আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
আপনার কাছে যদি বাজেট কম থাকে এবং সমসাময়িক ট্রেন্ডিং ফিচার গুলো পেতে চান তাহলে এর টিউনটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব ২০, ০০০ টাকার মধ্যের সেরা কিছু ফোন নিয়ে।
বাজেট কম বলে ফিচারের দিক থেকে পিছিয়ে থাকবেন এমনটি হবে না, এই লিস্টের পাঁচটি ফোনে আপনি পেয়ে যাবেন দরকারি প্রায় সব দুর্দান্ত ফিচার।
২০ হাজারের মধ্যে বাজারের সেরা ফোনের তালিকায় আমরা প্রথমে রাখব, সম্প্রতি লঞ্চ করা Redmi 10C ফোনটিকে। দারুণ প্রাইজ নির্ধারণ এর সাথে সাথে ফোনটিতে দেয়া হয়েছে পাওয়ারফুল Snapdragon 680 চিপ-সেট; সাথে আছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরি।
ফোনটিতে আছে 6.71 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, এবং টপে নচের সাথে ৫ মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটিতে আছে 50MP মেইন ক্যামেরা এবং একটি 2MP Depth সেন্সর।
দীর্ঘমেয়াদি চার্জিং ব্যাকআপ এর জন্য Redmi 10C ফোনটিতে পাবেন 5000mAh এর একটি ব্যাটারি যা 18W Fast Charging সাপোর্ট করে। রয়েছে 3.5mm অডিও জেক, Infrared Emitter এবং NFC
Redmi এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা পেয়েছি Realme C31 কে। স্মার্টফোনটিতে দেয়া হয়েছে Unisoc Tiger T618 চিপ-সেট; 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যাতে এক্সটারনাল মেমোরি যুক্ত করারও সুবিধা থাকবে।
C31 ফোনটিতে দেয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD যার রয়েছে HD+ resolution, 60Hz refresh rate এবং 120Hz Touch Sampling Rate।
যদি ক্যামেরার দিকে আসি, Realme C31 ফোনটিতে আপনি পাবেন ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2MP black & white সেন্সর এবং একটি 2MP মেক্রো লেন্স। সেলফির জন্য দেয়া হয়েছে 5MP ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপ এর জন্য ডিভাইসটিতে পাচ্ছেন 5000mAh এর একটি ব্যাটারি সাথে আছে 3.5mm Audio Jack।
এই প্রাইজ রেঞ্জের মধ্যে Redmi এর আরেকটা দারুণ ফোন হচ্ছে Redmi 10 2022। যাতে আছে MediaTek Helio G88 CPU; 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, রয়েছে এক্সটারনাল মেমোরি এড করার সুবিধা।
Redmi 10 2022 ফোনটি রয়েছে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে যা Full HD+ resolution সাপোর্ট করে, টপে রয়েছে Punch Hole ডিজাইনের নচে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50MP এর একটি প্রাইমারি সেন্সর, সাথে একটি 8MP এর Ultra Wide Angle Lens, একটি 2MP Portrait Sensor এবং একটি 2MP macro ক্যামেরা।
Redmi 10 2022 স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন 5020mAh এর একটি ব্যাটারি। অন্যান্য ফিচারের মধ্যে আছে, 18W Fast Charging, 3.5mm Audio Jack, Infrared Emitter এবং NFC মডিউল
লিস্টের ৪ নাম্বারের আছে দারুণ একটি ফোন এবং সেটা হল TCL 30। এই ফোনটি বিশেষ করে ফটোগ্রাফির উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে Samsung এর 50MP ক্যামেরা, সাথে আছে একটি 2MP Depth Sensor এবং একটি 2MP Macro ক্যামেরা। সেলফির জন্য রাখা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
TCL 30 ফোনটিতে দেয়া হয়েছে Helio G37 চিপ-সেট, 4GB RAM, 64GB স্টোরেজ এবং 6.7 ইঞ্চির একটি AMOLED প্যানেল যা দেবে Full HD+ রেজুলেশন অভিজ্ঞতা। দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের জন্য দেয়া হয়েছে 5010mAh এর ব্যাটারি। ফোনটিতে আরও থাকবে 3.5mm Audio Jack এবং NFC।
এই লিস্টের শেষে আমরা যে ফোনটিকে রেখেছি সেটা হল UMIDIGI Power 7S। প্রসেসর হিসেবে ফোনটিতে দেয়া হয়েছে Unisoc Tiger T310 প্রসেসর; 4GB RAM এবং 64GB এর ইন্টারনাল স্টোরেজ।
ডিসপ্লে হিসেবে UMIDIGI Power 7S ফোনটিতে পাবেন 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে একটি নচ যেখানে থাকবে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। পেছনের দিকে আছে ১৬ মেগাপিক্সেল এর একটি মেইন সেন্সর সাথে 8MP এর একটি Ultra Wide Angle ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই ফোনটি বাকি সব গুলা থেকে এগিয়ে থাকবে, এখানে আপনি পাচ্ছেন 6150mAh ক্যাপাসিটির একটি ব্যাটারি এবং 3.5mm Audio Jack।
তো যারা ২০০০০ টাকার মধ্যে মোটামুটি সব ফিচারের সাথে ভাল স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য উল্লেখিত পাঁচটি ফোন সেরা হবে বলে মনে করি। তো দেরি না করে এখনি সিদ্ধান্ত নিয়ে নিন এবং কিনে ফেলুন স্বপ্নের ফোনটি।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।