ভিপি এন কি ও কিভাবে কাজ করে জানুন

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

#VPN কি? VPN কিভাবে কাজ করে? VPN কেন ব্যবহার করবেন?

 

প্রথমেই বলে রাখি সবারেই উচিৎ ফোনে একটা ভিপিএন রাখা। এটা নিজের সেইফটির জন্য জরুরী। আনরা হয়ত ভিপিএন এর ব্যবহার হিসেবে জানি যে এটা নিষিদ্ধ সাইটে ডুকতে ব্যবহার করা হয়। কিন্তু এর আসল উদ্দেশ্য এটি নয়। নিচে বিস্তারিত লিখছি।

 

[সবারকাছে অনুরোধ করব একটু সময় নিয়ে পড়বেন! অনেক উপকৃত হবেন আশাকরি]

 

এখানে যা যা থাকছে~

 

VPN কী

ভিপিএন আবিষ্কার

ভিপিএন(VPN) কীভাবে কাজ করে?

ভিপিএন কানেকশন কি তবে নিরাপদ?

কেন ভিপিএন ব্যবহার করা উচিৎ?

VPN কী

 

VPN এর পূর্ণরূপ হলো "Virtual Private Network" যা ইন্টারনেট ব্যবহারের সময় এর ব্যবহারকারীকে পাবলিক ইন্টারনেট সার্ভারে নিরাপত্তা নিশ্চিত করে। ভিপিএন তার ব্যবহারকারীর অনলাইন এ ব্যবহৃত ট্রাফিককে এনক্রিপ্ট করে ও অনলাইনে এর ব্যবহারকারীর পরিচয়কে গোপন করে একটি ছদ্মবেশী রূপ দান করে৷ ফলে তৃতীয় পক্ষের ক্ষেত্রে ব্যবহারকারীর ট্রাফিক সোর্স, বা তার ডেটা চুরি কঠিন হয়ে পরে। ভিপিএন রিয়েল টাইমে ডেটা এনক্রিপ্টশনে সক্ষম একটি প্রযুক্তি।

 

ভিপিএন আবিষ্কার

 

যখন ইন্টারনেট ব্যবহার অনেক সহজলভ্য হয়ে ওঠে তখন ব্যবহারকারীদের মধ্যে ডেটার সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্দোলন গড়ে ওঠে। তখন আমেরিকার ডিফন্স অথরিটি ডেটার এনক্রিপ্টশান নিয়ে কাজ করছিল৷ তখন ভিপিএন এর উদ্ভব হয়৷

 

ভিপিএন(VPN) কীভাবে কাজ করে?

 

একটি ভিপিএন তার হোস্ট দ্বারা পরিচালিত বিশেষভাবে কনফিগার করা রিমোট সার্ভার এর মাধ্যামে নেটওয়ার্ক কে পুনঃনির্দেশিত করে তার ব্যবহারকারীর আইপি এড্রেসকে হাইড করে। এর অর্থ হলো আপনি যদি ভিপিএন ব্যবহার করে অনলাইনে যুক্ত থাকেন তাহলে আপনার ডেটার উৎস হয়ে উঠবে ভিপিএন সার্ভার। এর ফলে আপনার ইন্টারনেট সেবাদান কারী প্রতিষ্ঠান (আইএসপি) বা আপনার সার্ভার (মূলত বাংলাদেশীদের জন্য আমরা ধরতে পারি এটি একটি সার্ভার) বা তৃতীয় কোনো পক্ষ আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন বা অনলাইন এ কার সাথে যুক্ত হচ্ছেন, , কি ডেটা আদান প্রদান করছেন তা ট্র্যাক করতে পারবে না। এটি মূলত আপনার সার্ভারকে কাজে লাগিয়ে আপনার সকল ডেটাকে gibberish এ পরিণত করে৷ ফলে আপনার সার্ভার বা মনিটর যা আপনার ডেটা সর্বদা পর্যবেক্ষণ করতে সক্ষম বা করতে চায় তাকে অকেজো করে দেয়৷

 

ভিপিএন কানেকশন কি তবে নিরাপদ?

 

ভিপিএন কানেকশনের ফলে ব্যবহারকারীকে অনলাইন এ ছদ্মবেশী রূপ দে একটি ভিপিএন৷ ফলে তার ডেটা ট্র্যাক সহজ হয় না৷ বিশেষ করে আনক্রিপ্টেড ডেটা যেকেউ দেখতে পারে যাদের ইন্টারনেট একসেস রয়েছে ও যারা দেখতে যায়৷ কিন্তু ভিপিএন ব্যবহারে এই ডেটা একসেস অনেকটা কঠিন হয়ে পরে এমনকি অনেকক্ষেত্রে সাইভার অপরাধী ও হ্যাকারাও সেক্ষেত্রে একসেস নিতে পারে না।

 

কেন ভিপিএন ব্যবহার করা উচিৎ?

 

আপনি যখন ইন্টারনেটে সংযোগ করেন তখন আপনার আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রবাইডার) সাধারণত আপনার সংযোগ স্থাপন করে। এটি আপনাকে একটি আইপি ঠিকানার মাধ্যমে আপনাকে ট্র্যাক করে। আপনার নেটওয়ার্ক ট্র্যাফিক আপনার আইএসপির সার্ভারগুলির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা আপনি অনলাইনে যা কিছু করেন তাতে লগ ইন এবং প্রদর্শন করতে পারে। আপনার আইএসপি বিশ্বাসযোগ্য মনে হতে পারে তবে এটি বিজ্ঞাপনদাতাদের, পুলিশ বা সরকার বা অন্যান্য তৃতীয় পক্ষের সাথে আপনার ব্রাউজিংয়ের ইতিহাস ভাগ করে নিতে পারে। আইএসপিগুলি সাইবার অপরাধীদের দ্বারা আক্রমণের শিকারও হতে পারে: সেগুলি হ্যাক করা থাকলে আপনার ব্যক্তিগত এবং ব্যক্তিগত ডেটা আপোস করা যেতে পারে। তাই ভিপিএন ব্যবহার করা উচিৎ। কারণ ভিপিএন ব্যবহার করলে আইএসপি কে তা অকেজো করে দে।

 

তাছাড়াও যখন আপনি কোনো পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন, তখন কোনো সাইটে লগ ইন বা যেকোনো তথ্য আাদান প্রদান করার সময় অথবা টাকা আদান প্রদানের সময় আপনার একাউন্ট নাম্বার পিন সব কিছু ওই ওয়াইফাই ব্যবহারের ফলে যে কেউ সহজেই ট্র্যাক করতে পারে। তাই তখন ভিপিএন ব্যবহার করা জরুরী৷

 

তাই অবশেষে নিজের সেইফটি, হ্যাক হওয়া থেকে বাঁচতে যে ভিপিএন এর বিকল্প নেই তা তো আশাকরি সবাই বুঝলাম৷

Level 2

আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস