যাদের বাজেট কম তাদের জন্য Haier নিয়ে এসেছে T5C মডেলের ল্যাপটপ

Haier বাজারে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ T5C মডেল । আজ আমি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত বলবো । প্রথমতো আপনারা যারা কম দামের মধ্যে standard laptop কিনতে চান মূলতো তাদের কথা বিবেচনা করে Haier বাজারে নতুন T5C ব্রান্ডের এই ল্যাপটপ বাজারে এনেছে । আসুন এক নজর দেখে নিই কী কী ফীচার আছে এই ল্যাপটপে –

v    Celeron ICP 900 প্রসেসর

v    2GB DDR2 Ram যা আপনি 4GB পর্যন্ত উন্নতি করতে পারবেন ।

v    320GB Sata Hard disk

v    HD সুবিধা নিয়ে ২টা স্পীকার

v    Lan 10/100/1000 Mbps এবং wireless

v    2MP Web ক্যামেরা

v    2 USB Port

v    1 E-Sata/USB combo port

v    Card Reader

আমার মনে হয় দাম কম হিসেবে অনেক ভাল একটা ল্যাপটপ । দামটা জানতে চাইলে আপনি এখানে (for price and buy go here) যান । আর একটা কথা, আমাদের মধ্যে একটা ধারণা আছে যেটার দাম যতো বেশী সেটা ততো ভাল আসলে কথাটা মনে হয় ঠিক না ।

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস