বাজারে নতুন পণ্যঃ Nokia 2600c-2 | ফোন পর্যালোচনা

মোবাইল ফোন যে শুধু কথা বলার জন্য ব্যবহার হয় না, একথা এখন সবাই-ই জানেন। চায়না মোবাইলের আগমণের কল্যাণে বাংলাদেশের মানুষের মোবাইল ব্যবহারের হার যেমন বেড়েছে, ঠিক তেমনি প্রত্যেকের কাছে পৌঁছে গেছে এমপিথ্রি এমপিফোর গান শোনার ব্যবস্থা ও বিভিন্ন মেগাপিক্সেলের ক্যামেরা। তাই আজকাল কেউ মোবাইল ক্রয় বা উইন্ডো শপিংয়ের উদ্দেশ্যে দোকানে গেলে হ্যান্ডসেট পছন্দ করার পর দ্বিতীয় কাজ হচ্ছে গান শোনার ব্যবস্থা আছে কি না, মেমোরি কার্ড কতটুকু, এক্সট্রা স্লট আছে কি না ইত্যাদি। প্রযুক্তি বিশেষ করে মোবাইল ফোন প্রযুক্তি বাংলাদেশের মানুষকে এসব ব্যাপারে আরো শিক্ষিত করে তুলেছে। এজন্য প্রযু্ক্তিকে ধন্যবাদ তো দিতেই হয়। কি বলেন!

যাই হোক, আজ আমি আপনাদের পরিচিত করাবো সম্প্রতি নোকিয়া করপোরেশন থেকে বাজারে আসা অসাধারণ সুন্দর ও বৈশিষ্ট সমন্বিত একটি মোবাইল ফোন সেট যা এসেই জয় করে নিয়েছে শত শত মানুষের পছন্দ ও মন। নোকিয়া ২৬০০ ক্ল্যাসিক টু নামের মনোরঞ্জনকারী এই সেটটি নোকিয়া ঘোষণা করে চলতি বছরের জানুয়ারী মাসে। স্লিম ও ষ্টাইলিশ এই সেটটিতে রয়েছে এমপিথ্রি, স্টেরিও এফএম রেডিও, ভিজিএ ক্যামেরা, ব্লুটুথ, জিপিআরএস ও EDGE। তবে ক্যামেরা ভিজিএ হলেও এর লাইটিং অত্যন্ত ভাল। রাতের ক্ষীণ আলোতেও ছবি আসে খুব স্পষ্ট ও স্বচ্ছ। আসুন এক পলকে জেনে নেই নোকিয়া ২৬০০ ক্ল্যাসিক টু এর Full Phone Specifications.

সাধারণ তথ্যাদি

টু জি নেটওয়ার্কঃ জিএসএম ৯০০/১৮০০
বাজারজাত করা হয় চলতি বছরের মার্চ মাসে।

আকারঃ 109.6 x 46.7 x 12 মি.মি।
ওজনঃ 73.2 গ্রাম।
ডিসপ্লেঃ TFT, 65K কালারস। ১২৮ X ১৬০ পিক্সেল।

রিংটোন
পলিফোনিক, এমপিথ্রি। গান বা এমপিথ্রি ডাউনলোড করা যায়। ভাইব্রেশন তো আছেই।

ফোনবুকে ১০০০টি কন্ট্যাক্ট সংরক্ষণ করা যায়। এমপিথ্রি বা ছবির ফাইল সংরক্ষণের জন্য আলাদা মেমোরি কার্ড স্লট নেই। ইন্টারনাল মেমোরি আছে ১০ মেগাবাইট (মাত্র)।

অন্যান্য বৈশিষ্ট্যসমূহ

জিপিআরএস ও এজ আছে।
ব্লুটুথ ভার্সন ২.০।
এসএমএস ও এমএমএস আছে।
মোবাইলের ইন্টারনাল ব্রাউজার হচ্ছে WAP 2.0/xHTML।
ক্যামেরা ভিজিএ ৬৪০X৪৮০ পিক্সেল ক্যামেরা যা দ্বারা ষ্টিল ছবি বা ভিডিও রেকর্ড করা যায়।
এছাড়াও আছে জাভা MIDP 2.0, স্টেরিও এফএম রেডিও, ক্যালেন্ডার, এক্সপেন্স ম্যানেজার ইত্যাদি।

ব্যাটারী ও টকটাইম

ব্যাটারীঃ Standard battery, Li-Ion 870 mAh (BL-5BT)
টকটাইমঃ স্ট্যান্ডার্ডঃ ৫৮০ ঘন্টা। টকটাইমঃ ৬ ঘন্টা।

সব মিলিয়ে হ্যান্ডসেটটি সত্যিই অতুলণীয়। তবে সেটটিতে আলাদা মেমোরি স্লট নেই বলে অনেকেই এটিকে সেটটির অপূর্ণতা বলে মন্তব্য করছেন। তবে সুদর্শন সেটটি দেখে আপনারও কিনতে ইচ্ছা হতে পারে। তাই যারা স্বল্পমূল্যে নতুন সেট কিনার কথা ভাবছেন, তারা এই সেটটি দেখতে পারেন।

এক সপ্তাহ আগের ইষ্টার্ণ প্লাজার দোকানগুলোর তথ্য অনুসারে সেটটির বাজারদর ৫ হাজার পাঁচশত থেকে ছয়শত টাকা। ইষ্টার্ণ প্লাজা সহ দেশের প্রায় সব মোবাইল ফোন সেলস সেন্টারেই সেটটি পাওয়া যাচ্ছে।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই আমার কিনতে ইচ্ছা করতেছে।

কিনতে পারেন। ইষ্টার্ণ প্লাজায় ষ্টকে প্রচুর আছে।

এটা আমার প্রথম মোবাইল ফোন | সেট টা অনেক সুন্দর ছিল | এটাতে যদি নকিয়া শুধু মেমরি কার্ড স্লট লাগিয়ে নতুন করে বাজারে ছাড়ত তাহলে আরো অনেক বেশি চলতো সেটটা | কারণ এর ফিচার গুলো অনেক সুন্দর ছিল| আমি যে এটাতে কত গেম ডাউনলোড করছি আর খেলছি তার অন্ত নাই |