প্রমানসহ দেখুন টেকটিউনস-এ এসব কি হচ্ছে (পর্ব – ০১)

আমাদের প্রিয় টেকটিউনস কেন যেন দিন দিন বদলে যাচ্ছে। একই টিউন বার বার হচ্ছে। হুবহু কপি পেস্ট টিউন হচ্ছে।  মডারেটররা আগের মত দৃষ্টি দিচ্ছেন না। মেধাবী টিউনাররা আস্তে আস্তে সরে যাচ্ছেন। আগাছার মত নতুন নতুন টিউনার গজাচ্ছে, যাদের অনেকেই হুবহু বা অনেকাংশ কপি পেস্ট করে টিউন করছেন ( তবে কেউ কেউ অবশ্যই বেশ ভালো লিখছেন) ।

নিচে আমি গত এক সপ্তাহে আমার চোখে পড়া কয়েকটি উদাহরণ দিলাম।

টিউনার সাগর আহমেদ একই টিউন ২/১ দিন পর পরই করছেন।

আপনার নাম্বার গোপন করে কল করুন, কোন প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই, আপনার সাধারন মোবাইল থেকেই

https://www.techtunes.io/news/tune-id/318858    প্রকাশের সময় ২৮/১০/২০১৪

https://www.techtunes.io/internet/tune-id/318387 প্রকাশের সময় ২৬/১০/১৪

https://www.techtunes.io/internet/tune-id/317979 প্রকাশের সময় ২৪/১০/২০১৪

টিউনার সাইফুর রহমান এর মাত্র ১ টাকায় বানিয়ে নিন পকেট চুলা !!! দেখুন অসাধারন মজা পাবেন… (ভিডিও সহ)  এই   টিউনটি ২৬/১০/২০১৪ তে টেকটিউনস এ প্রকাশিত হয়। একই দিন উনার ব্লগে http://www.projuktee.com/2014/10/make-Pocket-Stove.html ও প্রকাশিত হয় যার লিঙ্ক উনি টিউনে দিয়েছেন।   অথচ হুবহু লিখা ,ছবি ও ভিডিও  সম্বলিত এই পোস্ট টি http://afnaninfo.blogspot.com/2013/08/blog-post_23.html ২৩/০৮/২০১৩ তে প্রকাশিত হয়। এটা যে চুরি করা পোস্ট এতে কোন সন্দেহ নেই। কমেন্টস এ নকল এর বিষয়টি উল্লেখ করা হলেও চালাক টিউনার তা পাবলিশ করেননি। কেননা চোরের মন পুলিশ পুলিশ তো তাই। কমেন্তস পাবলিশ করে তার প্রেক্ষিতে উনার কোন জবাব থাকলে দিতে পারতেন।

টিউনার সৈকত  এর এই কম্পিউটার থেকে শর্টকাট ভাইরাস ডিলিট করার খুবই সহজ উপায় টিউন টি ২৭/১০/২০১৪ তারিখে টেকটিউনস- এ প্রকাশিত হয়।   এটা প্রকাশিত হওয়ার ২/৩ দিন পূর্বে বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় ও ব্লগে একই পোস্ট টি প্রকাশিত হয় । নিচে কয়েকটির লিঙ্ক দিলাম। এই টিউনার কে কমেন্টস এ জানানো হলে ও উনি কমেন্তস পাবলিশ করেননি।

বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
http://www.banglamail24.com/news/2014/10/25/id/825
http://banglapress.net/2014/10/2218.html/
http://satkhiranews.com/?p=52084
http://ukbdnews.com/2014/10/%E0%A6%B6%E0%A6%B0%E0%
http://ekushe.net/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A
http://www.tunerhome.com/?p=1497 লেখক: momin
http://www.somoyerkonthosor.com/news/132017

টেকটিউনস এর নীতিমালায় রয়েছে-

  • ১.০৮ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউন করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।
  • ১.০৯ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

স্পষ্টই বুঝা যাচ্ছে যে, এরা টেকটিউনস এর নীতিমালা মানেনি। অন্যের লিখা নিজের নামে চালানোর অপচেষ্টা চালিয়েছে।

হাসির কথা হল  টিউনার saieduzzaman আজ একই টিউন আবার করেছেন। মহা ঝামেলার শর্টকাট ভাইরাসের হাত থেকে নিমেষেই মুক্তি!  (উনি ও কমেন্টস পাবলিশ করেননি, নিজের লিখা হলে সৎ সাহস থাকবে না কেন?)

কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এই আশা রাখি। টেকটিউনস এর নিয়মিত পাঠকগণকে  বলব আপনারা সবাই হুবহু কপি- পেস্ট লিখাকে বয়কট করুন এবং এদেরকে ধরিয়ে দিন, কর্তৃপক্ষকে জানান।

আমরা সবাই পরিচ্ছন্ন, নকল ও ভেজালমুক্ত টেকটিউনস চাই।

Level New

আমি ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমারও একি ফিলিংস অনেক ধন্যবাদ এই রকম একটি তথ্য শেয়ার করার জন্য।

সহমত। ১০ টা মুভির জন্য ১০ আলাদা পোষ্ট। টি এড রেখে বরাবর পোষ্ট করেই ব্যবসা আরম্ভ হয়ে গেসে।

    @আতিকুর রহমান: ঠিক বলেছেন ভাই। ৫-৭ লাইনের ৪/৫ টা টিউন করে আবার চেইন টিউন এর জন্য ও আবেদন করে। জাস্ট ডাউনলোড লিঙ্ক। পুরাই হাস্যকর

Level 0

Like you post .

কি আর বলবো ভাই, আমি কতবার যে ডেস্কে রিপোর্ট করলাম, । দিন দিন বারোটা বাহাচ্ছে এরা, লজ্জা নাই কারো

    @শাহরিয়ার শিমুল: মডারেটররা মনে হয় এখন আর সিরিয়াসলি এইসব দেখে না, অথবা অন্যান্য কাজে ব্যস্ত। এখন আর খুব বেশি প্রশ্নের উত্তর ও দেয় না। আমি ও রিপোর্ট করেছিলাম।কোন উত্তর পাই নাই।

পোষ্ট টি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কার গত কিছু দিন থেকে দেখছি এই অবস্থা। মনের ভিতরে কি জে রাগ হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। টিটি তে আমি প্রায় ৪ বছর। আমার বয়স ২৭ আপ আমি সারা জীবনে যা না শিখেছি তার থেকে গত ৪ বছরে অনেক বেশি শিখেছি। টিটি প্রযু্তির একটি অন্য নাম।এখানে দিনে যতবার প্রবেশ করি তত বেশি মজা লাগে কারণ কিছু নতুন পাবো বলে নতুন কিছু শিক্ষা পাবো বলে।এখন দিনে একবার আসতে ই বিরক্ত রাগে যে কোন শিক্ষার কিছু পাবতো না বরং সময় নষ্ট হবে। শেষে আপনাকে আরেক বার ধন্যবাদ জানায় যাতে মডারেটর ভাই এবং সবার এ ই লিখাটি সবাই পড়ে এবং এর অনুসরন করে।ধন্যবাদ —-টিটি তে———————-************সবাইকে মেতে উঠুন সিনেমা, ভূয়া টিউন, স্পাম্প টিউনের সুরে**************

    @রাশেদ ইকবাল রাজু: সত্যি কথা বলতে গেলে টেকটিউনস এর এমন অবস্থা হবে তা আমরা চিন্তা ও করিনি। পুরো টেকটিউনস জুড়ে শুধু বিজ্ঞাপন। আর অধিকাংশ টিউন ই গান, মুভি, গেমস এর ডাউনলোড লিঙ্ক আর কোচিং সেন্টার এর বিজ্ঞাপন।

Level 0

ইব্রাহীম ভাই ভালো লিখেছেন।

Level 0

টিউনার সাইফুর রহমান এর “মাত্র ১ টাকায় বানিয়ে নিন পকেট চুলা !!!” টিউন নিয়ে আমি কমেন্ট করেছিলাম। কিন্তু কাপুরুষ টিউনার তা পাবলিশ করেনি। তিনি সজলের ব্লগের লেখাটা হুবুহু কপি করেছেন-দাড়ি কমা সহ। এমন কি ছবি গুলোও সেখান থেকে নেওয়া। আমি টিটির সাপোর্টে টিকেট দিলেও কোন জবাব পাইনি।

    @Dark Sky: আমি ও অভিযোগ করেছিলাম। কোন ব্যবস্থা গ্রহন করেনি, কোন জবাব ও দেয় নাই। এইরকম বেশ কিছু কারনে আমাদের প্রিয় টেকটিউনস বাংলাদেশ থেকে এখন এলেক্সসা র‍্যঙ্কিং এ এখন ৩৬ নাম্বার এ। বছর খানেক আগে ও ৫ এর মধ্যে ছিল।এখান থেকে যাচাই করে নিন http://www.alexa.com/topsites/countries/BD । আমরা যারা টেকটিউনস এ লিখি বা নিয়মিত পাঠক তারা অবশ্যই সর্বদা এর উন্নতি কামনা করি।ভালো ভালো লিখা চাই। অথচ মেধাবি টিউনাররা দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। টেকটিউনস জুড়ে শুদু বিজ্ঞাপন। যা অনেকটা দৃষ্টিকটু ও বটে।

আপনি ভালা কাম করসেন আমি এইডা নিয়া একটা টিউন করতে চাইসিলাম মডুরা তো এমনিতে দেখবেন না তাই ধরাই দিতে লাগবে তবুও দেখেন কিছু হয় কিনা

কি আর কমু । আসলে যা হবার তাই হচ্ছে। এভাবে মোডারেটর ভাই রা গুমিয়ে থাকলে এসব আর হবে।

সহমত। শেয়ার করার জন্য ধন্যবাদ

Ibrahim ভাই আমার আপনার পোস্ট টা খুবই ভাল লেগেছে। আমি টেক্‌টিউন্‌স থেকে অনেক কিছুই শিখেছি এবং আরো কিছু শেখার প্রত্যাশা নিয়ে এখন ও এই সাইট টা আমি visit করি। কিন্তু যখন Bollywood এর Movie গুলোর মতো কাট কপির প্রবনতা এই সাইটটাতে দেখি তখন খুব খারাপ লাগে।

    @প্রিয়ঙ্কা প্রিয়া: একই পোস্ট বার বার। বেশির ভাগই মুভি, গেমস এর ডাউনলোড লিঙ্ক আর বেশ কিছু অনলাইন পত্রিকা এর কপি পেস্ট।

Level 0

last one month e ek movie niya kom kore hole o 10 ta tune hoyse. kono mane ase?

Level 2

খোঁজা শুরু করলে এরকম অসংখ্য চোর পাওয়া যাবে ভাই। আমি কয়েকটাতে কমেন্টস করেছিলাম। কিন্তু কমেন্টস পাবলিশ করে না।
টিটি’র পক্ষ থেকে এগুলো মডারেট করা দরকার।

http://www.techtunes.io/tuner/saifur এই টিউনার প্রায় হুবহু কপি পেস্ট করে টিউন করছেন। তার ৩ দিন পূর্বে প্রকাশিত https://www.techtunes.io/seo/tune-id/319059 এই টিউনটি জুন ২০১২ তে http://earntricks.com/offpageseo/3405 এই সাইট এ প্রকাশিত হয়েছিল।