ল্যাপটপ নামক যন্ত্রণা !

টেকটিঊনস এর সকল টেকি ভাই বোনদের জানাই সালাম...। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন...। কিন্তু এই মুহূর্তে আমি একদম ই ভালো নাই...। কারণ

১...এইটা আমার প্রথম লেখা টিটি তে। এতদিন শুধু পরতাম। আজ হঠাৎ RIFAT ভাইয়ার "আমার ল্যাপটপ কেনার মর্মান্তিক অভিজ্ঞতা" লেখাটি পড়ে মনে হল যে আমিও আমার কষ্টের কথাটা জানান দেই সবাইকে । প্রথম লেখা তাই ভয় এ আছি...

২... খারাপ থাকার দ্বিতীয় কারণ হল আমার অনেক সাধের ল্যাপটপ...

এখন আসল কথাতে আসি...। ল্যাপটপ কিনব কিনব করছিলাম। পড়ে অনেক দেখে শুনে কিনলাম প একটা। Dell Xps 14 L401x (i7 1.73 Ghz , 4 GB RAM, 500 GB HDD , 2 GB GPU ) কিন্তু এই ল্যাপটপ কেনার পর ই দেখা দিল সকল বিপদ। আমি ঢাকার বাইরে থাকি। তাই কিনে নিয়ে আমার বারি পাবনা চলে আসলাম ( সত্যি কথা আমি কিন্তু পাগল না )। এখন রাত এ বেলা আমি ল্যাপটপ ঠিকমত শাটডাঊন করে ঘুমালাম । পরের দিন ভরে ঘুম থেকে উঠে দেখি যে ল্যাপটপ মহাশয় চালু হয়ে আছেন (লিড বন্ধই ছিল । আমার বারিতে আমি ছাড়া আর কেও আমার ল্যাপটপ এ হাত দিবে না) পরে নিবীর পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে পাওয়ার এর প্রব্লেম... মাঝে মাঝেই মহাশয় হাওয়া খেতে আপনা আপনি ই চালু হয়ে যান । ভালোই লাগল ব্যাপারটা। কারণ ল্যাপটপ ও তো মানুষ । তার ও বাতাস খেতে মন যায় !

এর পরে যে সমস্যা দেখা দিল তা হল ল্যাপটপ এর স্পিকার ! আমার বাম পাশের স্পিকার দিয়ে গান সনার সময় এমন শব্দ হওয়া ধরল যে মনে হল যে পাশের বাসার কলিম চাচার কাশির সমস্যা আবার বেড়েছে ! এটাও মেনে নিলাম কিছুদিনের জন্য যতদিন না আমি ঢাকা জাওয়ার সময় না পাই !

কিন্তু আর না। আসল সমস্যা দেখা দিল ৮৮ দিনের মাথায় । সকালে ল্যাপটপ চালু করে দেখি যে স্ক্রীন এর দান পাশে সাদা একটা দাগ...। এখন যতই দিন যাচ্ছে দাগ ততই বাড়ছে ! না আর তো মেনে নেয়া যায় না ! এইবার ঠিক এ করলাম যে মহাশয় কে ডাক্তার এর কাছে নিয়া যামু (কম্পিউটার সোর্স ) । কিন্তু বাবার সাথে যাব বাবার তো ছুটি নাই (জি ভাইয়া ও আপুর ! আমি অনেক ছোট্ট পিচ্চি ! এইবার কলেজ এ ভরতি হইলাম ) ।

শেষ মুহূর্তে বাবা ছুটি পেলেন কিন্তু আমাদের সম্মানিত বিরোধী দল হরতাল ডাকলেন ! হাইরে আমার ভাগ্য। আমি কি আদৌ ঢাকা পৌছাতে পারব ? এই দুঃখ আমি এখন আমি রাখব কই ? আপনারা বলেন তো ! মনে হচ্ছে ডেল কে ধেল মারি ।

ভাইয়া ও আপুরা । আপনারা যারা আমার কষ্ট বুঝতে পেরে কষ্ট পাচ্ছেন তাদের জননে শেষে একটা কৌতুক ! প্রথম লেখাতেই কাওকে কষ্ট দিতে চাই না !!

এক সিলেটি ছাত্রকে sir জিজ্ঞাসা করেছেঃ sir: বলতো, Horse বাংলা কি? ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা !! আচ্ছা, Turn বাংলা কি? ছাত্রঃ গুরা। ..sir কিছুটা রেগে বললোঃ তাহলে Powder বাংলা কি??? ছাত্রঃ গুরা।, sir পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি গুরা নাকি? ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষটা গুরা গুরা 😀

ভবিষ্যতে আরও লেখার ইচ্ছা আছে । তবে নিশ্চয়ই কোন ভালো একটি বিষয় নিয়ে । আপনারা আমার জন্য দয়া করবেন । সবাই অনেক ভালো থাকবেন 🙁

Level 0

আমি fazal mahmud hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dell আর computer source এর দেখি এত এত সমস্যা। বাজেট ৫০-৬০ হাজার হলে আসুসের U সিরিজ অনেক ভাল। আর তার চেয়ে বেশি হলে ম্যাকবুক। আমার নিজের আসুস আরো কয়েকজনকে আমার মডেল(u30jc) কিনে দিয়েছি। আসুসের বড় দুইটা সুবিধা গরম কম হয় + ২ বছর ওয়ারেন্টি।

    Level New

    ASUS k42 F ব্যাবহার করছি এবং ভালোই আছি।এখনও কোন সমস্যা দেখা দেয়নি।

    আসুস এর ব্যাপারে আমার কয়েকজন বন্ধুর অভিজ্ঞতা খুবই খারাপ ছিল…। তাই ডেল নিলাম । এখন আমার অভিজ্ঞতাও খারাপ 😛

    Com. source এক মোহা বাটপার। go here https://www.facebook.com/Batparir.source.Computer.source

    আসুস, ডেল, এসার কোনটাকেই ভাল মনে হচ্ছিল না। তাই HP G62-453TU(core i5) ব্যবহার করতেছি। খুব আরামে আছি।

Level 0

vai ami Asus ar netbook use kori. Shara din chola ( 15hour_) taw kono porblem hoi nai. kaw jodi laptop or notbook or netbook keanan tahola
Asus ar kinana. Ata onak valo hoba.

Level 0

ভাই আমার মনে হয়, কম্পিউটার সোর্স ২ নাম্বারি করতাসে… কারন আমার ডেল টা নিয়া গেসি, বলল কোন প্রব্লেম নাই। কিন্তু মেজর প্রব্লেম ছিল, মানে সিস্টেম কইরা warranty তে নেয় নাই । আর সার্ভিস এ দিলে তো এমন বিল করবে যে বিল দেইক্ষা আপনি পাগল হইয়া যাবেন। যাই হোক, ১ম সমস্যা এর সমাধান মনে বাইওস থেকে auto wake up বন্ধ কররেই হবে। আর পারলে সাউন্ড এর জন্য bios টা আপডেট কইরা দেখতে পারেন।

    হুম… পরবর্তী সময় মাথায় রাখব আপনার কথা। ধন্যবাদ ভাইয়া

Level 0

এখন Samsung ই ভালো। সবদিক থেকে টিভি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ।

    স্যামসাং এর এমন কনফিগ এর ল্যাপটপ তখন বাংলাদেশ এর মার্কেট এ ছিল না ভাইয়া…। আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ

    সহমত, স্যামসাং রকস!

    আমিও ভেবে রেখেছি Lapi কিনলে Samsung কিনব…

    Samsung tab বা এর অন্য হাই কনফিগারের মোবাইল সম্পর্কে বলতে পারবনা কিন্তু আমার বন্ধু Samsung B3410 কিনছে | একদম বাজে | ৫০০ কেবির সফটওয়ারও সাপোর্ট করে না |
    :/
    ওর চাইতে নকিয়া অনেক ভালো |
    🙂

লিড কানেক্টর চেঞ্জ করলেই সমাধান হওয়ার কথা

    আমি সি এস এল এর সাথে যোগাযোগ করলাম ফোন এ …। বলল যে মনিটর রিপ্লেস করে দিবে । আর সাদা দাগ টা বাড়ছে দিনে দিনে

    ভাইয়া আমি আপনার অনেক বড় একজন ফ্যান ( বলতে পারেন এসি ) । আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ

    এই খাইসে! ধন্যবাদ। দেখি নতুন টিউন লিখতে পারি কিনা 🙁

ডেলের ল্যাপটপে আরো অনেকের দেখেছি এরকম সমস্যা, গত বছর আমি যেখানে কাজ করতাম, সেখানেও একটা ডেল কেনা হয়েছিলো, ডিসপ্লে কালার এতো বাজে আসতো তা আর বলার না !

    আমার তার কালার টা মুটামুটি ভালই আছে… শুধু দাগ তাই সমস্যা করছে

স্বাগতম টিটিতে

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🙂

Level 0

ভাই আমি dell studio 1569.intel Core i5 @ 2.27GHz.4.00 GB Dual-Channel DDR3 @ 532MHz 500 HHd.চালাই । প্রতিদিন ১৮ হতে ১৯ ঘন্টা চলে কোনো সমস্যা হয়নি আমার এখনো।আমি আর ও ২২-২৩ টা Laptop ব্যবহার করছি আর মতো মজা পাইনি।তবে dell n4110-n5110 যে কিনবে এখন তার কপালে দুঃখ হবেই।তাই বলে dell খারাপ তা মনে হয় সত্য না

    কেন দুঃখ বলবেন? এই দুইটা সবচেয়ে ভালো ল্যাপটপ। আরেকটা আছে এন৫০১০, আমি একটানা ২৪ ঘন্টার বেশী চালাই, নো সমস্যা

    এন৫১১০ হল হাইফাই ল্যাপটপ, আগামি কয়েক বছরে চিন্তা করা লাগবেনা কিনলে।

    dell brand ta ashole kharap na…kin2 2/1 ta issue thaktei pare ….jamon amar ek frend e amar ei model e kinse shudhu i5.1 gb gpu diye…amar agei kinse…akhono thik ase tar ta…kintu ami dhora khailam 🙁

Level 0

মিনহাজুল হক শাওন ভাই আমি এন৫১১০, তিনবার পাল্টাছি তাই বললাম।

    কেন ভাইয়া ? ৩ বার কেন পালটাতে হইছে ?

আমি বুঝলাম না। বন্ধু বান্ধবদের মধ্যে যে কয়জন ডেল কিনছে একজন ছাড়া প্রায় সবারই কোননা কোন সমস্যা দেখা দিসে। এদের সার্ভিস এতো বাজে।

    ভাই ! আমি তো এখন আপনার কথা শুনে ভয় পাচ্ছি

Level 0

দোকানের সার্ভিস+ডেল এর সার্ভিস দুইটাই। রিফাত ভাইও তো মনে হয় কম্পিউটার সোর্স থেকে ডেল কিনছে। এখন তো মনে কম্পিউটার সোর্স ২নং মাল বিক্রি করে। আসলে আইডিবি তে আমার দেখা রিশিত আর রায়ানস এই দুইটা দোকানের সার্ভিসই ভালো দেখছি।

    vaire keo ashar bani shunan…

    জ্বী ভাইয়া ঠিক বলেছেন…রায়ানস কম্পিউটার এর সার্ভিস অনেক ভাল।

Level 0

দোকানের সার্ভিস+ডেল এর সার্ভিস দুইটাই। রিফাত ভাইও তো মনে হয় কম্পিউটার সোর্স থেকে ডেল কিনছে। এখন তো মনে কম্পিউটার সোর্স ২নং মাল বিক্রি করে। আসলে আইডিবি তে আমার দেখা রিশিত আর রায়ানস এই দুইটা দোকানের সার্ভিসই ভালো দেখছি

    shobai dell n csl niye birokto,,,,,,apnar comment er jonno dhonnobaad vaia

    Level 0

    ঠিক বলেছেন।সবাই দেখি সোর্স এর নামে বদনাম করছে।তার মানে সোর্স কি আসলেই ভালো সার্ভিস দেয়না?আমি তো মনে করেছিলাম সোর্স থেকে সব কিছু কিনবো।কিন্তু সবার মতামত দেখে তো ভয় লাগছে।

    Level 0

    ভালো দোকানের এমনিতেই মানুষের মুখে মুখে রটে যায়। আমি এখন পর্যন্ত রায়ান্স আর রিশিতের কথা সবাইকেই ভালো বলতে শুনেছি আর নিজেও রায়ান্স থেকেই পিসি কিনেছিলাম। আল্লাহর অশেষ রহমতে এখনও ভালো ভাবেই চলছে ৫ বছর ধরে। পিসি তো সারাদিনে গড়ে১৬ঘন্টা চলে।

    ভাইয়া,
    রিশিতের সার্ভিস আসলেই ভালো। আমার পিসি এবং পিসি সম্পর্কিত সবকিছুই রিশিতের। অনেকদিন ধরেই নিশ্চিন্তে ব্যবহার করছি।

      আমার পিসি গড়ে প্রায় ১৮ থেকে ১৯ ঘন্টা চলে। কখনো কখনো প্রায় ৩০ ঘন্টার বেশি চালিয়েছি একটানা। কোন সমস্যাই হয়নি।

Level 0

ডেল ১৫১০ ব্যবহার করি, ব্যাটারি সমস্যা, মাত্র ৫-৭ মিনিট ব্যাকাপ দেয়। ১ বার পরিবরতন করার পর চার মাস পর অাবার সমস্যা দখা দেয়। ্েখন তারা কিনতে বলে। ধন্যবাদ ফ্লোরা, অামাকে প্রায় দুমাস হেনস্তা করার জন্য।

Level 0

ভাইয়া আপনার দুঃখে আমরা ও দুঃখিত হলাম। কিন্তু সবাই তো DELL নিয়া বলছেন। আর কেহ কি অন্ন্য ব্যান্ড ব্যাবহার করেন না? আমি কিন্তু TOSHIBA Satellite L-510s407 ব্যান্ড intel core2duo, T6600, 2.2 GHz, 2GB-DDR3, 320-HD. windows7 ultimate. প্রায় ২বছর ব্যাবহার করি প্রতাহ ১৫ ঘন্টা র ও বেশি। কিন্তু এখনও বিন্দু মাত্র কোন সমস্যা পাই নাই। আর কে কি ব্যাবহার করেন এবং সার্ভিস কেমন পাচ্ছেন সবাই বলেন তা হলে ল্যাপটপ সম্পর্কে সবার কম বেশি ধারনা হয়ে যাবে। আমি এটা মনে করি।

    vaia fujitsu , toshiba aishob brand er against e report asolei onnek kom….dukkito hoar jonne dhonnobaad 😀
    apnar comment er jonne o oshonkho dhonnobaad

ভাই আমি গরিব মানুষ Samsung R418 model Use করি processor:-T4300 Duel core 2.79 GHz .Ram :—- 2 GB 1.5 বছর হল কিনছি আগে ৩ ঘণ্টা Backup দিত এখনও ১ টু কমে নাই আর এই পর্যন্ত কোন প্রব্লেম দেয় নাই খুব সুখেই আছি দৈনিক প্রায় ১০/১২ ঘণ্টা ইউস করি ।

    ভাইয়া আপনি কোথা থেকে নিয়েছিলেন আপনার ল্যাপটপ ?

vaijan apni kon csl thke kinsen??? idb er showroom??? ami o to pray 1yr 2mnths age kinsi DELL Inspiron 1464. amr tao to sharadin chole. jhakkas mal dell. kintu apnader kno ato problem dtse bujlam na. may be aibarer lot ta khrp asce. but i think jara dell use koren (kno prblm jader hoy nai) tara ata mante baddho hoben j dell chalanor moto shanti ar nai. r vai electronic jinis er bapar kew e bolte paren na. ar onek e ASUS er kotha boltesen. amr 2 frnd asus kinse. oder j driver dse shob holo win xp er. kintu oder lptp gulo te win7 chara setup e nei na. bar bar bole instalation crashed. amr ek ffrnd koyekdin age. ubuntu o setup dte pare nai. actually vai eta bola jai na.

kintu atotuku bola jay dell is worldwide renowned brand. but problem shobar e thake vai. apnar jonno dukkho prokash kora chara r ksue korte parlam na FAZAL vai………

    Level 0

    একমত নই,কারণ ডেল এর ল্যাপ সহজেই গরম হয়ে যায় যা ক্ষতিকর। আসুস সেই দিক থেকে ভালো।

    আমার ডেল কিন্তু খুব একটা গরম হয় না ভাইয়া । আমি নিজেও একজন ডেল এর ফ্যান । তবে আমার ল্যাপটপ এর অনাকাঙ্ক্ষিত এই ঘটনা গুলর কারনে সামান্য হলেও আশাহত হয়েছি ।
    আমি ভাইয়া ইচ্ছা হলেও লিনাক্স অর অন্য অপারেটিং সিস্টেম এ জাইতে পারতেসি না ! উইন্ডোজ ৭ এর কোন ডিভিডি ই দেয়নি ওরা সাথে । এবং এটাও বলে দিছে যে আমি যদি সি ড্রাইভ এ পার্টিশন করার চেষ্টা করে কোন ভাবে উইন্ডোজ দ্যামেজ করি তাহলে তারা আমার ল্যাপটপ এর সফটওয়্যার ব্যাপারে কোন সাপোর্ট দিবে না !! আজব…
    আপনার কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    MITHU ভাই আপনি কিভাবে বুঝলেন যে ডেল সহজেই গরম হয়ে যায়? Sufficient vantilation থাকলে অবশ্যই কম গরম হবে। আমি নিজে সারাদিন চালাই ভাই, যদি এত বেশি গরম হত তাহলে তো আমার টা যাইত। আর ভাই গরম তো হবেই।আমরা আগে ডেস্কটপ চালাতাম তাই বুঝতাম না যে পিসি কতটা গরম হয়। আপনি যদি bed এ রেখে চালান তাহলে তো গরম হবেই।

    আমি যখন উইন্ডোজ চালাই তখন কিছুটা গরম হয় কিন্তু উবুন্টু চালালে খুবই কম গরম হয়। এটা নির্ভর করে আপনার ব্যবহার এর উপর। যত বেশি RAM use হবে ল্যাপটপ তত বেশি গরম হবে। কারন RAM একদম মাঝে নিচে লাগান থাকে তাই এটা বেশি গরম হয় তাই ল্যাপটপ ও বেশি গরম হয় মনে হয় আর এর পাশেই থাকে প্রসেসর।

    আর সবচেয়ে বেশি গরম হয় HP। আসুস কেমন গরম হয় তা জানিনা কিন্তু আমার বন্ধুর ল্যাপটপ এ যখন দেখি তার vga driver ই দেয় নাই এবং সে নেট এ ও খোজ করে পায় নাই। আবার ওকে বলে দিসে সে যদি উইন্ডোজ সেভেন ছাড়া অন্য কোন সিস্টেম install করে তাহলে তার warranty void হয়ে যাবে!!!!!!

    সফটওয়্যার ব্যবহার করে ডেলের ফ্যান ১০০% এ চালানো যায়। আর গ্রাফিক্স কার্ড থাকলে তো কথাই নেই 🙂 তবে ডেল আমার আপনার সবার পছন্দ 😀

Com. source এক boro বাটপার। go here https://www.facebook.com/Batparir.source.Computer.source

    মজা পাইলাম ! শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া

    Level 0

    "Computer source" তো না, ওরা হালাই আস্ত কম্পিটার চোর।

Level 0

Vai amrta toshiba satelite. Celeron processor holeo ami valoi asi.

Level 0

ডেলের কোন দোষ নাই।আমি জানি এপল এর পর ডেল এর স্থান।কিন্ত সমস্যা হইল বাংলাদেশে যেসব ল্যাপিগুলা আসে তা হইল বি ক্যাটাগরির।বুঝতেছনই তো কোয়ালিটি কেমন!!
আপনারটা খারাপ পরে গেছে কাকতালীয় ভাবে না বলে অহরহ ভাবে বলা চলে।বিদেশ থেকে আনিয়ে নিতে পারলে সবছেয়ে ভাল হইত।
শনিবার ল্যাপি কিনতে গেছিলাম।ব্যাঙ্ক বন্দ্ব লটকা টাকা উঠাইতে পার্লাম্না।আসুস নিমু ডিশিশন নিছি asusX42jy দামো কম ৪৯ এর মত।i3,3gbRAM,500gbHDD এর সাথে যা ভাল লাগছে তা হল ati 1gb graphics.।২বছর ওয়ারেন্টি। টাকা থাকলে ভাই ডেলই নিতাম পরিচিত দোকান ছিল কিন্ত কি করুম গরিব ইনসান।
—–
আচ্ছা আইডিবির 'গ্লোবাল ব্রান্ড' ই নাকি দেশের একমাত্র আসুসের আথোরাইযড ডিলার? অন্য কোথাও আছে আসুসের ডিলার ? আইডিবির কোন দোকান থেকে আসুস নিব যারা কিনেছেন একটু কমেন্ট করেন।

    Level 0

    ভাই যদি ল্যাপটপ কিনেন তবে তশিবা অথবা ফিজুৎসি এর যে কোন একটা নিতে পারেন। আশা করি এত দুঃচিন্তায় থাকবেন না। আমি নিজে ও তোশিবা ব্যাবহার করি। আবার যেন মাইন্ড করেন না।

    সহমত……….

      arif vai deikhen graphics card naki akhn khrp portse……
      koekdin age amn ekta tune dekhclm jkhane nvdia er graphics er lptp kinte sabdhan hoita bola hoisilo karon shob 2 nmbr mal diya amago desh e anse………..

      brand er company gular ki dosh vai? amago desher lok gulai kharap………….

    Level 0

    হ্যা এনভিডিয়া একটা বাটপারি করছে গ্রাফিক্স কার্ড নিয়া।দেখা গেছে ঠিক ওয়ারেন্টি শেষ হবার দু তিন মাসের মধ্যেই কার্ড টি নস্ট হয়ে গেছে সামহাউ।
    এজন্য বিশাল অঙ্কের ডেমারেজ তাদের গুনতে হয়েছে।
    যাহোউক আসুসের এইটা ati গ্রাফিক্স বলে একটু চিন্তামুক্ত আছি।
    @জাসিদ ভাই তশিবা অথবা ফুজিসু আমারো ভাল লাগে কিন্ত বাজেটে কুলোতে পারছিনা ।,।। একগিগা গ্রাফিক্স কার্ড সমৃদ্ব ল্যাপি ৫০ এর ভিতরে আমি দেখিনি।

ভাই তোমাকে তুমি করেই বলি, তোমার বয়স আমার অর্ধেকের কাছাকাছি।
তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য ধন্যবাদ…আশা করি বিপদটা কেটে যাবে।
১ম টিউন হিসাবে খুব ভাল লিখেছো। রসবোধ (মানে সেন্স অফ হিউমার আর কি) ভাল লেগেছে। লিখতে থাক….

    ও, আরেকটা কথা বলে রাখি….আমি কখনো ডেল-মুখী হব না, আমার প্রথম ল্যাপটপ ডেল ল্যাটিচিউড ২০০১ সালে কেনা – কেনার ১ বছরের মধ্যে ব্যাটারী লিক হয়ে যাচ্ছেতাই অবস্থা। তাই ডেল (Dell) আর না, বরং দেশী দোয়েল (Doel)ই ভাল।

Level 0

vai hp nici halka gorom hoi but no tension……..

Level 0

কমপিউটার সোস যে ডেল ইমপোট করে সেটা ২ নম্বর। তাই সবাইকে পরামশ দিচ্ছি সামসাং ব্যবহার করুন। আর যদি ডেল কিনতেই হয়, কমপিউটার সোস থেকে কিনবেন না। অন্য ইমপোটার থেকে কিনবেন।

Asus e best . Amar ta Asus N61jv-350m

Level 0

amr kase hp e best ….44000tk er proboook darun service ditese…..ar dv6 dm4 pavillion to kapai felbo

Level 0

ভাই আমি Dell studio 1537 গত ৩ বছর ব্যবহার করতেছি, এখনও কোন সমস্যা হয় নাই । আমার লেপটপ সারাদিন চলে এবং আমি মাসে একবার অনেক সময় একদম বন্দ করি না, কোন সমস্যা ছারাই আমার লেপটপ ২৪/৭ চলে । আপনার সমস্যার কোন সমাধান দিতে পারব না, কিন্তু এটা বলতে পারি Dell অনেক ভাল যদি দেখে কিনেন । আপনার সমস্যার সমাধান করেন এটাই আশা করি, মনে হয় অলরেডি সমাধান করে ফেলেছেন…………

Level 0

ভাই প্রব্লেম ল্যাপটপ এর না দুই নাম্বার ল্যাপটপ computer source এ বিক্রি করে। আমি রিশিত থাকে এ পর্যন্ত (DELL/HP/fujitsu/IBM/lenevo/sony)অনেক ল্যাপটপ কিনেছি ইনশাল্লাহ আর টারও কন প্রব্লেম দেখা দেয় নাই। তাই আমি বলব সবাই রিশিত থাকে ল্যাপটপ কিনুন।

অনেক দিন পর টিউন টা চোখে পড়লো…অসাধারন লাগলো মজা করা দেখে…
কি অবস্থা এখন আপনার ল্যাপির…?

ডেল থেকে মনে হয় আমি আর আমার পরিচিত মহল বিদায় নিতে যাচ্ছি। একেবারে অসহ্য হয়ে গেছি এই ডেল নিয়া… আর না।
মাসে কমপক্ষে ২০ জন আমার সাজেশন নিয়া ডেল কিনে… আজ থেকে শেষ !