টেকটিউন্সের সকল বন্ধুদের জানাই বড় দিনের শুভেচ্ছাঃ Eye-Fi Mobi যাদের ক্যামেরায় ওয়াইফাই নেই তাদের জন্য বেস্ট।

শুরুতেই টেকটিউন্সের সকল বন্ধুদের জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা। Merry Christmas 🙂

আজকে আপনাদেরকে একটি অদ্ভুত জিনিষের সাথে পরিচয় করাবো। যারা Eye-Fi চেনেন তাদের জন্য Eye-Fi Mobi টি নতুন বিষয়। আসুন জেনে নেই Eye-Fi কি।

Eye-Fi কি?

Eye-Fi হল ওয়াইফাই যুক্ত মেমরি কার্ড। ডিজিটাল ক্যামেরায় ব্যাবহার করার জন্য তৈরি করা হয়েছে এই মেমরি। এর সবচেয়ে অদ্ভুত সুবিধাটি হল আপনি যখন একটা ছবি তুলবেন তখন সেটি অটো আপনার পিসিতে ট্রান্সফার হয়ে যাবে। আগে ছিল শুধু পিসি এবার স্মার্টফোন এবং ট্যাবলেট ও যোগ হয়েছে।

এই পাতলা মেমরিতে রয়েছে বাইল্ড-ইন ওয়াইফাই। যেকোনো পিসি অথবা অ্যান্ড্রয়েড/iOS দিয়ে ব্যাবহার করা যাবে এই মেমরি।

পিসির জন্য ড্রাইভার আছে আর অ্যান্ড্রয়েড/iOS এর জন্য আছে অ্যাপস।

৮জিবি মেমরির দাম প্রায় ৪০০০ টাকা। যাদের ক্যামেরায় ওয়াইফাই নেই তাদের জন্য এই মেমরিটি অনেক দরকারি। এতে আরো অনেক সুবিধা আছে। যেমন, ছবি বা ভিডিও ক্যাপচার করার পর সাথে সাথে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এবং আরো অনেক ওয়েবসাইটে অটো আপলোড হয়ে যাবে।

নতুন কিছু জানতে পারলে আমার পেজে একটা লাইক দিয়ে আসবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারাইয়েন (পাইলে তো 😀 😛 )

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

আমার ব্যান্ডের ফেসবুক পেজ।

আমার ফেসবুক প্রোফাইল।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 31 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ata ki bd te pawa jay

    Level 0

    @সবুজ ভাই: হ্যাঁ পাওয়া যায় তবে সবজায়গায় না।

awesome laglo jinista

    Level 0

    @EASIN ARAFAT: আমারো awesome লেগেছে 🙂

Level 0

আমার ক্যামেরা আর মোবাইল দুইটাতেই যেহেতু ওয়াইফাই আছে, কি দরকার এটা কিনার? তার চেয়ে ৩২ জিবি ক্লাস ১০ একটা নিয়ে নিছি… 😀 😛

    Level 0

    @SK Shagar: হ্যাঁ ভাই, যাদের ক্যামেরায় ওয়াইফাই নাই তারা এই মেমোরি কিনলে আপনার থেকেও হাইফাই হয়ে যাবে 😀

Level 0

off topic, ar jonne agei sorry boss, amar TT ar home page search box ta khuje pacci na
kau aktu help korben kivabe search kono tune khuje pate pari

    Level 0

    @shawon852: আমার মনে হয় সবারই একি সমস্যা। সার্চ বক্স উদাও, অ্যাডমিনের নজরে পরলে অবশ্যই ঠিক করে দেবে। ধন্যবাদ 🙂