
অামার মতে অামির খানের সেরা দশ মুভির লিস্ট দিলাম। অাপনাদের লিস্ট দেখতে চাই জানতে চাই অাপনাদের পছন্দ। লিস্টি দেয়া অাছে রিলিজের ডেট অনুসারে।
যো জিতা ওহি সিকান্দার
রিলিজ ডেট : ২২ মে ১৯৯২
চাহে তুম কুছ না কহ মেন সুনলিয়া...পেহেলা নেশা এই গানের জন্যই এই মুভিটার কথা কখনও ভুলতে পারিনা। অামার অন্যতম প্রিয় গান।


লাগান
রিলিজ ডেট : জুন ১৫, ২০০১
অামির খানের এই মুভিটি অস্কার এর পুরস্কারের জন্য মননিত হয়েছিল।

দিল চাহতা হে
রিলিজ ডেট : অাগস্ট ১০,২০০১
বন্ধুনিয়ে হিন্দি যত মুভি দেখেছি দিল চাহতা হে তার মধ্যে অন্যতম সেরা মুভি।

রং দে বাসন্তি
রিলিজ ডেট : জানুয়ারি ২৬, ২০০৬
এই মুভির মুল থিম হল ইনডিয়ার করাপসন নিয়ে।

ফানা
রিলিজ ডেট : মে ২৬, ২০০৬
অামার দেখা অামির খানের অন্যতম সেরা রোমান্টিক মুভি।

তারে জামিন পার
রিলিজ ডেট : ডিসেম্বর ২১, ২০০৭
তারে জামিন পার এই মুভির শেষ সিন টা যতবার দেখেছি কোন বারই কান্না থামাতে পারিনি কারন জানিনা।

থ্রী ইডিয়ট
রিলিজ ডেট : ডিসেম্বর ২৩, ২০০৯
অামার দেখা হিন্দি মুভির মধ্যে অান্যতম সেরা মোটিভেসনাল মুভি।

ধুম ৩
রিলিজ ডেট : ডিসেম্বর ২০, ২০১৩
অামির খানের ডাবল রোল এই মুভিতে, সেরা অভিনয়ের অন্যতম।

পিকে
রিলিজ ডেট : ডিসেম্বর ১৮, ২০১৪
অামির খানের প্রায় সব মুভির গল্পই ব্যাতিক্রম ধর্মি হয় তবে পিকের গল্পটি সেরাদের সেরা।

অামির খানের সেরা ১০ মুভির লিস্টের বিষয়ে অাপনাদের মতামত জানতে চাই।
আমি Masumul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম মোহাম্মদ মাছুমুল হক ডাক নাম মাছুম।ব্যাচেলর সাবজেক্ট ছিল EEE , Stamford University আর মাস্টার্সের সাবজেক্ট MIS, Daffodil University। সর্বশেষ ফেয়ারট্রেড গ্রুপ এ আই টি ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পার্পল আই টি লিমিটেড এ পরিচালকের দায়িত্ত পালন করছি। ডোমেই হোষ্টিং ও ওয়েব ডেভেলপমেন্ট আমাদের মুল ব্যাবসা।...