বিভিন্ন এফএম রেডিও স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা শ্রোতাদের মাতিয়ে রেখে স্টেশন আর শ্রোতাদের মাধ্যে যোগসূত্র রক্ষার কাজ করেন রেডিও জকি বা 'কথাবন্ধু'। ছোট কথায় 'আরজে'। এই আরজিং বা রেডিও জকি এখন অন্যতম আকর্ষণীয় পেশা। এই পেশায় আসার আগে আপনাকে যেসব ধাপ অতিক্রম করে আসতে হবে সেসব মনে করিয়ে দেই চলুন_

✿✿ কথার পিঠে কথা
রেডিও জকির কাজ গানের ফাঁকে ফাঁকে কথার পিঠে কথার মালা গাঁথা। তবে, অতিকথন বা বাজে বকা নয়। বিনোদনের সঙ্গে দরকারি তথ্য শ্রোতদের জানানো। যাকে বলে 'ইনফোটেনমেন্ট'। এই কথা বলার ক্ষমতা কেউ জন্ম থেকেই পায় না। চর্চার মাধ্যমে অর্জন করে। আপনি চর্চা চালিয়ে নিজেকে তৈরি করুন সবার আগে। প্রয়োজনে আয়নায় দাঁড়িয়ে প্র্যাকটিস চালিয়ে যান। আর মাথাটা খাটান।

✿✿প্রযুক্তির ধাক্কা
স্টুডিওতে থাকে কম্পিউটার কনসোল ও মাইক্রোফোন। কনসোল অপারেশন করে গানের সিডি বাজাতে হয়। ফলে, কথা বলার সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিকটাও সামলাতে হয়। এতে আবার ভাববেন না আপনাকে প্রযুক্তির সর্বোচ্চ জ্ঞান অর্জন করে এখানে আসতে হবে। সামান্য জানা থাকলেই হয়। বাকিটা রেডিও হাউস শিখিয়ে নেবে। আর ষোল আনা শিখে আসলে কে ঠেকায় আপনাকে!

✿✿ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল...
অনুষ্ঠান চলাকালে কোনো ভুল-ভ্রান্তি হলে কিংবা অযথাই কেউ শুরু করলো সমালোচনা। ফেসবুক পেজ কিংবা মেসেজে উপর্যপুরি চালিয়েই যাচ্ছে বিরূপ মন্তব্য। এই অবস্থায় আপনাকে কোনো ভাবেই মাথা গরম করা চলবে না। ঠাণ্ডা মাথায় এটা সামলানোর মনমানসিকতা রাখতে হবে। কারণ, আপনি শ্রোতাদের মনোরঞ্জনের জন্যই এখানে বসেছেন। তাদের চাহিদার কথা আপনাকে মাথায় রাখতে হবে। তাই যাদের মেজাজ হুটহাট গরম হয়ে যায়, তাদের বলি, রেডিওতে আসার আগে মেজাজটা ডিপ ফ্রিজে রেখে আসুন। তবেই ঝক্কিগুলো আপন হয়ে ধরা দেবে!

✿✿প্রশিক্ষকের মুখোমুখি
বর্তমানে বেশ কিছু ট্রেনিং ইনস্টিটিউট দেশে আরজে প্রশিক্ষণ দিচ্ছে। আমার কোন ধারনা নেই কে ভালো। তবে jobsA1 News Presentation & RJ Course ভালো হওয়ার কথা । খরচ মুটামুটি ৫০০০ টাকার মতো। প্রতিষ্ঠান ভেদে কম বেশি হতে পারে।

✿✿আত্নবিশ্বাসের পারদ
নিজের প্রতি আত্মবিশ্বাস এবং কোন বিষয়কে সুন্দরভাবে শব্দচয়নের মাধমে উপস্থাপন করার যোগ্যতা থাকলে তবে এফএম রেডিও স্টেশনে যোগাযোগ করতে পারেন। যদি প্রবল আত্মবিশ্বাস থাকে, থাকে টকাটক কথা, ফাটাফাট উত্তর, ঝাটঝাট প্রশ্ন, সাটাসাট রেফারেন্স দিয়ে শ্রোতাকে বিমোহিত করে রাখার ক্ষমতা, তবে দেরি কেন? কথা বলতে পারাটা একটা শিল্প। আর এটা যদি নেশা থেকে পেশা হয়; বলা যায়, এই চাকরির মন্দার বাজারে সোনায় সোহাগা!

✿✿সবজান্তা
আরজেদের প্রচুর জানতে হয়। অনেক সময় নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকে না প্রোগ্রামের। তাৎক্ষণিকভাবে কথার পিঠে কথা সাজিয়ে নিতে হয়। এক কথায় রেডিও জকি হলেন কথার 'জাদুকর'। কিন্তু কোন সময়ে কী কথা বলবেন, তার মাত্রাজ্ঞান থাকা দরকার। বিষয়ের ক্ষেত্রে বৈচিত্র আনতে বিভিন্ন বিষয়ে পড়াশোনা চাই। নিজের কণ্ঠস্বর রেকর্ড করে শুনলে অনেক দোষ-ত্রুটি সংশোধন করা যায়। এটি একটি পারফর্মিং আর্ট। ভেতরে সুরের মাত্রাজ্ঞান না থাকলে যেমন কণ্ঠশিল্পী হওয়া যায় না, তেমনই সহজত দক্ষতা না থাকলেও ভালো ট্রেনিং নিলে উপকৃত হওয়া যায়।

✿✿এফএম জার্নাল
আরজে নির্বাচনের ক্ষেত্রে এফএম চ্যানেলগুলোর নির্দিষ্ট বোর্ড থাকে। প্রাথমিকভাবে শতাধিক আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয় তারা। তারপর ২৫-৩০ জন বাছাই করে। ভয়েস টেস্ট, গ্রুমিংসহ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হয়।
তাছাড়া একজন আরজে প্রার্থীকে সাধারণ জ্ঞান, বাচনভঙ্গি ও সৃষ্টিশীলতায় পারদর্শী হতে হয়। তাকে হতে হয় শৈল্পিক মনের অধিকারী। আর নিজেকে জানতে হয় সবচেয়ে ভালোভাবে। নিজের গুণাবলির ওপর দিতে হয় জোর। তারপর স্বপ্নের পথে এগিয়ে যেতে থাকে।

✿✿কাজের সময়সীমা এবং বেতন
প্রাথমিকভাবে একজন রেডিও জকি পার্টটাইম এবং ফুলটাইম_ দুইভাবে কাজ করতে পারেন। পার্টটাইম হিসেবে একজন আরজেকে তিন ঘণ্টা অনুষ্ঠান পরিচালনা করার লক্ষ্যে কমপক্ষে পাঁচ ঘণ্টা অফিস করতে হয়। আর ফুলটাইমের ক্ষেত্রে এই সময়সীমা ৮ ঘণ্টা থেকে তারও বেশি হয়ে থাকে। বেতন ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মদক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতন-সম্মানীও বাড়ে। বর্তমানে জনপ্রিয় আরজেরা এক লাখ টাকাও বেতন পাচ্ছেন।

✿✿✿✿আরজেতেই শেষ নয়
এফএম রেডিও স্টেশনে যোগ্যতার ওপর ভিত্তি করে অন্যান্য পদের পদন্নোতি হয়। যেমন-

✿প্রডিউসার : অনুষ্ঠান সম্প্রচার পরিকল্পনার দায়িত্বে থাকেন। তার কাজ অনুষ্ঠান প্রযোজনা, স্ক্রিপ্ট তৈরি, কথোপকথনের বিষয় বাছাই করা।

✿মিউজিক ম্যানেজার : রেডিও জকি অনুষ্ঠানে কোন কোন গান বাজাবেন, কখন বাজাবেন, কতক্ষণ বিরতির পর সেই গান পুনঃপ্রচার করা হবে_ এইসব বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি।

✿স্টেশন ম্যানেজার : স্টেশন পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকেন স্টেশন ম্যানেজার।

✿অন্য পেশায় যেতে পারেন : কণ্ঠস্বরের দক্ষতাকে কাজে লাগিয়ে রেডিও জকি ছাড়াও ফ্রি-ল্যান্স অনুষ্ঠান সঞ্চালনা, টিভিতে ভয়েস ওভার দেওয়া, সিনেমা, অ্যানিমেশন ফিল্ম ডাবিং করে ভালো আয় করা যায়।

[[[ হয়তো অনেক তথ্য অসম্পূর্ন; আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে তা সুধরে দিবেন। ভালো লাগলে শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুকে ‘আমার লক্ষ্য’ সম্পর্কে বলুন। ]]]

************************* একটু লক্ষ্য করুন*******************************************

আমাদের পোস্টের অনেক কন্টেন্ট বিভিন্ন ওয়েব সাইট, ব্লগ অথবা অন্যান্য উৎস হতে সংগ্রহ করা। আমাদের উদ্দেশ্য সকলের উপকার করা।

আমার লক্ষ্যের কোন ব্যাবসায়িক উদ্দেশ্য নেই। এটি একটি অলাভজনক সংগঠন। শুধুমাত্র আপনাদের উৎসাহই আমাদের কাজের প্রেরণা।

এক্সপার্টস দের মূল্যবান উপদেশ সর্বোপরি সকলের সুচিন্তিত পরামর্শ প্রত্যাশা করছি।

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/amr.lokkho

ওয়েবে আমরাঃ http://amarlokkho.com/

আমার লক্ষ্য’ এর ক্যারিয়ার বিষয়ক অন্যান্য টিউনসঃ

সফলতম জীবনের হাতছানি >>> ভেটেরিনারিয়ান (পশুচিকিৎসক) হিসেবে ক্যারিয়ার

কার কার অভিনয় করতে ভালো লাগে? আসেন দেখি অভিনয়ে কেমন ক্যারিয়ার

রেডিও জকি (RJ) হবেন নাকি? আসুন দেখি একনজর > কিভাবে রেডিও জকি হওয়া যায়

আইন পেশায় ক্যারিয়ার গড়তে চান ? কি হবেন? অ্যাডভোকেট না বিচারক নাকি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ?

সাংবাদিক হতে চান? আসেন দেখি সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন

চলুন দেখি ফ্যাশন ডিজাইনিংয়ে কেমন ক্যারিয়ার।

আসুন আমরা একনজরে দেখে নিই পাইলট হতে কি লাগে

আমার জীবন.. আমার লক্ষ্য (আসুন ভবিষ্যতের জন্য সুচিন্তিত সিদ্ধান্ত নিই)

 

Level 0

আমি Md_Nadim_Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি rj….. এতো জানেন কি করে

    @sony007: না ভাই আমি আরজে না। আমার চেয়ে বেশি তো Google জানে। সেও তো আরজে না। কমেন্টের জন্য ধন্যবাদ। সময় পেলে আমাদের ফেসবুক পেজ ঘুরে আসার দাওয়াত রইলো।

Level New

Vai writer howa jabe kivabe kivabe she bishoye ekti tune koren vai plz plz plz

    @নীল: ভাই এইটা তো প্রতিভার বিষয়। ট্রেইনিং কইরা কি আপনি নজরুল ইসলাম হইবার পারবেন?

Level New

na vai! Mane ki vabe ki krte hobe step by step! I think ki krle protiva barbe?

Level 0

অনেক ধন্যবাদ

ভাই rj আমি হতে চাই ..আমার কনঠ ভাল গান অ করি।। .আমার পুরব অভিজ্ঞতা আছে…অনুস্তান পরিচলনা করার…কতাই পার টাইম করা জাই জানালে খুসি হব…আমি বরতমানে খুলনা এ থাকি…এ খানে থেকে কি সম্ভব…

    @M.A.SHAFIQUR RAHMAN: যা যা জানি সব লিখে দিয়েছি ভাই….. এর চেয়ে বেশি কিছু আমি জানি না।