বাংলাভাষী ভাইদের নিকট ১টি বিশেষ অনুরোধ…

আমরা ব্লগে, ফেসবুকে কিংবা বিভিন্ন সাইটে অনেক সময় কুরআন-হাদিস নিয়ে আলোচনা করি।
কিছু ভাইদেরকে দেখা যায় -যারা কম্পিউটারে আরবি টাইপে অভ্যস্ত নন/ জানেন না- তারা
বাংলা-বানানে 'আরবি' লিখেন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক।

প্রতিটি ভাষার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সৌন্দর্য থাকে।
আর মর্যাদায় আরবি ভাষা তো অন্যতম শ্রেষ্ঠ ভাষা।
বাংলিশ লিখলে যেমন বাংলা লেখার উপহাস হয়, পড়তে  কষ্ট হয়,
অর্থ উদ্ধার করা যায় না, সর্বোপরি ভাষার উচ্চারণ পাল্টে গিয়ে এক বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়।
ঠিক তেমনিভাবে আরবিকে বাংলায় লিখলে এর মান পাল্টে গিয়ে আরো মারাত্নক আকার ধারণ করে।

দেখুন, সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আজকের যুগে মানুষ প্রাণের
বাজি রেখে কতো অসম্ভবকে-অবাস্তবকে চেষ্টা-সাধনায় বাস্তবে রূপ দিচ্ছে।
আল্লাহ্‌র ভাষা, প্রাণের চেয়ে প্রিয় নবী সা. এর ভাষা, জান্নাতের ভাষা,
কুরআনের ভাষা, হাদিসে নববীর ভাষা- সবই আরবি।  তাই কাতর স্বরে আমার ১টি অনুরোধ,
দয়া করে আপনারা আমার প্রিয় নবীজির ভাষাকে
বাংলিশ টাইপে অর্থাৎ বাংলা বানানে লিখবেন না।
এতে আরবি ভাষার অসম্মানি হয়।


আরবি অক্ষর মাত্র ২৯ টি। তাই আরবি টাইপিং শিখতে খুবই কম সময় লাগবে।
নেটে সার্চ দিলে আরবি লেআউট, ফন্ট, উইন্ডোজে আরবি চালু করা, কীবোর্ডে আরবি টাইপ- ইত্যাদি
আরবি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।
আশা রাখি, এখন থেকে আমরা সবাই কুরআন-হাদিস থেকে রেফারেন্স দিতে হলে মূল আরবীতেই
লিখবো। তবে হ্যাঁ, একান্ত অসুবিধা হলে কুরআনের আয়াত, সূরা, পৃষ্ঠা, পারার ও হাদিসের ক্রমিক সংখ্যা
লিখে দিতে পারি।
আর আরবি লিখার প্রয়োজন হলে অবশ্যই তা আরবীতে লিখতে হবে।
আসুন আজ থেকে পাক্কা নিয়ত করি, ইনশাআল্লাহ! আজ থেকে আমরা আর ভাষার অসম্মান করবো না।

অভ্র-এর মত সফটওয়্যার থাকা সত্তেও যারা অলসতা বশতঃ/কিংবা অন্য কোন কারণে
বাংলিশ/বাংরেজি টাইপে লিখেন তাদের
প্রতিও আহ্বান,
" মাতৃভাষার সম্মানে, মাতৃভাষার শহীদদের সম্মানে, তাদের বিসর্জিত রক্তের ফোঁটাকে সার্থক
করে তুলতে বাংলা লেখাকে বাংলায়ই লিখুন। প্লিজ..."

فجزاكم الله أحسن الجزاء و بارك الله فيكم

سبحان ربك رب العزة عما يصفون، و سلام على المرسلين و الحمد لله رب العمين

Level 0

আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you

Level 0

ভাল লিখেছেন।

Level 0

জনাব টিউনার সাহেব, আপনি বলেছেন ” মর্যাদায় আরবি ভাষা তো সকল ভাষার শ্রেষ্ঠ”। এটা কোন দেশের সংবিধানে দেয়া আছে ? আর না থাকলে আপনি কিভাবে জন্য আরবি ভাষাকে শ্রেষ্ঠ ভাষার সম্মান দিলেন ?

আল্লাহর নিকট শুধুমাত্র তিনটি কারনে আরবি ভাষার গুরুত্ত অন্য ভাষার চেয়ে বেশি। ১. আরবি আমাদের প্রিয় নবীর মাতৃভাষা ২. আরবি কোরআন শরীফের ভাষা ৩. আরবি জান্নাতের ভাষা । আমার জানা মতে এই তিনটি কারণ ছাড়া আল্লাহর নিকট আরবি ভাষা অন্য কোন ভাষার চেয়ে বেশি গুরুত্ত রাখে না। কারণ সমস্ত ভাষার সৃষ্টিকর্তা এক আল্লাহ ছাড়া আর কেউ নয়।

এখন আসি প্রথম কারণে, আপনি কুরাইশদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছেন। ভাল কথা। তা ইসলামী ইতিহাস সম্পরকে আপনার যদি বিন্দু মাত্র ধারনা থাকে তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে এই কুরাইশ জাতি মুহাম্মাদ (সাঃ) এর আগমনের আগে কতখানি শ্রেষ্ঠ ছিল ? তারপরও উদাহরন হিসেবে বলতে চাই, তারা জাহেলিয়াত যুগে নিজেদের কন্যা সন্তানকে প্রকাশ্যে হত্যা করত কারণ কন্যা সন্তানের জন্মকে তারা অপমানজনক মনে করত, তারা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত, রাস্তায় পরে থাকা রক্ত পান করত, এমন কি সামান্য কারণে বিভিন্ন গোত্রের ভিতর বংশপরম্পরায় যুদ্ধ- বিগ্রহ লেগে থাকত আর সেটা যুগের পর যুগ ধরে চলতে থাকত। তারা এতটাই শ্রেষ্ঠ ছিল যে, সেই সময় তাদেরকে কোন জাতি শাসন করতে চাইত না। এই ছিল তাদের শ্রেষ্ঠত্তের নমুনা ।

কিন্তু মুহাম্মদ (সাঃ) এর আর আগমন এবং তার নবুওাত লাভের পর তারা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়।যার মুলে ছিল মুহাম্মদ (সাঃ) এর সীমাহীন পরিশ্রম আর দোয়া। আর এই মুহাম্মদ (সাঃ) এর মক্কায় জন্মগ্রহন এর ঘটনাটা কুরাইশ জাতির কোন যোগ্যতায় বা অধিকারের জন্য ঘটে নাই। ঘটেছে শুধুমাত্র আল্লাহর দয়ায় আর ইব্রাহিম (আঃ) দয়ার অসিলায়।

এবার আসি দ্বিতীয় কারণে, যেহেতু কোরআন শরিফ মুহাম্মাদ (সাঃ) এর উপর নাজিল হয়েছিল এবং তিনি ও তার সমকালিন লোকেদের মাতৃভাষা ছিল আরবি তাই আল্লাহ তা’আলা কোরআন শরীফের ভাষা আরবি করেছিলেন।

এবার আসি তৃতীয় আর শেষ কারণে, আল্লাহ তা’আলা জান্নাতের ভাষা আরবি করেছেন একমাত্র তার দয়ায় বা ইচ্ছায়।এতা কার যোগ্যতা বা পরিশ্রমের ফল নয়। এখানে কারো কিছু বলার নেই। বলেও কোন লাভ নেই।

এবার আপনাকে বাঙালি জাতি আর বাংলা ভাষা সম্পর্কে কিছু জ্ঞান দান করি, আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে ১৯৫২ ভাষা আন্দলনের ফল হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি। শুধু তাই নয় পৃথিবীতে শুধু মাত্র বাঙালি জাতিই তাদের মাতৃভাষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, আন্দোলন করেছে যার পরবর্তী ফল স্বরূপ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

এমন কি অল্প কয়েক বছর আগে জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দিয়েছে এবং ২১ ফেব্রুয়ারিকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।

উপরোক্ত দুইটা ঘটনা কারও দয়ায় বা করুনায় হয় নাই বরং এই বাঙালি জাতির অক্লান্ত পরিশ্রমের ফসল যা আমরা আমদের পূর্ব পুরুষদের অক্লান্ত পরিশ্রম এবং মূল্যবান জীবনের বিনিময়ে পেয়েছি। যার সাথে ইহকাল বা পরকাল কোন কালের কোন ভাষার তুলনা হতে পারেনা।

তাই দয়া করে কোন ভাষাকে শ্রেষ্ঠ বলার আগে কয়েকবার ভেবে নিবেন। আর কোন জাতিকেও শ্রেষ্ঠ বলার আগে তাদের সম্পর্কে ভালভাবে জেনে নিবেন।আর সেই সাথে বাঙালি জাতির ইতিহাস সম্পর্কেও ভালভাবে জেনে নিবেন যারা আজ থেকে মাত্র ১০০০ বছর আগেও কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা জানত না, আর সেইসাথে জানত না কিভাবে দুধে পানি মেশাতে হয়।

আর এই বাঙ্গালি জাতি একটি অন্যতম শ্রেষ্ঠ জাতি তার প্রমান হচ্ছে, গত ১০০০ বছরে পৃথিবীর বিভিন্ন জাতি বিভিন্ন কারণে বিভিন্ন মেয়াদে তাদেরকে শাসন করেছে। আর মানুষ তখনই অন্য কাউকে শাসন করে বা শাসন করার চেষ্টা করে যখন তার বা তাদের থেকে ভাল কিছু পাওয়ার আশা করে।

যদিও কমেন্ট টা একটু বেশিই বড় হয়ে গেলো কিন্তু আপনাকে বোঝানোর জন্য এইটুকু লেখার বিশেষ প্রয়োজন ছিল। ধন্যবাদ।।

Level 0

আর আমি নিজেও বাংলিশ লেখার বিপক্ষে কিন্তু এটা আপনিও জানেন যে পৃথিবীর যে কোনও ফোরাম, ব্লগ বা সাইতে ইংরেজিতে কমেন্ট করা যায়। যদি ইংরেজিতে কমেন্ট করার উপর কোন বিশেষ নিশেদাজ্ঞা না থাকে তো। আর থাকার কথাও নয়, কারণ পৃথিবীর সকল সাইটের ব্যাকেন্ড কিন্তু ইংরেজিতেই। আপনি ইংরেজি ভাষায় (coding) তৈরি করা একটা সাইতে ইংরেজিতে কমেন্ট বা পোস্ট করতে দিবেন না এতবড় নির্বোধ এডমিন এখন আমি পাই নাই।

Level 0

@ H.M বকুলঃ আপনাকেও ধন্যবাদ।

Level 0

@ m.farjn: আপনাকেও ধন্যবাদ।

Level 0

@newboy: আপনাকে অশেষ ধন্যবাদ।
ভাই, পৃথিবীর সকল ভাষাকে টিকই আল্লাহ সৃষ্টি করেছেন, তবে সকল ভাষায় ত আর পবিত্র কুরআন নাযিল/অবতীর্ণ করেন নি। বরং আরবিতেই নাযিল করেছেন। তো শ্রেষ্ঠ তো আরবিই হলো। নাকি?
মুসলমান মাত্রই বিবেক এতে সাড়া দিবে, তাতে সন্দেহ নেই।

Level 0

r8

Level 0

মুহাম্মাদ সা. এর পূর্বে কে কী রকম ছিল এটা আমদের অনুসরণীয় নয়। বরং মুহাম্মাদ সা. এর নবুয়াত প্রাপ্তির পর কার কোন অবস্থান ছিল- জেনে অনুসরণ করাটা হল বাঞ্ছনীয়।
না হলে অনেক সাহাবী তো ইসলাম গ্রহণের পূর্বে ” নিষিদ্ধ ” কর্মের ভাগী ছিলেন। কিন্তু ইসলাম আসার পর তারা কিয়ামত অবধি আগত উম্মতে মুহাম্মাদীর অনন্য আদর্শ হয়ে গেলেন। رضي الله عنهم أجمعين
তো মুহাম্মাদ সা. এর আগমনের পূর্বের কুরাইশ আমাদের আলোচ্য বিষয় নয়।

Level 0

@newboy: আপনি লিখেছেন,
“ঘটেছে শুধুমাত্র আল্লাহর দয়ায় আর ইব্রাহিম (আঃ) দয়ার অসিলায়।”
এখানে ইব্রাহিম আ. এর “দয়ায়” না হয়ে “দোয়ায়” হবে।

Level 0

@newboy: আচ্ছা বলেন তো পৃথিবীতে এমন কোন ভাষা রয়েছে, যাতে বোনাস পাওয়া যায়। কী চমকে উঠলেন নাকি?
হ্যাঁ, আমার আল্লাহ্‌র পবিত্র কালাম পড়লে প্রতিটি অক্ষরের বদলে ১০ টি করে নেকি পাওয়া যায়। যার কার্যকারিতা অনন্তকাল ধরে বিদ্যমান থাকে।
আচ্ছা জনাব, এখন আপনি আরবি ছাড়া এমন কোন ভাষা এনে উপস্থাপন করতে পারবেন নাকি যাতে এরকম আনলিমিটেড অফার রয়েছে?
যার কার্য ক্ষমতা বেশি তার শ্রেষ্ঠত্ব বেশি। আশা করি তাতে আমাদের কারো কিছু আসে যায় না।

Level 0

@: কই আমি কখন ইংরেজিতে লিখতে মানা করলাম?
ভালো করে পোস্ট টা আবার পড়েন তার পর ঠাণ্ডা মাথায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে (চশমা থাকলে খুলে নেয়ার অনুরোধ রইলো) একটু ভাবেন,
তারপর বলিয়েন, আসলে নির্বোধ… … …

Level 0

@newboy: বয়সে আমি আপনার অনেক ছোট, ৫-৬ মাস হলো টেক পরিবারের সাথে পরিচয়, প্রয়োজনের তাগিদে টিউনটি পোস্ট করা। বিশেষ কোন শ্রেণীকে হেয় করার উদ্দেশ্যে নয়। পার্থক্য কেবল এতোটুকুই, মুসলিম হিসেবে ব্যাপারটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছি। ভালো না লাগলে মন্তব্য করার অধিকার যে কারোরই রয়েছে। তবে তা শালীনতার আবহে কাউকে হেয় না করে করতে হবে।
এটার জানার জন্য সংবিধানের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সুরুচিবোধ আর নিরীহ বিবেকের।

أنا معك في أن واحد. أفضل بكثير بعد لحن الخاصة بك. ناهيك عن أن بعض التعليقات السلبية. بعض الناس في القضية. أجد تواضع لغتك. الله حافظ.

প্রতিটি ভাষার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সৌন্দর্য থাকে,সত্যি কথা আপনার সাথে একমত।
“আর মর্যাদায় আরবি ভাষা তো সকল ভাষার শ্রেষ্ঠ।”………আপনার মাতৃভাষা বাংলার থেকেও?@হাবিব

টেকটিউনস এ আরবি ভাষায় লেখার দরকার কি?

জান্নাতের ভাষা যদি আরবি হয় তবে বাঙ্গালীরা তো জান্নাতে কামলা খাটবে। যেমন খাটে সৌদি আরবে। যত সব ধর্মান্ধ।

    Level 0

    @অবোধ বালক: অবোধ বালক আপনি টিউন টা ঠিকমতো পরছেন? টিউনের প্রথমেই তো লেখা আছে “আমরা ব্লগে, ফেসবুকে কিংবা বিভিন্ন সাইটে অনেক সময় কুরআন-হাদিস নিয়ে আলোচনা করি। কিছু ভাইদেরকে দেখা যায় -যারা কম্পিউটারে আরবি টাইপে অভ্যস্ত নন/ জানেন না- তারা
    বাংলা-বানানে ‘আরবি’ লিখেন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক “ ।ভাই একটা অনুরোধ টেকটিউনস এ গঠনমূলক আলোচনা এবং যৌক্তিক কমেন্ট করুন।

Level 0

@অবোধ বালক , এই প্রথম কারো নামের সাথে কাজের হুবহু মিল পেলাম। ভাই আপনার নামের আসলেই সার্থকতা আছে। না হলে এত সহজ এবং সুন্দর বিষয়টা অবোধের মত না বুঝেই কি বাজে মন্তব্যটাই না করলেন। আসলেই আপনি “অবোধ বালক”।

Level 0

@বাধঁন: شكرا جزيلا يا أخي في الله، قد أعجبت بكتابتك بالعرببة،جزيت خيىرا

Level 0

@বাঁধনঃ شكرا جزيلا يا أخي في الله، قد أعجبت بكتابتك بالعرببة مثل هذا موقع التكنولوجيا،جزيت خيىرا

Level 0

@অবোধ বালকঃ আরবি আপনার মত “ধর্ম-চোখদের” কাজে না লাগলেও অনেকের প্রয়োজন আছে।
ধর্মের সম্পর্ক বিশ্বাসের সঙ্গে। আর বিশ্বাস রক্ত-মাংশের মানুষেরই আছে। তাই ভাষাকে ধর্মের সাথে মিলানোটা অযৌক্তিক। না হলে তো হিন্দি বললে হিন্দু, ইংলিশ বললে খ্রিস্টান আর রাশিয়ান বললে নাস্তিক হয়ে যেতাম।বিধর্মীদের কোন পণ্যই ব্যবহার করতে পারতাম না।

Level 0

@Maars: ধন্যবাদ।

Level 0

টিউনটি করা হয়েছে ভাষার সম্মানে, ভাষার সুন্দর উপস্থাপনের জন্যে। ধর্মীয় আলোচনার জন্য নয়।
এক শ্রেণীর মানুষ আছে, যারা মূল বক্তব্যকে আমলে না নিয়ে শুধু প্রাসঙ্গিক বিষয়ে টানাহেঁচড়া করে।
মূল বক্তব্যকে পাশ কাটিয়ে তারা তাদের মিশন পরিচালনা করতে বেশ পটু।
নিঃসন্দেহে তারা বাহবা পাওয়ার উপযুক্ত এই দূরদর্শিতার জন্যে।
ধন্যবাদ

টিউনটি করা হয়েছে ভাষার সম্মানে, ভাষার সুন্দর উপস্থাপনের জন্যে। ধর্মীয় আলোচনার জন্য নয়।
এক শ্রেণীর মানুষ আছে, যারা মূল বক্তব্যকে আমলে না নিয়ে শুধু প্রাসঙ্গিক বিষয়ে টানাহেঁচড়া করে। মূল বক্তব্যকে পাশ কাটিয়ে তারা তাদের মিশন পরিচালনা করতে বেশ পটু। নিঃসন্দেহে তারা বাহবা পাওয়ার উপযুক্ত এই দূরদর্শিতার জন্যে।
ধন্যবাদ
@Habib2013 : ভাই, আমি আপনার সাথে একমত। ধন্যবাদ, ভালো একটি টিউনের জন্য।

Newboy j akta asto gadha

Level 0

হাবীব 2013 ভাই আমি আপনার সাথে সহমত। এই ধরনের সুন্দর গঠনমূলক পোষ্ট আরো চাই। প্রিয়তে নিলাম।

Level 0

উবুন্টু তে কি আরবী লেখা যায়।

Level 0

সবাইকে ধন্যবাদ।

Level 0

@: ভালো ছেলে: ভালো থাকুন। আপনার প্রতি শুভকামনা রইলো।

Level 0

@Roni: জি হ্যাঁ, লেখা যায়।

Level 0

কী দরকার কথা বাড়িয়ে, ঝামেলা বাড়িয়ে বিশৃংখলার আয়োজন করার!
যে যেটা বুঝেছে, সেটাই নিয়ে থাক, তার মতো করে বলুক। কোনো অসুবিধে নেই।
যেহেতু,
” আমি সব থেকে বেশি জানি, দেখি কে আমাকে ঠকায়?!”

” মর্যাদায় আরবি ভাষা তো অন্যতম শ্রেষ্ঠ ভাষা”……………আপনার মন্তব্যটা এরকম হলে ভালো হতো…………@হাবিব

Level 0

@ভালো ছেলে: ধন্যবাদ, শুধরে দিলাম।

ধন্যবাদ@ হাবিব