যারা শিখতে চান তাদের জন্য

আমি এমনিতে আর্টিকেল লিখতে পছন্দ করি না তবে আজ অনেকটা রাগ করে লিখতে বসলাম। এক ছোট ভাই গতকাল জিজ্ঞাসা করলো ভাই উবুন্টু ইন্সটল দিলাম কিন্তু কনভারটেড VGA কানেকশন এর জন্য আসল রেজুলেসন ডিটেক্ট করতে পারছে না এইটা ঠিক করব কিভাবে?

আমিঃ  বললাম স্ক্রীন এ কিছু দেখা যায়

ভাইঃ  বল্ল হে ভাই তবে ১০২৪*৮০০ আসে

আমিঃ তোমার টা কত সাপোর্ট করে?

ভাইঃ ১৩৬৬*৭৬৮

আমিঃ ভাই গুগল এ সার্চ দেও অনেক টিউটোরিয়াল পাবা জেটা সহজ মনে হয় সেটা থেকে করে নাও না হয় আমি কিছু লিঙ্ক দেই এগুল ফলো কর।

ভাইঃ ধুর গুগল এর গুলা কোন কাজের নাকি সব ফালতু থাক আপনার কিছু করা লাগব না bla bla bla bla.......

আমি কিছু না বলে লাইন টা কেটে দিলাম।

তাই আমি আপনাদের বলতে চাই যারা নতুন এবং শিখছেন তারা একটা মূলমন্ত্রে বিশ্বাস করলে খুব সহজেই কারো জবাব এর আশাই না থেকে প্রায় সবকিছুই সমাধান করতে পারবেন

"আমার গুগল সব জানে"

কারন আমি আজ পর্যন্ত জা সেখিছি তার ৯০% গুগল এর মাধ্যমে।

আমি অনেক কেই দেখি যে কোন সমস্যায় পরলে কোন একটা পেজ এ গিয়া প্রশ্ন করে বসে থাকে
এটা মোটেও উচিত না। আপনার প্রথম কাজ হবে গুগল এ সার্চ করা এর জন্য আপনি নিচের নিয়ম টা দেখতে পারেন

গুগল এর একটা ট্যাব খুলুন > সার্চ বক্স এ লেখেন যেটা আপনার সমস্যা,

তবে " how to add undetected monitor resolution  ubuntu" না লিখে

"add undetected monitor resolution  ubuntu 12.04" লিখে সার্চ দিলে ভাল রেজাল্ট পাবেন

কারন গুগল এর ব্রেইন নাই যে how to লিখলে সে বুজবে কিভাবে বুঝাতে চেয়েছেন,

সে আপনাকে ফোরাম পোস্ট গুলো আগে দেখাবে কারন ফোরাম এ এইভাবে প্রশ্ন করা হয়, যারা SEO করেন তাদের বুঝানোর দরকার নাই এটা কেন হয়। তার মানে এই না যে ফোরাম এ ভাল উত্তর পাবেন না কিন্তু সেখানে অনেক ধরনের উত্তর থাকবে আর ম্যাক্সিমাম গুলো এত ছোট করে লেখা থাকবে তা নুতুন্দের বুঝতে সমস্যা হতে পারে।

আর যদি "add undetected monitor resolution  ubuntu 12.04" লিকে সার্চ দেন তাহলে,

টিউটোরিয়াল আর্টিকেল পাবেন যেখানে স্টেপ বাই স্টেপ লেখা থাকবে কোনটার পর কোনটা করতে হবে ভাল গুলাতে স্ক্রীন শর্ট পাবেন বুঝতে সুবিধা হবে।

আমি সার্চ কিওয়ারড গুলতে ( " " ) কোটেশন মারক বেবহার করছি কারন এতে exact match result আসবে এর মানে সুধু এই টাইটেল আছে এমন result দেখাবে

আপনি এটা ছাড়া সার্চ দিলেও হবে কিন্তু যদি দেখেন related result বেশি দেখাই তাইলে কোটেশন বেবহার করেন

এটা কোন এডভান্স সার্চ টেকনিক না আপনারা উপরের টেকনিক বেবহার করে এডভান্স সার্চ টেকনিক গুল বের করতে পারেন।

আর কিছু সার্চ কোড

(এই অংশ টুক টিটি এর কোন পোস্ট থেকে কপি করা সঠিক খেয়াল নাই sorry author my intention isn't bad )

যেভাবে অডিও ফাইল খুজবেন -

আপনি যদি একটি অডিও ফাইল খুঁজে পেতে চান, তবে সহজ এই কোড ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” mp3 “Your File name”

উদাহরণ:    ধরুন আপনি মাইকেল জ্যাকসনের “beat it” গানটি mp3 ফরমেটে ডাউনলোড করতে চান। তবে সার্চ বক্সে এই কোডটি লিখুন (inurl:(htm|html|php) intitle:”index of” mp3 “beat it” )| আপনি যদি ভিন্ন ফরমেটে গানটি ডাউনলোড করতে চান, তবে mp3 এর স্থানে ফরম্যাটের নাম লিখুন। যেমন wma, wav, ACC ইত্যাদি।

যেভাবে সফটওয়্যার খুজবেন -

আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করতে চান, তবে এই অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” exe “Your Application name”

উদাহরণ:    ধরুন আপনি 7zip সফটওয়্যারটি ডাউনলোড করতে চান। তবে সার্চ বক্সে এই কোডটি লিখুন-   inurl:(htm|html|php) intitle:”index of” exe “7zip”

যেভাবে ই-বুক খুজবেন -

আপনি যদি ই-বুক খুঁজে পেতে চান, তবে সহজ এই সার্চ কৌশলটি ব্যবহার করুন। inurl:(htm|html|php) intitle:”index of” +(“/ebooks”| “/book”) +(chm|pdf|zip) +”Your book name”

উদাহরণ:   ধরুন আপনি o’reilly ই-বুকটি ডাউনলোড করতে চান। তবে গুগল অনুসন্ধান বক্সে লিখুন  inurl:(htm|html|php) intitle:”index of”+(“/ebooks”| “/book”) +(chm|pdf|zip) +”o’reilly”

আশা করি এই কৌশলগুলি ব্যবহার করে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারবেন। সাবাইকে ধন্যবাদ।

(এই অংশ টুক টিটি এর কোন পোস্ট থেকে কপি করা সঠিক খেয়াল নাই sorry author my intention isn't bad )

}

আপনি যে সমস্যাই পরেছেন এই সমস্যাই আপনি যে প্রথম পরেছেন তা ভেবে নেয়া ঠিক নয় এর আগে যারা এগুল ফেস করেছে তারা বিভিন্ন ফোরামে প্রশ্ন করেছে এবং তার সলিউসন বের করেছেন, আর অনেক ব্লগার সেগুল নিয়া সুন্দর করে সাজিয়ে তাদের টিউটোরিয়াল ব্লগ বানিয়েছেন, তাই আগে সার্চ করেন যদি না পান তাহোলে কোন রিলেটেড ফোরাম প্রশ্ন করেন উত্তর পাবেন। ভাই পরিশেষে যা বলতে চাই, আমি চেষ্টা করলাম আপ্নারা জেন কোন সমস্যাই পরলে খুব সহজেই সমাধান করতে পারেন happy computing
Happy Computing

( পুরাটাই আমার বেক্তিগত মতবাদ অনেকেই একমত না হতে পারেন )

Level 0

আমি Soab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ,