[পর্ব-০৬] :: এই মুহূর্তে বাজারের সেরা ওয়াইফাই রাউটার গুলো

এই মুহূর্তে বাজারের সেরা

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

কোয়ালিটিফুল রাউটারের চাহিদা সবসময়ই ছিল, এখনো আছে। বর্তমান বিশ্বে, পরিবারের প্রত্যেকটি সদস্যের একটি করে ফোন তো আছেই, এর সাথে থাকে কম্পিউটার, স্মার্ট টিভি এবং অন্যান্য অনেক ডিভাইস যাতে সমসময়ই ইন্টারনেট/ব্যান্ডউইথ কানেক্টশনের দরকার পরে।

সাধারণত ISP এর কাছে থাকা রাউটার আপনার কাছে বিক্রি করার চেষ্টা করতে পারে, তবে তাদের রাউটারের দাম যে অতিরিক্ত হবে এবং রাউটার কম পাওয়ারফুল হবে তার গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনি যদি এমন একটি রাউটার চান যার কোয়ালিটি অনেক ভাল হবে, রেঞ্জ এবং ফিচারে সমৃদ্ধ থাকবে ইত্যাদি, তাহলে এই টিউনে ২০২০ সালের বেস্ট রাউটার নিয়ে আলোচনা করেছি, আপনি আপনার পছন্দের রাউটারটি কিনতে পারেন আপনার ইচ্ছা মত।

জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।

১. বেস্ট Mesh ওয়াইফাই সিস্টেম

Netgear Orbi RBK50

Netgear এর Orbi হচ্ছে সাম্প্রতিক সময়ের বেস্ট Mesh ওয়াইফাই সিস্টেমের মধ্যে সেরা পারফর্মার ছিল, অন্যান্য বেশ কয়েকটি ওয়াইফাই সিস্টেম এর সাথে তুমুল প্রতিযোগিতা করে এটি শীর্ষ স্থান দখল করে নিয়েছে। এছাড়া বেশিরভাগ ওয়াইফাই সিস্টেমে তিনটি নোড ব্যবহার করা হয়ে থাকে, তবে স্ট্যান্ডার্ড Orbi kit এ শুধু দুটি নোড ব্যবহার করা হয়েছে এবং এটি সমস্ত টেস্টেই ভাল পারফর্ম করে প্রথম দিকের স্থানেই ছিল।

Mesh ওয়াই-ফাই কিটগুলো জনপ্রিয় হওয়াতে বাজারে আলাদা অংশে পরিণত হয়েছে। এই ওয়াইফাই রাউটার গুলো মাঝারি থেকে বড় বাড়ির জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে একটি রাউটার বাড়ির প্রতিটি কর্নারে পৌঁছায় না তাদের জন্য এই রাউটার সর্বোত্তম হবে। তবে Mesh সিস্টেমের রাউটার গুলো সাধারণ রাউটারগুলোর তুলনায় বেশ দামি হয়ে থাকে, তবে এর বেশ কয়েকটি সুবিধাও দিয়ে থাকে যা সাধারণ রাউটার থেকে আপনি পাবেন না। এই রাউটারে রয়েছে সহজ সেটআপ প্রসেস, অ্যাডভান্সড ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সটেন্ডেড রেঞ্জ সুবিধা।

যথাযথ স্থানে স্থাপন করা mesh ওয়াইফাই নেটওয়ার্ক একটি সস্তা সাধারণ রাউটারের রেঞ্জ বুস্টার থেকেও অনেক অনেক ভালো সার্ভিস দিবে। তবে একই রেঞ্জের ওয়াইফাই বুস্টার গুলো দেখলে মনে হবে তা আপনার বাড়ির চারপাশে ভাল ওয়াইফাই সিগনাল প্রদান করবে, তবে সবসময়ই তার উল্টোটা হয়ে থাকে। বর্তমান mesh ওয়াইফাই সিস্টেমগুলো অ্যাডভান্সড রাউটিং অ্যালগরিদম ব্যবহার করে হাই স্পীড এবং হাই রেঞ্জ বজায় রাখতে পারে। এই mesh ওয়াইফাই সিস্টেমগুলো সাধারণত ইন্টার্নাল ব্যাকহোলের জন্য ডেডিকেটেড চ্যানেলগুলো ব্যবহার করে থাকে, যখন বেসিক রেঞ্জ বুস্টারগুলো আপনার মূল রাউটারের রেঞ্জকেই সংকুচিত করে দেয়।

প্রতিটি বড় হোম নেটওয়ার্কিং কোম্পানির এই সেগমেন্টে তাদের ডিভাইস রয়েছে তবে এর মধ্যে কিছু কোম্পানির ডিভাইস অন্য কোম্পনির থেকে ভাল। আর mesh রাউটারগুলো যখন প্রথম প্রজন্মের ছিল তখন আমরা গুগলের ওয়াইফাই সিস্টেমটি ব্যবহার করতে বলতাম কারণ এটি সহজে ব্যবহার করা যায় এবং খুবই কম খরচে ব্যবহার করা যায়, যদিও এত কম দামে এটি খুবই ভাল সার্ভিস দিয়েছিল। তবে আপনি এখন প্রায় একই দামে আরও ভাল এবং দ্রুত mesh সিস্টেম খুঁজে পাবেন, যেমনঃ Netgear Orbi kit যার দাম $270 বা প্রায় ২২, ৯০০ টাকা।

Orbi এর দুর্দান্ত পারফরম্যান্স এবং সহজ সেটআপের কারণে আমার কাছে ভালই লেগেছে। তাছাড়া অন্যান্য মডেলের নোডগুলোর থেকে এটির নোডগুলো অনেক বড়, আর Orbi তে এই কারণেই এর মাধ্যমে হাই কোয়ালিটির অ্যান্টেনা এবং আরও শক্তিশালী প্রসেসর ব্যবহার করেছে। এছাড়াও এতে বিল্ট ইন চারটি Ethernet ports রয়েছে যেখানে অন্যান্য অনেক mesh সিস্টেমে মাত্র দুইটি Ethernet ports থাকে এবং অনেক ক্ষেত্রে তারচেয়েও কম Ethernet ports থাকে।

২. বাসাবাড়ির জন্য বেস্ট ওয়াইফাই রাউটার

Asus RT-AC68U AC1900

যারা সাধারণ রাউটার চান তবে তার দাম $200 বা প্রায় ১৭ হাজার এর নিচে চান, তারা Asus এর RT-AC68U মডেলের রাউটারটি দেখতে পারেন। তবে এটা ভাববেন না $135 বা প্রায় ১১, ৫০০ টাকা দিয়ে আপনি এর থেকেও বেশি দামের রাউটারের পারফরম্যান্স এটি দিয়ে উপভোগ করতে পারবেন, তবে কয়েক বছর আগেও এই রাউটারটি আমাদের কাছে সেরা একটি রাউটার ছিল।

এই রাউটারটিতে ডুয়াল ব্যান্ড AC1900 গিগাবিট রাউটার এই দামে অনেক ভাল রেঞ্জ এবং থ্রুপুট প্রদান করে থাকে। এটি 2.4GHz ব্যান্ডে 600Mbps এবং 5GHz ব্যান্ডে 1, 300Mbps পর্যন্ত স্পীড সাপোর্ট করে থাকে।

AC68U মডেলের রাউটারটির ডিজাইন অত্যন্ত সুন্দর আর বিল্ট কোয়ালিটি অসাধারণ। এটির তিনটি রিমুভ্যাবল অ্যান্টেনা রয়েছে, যদিও mesh সিস্টেমের রাউটার ব্যবহার করলে আপনার বাড়ির প্রতিটি কর্নারেই ওয়াইফাই সিগন্যাল আরও ভাল ভাবে পেতেন। এই রাউটারটিতে একটি USB 2.0 পোর্ট এবং USB 3.0 পোর্ট সহ চার গিগাবিটের LAN পোর্ট এবং একটি WAN পোর্ট রয়েছে। তাছাড়া Asus এই রাউটার ম্যানেজ করার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব বেসড সেটআপ উভয়ই প্রদান করছে, যা তুলনামূলক ভাবে সহজে ব্যবহার করা যায়, ট্র্যাফিক ম্যানেজমেন্ট, স্ট্যাটাস এবং প্যারেন্টাল কন্ট্রোল এর মত আরও অনেক ফিচার রয়েছে। এছাড়াও অ্যাডভান্সড ইউজারদের জন্য আরও অনেক অপশন রয়েছে যেমনঃ multiple wireless SSIDs, dual-WAN support, QoS, security, এবং encrypted VPN এ অ্যাক্সেস এর সুবিধাও রয়েছে।

এছাড়াও RT-AC68U রাউটারটি AiMesh সাপোর্টেড যার মাধ্যমে আপনি quasi-mesh ক্রিয়েট করতে পারবেন। তবে আমরা এই রাউটারটিকে ডেডিকেটেড mesh সিস্টেম হিসেবে সুপারিশ করবো না, তবে সাধারণ রাউটার থেকে এটি বহুগুণে ভাল একটি পাওয়ারফুল রাউটার। সামগ্রিকভাবে, Asus RT-AC68U কে আল-রাউন্ডার বলা চলে যা সবার জন্য উপযোগ একটি রাউটার। আমরা অনেক দিন যাবত এই রাউটারটি ব্যবহার করেছি, সামগ্রিকভাবে এটি খুব ভাল সার্ভিস দিচ্ছে।

এটাও ভালঃ Synology RT2600ac

আপনি যদি RT-AC68U আরও উন্নত রাউটার কিনতে চান এবং আরেকটু টাকা ব্যয় করতে ইচ্ছুক হন তাহলে Synology RT2600AC হতে পারে দুর্দান্ত অপশন এবং এটিতে রয়েছে 1.7GHz ব্যান্ডের ডুয়াল কোর প্রসেসর। Synology এর এই মডেলটিতে হচ্ছে কোয়াড স্ট্রিমের (4 x 4) রাউটার যা MU-MIMO এবং অনেকগুলো ফিচার সাপোর্ট করে, আর এটির দামও $200 বা প্রায় ১৭ হাজার টাকার নিচে রয়েছে।

অন্যান্য রাউটারগুলোর মতো, RT2600ac রাউটারটি অনেকের কাছে ব্যয়বহুল মনে হবে, তবে Synology ফার্মওয়্যারের মাধ্যমে আপনারা আরও অ্যাডভান্সড ফিচার উপভোগ করতে পারবেন যা RT2600ac রাউটারে পাবেন না। তবে এই রাউটারটি Asus এর গেমার ফোকাসড নাও হতে পারে, তবে যাদের বাড়িতে অনেক ইন্টারনেট ব্যবহার করা হয় তাদের জন দুর্দান্ত একটি রাউটার এবং এটিকে আপনি নেটওয়ার্ক স্টোরেজ সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন।

৩. শৌখিনদের প্রথম পছন্দ

Ubiquiti UniFi AC Pro Wireless Access Point

Ubiquiti এর UniFi line অ্যাক্সেস পয়েন্ট কনসিউমার প্রোডাক্ট এবং প্রফেশনাল এন্টারপ্রাইজ এর এক দুর্দান্ত সংমিশ্রণে এই রাউটারটি তৈরি করা হয়েছে। এই ধরনের প্রোডাক্ট গুলো শৌখিন মানুষদের জন্য যাদের সাধারণ হোম ওয়াইফাই রাউটারের ডিজাইন গুলো পছন্দ হয় না। তো আপনি যদি হাই কোয়ালিটির নেটওয়ার্ক এবং শক্তিশালী একটি রাউটার খুঁজেন তাহলে এটি হতে পারে আদর্শ পছন্দ, আর শৌখিন মানুষদের জন্য UniFi line বর্তমান বাজারের সেরা পছন্দ।

UniFi AC Pro এর প্রতিটি ইউনিটের দাম প্রায় $130 বা প্রায় ১১ হাজার টাকা, তবে এই রাউটারটি ব্যবহার করতে আপনাকে আরও কিছু হার্ডওয়্যার কিনতে হতে পারে। সাধারণ রাউটারগুলো একটি বক্সে ৩টি প্রোডাক্ট থাকে যেমনঃ রাউটার, অ্যাডাপ্টার, এন্টেনা ইত্যাদি। তবে এই রাউটারের বক্সে আপনি শুধু একটি সুইচ এবং অ্যাক্সেস পয়েন্ট পাবেন। যেহেতু UniFi শুধু একটি অ্যাক্সেস পয়েন্ট আর তাই আপনাকে এর সাথে অতিরিক্ত একটি রাউটার এবং সুইচ কানেক্ট করতে হবে। এটি $20 বা ১৭শ টাকার স্যুইচ এবং $60 বা ৫হাজার টাকার রাউটারের মতো সহজেই সেটআপ করতে পারবেন।

আর enterprise APs এর ডেডিকেটেড পাওয়ার ইনপুট না থাকার কারণে আপনাকে আরেকটি জিনিস কিনতে হবে আর তা হল PoE ইনজেক্টর। আপনি কোন প্যাকেজটি কিনবেন তার উপর নির্ভর করে কোন ধরনের AP ইনজেক্টর কিনতে হবে, তবে এগুলো খুবই সস্তাতেই পাওয়া যায়।

UniFi দিয়ে আপনি mesh নেটওয়ার্কের মতো ইউনিগুলোর মধ্যে বিরামহীন হ্যান্ডঅফগুলো উপভোগ করতে পারবেন। যদিও এই ডিভাইসে একসাথে কয়েক ডজন ডিভাইসও কানেক্ট থাকে তবুও আপনি স্ট্যাবল নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। তবে এই ধরনের নেটওয়ার্কিং সিস্টেম সবার জন্য উপযোগী নয়। এই রাউটারটি সেটআপ করার জন্য আপনার নেটওয়ার্কিং এর বেসিক ধারণা থাকতে হবে।

৪. বেস্ট গেমিং রাউটার

Asus RT-AX88U

এই রাউটারটির ডিজাইন দেখেই আপনি ফিদা হয়ে যাবেন, তবে আপনার যদি সুপার ডুপার স্পীডের প্রয়োজন হয়ে তবে Asus RT-AX88U রাউটারটি আপনাকে নিরাশ করবে না। এটি যখন প্রথমে বাজারে আসে তখন Wi-Fi 6 (802.11ax) মডেলের রাউটারগুলোর মধ্যে মার্কেটে হাই ডিমান্ড তৈরি হয়। আর প্রত্যেকটি নতুন ডিভাইসই এর আগের মডেল এর সবকিছু সাপোর্ট করে থাকে তার মানে AX88U রাউটারেও আপনি 2.4GHz এবং 5GHz ব্যান্ডের রেঞ্জ পাবেন।

গেমিং ক্যাটাগরির রাউটারগুলো একটু আলাদা হয়ে থাকে, যা সবার চাহিদা মাফিক হয় না। তাছাড়া আধুনিক গেমগুলো ব্যান্ডউইথ স্পীডের পরিবর্তে ব্রডব্যান্ডের লেটেন্সির উপর নির্ভর করে থাকে। আর কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রায়ই অতিরঞ্জিত কিছু দাবি করে থাকে যা আদও তারা প্রদান করেন না।  তবে mesh নেটওয়ার্কিং এবং পাওয়ার লাইন অ্যাডাপ্টার এর মতো অন্যান্য অপশন থাকা সত্ত্বেও, যদি আপনি মনে করেন যে আপনার একটি গেমিং রাউটার দরকার তাহলে RT-AX88U হতে পারে অন্যতম বিকল্প।

এই রাউটারে এমন সব ফিচার রয়েছে যার মাধ্যমে আপনার রাউটারের পারফরম্যান্সের উন্নতি করে থাকে এবং সহজেই সিস্টেমটিকে ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ, OFDMA ফিচারের মাধ্যমে রাউটারের এফিসিয়েন্সি এবং নেটওয়ার্কের ক্যাপাসিটি বাড়াতে পারবেন। এই AX88U রাউটারটি 1024-QAM সাপোর্ট করে যা পুরানো 256-QAM সিস্টেম থেকে চার গুন দ্রুত ডেটা ট্রান্সমিশন করতে পারবেন। এটি 4x4 MU-MIMO ফিচার সাপোর্ট করে যার মাধ্যমে একত্রে অনেকগুলো ডিভাইস LAN পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন।

প্রথম বার রাউটার সেটআপ করার সময় গিগাবিটের Ethernet কানেক্টশন খুঁজে পেতে একটু সময় লাগতে পারে। আর আপনি যদি বৃহৎ এলাকা বা আপনার পুরো বাড়িটিকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে চান তাহলে এই রাউটারটি Asus এর AiMesh সাপোর্ট করে যার মাধ্যমে আপনি স্যাটেলাইট নোড ব্যবহার করে ওয়াইফাই এর রেঞ্জ বাড়াতে পারবেন।

৫. বেস্ট বাজেট রাউটার

Netgear R6700 Nighthawk AC1750

আপনি যদি বাজেটের মধ্যে বেস্ট রাউটারের খোঁজ করে থাকেন তাহলে Netgear এর R6700 মডেলের রাউটারটি কিনতে পরামর্শ দিব। এই রাউটারটি AC1750 মডেলের একটি রাউটার। এই রাউটারটি বাজেট রাউটার হওয়ার কারণে অন্যান্য রাউটারের অনেক ফিচারই এই ফিচারে পাবেন না, তবে সাধারণ ইউজারদের জন্য এই রাউটারটি পারফেক্ট বলে আমি মনে করি। এই রাউটার নিয়ে অ্যামাজনে 20, 000 এরও বেশি রিভিউ আছে এবং এটি বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া রাউটারের মধ্যে অন্যতম।

আর R6700 মডেলের রাউটারটি আপনারা $80 বা ৬ হাজার ৮ শত টাকা দিয়ে কিনতে পারবেন। তবে বাজারে এর থেকেও কম দামে আপনি রাউটার পাবেন কিন্তু তা কিনলে আপনি সার্ভিসের থেকে ঐ রাউটারগুলো আপনার মাথাব্যথার কারণ হবে। তাই আমরা আপনার এই রেঞ্জের নিচের রাউটারগুলো কিনতে নিরুৎসাহিত করি, কেননা আপনি না পাবেন বিক্রয় পরবর্তী সেবা আর না পাবেন পারফরম্যান্স তাই R6700 রাউটারের থেকে নিম্ন মানের রাউটার না কেনাই ভাল। কমদামে Netgear এর R6700 রাউটারটি খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে তাই নিশ্চিন্তে কিনতে পারেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 181 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ওয়াইফাই লেটেন্সি বলতে কি?

    ওয়াইফাই থেকে সিগন্যাল আদান প্রদানের সময়কেই লেটেন্সি বলা হয় @মাঈন উদ্দিন ভাই