৭ টি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন!

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে ছয়টি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন নিয়ে নতুন আরো একটি টিউনে। আশাকরি আমার আজকের আর্টিকেলে আপনাদেরকে নতুন কিছু শেখাতে পারবো এবং নতুন কিছু বিষয়ে সম্পূর্ণ নতুন কিছু জ্ঞান দিতে পারব ইনশাল্লাহ। আজকের আর্টিকেল আমি আপনাদের ৭ টি এমন ওয়েবসাইট সম্পর্কে জানাবো যার মাধ্যমে আপনি শুধুমাত্র ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আজকের আর্টিকেল আমরা যে ছয় টি ওয়েবসাইট সম্পর্কে জানব এগুলোতে কাজ করা খুবই সহজ তাই ছোট থেকে বড় যে কোন বয়সের মানুষের কাজটি করতে পারবেন।

বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করাটা কতটা ইন্টারেস্টিং এবং সেই সাথে জনপ্রিয়। বর্তমানে আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিমাসে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনি চাইলে একটু কষ্ট করে আপনিও তাদের মতোই মাসে মাসে লক্ষ টাকা না হোক কয়েক হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে অনলাইনের শুরুতেই আপনি ইনকাম করতে পারবেন না। এর জন্য আপনার অনেক বেশি সময়, শ্রম এবং মেধাকে কাজে লাগাতে হবে৷ তবেই আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য সফল হবেন। আজকের পোস্টটি আমাদের এমনই একটি ইন্টারেস্টিং টিউন হতে যাচ্ছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সাতটি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

1. Familyclix

এই ওয়েবসাইটে কাজের কয়েকটি ধরন আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সার্ভে পূরণ করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আপনাকে নিয়মিত কয়েকটি সার্ভে দেওয়া হবে। এই প্রতিটি সার্ভে পূরণের জন্য আপনাকে কিছু পরিমাণ টাকা প্রদান করা হবে। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজ্ঞাপণ দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ডেইলি টাস্কের মতোই এখানে প্রতিদিন আপনাকে কিছু পরিমাণ বিজ্ঞাপণ বা অ্যাডস দেওয়া হবে, এগুলো দেখে তাদের শর্তাবলি পূরণ করলে আপনি এগুলোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়াও আরো দুইটি উপায় আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। সেগুলো হলো রেফারেল প্রোগ্রাম এবং অফার সম্পন্ন করা। রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি এই ওয়েবসাইট থেকে অতিরিক্ত অনেক টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার রেফারেল লিংক বা আপনার দেওয়া এই ওয়েবসাইটার লিংক থেকে যদি আপনার পরিচিত আপনার বন্ধুগণ অথবা আপনার আত্মীয়-স্বজন যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি তাদের করা ওয়েবসাইট এর অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন কিছু রেফারেল বোনাস। এছাড়া আপনি অফার সম্পন্ন করার মাধ্যমে এই ওয়েবসাইটের ভিতরে কিছু পরিমাণ পয়েন্টস অর্জন করতে পারবেন। পরে এই পয়েন্টসগুলোকে টাকায় রূপান্তর করে আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে টাকা উত্তোলনের জন্য আপনার Bkash, Nagad অথবা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।

Familyclix

Official Website @ Familyclix

2. Techtunes

আপনি কি কখনো ভেবেছেন যে আপনার টেকনলজি জ্ঞানের একটি মূল্য রয়েছে? টেকটিউনস, বাংলাদেশের সর্বপ্রথম বাংলা টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট এবং সেই সাথে সবচেয়ে বেশি জনপ্রিয় অনলাইন টেকনোলজি প্ল্যাটফর্ম, আপনাকে আপনার সেই জ্ঞানের মূল্য দিতে পারে। এবার অনেকের মনে হয়ত প্রশ্ন আসতে পারে, সেটি কীভাবে? কীভাবে এই জনপ্রিয় অনলাইন আর্টিকেল রাইটিং প্লাটফর্ম আপনার টেকনোলজি বিষয়ক জ্ঞানের জন্য একটি ভালো ইনকাম সোর্স হতে পারে? কীভাবেই বা আপনি টেকটিউনস থেকে অর্থ ইনকামের কার্যক্রম শুরু করতে পারেন?

টেকটিউনসে নিয়মিত বাংলা আর্টিকেল রাইটিং এর মাধ্যমে অর্থ ইনকাম করা যায়। আপনার টেকনোলজি বিষয়ক জ্ঞানগুলো বাংলায় লেখার মাধ্যমে টেকটিউনস থেকে মাসে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকারও বেশি ইনকাম করতে পারবেন। টেকটিউনস টেকনোলজি ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে টেকটিউনস প্রোফাইল সেটাআপ ব্যাজ অর্জন করতে হবে এরপর টেকটিউনসে ট্রাস্টেড টিউনার হতে হবে। টেকটিউনসে ট্রাস্টেড টিউনার না হওয়া পর্যন্ত আপনি টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন না। টেকটিউনসে হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে? গাইডলাইন ও টেকটিউনসে বাংলা আর্টিকেল লিখে আয় করুন অনুযায়ী (আবেদন করার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে) ১০ টি বাংলা টিউটোরিয়াল বেইসড কন্টেন্ট পাবলিশ করতে হবে। তারপর টেকটিউনসের অফিসিয়াল  টেকটিউনস ডেস্ক এ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আবেদন করতে হয়।

তারপর টেকটিউনস টিম আপনার পাবলিশ করা সেই টিউনগুলো ভালোভাবে রিভিউ করবেন। আপনার টিউনগুলোতে কোন সমস্যা না থাকলে, কোথাও থেকে কপি পেস্ট করা আর্টিকেল না হলে, মোটামুটি SEO করে সাজানো কোয়ালিটিফুল আর্টিকেল হলে টেকটিউনস টিম আপনাকে সাধারণ একটি ভাইবার মাধ্যমে টেকটিউনসের ট্রাস্টেড টিউনার ব্যাজ প্রদান করবেন। তারপর থেকে আপনার পাবলিশ করা প্রতিটি আর্টিকেলের জন্য আপনাকে পেমেন্ট দেওয়া হবে। টেকটিউনসে আর্টিকেল লেখা অনেকটাই চাকরির মত। টেকটিউনসে আর্টিকেল লিখলে আপনি প্রতি মাসে ১৫ তারিখে আপনার এক মাসের লেখা সমস্ত আর্টিকেলের পেমেন্ট পেয়ে যাবেন। টেকটিউনস থেকে ইনকাম করার অর্থগুলো আপনি ৫ টি উপায়ে উত্তোলন করতে পারবেন।

  1. বিকাশ
  2. নগদ
  3. রকেট
  4. উপায়
  5. ব্যাংক অ্যাকাউন্ট

Techtunes

Official Website @ Techtunes

2. Picoworkers

এটি একটি বহুল ব্যবহৃত অনলাইন মাইক্রো ওয়ার্ক প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও ব্লগ কনটেন্ট লেখে টাকা ইনকাম করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। ট্রান্সলেশন জব থেকেও টাকা ইনকাম করার একটি সহজ সুযোগ দিয়ে থাকে এই ওয়েবসাইটটি। এই এতগুলো মাধ্যমে আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে টাকা ইনকামের অনেকগুলো সুযোগ রয়েছে। এ সুযোগগুলো ব্যবহার করে আপনি আজ থেকে শুরু করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসে ইনকাম।

এছাড়াও আরো কয়েকটি উপায় ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার যদিও গ্রাফিক্স ডিজাইনে পরিণত পরিমাণে দক্ষতা থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইটে টাকা ইনকামের অনেকগুলো সুযোগ আছে বা অনেকগুলো মাধ্যমে আপনি এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি PayPal, Payoneer, Skrill ইত্যাদির মাধ্যমে আয়ের টাকা উত্তোলন করতে পারবেন।

Picoworkers

Official Website @ Picoworkers

3. YSense

YSense একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারেন। এর মাধ্যমে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনাকে সার্ভে পূরণ করার মাধ্যমে কিছু টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। তবে এই ওয়েবসাইটে আপনি সরাসরি টাকা ইনকাম করতে পারবেন না। প্রথমে আপনাকে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে পয়েন্ট কালেক্ট করতে হবে। পরে এই পয়েন্টগুলোকে টাকায় রূপান্তর করে আপনি ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি যে-সব উপায়ে টাকা ইনকাম করতে পারবেন এবং টাকার পরিমাণ গুলো কত তা নিচে দেওয়া হল।

  1. সার্ভে: প্রতিটি সার্ভের জন্য আয় ৫০ পয়েন্ট থেকে শুরু করে ৫০০ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
  2. অফার: অফারের ধরনের উপর নির্ভর করে আয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।
  3. ক্লিক: প্রতিটি বিজ্ঞাপণে ক্লিকের জন্য আয় ১ পয়েন্ট থেকে ৫ পয়েন্ট পর্যন্ত হতে পারে।

এছাড়াও আপনি এই ওয়েবসাইট থেকে রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটের রেফারেল প্রোগ্রাম সুবিধাটি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। অর্থাৎ আপনার পরিচিত যে কোন ব্যক্তি যদি আপনার রেফারেল লিংকের মাধ্যমে এই ওয়েবসাইট এ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি রেফারেল বোনাস পাবেন। আর আপনার রেফারেল যদি ১০০০ টাকা ইনকাম করে তাহলে আপনি পাবেন তার ১০% রেফারেল বোনাস অর্থাৎ ১০০ টাকা। এভাবে এই ওয়েবসাইট থেকে আপনি রেফারেল বোনাসের মাধ্যমে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে বেশি পরিমাণে টাকা ইনকামের কয়েকটি টিপস:

  • নিয়মিত কাজ করুন: নিয়মিত সার্ভে পূরণ, অফার সম্পন্ন করা এবং বিজ্ঞাপণে ক্লিক করার চেষ্টা করুন। এতে আপনার আয় বৃদ্ধি পাবে।
  • উচ্চ পয়েন্টের সার্ভে খুঁজুন: YSense এ বিভিন্ন পয়েন্টের সার্ভে থাকে। উচ্চ পয়েন্টের সার্ভেগুলো খুঁজে বের করে পূরণ করার চেষ্টা করুন।
  • বন্ধুদের রেফার করুন: আপনার বন্ধুদের YSense এ রেফার করে আপনার আয় বৃদ্ধি করুন।
  • ধৈর্য ধরুন: YSense এ দ্রুত আয় করা সম্ভব নয়। ধৈর্য ধরে কাজ করলে আপনি ভালো আয় করতে পারবেন।

YSense

Official Website @ YSense

4. UserTesting

UserTesting একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন পরীক্ষা করে টাকা আয় করতে পারেন। এই ওয়েবসাইট থেকে আপনাকে একটি ওয়েবসাইট দেওয়া হবে যেটি আপনাকে কয়েকদিন ব্যবহার করে এটি সম্পর্কে সঠিক রিভিউ করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইট টি ব্যবহারের অভিজ্ঞতা এবং মতামত সম্পর্কে তাদেরকে জানাতে হবে। তার বিপরীতে তারা আপনাকে কিছু টাকা প্রদান করবে। এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট টেস্টিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। একইভাবে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন পরীক্ষা করার জন্য দেওয়া হতে পারে। ওয়েবসাইটের মত এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কিছুদিন ব্যবহার করে তার বিপরীতে একটি ভালো বা সঠিক রিভিউ প্রদান করতে হবে। যার মাধ্যমে একজন সাধারণ মানুষ জানতে পারবে যে এই অ্যাপটি তার জন্য ভালো নাকি খারাপ। নিম্নে এই ওয়েবসাইটের আয়ের পরিমাণ দেয়া হলো:

  1. ওয়েবসাইট/অ্যাপ্লিকেশন পরীক্ষা: প্রতিটি পরীক্ষার জন্য আপনি $10 থেকে $60 আয় করতে পারেন।
  2. লাইভ সেশন: প্রতিটি লাইভ সেশনের জন্য আপনি $60 থেকে $120 আয় করতে পারেন।
  3. পেমেন্ট:আপনার আয় PayPal এর মাধ্যমে উত্তোলন করা যাবে।

UserTesting অ্যাপ থেকে খুব অল্প সময়ে অনেক বেশি ইনকাম এবং এবং সহজেই ব্যবহারের কিছু টিপস নিম্নে আলোচনা করা হলো:

  • প্রোফাইল সম্পূর্ণ করুন: আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে যত বেশি তথ্য থাকবে, তত বেশি পরীক্ষার জন্য আপনাকে নির্বাচন করা হবে।
  • ভালো ভিডিও ও অডিও ব্যবহার করুন: পরীক্ষার সময় ভালো মানের ভিডিও ও অডিও ব্যবহার করুন।
  • স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে কথা বলুন: আপনার মতামত স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে বলুন।
  • নিয়মিত চেক করুন: নতুন পরীক্ষার জন্য নিয়মিত UserTesting ওয়েবসাইট চেক করুন।

UserTesting

Official Website @ UserTesting

5. OfferNation

৭ টি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন!

 

Offer Nation একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ছোট ছোট কাজ করে টাকা আয় করতে পারেন। এখানে আপনি সার্ভে পূরণ করে ইনকাম করতে পারবেন। সার্ভে পূরণ করার জন্য Offer Nation এ বিভিন্ন কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্ভে দেওয়া হয়। আপনি এই সার্ভেগুলো পূরণ করে পয়েন্ট অর্জন করতে পারেন। পরবর্তীতে, এই পয়েন্টগুলো টাকায় রূপান্তর করে PayPal, Payoneer, Skrill ইত্যাদির মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

  1. অফার সম্পন্ন করা: Offer Nation এ বিভিন্ন অফার দেওয়া থাকে। এই অফারগুলো সম্পন্ন করে আপনি অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে পারবেন। অফারের ধরন হতে পারে ওয়েবসাইটে সাইন আপ করা, অ্যাপ ডাউনলোড করা, গেম খেলা ইত্যাদি।
  2. ক্লিক করা: Offer Nation এ বিভিন্ন বিজ্ঞাপণ দেওয়া থাকে। প্রতিটি বিজ্ঞাপণে ক্লিক করে আপনি কিছু পয়েন্ট পাবেন।
  3. রেফারেল: আপনার বন্ধুদের Offer Nation এ রেফার করে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন। আপনার রেফার করা প্রতিটি বন্ধু যখন Offer Nation এ কাজ করবে, তখন আপনি তাদের আয়ের কিছু অংশ পাবেন।

এবার উপরের এই ওয়েবসাইট নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এখান থেকে আমি কেমন অথবা কত ইনকাম করতে পারবেন। আসলে সত্যি বলতে কি, আয়ের পরিমাণ আপনার আয় নির্ভর করবে আপনি কতটা সময় ও পরিশ্রম করছেন তার উপর। শুধু এই Offer Nation ওয়েবসাইট নয়। আপনি বিশ্বের যেকোনো ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাইলে আপনাকে একটি নিয়ম মানতেই হবে। সেটি হলো আপনি যত কাজ করবেন ঠিক ততটাই পেমেন্ট পাবেন।

  1. সার্ভে: প্রতিটি সার্ভের জন্য আয় ৫০ পয়েন্ট থেকে শুরু করে ৫০০ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
  2. অফার: অফারের ধরনের উপর নির্ভর করে আয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।
  3. ক্লিক: প্রতিটি বিজ্ঞাপণে ক্লিকের জন্য আয় ১ পয়েন্ট থেকে ৫ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
  4. রেফারেল: আপনার রেফার করা প্রতিটি বন্ধু যদি ১০০০ টাকা আয় করে, তাহলে আপনি তার আয়ের ১০% পাবেন, অর্থাৎ ১০০ টাকা।
  5. পেমেন্ট:আপনার আয় $10 পৌঁছালে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। টাকা উত্তোলনের জন্য আপনার PayPal, Payoneer, Skrill অ্যাকাউন্ট থাকতে হবে।

OfferNation

Official Website @ OfferNation

6. Aticlix

Aticlix একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারেন। উপরের ওয়েবসাইটের মতোই আপনি এই ওয়েবসাইটেও সার্ভে পূরণ করে ইনকাম করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে নিয়মিত Aticlix এ বিভিন্ন কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্ভে দেওয়া হয়। আপনি এই সার্ভেগুলো পূরণ করে পয়েন্ট অর্জন করতে পারেন। পরবর্তীতে, এই পয়েন্টগুলো টাকায় রূপান্তর করে PayPal, Payoneer, Skrill ইত্যাদির মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এছাড়াও আপনি এই Aticlix ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে অনেক বেশি ইনকাম করতে পারবেন তা হলো:

  1. অফার সম্পন্ন করা: Aticlix এ বিভিন্ন অফার দেওয়া থাকে। এই অফারগুলো সম্পন্ন করে আপনি অতিরিক্ত পয়েন্ট অর্জন করতে পারবেন। অফারের ধরন হতে পারে ওয়েবসাইটে সাইন আপ করা, অ্যাপ ডাউনলোড করা, গেম খেলা ইত্যাদি।
  2. ক্লিক করা: Aticlix এ বিভিন্ন বিজ্ঞাপণ দেওয়া থাকে। প্রতিটি বিজ্ঞাপণে ক্লিক করে আপনি কিছু পয়েন্ট পাবেন।
  3. রেফারেল: আপনার বন্ধুদের Aticlix এ রেফার করে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন। আপনার রেফার করা প্রতিটি বন্ধু যখন Aticlix এ কাজ করবে, তখন আপনি তাদের আয়ের কিছু অংশ পাবেন।

আপনার আয় নির্ভর করবে আপনি কতটা সময় ও পরিশ্রম করছেন তার উপর। তাই আপনার ইনকামের পরিমাণ বাড়াতে আমি আপনাকে বলবো নিয়মিত কাজ করুন। অনেক বেশি পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। আপনি যখন নিজেকে অনেক বেশি পরিশ্রম করানোর জন্য প্রস্তুত করে ফেলবেন কেবল মাত্র তখনি আপনার ক্যারিয়ারে সফলতা আসবে। তাই ভালো ক্যারিয়ার গড়তে সফল হতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি এই Aticlix ওয়েবসাইটে প্রতিটি কাজের জন্য যত পেমেন্ট পাবেন তা নিম্নে তুলে ধরা হলোঃ

  1. সার্ভে: প্রতিটি সার্ভের জন্য আয় ৫০ পয়েন্ট থেকে শুরু করে ৫০০ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
  2. অফার: অফারের ধরনের উপর নির্ভর করে আয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।
  3. ক্লিক: প্রতিটি বিজ্ঞাপণে ক্লিকের জন্য আয় ১ পয়েন্ট থেকে ৫ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
  4. রেফারেল: আপনার রেফার করা প্রতিটি বন্ধু যদি ১০০০ টাকা আয় করে, তাহলে আপনি তার আয়ের ১০% পাবেন, অর্থাৎ ১০০ টাকা।
  5. পেমেন্ট:আপনার আয় $10 পৌঁছালে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। টাকা উত্তোলনের জন্য আপনার PayPal, Payoneer, Skrill অ্যাকাউন্ট থাকতে হবে।

Aticlix ব্যবহারে বিশেষ কিছু টিপস:

  • নিয়মিত কাজ করুন: নিয়মিত সার্ভে পূরণ, অফার সম্পন্ন করা এবং বিজ্ঞাপণে ক্লিক করার চেষ্টা করুন। এতে আপনার আয় বৃদ্ধি পাবে।
  • উচ্চ পয়েন্টের সার্ভে খুঁজুন: Aticlix এ বিভিন্ন পয়েন্টের সার্ভে থাকে। উচ্চ পয়েন্টের সার্ভেগুলো খুঁজে বের করে পূরণ করার চেষ্টা করুন।
  • বন্ধুদের রেফার করুন: আপনার বন্ধুদের Aticlix এ রেফার করে আপনার আয় বৃদ্ধি করুন।
  • ধৈর্য ধরুন: Aticlix এ দ্রুত আয় করা সম্ভব নয়। ধৈর্য ধরে কাজ করলে আপনি ভালো আয় করতে পারবেন।

Aticlix

Official Website @ Aticlix

শেষ কথা

বন্ধুরা, আজকের টিউনে আলোচনা করা ছয়টি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। এই পোস্টটি শুধুমাত্র আপনাদের নতুন কিছু দেওয়ার আশায় পাবলিশ করা হলো। আশাকরি আজকের টিউনে আলোচনা করা ওয়েবসাইটগুলোতে আপনি নিয়মিত কাজ করলে অন্যান্য আর্নিং ওয়েবসাইটগুলোর থেকেও তুলনামূলকভাবে অনেক ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তবে সব সময় আমি আপনাদের একটি কথা বলি, অনলাইন থেকে সফলতা পেতে, অল্প সময়ে অনেক বেশি ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

আশাকরি আমার আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আমার আজকের আর্টিকেলটি থেকে আপনারা সম্পূর্ণ নতুন কিছু শিখতে ও জানতে পেরেছেন। আমার আজকের আর্টিকেলটিতে দেওয়া টিপস গুলো মেনে এই ওয়েবসাইটগুলোতে কাজ করলে আপনি অবশ্যই আজ থেকে অনলাইনে মাধ্যমে ইনকাম শুরু করতে পারেন। আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে টাকা ইনকামের শুরু করতে আজকে পোস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল একটি টিউন হবে। আশাকরি আমার আজকের আর্টিকেল আপনাদের নতুন কিছু জ্ঞান অর্জন করতে সহযোগিতা করবে। আজকের টিউন নিয়ে যদি আপনার মনে কোন মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তা টিউমেন্ট করে জানাবেন। আপনার করা কমেন্টটি গঠনমূলক হলে তা অবশ্যই আমি আমার টিউনে যুক্ত করে নেব।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, ৭ টি এমন ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি শুধু মাত্র ছোট ছোট কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আশা করি পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরো নিয়মিত সুন্দর সুন্দর আর্টিকেল লেখার জন্য আগ্রহী করে তুলবেন ❤️️