টেকটিউনস এর ভবিষ্যত এবং কিছু কথা।সবার দৃষ্টি আকর্ষন করছি।

আস-সালামু-আলাইকুম।

সবাই সালামের উত্তর নিলে খুশি হব।কেউ সালাম দিলে আল্লাহ তাকে ১০ টি নেকী দেয় এবং যে উত্তর নেয় তাকে ১টি নেকী দেয়।

এবার আসি আসল কথায়।বেশ কয়েকদিন ধরে একটি বেপার কি কেউ লক্ষ করেছেন? ইদানিং টেক্টিউন্স এ অনেক বেকার আর বেহুদা টিউন হয়।এর কারনে ভালো টিউন গুলো পিছনে পরে যায়।যার ফলে ওই টিউন গুলো সবাই পড়তে পারেনা।এসব থেকে প্রতিকার পেতে টেক্টিউন্স কতৃপক্ষ কে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিৎ।

=Riport button যোগ করা।যার মাধ্যমে নির্দিষ্ট যায়গায় নির্দিষ্ট বিষয়ে  রিপোর্ট করলে  টিউন টি বন্ধ হয়ে যাবে।যেমন টি ফেসবুক এ আছে।

=Thumbs up and Thumbs Down button যোগ করা।Thumbs Down বেশি পরিমানে হলে Automatically টিউন বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা করা।ইদানিং দেখা যাচ্ছে যে Thumbs Down কাজ করছেনা।

=যারা একেবারেই নতুন টিউনার অথবা মেম্বার,তারা যেনো এক সপ্তাহ টিউন না করতে পারে সেই ব্যবস্থা করা।যেমন টি Somewhereinblog এ আছে।somewhereblog না দিলেও টিটি ওই ব্যবস্থা রাখবে যে নতুন টিউনার রা ১সপ্তাহ পর্যন্ত কোনো পোস্ট করতে পারবেনা।এর পর ১ সপ্তাহ হলে তা সয়ংক্রিও ভাবে পোস্ট করতে পারবে।

=ডলার কেনা বেচার জন্য কেউ সাহায্য চাইলে অথবা কেনা কাটা করতে চাইলে তা অন্য জায়গায় করতে।কারন সাইফুল ভাইয়ের মত বলতে হলো টেঁকটিউনস জ্ঞানের কারখানা,ডলারের নয়।

=ভালো টিউন করুন যাতে সবাই উপকৃত হয়।

=টেকটিউনস মডারেটর কে বলছি,এমন ব্যবস্থা করুন যাতে কেউ ৩০০ শব্দ এর কমে কেউ টিউন করতে না পারে।

=এখন অনেক পোস্ট এ দেখছি যে টিউন করে কমেন্টস বন্ধ করে রাখে ইচ্ছা করে।যাতে কেউ খারাপ অথবা ভালো কমেন্টস করতে পারে।এই ব্যবস্থা বাতিল করা হোক।কমেন্টস BOX বাধ্যতামূলক করা হোক।

৮=টিউনার কমেন্টস(মন্তব্য) যাতে Delete করতে না পারে  তার সে ব্যবস্থা নেয়া হোক।

এসব বেপারে সবাই সোচ্চার হলে টেঁকটিউনস আবার আগের মত টেঁক তথ্যবহুল হয়ে যাবে।

আমি টেঁকটিউনস এ নতুন।তাই এর সেরা লেখক দের খুব একটা দেখিনি।আমার কাছে সেরা লেখক হলো  ছাত্র ও শিক্ষক,সাইফুল ইস্লাম,আকাশ,ঘুম চোর,ডিজে আরিফ,মিঠু,জাকির হোসেন,রকিবুল হায়দার সহ আরো অনেকে।

আশা করব আপনারা নিয়মত লিখুন এবং টেঁকটিউন্স কে আরো সমৃধ্য করুন।

আশা করি আমার কথা টি টেঁকটিউনস কতৃপক্ষ ভালো নজর এ দেখবে এবং যথাযথ ব্যবস্থা নিবে।

সবাই কে ধন্যবাদ।

টিউন শেষে একটি ফ্রি উপদেশ /বাণী দিচ্ছি।সেটা হলো......

""""নামাজ কে বলোনা কাজ আছে।

কাজ কে বলো নামাজ আছে।""""

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভালো বলেছেন

    Level 0

    ধন্যবাদ।

আপনার পোস্টটির লাস্ট এর দুটো লাইন খুব ভাল লেগেছে।

লাইন দুটি হল
নামাজ কে বলোনা কাজ আছে।
কাজ কে বলো নামাজ আছে।

আশা করি ভাল থাকবেন। techtunes এর জন্য দোয়া করবেন যেন techtunes তার আপন মহিমায় চলতে পারে।

    Level 0

    সাবিহার সাথে সহমত ।ভাই সত্যি কথা বলতে কি আমাদের যত অসলতা তা হল নামাজ পড়তে

    Level 0

    শুধু ভালো লাগ্লেই হবেনা।তা আদায় করতে হবে।

    তারিফ ভাই সত্য কথা বলেছেন।

Level 0

আপনার টিউনের ব্যাপারে একটি পরামর্শ দিচ্ছি। আশা করি মাইন্ড করবেন না। তা হল, এধরনের একটি পোষ্ট recently হয়ে গেছে। তাই আপনার পোষ্টের শিরোনাম দেখে অনেকের কাছে একঘেয়ে মনে হবে,যদিও আপনার টিউনর প্রস্তাবনাবহুল। তাই শিরোনামটি চেঞ্জ করুন "টেকটিউন্সের উন্নতির জন্য গুরুত্ব পূর্ণ ৫দফা প্রস্তাবনা" বা এই টাইপের কিছু। আশা করি আরো অনেক কমেন্ট ও ভিজিটর পাবেন। ধন্যবাদ। আর সেরা টিউনারের লিস্টে আমার নাম হে হে হে (লজ্জা পাইলাম)।

    Level 0

    আপনার অনুরোধ এবং উপদেশ টি একটু পরেই দেখতে পাবেন।বুদ্ধি দেয়ার জন্য ধন্যবাদ

    mithu ভাই সবাইকে দরকারি উপদেশ দেন, ভাল কাজ

সুন্দর অনেক সুন্দর……

    Level 0

    ধন্যবাদ…

৫ দফা যদি আরো একটু বিশ্লেষণধর্মী হতো তাহলে ভালো হত… সময় পেলে আপডেট করে দিয়েন মুকুট ভাই…

    Level 0

    আগামিকাল সময় পেলে করব।আপনাকে ধন্যবাদ।আমি কিন্তু আপনার নাম দিয়েছি সেরা টিউনার এর তালিকায়।

    আমি কিন্তু সেটা পড়ে লজ্জা পেয়েছি… 😳

Level 0

অবাক করা বিষয় হলেও সত্য আজকে আমি এক হিন্দুর ঘরে এই লেখা দেখেছি >>>> নামাজ কে বলোনা কাজ আছে। কাজ কে বলো নামাজ আছে। 🙄 ঠিক কি করানে ওই লেখা লিখে রাখছে তা আমার কাছে এখনো রহস্য।

    Level 0

    ask them!

    really interesting!!!

    Level 0

    থাক্লে লাভ কি? আজ খবরে শুনলাম যে ভারতের মমতা ব্যানার্জি ভোট এর জন্য stage এ কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলছে।এবং লা ইলাহা বলছে।বলে লাভ কি? মানুষ কে আকৃষ্ট করার জন্ন।মন থেকে না মানলে কোনো লাভ নাই।

Level 0

মুকুত ভাই ৩ নাম্বারটা ভাল লাগতেছে না!! সামুতে ১ সপ্তাহের কথা বলে ১ মাসেও সেফ করে না। রেকর্ড আছে ১ বছরেও সেফ হয় নাই!! কি দরকার!! তবে বাকি গুলো ঠিক আছে। সাপোর্ট!! টিটিকে অতিসত্তর এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

৪=ডলার কেনা বেচার জন্য কেউ সাহায্য চাইলে অথবা কেনা কাটা করতে চাইলে তা অন্য জায়গায় করতে।

চখাম একখান কথা কইসেন!

    Level 0

    ভালো বললেন না খারাপ বললেন? আমার মনে হয় ভালো বলেছেন।ধন্যবাদ।

Level 0

ওয়ালাইকুম আসসালাম। প্রথমে দুক্ষিত অনেক দেরি করে ফেলেছি টিউনটি দেখতে।
বর্তমানে আমি টিটির মডারেটরদের প্রতি বিশেষ ভাবে বিরক্ত। ইদনিং কিছু নতুন পাবলিক আসছে হেব্বি হেব্বি টিউন নিয়ে, হেব্বি হেব্বি কিছু Link নিয়ে। যেইসব Link থেকে Download করতে খবর হয়ে যায় আর তারা টাকা কামায়। তাদের টিউনের Size হয় Nano Size. সুধুমাত্র Link দেবার জন্যই তাদের আগমন এটা নিশ্চিৎ। মন্তব্য করলে আবার মুছেও ফেলে। https://www.techtunes.io/internet/tune-id/68494/ এইটা একটু দেখেন। এখানে আমি যা মন্তব্য করেছিলাম তা কপি করে রেখেছি নিচে দিলাম

{
’’প্রথমে আপনাকে ধন্যবাদ দিতেই হয়, আপনি সুন্দর একটা Software আমাদের সাথে Share করলেন তাই। অনেকেই হয়তো উপকৃত হবেন।

তবে ভাই, আপনার tune করার উদ্দেশ্য কারো উপকার করা নয়। কেননা আপনার সবগুলো Post ই অতিমাত্রায় সংক্ষিপ্ত আর আপনি এমন সব Site এর Link দেন যা থেকে আপনার আয় হয়। কিন্ত এইসব Site থেকে Download করা মোটেই সহজ সাধ্য নয়। আর এটা এই TT এর আইন পরিপন্থি। এই মন্তব্য করার আগে আপনার সবগুলো Post আবারো দেখে নিয়েছি। তারপর নিশ্চিত হয়েই এই কথাগুলো বল্লাম।

এই Tune টা একটু দেখেন: https://www.techtunes.io/review/tune-id/64583/

[ বি:দ্র: যদি এই মন্তব্য মুছে ফেলেন তবে ভাল হবেনা। তাহলে আপনার বিরুদ্ধে বিশাল আয়েজন অপেক্ষা করছে। ] ‘’

}

তার পরও সে সকল মন্তব্য মুছে ফেলেছে। তারপর আমি মডাটেরদেরকে মেইল করেছি তিনটি, সাইফুল ভাইকে করেছি; কোন Reply বা Action নেই। তবেকি ধরে নেব যে এরা মডারেটরদের শশুর বাড়ির লোক ? আপনারা কি বলেন ?

    Level 0

    ভালো বলেছেন।

ধন্যবাদ আপনাকে ৫ দফা উপস্থাপনের জন্য।

    Level 0

    আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এখন এটি ৭ দফা।হাহাহা

    হম পরের দফা গুলা বেশি ভাল লাগল।

আরও কিছু যোগ করতে পারতেন। আসলেই টেকটিউন অবস্থা খুবই খারাপ। ৩ নং ছাড়া বাকি গুলো ভাল লেগেছে। আমি টেকটিউন আগের রুপ এ দেখতে চায়। জানি না মডারেটররা কেন নিশ্চুপ। এখন অনেক ভাল টিউনাররা টিউন করে না! যারা করে তাদের কথা বার্তা টিক নেই এবং টিউন আকারে অনেক ছোট 🙁

    Level 0

    এর বেশি কিছু মাথায় আসছেনা।আপনাদের সবাইকে বলছি …।আপনারাও আমাকে কিছু বুদ্ধি দিন।যোগ করে দিব।
    ৩নং এজন্যই বলেছি যে অনেকে রেফারেল বারানোর জন্য অথবা নিজের নতুন সাইট এর ভিজিটর বারানোর জন্য রেজিস্টার হয়েই ফাউল টিউন করে বসে থাকে।

    Level 0

    ২টা বাড়িয়েছি।

Level 0

অনেকে পোষ্টের সাথে সমর্কযুক্ত কমেন্টস না দিয়ে কেবল সাইটের প্রচার করে থাকে যেমন ইয়াহু থেকে আয় করুন ফেইসবু থেকে আয় করুন । পোষ্টের সাথে সম্পর্কযুক্ত নয় এমন কমেন্টস যাতে পাবলিশ না হয় সে ব্যবস্থা করা । প্লাস মাইনাসের ব্যবস্থা করা যার পোষ্ট সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট পাবে সেই লেখাটি প্রধান শিরোনাম রাখা হবে আর যার লেখা সবচেয়ে বেশি মাইনাস পয়েন্ট পাবে তার লেখা চিরতরে মুছে ফেলা হবে এমন ব্যবস্থা নেয়া । অনেকে নিজের রেফার বাড়ানোর জন্য বিভিন্ন সাইট নিয়ে লিখে থাকে তা পাবলিশ যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া ।

Level 0

কমেন্ট বাদ্ধতামূলক করতে হবে আর কমেন্ট মুছে ফেলার ক্ষমতা একমাত্র এডমিনেরই থাকবে। টিউনারের কমেন্ট পছন্দ না হলে সে এডমিনকে জানাবে কিন্তু নিজে কমেন্ট মুছতে পারবে না।

    "Comment বাদ্ধতামূলক করতে হবে" এটার সম্ভাব্যতা কম তবে বাকি কথাগুলো প্রাসঙ্গিক কিন্তু মনে তো হয়না Admin-রা এতো দায়িত্ব পালন করবে, কারণ প্রকৃতপক্ষে Admin-দের প্রতিটি Tune নিয়মিত Check করা উচিত…

      Sorry "বাদ্ধতামূলক" ভেবেছিলাম যে যারা Tune পড়বে তাদের Comment করতেই হবে, এখন বুঝলাম এটা Comment Closed যেন না রাখা হয় তার জন্য, Sorry…

    Level 0

    সহমত।

৩ নং (৩=যারা একেবারেই নতুন টিউনার অথবা মেম্বার,তারা যেনো এক সপ্তাহ টিউন না করতে পারে সেই ব্যবস্থা করা।যেমন টি Somewhereinblog এ আছে।somewhereblog না দিলেও টিটি ওই ব্যবস্থা রাখবে যে নতুন টিউনার রা ১সপ্তাহ পর্যন্ত কোনো পোস্ট করতে পারবেনা।এর পর ১ সপ্তাহ হলে তা সয়ংক্রিও ভাবে পোস্ট করতে পারবে) পয়েন্টের সাথে দ্বিমত পোষণ করছি।

একটা ছোট প্রশ্ন টিটি তে নতুন বলে জানি না। জানালে উপকৃত হব।

টিটি তে নিজের করা কমেন্ট গুলো কি লিস্ট আকারে দেখা যায়??

    সামুতে ৬ মাস ধরে Registration করলাম, এখন "Safe" হইনি, আজব…

    উঃ TT-তে নিজের করা Comment-গুলো list আকারে দেখা যায় না…

    Level 0

    আমি খারাপ কিছু বলিনি।কারন অনেকে নতুন এসেই ভালো কোনো টিউন না করেই ডলার অথবা adf.ly থেকে লিঙ্ক শেয়ার করে।এসব এর কারনে ভালো টিউন গুলো পিছনে পরে যায়।তাই বলেছি।আর এগুলো আমার প্রস্তাব মাত্র।টিটি যদি ব্যবস্থা না নেয় তবে আমার আর কি করার আছে?

    লেখক বলছেন – "আমি খারাপ কিছু বলিনি।কারন অনেকে নতুন এসেই ভালো কোনো টিউন না করেই ডলার অথবা adf.ly থেকে লিঙ্ক শেয়ার করে।এসব এর কারনে ভালো টিউন গুলো পিছনে পরে যায়।"

    আপনার কি মনে হয় এক সপ্তাহ আটকে রাখলেই এক সপ্তাহ পর তারা ভাল টিউন করা শুরু করবে????

    অনেক দিক আছে যেদিকে টিটি আরও অনেক উন্নতি করতে পারে যেমন নিজের করা কমেন্ট গুলো দেখা যায় না, কেউ কমেন্টের জবাব দিলে তা ও দেখা যায় না। এগুলো নিয়ে ও একটা টিউন করেন। খামখা নতুনদের অধিকার খর্ব করে কি লাভ।

    ধন্যবাদ।

Mukut bhai er sob gola kothar shate ekmot.tobe new tuner der tune 1saptaho bondho na reke segola 1sapthao modaretorder under e raka jete pare.jeno tune hole seta moderation hoe publish hoe.r samu te ame 2year doyrao safe hote parenai.ke bolben er answer?arekta bepar amar oupore ek public add marte ayce.egolare ban kora hok

Level 0

Mukut ভাই শেষের খুব সুন্দর কথা বলছেন """"নামাজ কে বলোনা কাজ আছে।
কাজ কে বলো নামাজ আছে।""""

Level 0

আপনাদের মত মানুষের জন্যই T.T এর এই অবস্থা।আমি যে বিষয় নিয়ে টিউন করলাম আপ্পনি সেটার মধ্যে পরে গেলেন।