সেরা ৩ টি কাজের ওয়েবসাইট

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইনে আমাদের সারাদিনের অনেক কঠিন কাজগুলো মুহূর্তের মধ্যে করে ফেলে নিজেদের কাজগুলোকে অনেকটাই সহজ করে ফেলি। কারণ বর্তমানে ভরসা আর সেই সাথে সমস্যার একমাত্র সমাধান হলো অনালাইনে থাকা বিভিন্ন ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো আমাদের অনেক বড়ো সমস্যাগুলো মুহূর্তের মধ্য সমাধান করে দেয়। বন্ধুরা আজকে আমরা এমনি সেরা ৩ টি কাজের ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।

আপনি যদি আজকে আমার দেখানো ওয়েবসাইটগুলোর ফিচার দেখেন তাহলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। কারণ বর্তমানে এই টুলস বা ওয়েবসাইট গুলো আপনার প্রতিদিনের কাজগুলো আরো অনেক বেশি সহজ আর দ্রুত করে দিবে৷ এই অসাধারণ ওয়েবসাইট গুলো ব্যবহার করার কারণে আপনার কঠিন কাজগুলো অনেক দ্রুত হবে ফলে আপনার সময় সাশ্রয় হবে। আপনি চাইলে আপনার প্রতিদিনের কাজগুলোর জন্য আমার দেখানো আজকের এই সেরা ৩ টি কাজের ওয়েবসাইট গুলো আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের টিউন - সেরা ৩ টি কাজের ওয়েবসাইট।

1. Axiom Ai

Axiom Ai এটি মূলত একটি Ai ওয়েবসাইট। এটির কার্যক্ষমতা সাধারণ ওয়েবসাইটের থেকে অনেক বেশি দ্রুত আর অনেক বেশি কার্যকর। এই ওয়েবসাইটে মূলত ব্রাউজিং সম্পর্কিত সকল কাজগুলো করা যায়৷ ব্রাউজিং সম্পর্কিত কাজগুলোর মধ্য রয়েছে:

  • ব্রাউজার অটোমেশন
  • ওয়েব স্ক্র্যাপিং
  • ইন্টেগ্রেশন

এই টুলস গুলো বা এক্সটেনশন গুলো দ্বারা আপনি যে ওয়েবসাইটের কাজগুলো একই কাজ বার বার করতে হয় সেই কাজগুলো আপনি খুব সহজেই করে নিতে পারবেন। Axiom Ai দ্বারা আপনি কোনো কোডিং না করেই খুব সহজে আপনার প্রয়োজনীয় কাজের জন্য কাস্টম বট তৈরি করতে পারবেন অথবা এর নিজস্ব ডিফল্ট বট ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও Axiom Ai এর সেরা একটি ফিচার হলো এটি আপনাকে আপনার প্রয়োজনীয় যেকোনো ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ করে আপনার স্প্রেডশিটে সেই প্রয়োজনীয় ডেটা ট্রান্সফার করে দিতে পারে। Axiom Ai আপনাকে Zapier, Integromat বা Webhooks এর সাথে সংযোগ করতে পারে। যার ফলে আপনি এই ফিচারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

Axiom Ai

Official Website @ Axiom Ai

2. Wolframalpha

Wolfram Alpha মূলত একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এই Wolfram Alpha ওয়েবসাইটটিকে আপনি আপনার গৃহশিক্ষক হিসাবে বিবেচনা করতে পারেন। এই ওয়েবসাইটে থাকা কিছু ফিচার হলোঃ

  • প্রাথমিক গণিত সমস্যা।
  • সাধারণ গণিত সমস্যা।
  • বীজগণিতের সমস্যা।
  • ইউনিট এবং পরিমাপ
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন
  • কম্পিউটার ইত্যাদি।

Wolfram Alpha ওয়েবসাইট থেকে আপনি আপনার পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। এখানে আপনি আপনার গণিতের অনেক বড়ো সমস্যার সমাধান সহ পদার্থ, রসায়ন, কম্পিউটার সহ যাবতীয় সকল বিষয়ের সমস্যার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও আজকের বিশ্ব সম্পর্কে নানা ধরনের আপডেট তথ্য খুব সহজেই পেয়ে যাবেন৷

WolframAlpha

Official Website @ WolframAlpha

3. TinyWow

TinyWow ওয়েবসাইট টি মূলত একটি অনলাইন ভিত্তিক টুলস এখানে আপনি অনেক সহজে আর খুব অল্প সময়ের মধ্য অনেক বড়ো বড়ো কাজগুলো করে নিতে পারবেন। TinyWow Tools বর্তমানের অনেক কাজের টুলস যুক্ত করা আছে। সবগুলো টুলস নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব নয়। আপনারা চাইলে এই নিয়ে বিস্তারিত আরো একটি টিউন নিয়ে আসবো। অবশ্যই টিউমেন্ট বক্সে জানিয়ে যাবেন।

TinyWow ওয়েবসাইটের জনপ্রিয় টুলগুলো মধ্য কাজের আর সবচেয়ে বেশি ব্যবহৃত টুলগুলো হলোঃ

  • PDF Tools
  • Image Tools
  • Writing Tools

TinyWow Tools এর জনপ্রিয় এই ফিচারগুলো দ্বারা আপনি খুব সহজেই অনেক কঠিন কাজগুলো মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন। তো চলুন এই টুলগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই।

  1. PDF Tools: TinyWow ওয়েবসাইটে এই জনপ্রিয় কাজের টুলস টি আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। জনপ্রিয় এই PDF টুলস টি দ্বারা আপনি PDF ফাইলকে খুব সহজেই মোবাইল দ্বারা এডিট করতে পারবেন আর নিজের ইচ্ছামতো যেকোনো লেখাকে পরিবর্তন করতে পারবেন। এছাড়াও আপনি এই TinyWow Tools দ্বারা PDF to Word, JPG to PDF, Merge PDF, সহ আরো অনেক কাজ মুহূর্তেই করতে পারবেন।
  2. Image Tools: অন্য অন্য টুলস এর মতো জনপ্রিয় টুলস এর তালিকায় রয়েছে এই Image Tools. এই ইমেজ টুলস টির দ্বারা আপনি মুহূর্তের মধ্য যেকোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ইমেজ টুলস টি দ্বারা ফেসবুকের জন্য সঠিক সাইজের গোলাকার প্রোফাইল ইমেজ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এই টুলস টির জনপ্রিয় একটি ফিচার হলো ছবিতে অবস্থিত কোনো অবজেক্ট বা অন্য কোনো ব্যক্তিকে রিমুভ করা যায়। এছাড়াও আপনি এখানে ব্লাক এন্ড হোয়াইট ইমেজ তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি এখানে ল ইমেজ ব্লার আনব্লার ফিচার, HEIC থেকে JPG, সহ যাবতীয় সমস্ত ইমেজ টুলগুলি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
  3. Writing Tools: এটি মূলত একটি Ai টুলস ফিচার। এই টুলস টি দ্বারা আপনি স্বয়ংক্রিয়ভাবে বিশেষ কোনো শব্দের উপর অনেক বড়ো আকারে প্যারাগ্রাফ লিখতে পারবেন। এছাড়াও আপনি এখানে আপনার কোনো লেখা সেন্টেন্স রিরাইটার দ্বারা ভুল সংশোধন করে নিতে পারবেন। এছাড়াও TinyWow Tools এর জনপ্রিয় এই Writing Tools ব্যবহার করে আপনার ওয়েবসাইট বা ভিডিও কন্টেন্ট এর জন্য নিদিষ্ট কোনো বিষয়ের উপর স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন। যার আপনার ভিডিও বা লেখার গুণগত মানকে অনেক অংশে বাড়িয়ে তুলবে।

TinyWow

Official Website @ TinyWow

শেষ কথা

এই ছিল আমাদের লিস্টে থাকা আজকের সেরা ৩ টি কাজের ওয়েবসাইট। আপনি চাইলে আপনার নিয়মিত কাজের জন্য আজকে থেকেই এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটের ফিচারগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার প্রতিদিনের অনেক বেশি সময় লাগা কাজগুলো অনেক দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। আজকের টিউনের ওয়েবসাইট গুলো থেকে কোনো একটি ওয়েবসাইট আপনার উপকারে আসলে অবশ্যই টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৩ টি কাজের ওয়েবসাইট! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস