আইটেল ভিশন ০১ এর রিভিউ

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত

আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাংলাদেশে বহুল ব্যবহৃত মোবাইল সেট আইটেল ভিশন ০১ নিয়ে।

আইটেল ভিশন ০১ মোবাইল বাংলাদেশে লঞ্চ হয়েছে এপ্রিল ২০২০ এ। আইফোনের ডিজাইনের সেট টা দেখলে আপাতদৃষ্টিতে আইফোন মনে হবে।

*সামন ক্যামেরা ৫ মেঘাপিক্সেল। পিছন ক্যামেরা ৮ মেঘাপিক্সেল।

প্রকৃতি ও গাছপালার ফটো খুব সুন্দর হয়। নিজের ফটো তোলার ক্ষেত্রে ব্যাক ক্যামেরা থেকে সেল্ফি ক্যামেরার ছবি বেশ সুন্দর হয়।

 

*২ জিবি র‍্যাম ৩২ জিবি রোম। মাত্র ৬.৯৯০ টাকায় এটা প্রায় অপ্রত্যাশিত। এই ফোনটা জনপ্রিয়তার শীর্ষে পৌছার এটা একটা কারণ।

* ৪০০০ (এম এ এইচ) পাওয়ারের ব্যাটারির লাইফটাইম খুব ভালো। একবার ফুল চার্জ দিলে অন্তত ১০ ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং এবং  গেম খেলা যায়। মোবাইল না টিপলে দু দিন+ চার্জ থাকে।

চার্জ যেন কোন সময় ২০% এর কম না হয়। চার্জ কমলেই চার্জ দিয়ে দিবেন। অন্যথায় হ্যাং করার সম্ভাবনা আছে।

*৬ ইঞ্চি মাপের বিশাল স্ক্রীন। টাচে কোন সমস্যা নেই। খুব ভালো মানের টাচ ও ডিসপ্লে।

*চার্জার এত ভালো না। কিছুদিন পর সমস্যা করবে। এ ক্ষেত্রে স্যামসাং এর অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিলে ভালো ব্যাক আপ পাবেন।

সেটের উপর অভার লোড পড়লে মাঝে মাঝে হ্যাং করে। হ্যাং করলে ফুল চার্জ গিয়ে অটো বন্ধ হলে পরে আবার ভালোমতো কাজ করে। এক্ষেত্রে বেশী অ্যাপস রাখা, এবং মোবাইলের উপর অতিরিক্ত চাপ না রাখলে অসুবিধা হবে না।

চার্জ কম রেখে টিপানোর অভ্যাস করলে পরে কষ্ট হবে। চার্জ টিকবে না। সেট গরম হবে।

সেট টার মারাত্মক দুইটা সমস্যা হল, গরম হয়ে যাওয়া ও হ্যাং করা। ব্যাটারির উপর এবং মোবাইলের ওপর বেশী চাও না পড়লে এ সমস্যা হবে না।

সেটের সার্ভিস খুব ভাল। এক কথায় কিছু সমস্যা থাকলেও এত কম টাকায় এত কিছু পাওয়া মানে অনেক। তাই বুঝেশুঝেই ব্যবহার করুন।

 

সোজা বাংলায় সহজ একটা রিভিউ।

 

 

Level 0

আমি রুম্মান আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Running Student of Kamil (M,A)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস