Zorin OS – অসাধারণ এক অপারেটিং সিস্টেম [পর্ব-০১] :: ইন্সটলেশন ও প্রথম লুক

টিউন বিভাগ রিভিউ
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আপনাদের পরিচয় করিয়ে দেব দারুণ একটি অপারেটিং সিস্টেম এর সাথে। চলুন শুরু করা যাক।

Zorin OS এর পরিচিতি

Zorin OS হচ্ছে একটি পারসোনাল অপারেটিং সিস্টেম। Zorin OS মূলত একটি লিনাক্স বেসড কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি একমাত্র অপারেটিং সিস্টেম যা একই সাথে উইন্ডোজ এবং ম্যাকের ইন্টারফেসের সমন্বয়ে তৈরি। Zorin OS একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে Wine  সাপোর্ট করে যার মাধ্যমে একই সাথে উইন্ডোজ কম্পিউটারের সফটওয়্যারও ব্যবহার করা যায়। এটি প্রথম রিলিজ দেওয়া হয় ২০০৯ সালে এবং এর শেষ ভার্সিটি রিলিজ হয়েছে ২০২০ সালে। এই অপারেটিং সিস্টেম টি তৈরি করা হয়েছে Uncomplicated Firewall এর সমন্বয়ে।

Zorin OS সংক্রান্ত কিছু তথ্য:

  • ডেভেলপার Zorin Group:  Zorin Group
  • প্রতিষ্ঠিত : C,  C+,  Python,  D
  • অপারেটিং সিস্টেম গ্রুপ :  Linux
  • প্রথম রিলিজ : ২০০৯
  • সর্বশেষ রিলিজ : ২০২০
  • টার্গেট মার্কেট : পার্সোনাল কম্পিউটার
  • ল্যাংগুয়েজ : ৫০+
  • প্ল্যাটফর্ম : x86_64, i686
  • লাইসেন্স : ফ্রি লাইসেন্স

Zorin OS ইন্সটলেশন

এক সময়ের জনপ্রিয় উইন্ডোজ, Windows 7 বন্ধ হয়ে গেলে ব্যবহারকারীদের যে অংশটি হতাশ হয়ে গিয়েছিল তাদের জন্য বেস্ট স্যলুয়েশন হবে এই Zorin OS। Zorin OS ইন্সটল মোটামুটি সহজ। অন্তত লিনাক্স ইন্সটল দেওয়ার মত এতটা কঠিন না। এটা উবুন্টু ইন্সটল দেওয়ার মতই সহজ।

Zorin OS ইন্সটলেশনে কিছু সুবিধা

এই Zorin OS ইন্সটলেশনে  কিছু সুবিধা পাবেন যা আপনার জেনে নেয়া দরকার।

  • থার্ড পার্টি ড্রাইভার এবং কোড ব্যবহার করা যাবে।
  • ডেভেলপারদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে।
  • LVM সাপোর্ট করে

Zorin OS প্রথম লুক

এটা চমৎকার একটি বুট স্ক্রিনের মাধ্যমে অন হয় যা দেখতে অনেকটা আনঅফিসিয়াল অ্যান্ড্রয়েড রোম এর মত।

উবুন্টুর মত এখানে Accessibility অপশন আছে। যেমন এখানে পাবেন, High contrast, Zoom Large Text, Screen Reader, screen keyboard, Visual Alerts, sticky keys, mouse keys ইত্যাদি।

এর লগ স্ক্রিন দেখতে প্রফেশনাল মানের যেখানে অতিরিক্ত কোন জামেলা আমার চোখে পড়ে নি। পাসওয়ার্ড দিলেই খুলে যাবে ডেস্কটপ

Zorin OS লুক এবং কাস্টমাইজেশন

Zorin OS অন হবার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে তার চমৎকার ডেক্সটপে।  এখানে বাড়তি কোন শর্টকাট নেই একদম ক্লিয়ার একটি স্ক্রিন পাবেন। সেখানে থাকবে একটি ওয়ালপেপার এবং একটি টুলবার।

যদি তাদের কোন অফিসিয়াল আপডেট থাকে সেটা কিছুক্ষণ পরেই পপ আপের মাধ্যমে দেখিয়ে দেবে। চাইলে তখনি ইন্সটল করে নিতে পারেন পারেন অথবা Remind me later দিতে পারেন।

দেখুন আপডেট কমপ্লিট হয়ে গেছে।

চলুন টুলবার থেকে Clock এ ক্লিক করা যাক।  এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন দেখাচ্ছে সাথে সাথে ক্যালেন্ডারও দেখাচ্ছে। এই Zorin OS ক্যালেন্ডারের পাশাপাশি একই সাথে পাবেন World clock এবং weather forecast।

আপনি ইউজার অপশনে গিয়ে খুব সহজেই আপনার ছবি এড করে দিতে পারবেন।

আপনি যদি Zorin OS এর ডেফল্ট সফটওয়্যার গুলো পছন্দ না করেন তাহলে খুব সহজেই তা চেঞ্জ করে নিতে পারবেন, Default Applications এ গিয়ে।

তাদের Apperence এ গিয়ে আপনার মত সাজিয়ে নিতে পারবেন আপনার Zorin OS।

Zorin OS প্রোগ্রাম এবং ফিচার

Zorin OS এর ডেক্সটপের  তিনটি ল্য আউট আছে আপনার পছন্দ মত যেকোনোটি ব্যবহার করতে পারেন।

আপনি Themes এ গিয়ে ancent color, Background  এবং চাইলে night mode এর শিডিউল করে দিতে পারবেন।

Zorin OS এর একটি চমৎকার ফিচার হচ্ছে আপনি এর ডার্ক থিম সেট করার পাশাপাশি শিডিউল করে দিতে পারবেন এতে করে দিন লাইট ভার্সন হবে এবং রাতে নাইট মুড হবে।

Zorin OS প্রায়ই বিভিন্ন এক্সট্রা সফটওয়্যার ডাউনলোড অফার করে যেমন বিভিন্ন ল্যাংগুয়েজ আপডেট।

এর আরেকটি ফিচার হচ্ছে এর মাধ্যমে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোতে কানেক্ট হতে পারবেন এতে করে সকল আপডেট পাবেন এক-জায়গায়। যেমন,

  • Google
  • Nextcloud
  • Facebook
  • Microsoft
  • Flickr
  • Pocket
  • Foursquare
  • Microsoft Exchange
  • Todoist
  • IMAP and SMTP
  • Enterprise Login (Kerberos)

আছে আপনার স্ক্রিন শেয়ার বা রিমোট ডেক্সটপ কন্ট্রোলের জন্য বিল্ড ইন শেয়ারিং এপ। এটি Windows Remote Desktop থেকে আরও বৈচিত্র্যময় এবং এটি আপনাকে টাকা দিয়ে সফটওয়্যার লাইসেন্স কিনতে বাধ্য করবে না।

এতে অতিরিক্ত কিছু সেটিং পাবেন যার মাধ্যমে Display এর সেটিং করতে পারবেন যেমন, Orientation, Resolution, Refresh Rate, ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

এখানে বিল্ড ইন যে সফটওয়্যার গুলো পাবেন তা হল,

  • Firefox
  • Files (file manager)
  • Libre Office (office suite)
  • gEdit (text editor)
  • Brasero (optical media writing)
  • GIMP (image manipulation)
  • Pitivi (media editing)
  • Rhythmbox (music player)
  • Videos (media player)
  • Calendar
  • To Do (task management)
  • Deja Dup (backup tool)
  • Disk Usage Analyzer (storage analysis)
  • Zorin Connect (Phone sync & remote functionality)

তাদের সফটওয়্যারে কোন ধরনের রিস্ট্রিকশন নেই, ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন।

কেন ব্যবহার করবেন Zorin OS

এতক্ষণ রিভিউ দেখে আপনাদের মোটামুটি একটি ধারনা হয়েছে এই অপারেটিং সিস্টেম সম্পর্কে চলুন তারপরেও জেনে নেওয়া যাক কেন ব্যবহার করবেন এই অপারেটিং সিস্টেম বা এর কিছু সুবিধা।

উইন্ডোজ এর স্বাদ পেতে

অনেকাংশে উইন্ডোজ এর মত ইন্টারফেস এবং এর মাধ্যমে আপনি একই সাথে উইন্ডোজ এর সফটওয়ার ও ব্যবহার করতে পারবেন। এটি উইন্ডোজ ব্যবহারকারীকে লিনাক্স এর সাথে পরিচয় করিয়ে দেয়ার একটি মাধ্যম। এটি অনেকটা Windows 7 এর আদলে করা হয়েছে যাতে 32, 64 বিটের দুইটি ভার্সন রয়েছে।

ফিরে পাবেন Windows XP

এটি আপনাকে একসময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্স পি এর কথা মনে করিয়ে দেবে। এর লুক চেঞ্জারের মাধ্যমে আপনি আপনার ডেক্সটপ কে বানিয়ে ফেলতে পারবেন XP, windows 2000, Mac OS X এর মত।

ম্যাক এর মত ইন্টারফেস

এতে যেহেতু খুব সহজেই ইন্টারফেস চেঞ্জ করা যায় এবং এটি ম্যাক ডিজাইনের সমন্বয়ে বানানো হয়েছে সুতরাং এটি ম্যাক ব্যবহারকারীদের দারুণ পছন্দ হবে।

পাবেন Microsoft office

এটি ইন্সটল করার সাথে সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবে প্রি ইন্সটল Microsoft office এবং ব্রাউজার।

হাজার হাজার ফ্রি সফটওয়ার

আপনার জন্য রেখেছে হাজার হাজার ফ্রি সফটওয়্যার এর ব্যবস্থা। যার মাধ্যমে স্টার্ট মেনুতে গিয়েই ইন্সটল করতে পারবেন ইচ্ছে মত সফটওয়্যার।

জনপ্রিয় কিছু গেম

আপনি পেয়ে যাবে জনপ্রিয় কিছু ডেফল্ট গেম যেমন, Solitaire, Minesweeper, Sudoku, a Tetris-like game, Mah-jong ইত্যাদি।

Zorin OS এর কিছু অসুবিধাঃ

এবার চলুন Zorin OS এর কিছু অসুবিধা জেনে নেয়া যাক।

  • বাকি লিনাক্স অপারেটিং সিস্টেম গুলোর মতই এখনে মাঝে মাঝে ড্রাইভারের সমস্যায় পড়তে পারেন।
  • যারা উইন্ডোজ ব্যবহারে অভ্যস্ত তাদের কাছে প্রথম দিকে এটা জটিল লাগতে পারে কারণ এটি কোডিং এর উপর বানানো হয়েছে।
  • উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করা গেলেও কিছু ক্ষেত্রে বাগ থাকবেই।
  • যারা গেম লাভার তাদের জন্য এই অপারেটিং সিস্টেম উপযুক্ত নয়।
  • যারা গ্রাফিক ডিজাইনের কথা ভাবছেন তাদের জন্য উপযুক্ত হবে না।
  • অপারেটিং সিস্টেম টি এখনো ব্যক্তিগত ব্যবহারের জন্য উন্মুক্ত এটা কমার্শিয়াল কাজে ব্যবহার করার জন্য লাইসেন্স প্রয়োজন হবে।

শেষ কথাঃ

যারা উইন্ডোজ এর আগে ভার্সন গুলোকে মিস করছে এবং ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহার করবেন তাদের জন্য মনে করছি এই অপারেটিং সিস্টেম ভাল হবে। এর মাধ্যমে যেমন একই সাথে উইন্ডোজ এর ফিল পাবেন পাশাপাশি যে উপকারটা হবে সেটা হল আপনি লিনাক্স ব্যবহারের একটি অভিজ্ঞতা অর্জন করবেন। কিছু দিন ব্যবহারের ফলে আপনার হয়তো কোডিং সম্পর্কেও কিছুটা ধারনা হয়ে যাবে।

কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই অপারেটিং সিস্টেম।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ।