৫০ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ টি স্মার্টফোন – জুলাই ২০২২

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

আপনি যদি হাই এন্ড স্মার্টফোন কেনার প্রতি আগ্রহী হোন এবং আপনার বাজেট যদি হয় ৫০ হাজার টাকা বা তার বেশি তাহলে এই টিউনটি বিশেষ করে আপনার জন্য। এই প্রাইজ রেঞ্জে বাজারে অনেক ফোন আছে তবে বিশেষ কিছু দিক বিবেচনা করে আমি সেরা কিছু ফোন

চলুন ৫০ হাজার টাকা বা তার উপরের রেঞ্জের পাঁচটি সেরা ফোন নিয়ে আলোচনা করা যাক।

১. Vivo iQOO Neo 6

এই লিস্টের প্রথমে আমরা যে ফোনটি রাখব সেটা হচ্ছে Vivo iQOO Neo 6। Vivo iQOO Neo 6 ফোনটি সম্প্রতি রিলিজ করা হয়েছে এবং ফোনটিতে দেয়া হয়েছে পাওয়ারফুল Snapdragon 8 Gen1 চিপ-সেট। ৫০০ ডলার রেঞ্জে এই প্রথম এমন চিপ-সেট পাওয়া যাচ্ছে।

Vivo iQOO Neo 6 ফোনটিতে দেয়া হয়েছে 6.62 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz Refresh Rate এবং 360Hz Touch Sampling Rate। ফটোর জন্য দেয়া হয়েছে 64MP রেজুলেশনের মেইন ক্যামেরা, 12MP ultra wide-angle Lens, 2MP B&W Sensor এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ এর জন্য দেয়া হয়েছে 4700mAh এর ব্যাটারি যাতে 80W Fast charging সাপোর্ট করবে।

২. POCO F4 GT

উপরের iQOO Neo 6 এর মতই, লিস্টের দুই নাম্বার POCO F4 GT ফোনটিতেও দেয়া হয়েছে Snapdragon 8 Gen1 চিপ-সেট।

ডিসপ্লে হিসেবে থাকছে একটি 6.67 ইঞ্চি FHD+ AMOLED প্যানেল, যার Refresh rate 120Hz এবং Touch Sampling Rate 480Hz।

POCO F4 GT ফোনটিতে তিনটি ক্যামেরা দেয়া হয়েছে। যার মধ্যে একটি 64MP মেইন সেন্সর, একটি 8MP ultra wide lens এবং 2MP macro লেন্স রয়েছে। সেলফির জন্য দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেল এর একটি ফেলফি ক্যামেরা।

POCO F4 GT ফোনটিতে দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ এর জন্য পাবেন 4700mAh এর একটি ব্যাটারি, যাতে 120W Fast Charging সাপোর্ট করে।

৩. Redmi Note 11T Pro

এবার আমরা একটা পাওয়ারফুল ডিভাইস দেখতে চলেছি যা একই সাথে আপনার কিছু টাকাও বাঁচাবে। এবার আমরা কথা বলতে চলেছি Redmi Note 11T Pro নিয়ে। ফোনটিতে দেয়া হয়েছে পাওয়ারফুল Dimensity 8100 Max SoC প্রসেসর, 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ।

সাথে থাকছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে ফুল এইচডি রেজুলেশনের এর ডিসপ্লেতে থাকছে 144Hz Refresh Rate এবং 270Hz Touch Sampling Rate।

দুর্দান্ত সব ছবি তুলা যাবে Redmi Note 11T Pro এর 64MP মেইল ক্যামেরা একটি 8MP ultra wide lens, 2MP macro ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা দিয়ে।

Redmi Note 11T Pro ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে দেয়া হয়েছে 5080mAh ক্যাপাসিটির ব্যাটারি যা 67W fast charging সাপোর্টেড।

৪. Realme GT 2

এই লিস্টের চার নাম্বারে আছে Realme GT 2 ফোনটি যা জানুয়ারিতে লঞ্চ হয়েছে। ফোনটিতে দেয়া হয়েছে Snapdragon 888 চিপ-সেট; 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।

Realme GT 2 স্মার্টফোনটিতে দেয়া হয়েছে 6.62 ইঞ্চির AMOLED ডিসপ্লে সাথে থাকছে 120Hz Refresh rate এবং 1000Hz Touch Sampling Rate।

ফটোগ্রাফির জন্য দেয়া হয়েছে 50MP রেজুলেশনের মেইন ক্যামেরা, 8MP ultra wide-angle লেন্স, 2MP macro লেন্স এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Realme GT 2 ফোনটিতে থাকছে 5000mAh ব্যাটারি যাতে 65W Fast charging সাপোর্ট করবে।

৫. Samsung Galaxy S21 FE 5G

৫০০ ডলার প্রাইজ রেঞ্জের সেরা শেষ ফোনটি হচ্ছে Samsung Galaxy S21 FE 5G। ফোনটিতে দেয়া হয়েছে পাওয়ারফুল Snapdragon 888 প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

Samsung Galaxy S21 FE 5G ফোনটিতে আরও পাবেন 6.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে যাতে থাকবে 120Hz Refresh Rate।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S21 FE 5G এ দেয়া হয়েছে 12MP মেইন সেন্সর, একটি 13MP ultra wide angle lens, একটি 8MP telephoto lens এবং 32MP এর সেলফি ক্যামেরা।

দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এর জন্য Galaxy S21 FE 5G এ দেয়া হয়েছে  একটি 4500mAh ক্যাপাসিটির ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এতে অতিরিক্ত ফিচার হিসেবে 4.5W Reverse Wireless Charging ফিচারও সাপোর্ট করে।

শেষ কথা

তো যারা ৫০ হাজার টাকার মধ্যে হাই এন্ড স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য উল্লেখিত পাঁচটি ফোন সেরা হবে বলে মনে করি। তো দেরি না করে এখনি সিদ্ধান্ত নিয়ে নিন এবং কিনে ফেলুন স্বপ্নের ফোনটি।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 116 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস