

গেমটির রিভিউ এ যাওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক -
সুতরাং এই কনফিগারশনের কাছাকাছি ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে গেমটি কোন সমস্যা ছাড়া খেলা যাবে বলে আশা করা যায়।
Call of Duty Black Ops 3 এক্টিভিশনের কল অব ডিউটি সিরিজের ১২ তম গেম এবং ব্ল্যাক অপস সিরিজের তৃতীয় গেম। গেমটির ডেভেলপার Treyarch যারা এর আগে Call of Duty Black Ops 1 & 2, Call of Duty World at War, Call of Duty 3 (Console), Call of Duty 2 The Big Red One (Console) ডেভেলপ করেছিলেন। Call of Duty ছাড়াও James Bond 007 Quantum of Solace গেমটির ডেভেলপার ও Treyarch। অতীতে ডেভেলপ করা এ গেমগুলো আমি এবং আমার মত অনেকের প্রিয় গেম এর তালিকায় হয়তো আছে কিন্তু এবার কি Treyarch পেরেছে গেমারদের খুশি করতে? চলুন দেখা যাক-
যদি আমাকে বলা হয় যে এক কথায় উত্তর দিন গেমটি কেমন তাহলে আমার উত্তর হবে "ভাল" ।
আমি বলেছি যে আমি একজন কল অব ডিউটি ফ্যানবয় কিন্তু এর পরেও ব্ল্যাক অপস ৩ আমাকে কিছু ক্ষেত্রে হতাশ করেছে।
তার মানে এই নয় যে এটি একটি খারাপ গেম। আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক।
গ্রাফিক্সঃ গ্রাফিক্স এর দিক থেকে বিচার করতে গেলে ব্ল্যাক অপস ৩ একটি অসাধারন গেম।

যদিও আমি আমার ল্যাপটপে হাইএস্ট সেটিংস এ খেলতে পারি নি কিন্তু মিডিয়াম সেটিংস এও গেমটি অসাধারণ। প্রত্যেকটি বন্দুক খুবই নিখুঁত ভাবে ডিজাইন করা হয়েছে। পারটিকেল ইফেক্ট গুলোও বেশ সুন্দর। যদিও Battlefield এর সাথে তুলনা করতে গেলে গেমটি এখনো খানিকটা পিছিয়ে রয়েছে কিন্তু তবুও আমি খুশি। আমাদের মনে রাখতে হবে যে গেমটি এখনো Infinity Ward ইঞ্জিনে ডেভেলপ করা হয় কিন্তু Battlefield করা হয় Frostbite ইঞ্জিনে।
সম্পূর্ণ গেমে কোন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বা এমন কোন দৃশ্য নেই যেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করবে কারণ সম্পূর্ণ গেমটি গড়ে উঠেছে বিধ্বস্ত শহরের প্রেক্ষাপটে।
গেমটা বেশ ব্রুটাল। অনেক ক্ষেত্রেই দেখা যাবে এনিমি দের হাত-পা ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে। এছাড়া কিছু ভয়াবহ ডেথ সিন রয়েছে।
গেমটির ক্যারেকটার ডিজাইনিং চোখে পড়ার মত। প্রত্যেকটা চরিত্রের ফেসিয়াল এক্সপ্রেশন অত্যন্ত যত্নের সাথে ক্যাপচার করা হয়েছে যার ফলে সিন্যামেটিক গুলো দেখার সময় মনে হয় যে হয়তো কোন মুভি দেখছি।
গেম খেলার সময় একটা সমস্যাই শুধু আমার চোখে পড়েছে তা হল সিন্যামেটিক চলাকালিন সময়ে অনেক সময় ক্যারেকটার মুখ নাড়ানোর আগেই সাউন্ড হয়ে যায়। যদিও সমস্যাটি অত্যন্ত বিরল। সম্পূর্ণ গেমে মাত্র ২ বার আমি এটা খেয়াল করেছি।
আরেকটা কথা যেটা না বললেই নয় তা হল গেমটি খুবই ভালভাবে অপ্টিমাইজ করা হয়েছে। সম্পূর্ণ ক্যাম্পেইনে এক বারের জন্যও গেমটি ল্যাগ করে নি। খেলার সময় তেমন কোন গ্রাফিক্যাল গ্লিচ ও আমার চোখে পড়ে নি।
গেমপ্লেঃ গেমপ্লে এর দিক থেকে বিচার করতে গেলে কিছু ক্ষেত্রে আমি বেশ খুশি কারণ অনেক নতুনত্ব রয়েছে আবার কিছু ক্ষেত্রে আমি খানিকটা হতাশ।
কল অব ডিউটি সিরিজের গেমগুলোর বিরুদ্ধে যে অভিযোগ সচরাচর শোনা যায় তা হল গেমগুলো অনেক লিনিয়ার। কিন্তু ব্ল্যাক অপস ৩ এর মিশনগুলো বেশ খোলামেলা ধরণের। খেলার সময় এমন কোন কথা নেই যে আপনাকে একটা নির্দিষ্ট পথ ধরে আপনার দলের মানুষদের সাথে এগিয়ে যেতে হবে। এখানে চাইলে আপনি যে কোন ভাবে মিশন গুলো শেষ করতে পারেন। অনেক গুলো রাস্তা আপনার জন্য রয়েছে। আপনি চাইলে ছাদ অথবা হাই গ্রাউন্ড গুলো দিয়ে একটা যায়গা পার করতে পারেন, অথবা চাইলে আশেপাশের বিল্ডিংগুলোর ভেতর দিয়ে যেতে পারেন, অথবা চাইলে রাস্তা দিয়ে সামনে যে আসে তাকে ঝাঁঝরা করে এগিয়ে যেতে পারেন আপনার লক্ষের দিকে। এক কথায় যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে আপনি যেই রাস্তায়এই যান তার কিছু সুবিধা অসুবিধা থাকবে। যেমন, আপনি যদি রাস্তা দিয়ে যান তাহলে আপনাকে অনেকের সাথে লড়াই করতে হবে কিন্তু আপনি লুকানোর জন্য অনেক কভার পাবেন। আবার আপনি যদি হাই গ্রাউন্ড দিয়ে যান তাহলে আপনাকে ড্রোন, রোবটদের সাথে বেশি লড়াই করতে হবে এবং কভার খানিকটা কম থাকবে। আবার আপনি যদি বিল্ডিং এর ভেতর দিয়ে যান তাহলে আপনাকে বেশ কম লড়াই করতে হবে কিন্তু কভার বেশ কম থাকবে। আর বিল্ডিং গুলোর ভেতরে বেশ ছোট যায়গা তাই শত্রুরা আপনার কাছে থাকবে এবং ড্যামেজ হাই থাকবে। সুতরাং একটা মিশন আপনি কিভাবে খেলবেন সেটা আপনার উপরে নির্ভর করে। অবশ্য সব মিশন একই রকম স্বাধীনতা দেয় না। কিছু কিছু মিশন আছে যেগুলো খানিকটা লিনিয়ার।
সম্পূর্ণ গেমে আপনাকে এমন অনেক এনিমি টাইপ এর সাথে লড়াই করতে হবে যা এর আগের গেম গুলোতে ছিল না। ব্ল্যাক অপস ৩ এ আপনাকে মানুষ এর পাশাপাশি অনেক ড্রোন আর রোবোটের সাথে লড়াই করতে হবে। ড্রোন এরও কিছু ধরন আছে। কিছু আছে যেগুলো উড়ে বেড়ায় আর একটা সম্পূর্ণ এলাকা কে স্ক্যান করে। কিছু আছে যেগুলো দেখতে ছোট ট্যাঙ্ক এর মত। দুই পায়ে চলে এমন রোবোট আছে। আবার কিছু বড় বড় রোবোট আছে যেগুলো মাঝে মাঝে আসে এবং এদের কে ধ্বংস করা খানিকটা কষ্টকর। আরেক ধরণের এনিমি আছে যাদের আমি সবথেকে বেশি ঘৃণা করি। এগুলো মানুষ কিন্তু অনেক হেভি শিল্ড গায়ে থাকে। মানুষ এনিমিদের মধ্যে এবার মেয়ে ও রেয়েছে।
শুধু এনিমি টাইপে না, প্লেয়ার টাইপেও কিছুটা ভেরিয়েশন আনা হয়েছে। গেম এর শুরুতে আপনাকে ক্যারেকটার পছন্দ করতে দেয়া হবে। আপনার পছন্দ মত যে কোন ক্যারেকটার নিয়ে আপনি খেলতে পারবেন।
গেমের অস্ত্রের ধরনে তেমন নতুনত্ব নেই। আগের মতই মেশিনগান, পিস্তল, শটগান, গ্রেনেড, রকেট লাঞ্চার আছে। তবে নতুন যা আছে তা হল Cybernautic Abilities। এগুলো কিছু নতুন ধরণের ক্ষমতা যা দিয়ে ড্রোন/রোবোট গুলোকে হ্যাক করা যায়, এনিমিদের অস্ত্র বিকল করে দেয়া যায়, মাটিতে আঘাত করে শকওয়েভ সৃষ্টি করা যায়, এনিমি দের শরিরে আগুন লাগানো যায় এমন আরো বেশ কিছু। শুনে যদিও মনে হচ্ছে যে গেমটিতে প্লেয়ার কে অভারপাওয়ারড করে দেওয়া হয়েছে আসলে সেটা না। এই ক্ষমতা গুলো দিয়ে একসাথে তিন জন এনিমিকে আক্রমণ করা যায় এর পরে ক্ষমতা গুলো রিচার্জ হতে সময় নেয়। এই ক্ষমতাগুলোকে আপগ্রেড ও করা যায়। যদিও আমি খেলার সময় এগুলোকে তেমন ব্যবহার করি নি। দুইটা লেভেলে যেখানে অনেক গুলো রোবোটের সাথে একাই লড়াই করতে হয় আবার আমার একজন সঙ্গি কে ডিফেন্ড করতে হয় তখন এগুলো কাজে লাগে। অন্যান্য সময় আমার মনেই ছিলো না যে এগুলো আছে।
আরো কিছু নতুন জিনিস রয়েছে যেমন ট্যাক্টিক্যাল ভিউ। এটা অন করা থাকলে এনিমি দের দেয়াল এর এপার থেকেও দেখা যায়। এটা অত্যন্ত কাজের একটা জিনিস কারণ ব্ল্যাক অপস ৩ এর এনভাইরনমেন্ট গুলোতে দূর থেকে এনিমি দেখাই যায় না। শুনে মনে হতে পারে এর কারণ গেম টা অনেক সহজ হয়ে গেছে কিন্তু তা না। এমন না যে এটা অন করা থাকলে চারপাশে সবাইকে দেখা যায়। ফোকাস যাদের দিকে থাকে সাধারনত তাদের কেই দেখা যায়।
কিছু এক্রোব্যটিক ক্ষমতাও দেওয়া হয়েছে প্লেয়ার কে। যেমন, দেয়াল দিয়ে প্রিন্স অব পারসিয়ার মত দৌড়ানো, উঁচু তে লাফ দেয়া, স্লাইড করা। অন্যান্যগুলো তেমন কাজে না লাগলেও স্লাইডিং অত্যন্ত কাজের।
তবে এত নতুনত্বের পরেও একটা been there, done that অনুভুতি কাজ করে।
এবার লেভেল ডিজাইনিং নিয়ে কিছু কথা বলা যাক। ব্ল্যাক অপস ৩ এ মোট ১১ টা মিশন রয়েছে। শুনে কম মনে হতে পারে কিন্তু আগের যে কোন কল অব ডিউটি গেম এর থেকে মিশন গুলো লম্বা। তবে মিশন গুলোতে খুব বেশি ভেরিয়েশন নেই। তার মানে এই না যে কোন ভেরিয়েশন নেই। ভেরিয়েশন আছে কিন্তু তা আমাকে খুশি করতে পারে নি। মিশনগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল একটা stealth মিশন। সম্ভবত ওটা দ্বিতীয় মিশন ছিল। বাকি বেশিরভাগ মিশন আমার কাছে একই রকম লেগেছে। আমার সব থেকে বেশি বিরক্ত লেগেছে একটা মিশন যখন প্লেয়ার Sarah Hall নামে একজন চরিত্রের subconscious এর ভেতর ঢুকে যায়। এই মিশনে World War II এর সময়ের কিছু মিশন খেলতে হয়। World War II নিয়ে গেমগুলো আমার খুব ই পছন্দ কিন্তু আমাকে খেলতে হয় বর্তমানের হাইটেক অস্ত্র নিয়ে। আবার মিশন এর শেষের দিকে World War II সেটিং এ একটা বড় রোবোট কে ধ্বংস করতে হয়। এই মিশন এর একদম শেষে একটা হরর টাইপ অংশ আছে যেখানে একটা ঘরের মধ্যে অনেক গুলো জম্বি কে মারতে হয়। মানুষ হিসেবে আমি খুবই ভিতু এবং এই মিশন টা আমার খুবই বিরক্ত লেগেছে।
গেম এর AI বেশ উন্নত করা হয়েছে। আমার সহযোদ্ধারা যদিও যুদ্ধে খুব একটা সহযোগিতা করে না কিন্তু তারা জ্বালাতন ও করে না। জ্বালাতন বলতে প্রচণ্ড গোলাগুলির সময় সামনে এসে দারানো অথবা আমার মুভমেন্ট ব্লক করা এমন কিছুই তারা করে না। এনিমি AI তেও পরিবর্তন এসেছে।
এনিমি টাইপে ভিন্নতা আনায় ব্ল্যাক অপস ৩ খেলার ধরনে কিছুটা পরিবর্তন এসেছে। এর আগের গেম গুলতে ধীরে ধীরে কভার নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু এখন কিছু ড্রোন আছে যা প্লেয়ার পজিশন ট্র্যাক করে মাথার উপরে এসে আক্রমণ করে। যার ফলে সবসময় দৌরের উপরে থাকতে হয়। কিছুক্ষণ পর পর কভার বদল করতে হয়। অবশ্য এটা বেশ ভাল।
সত্যি কথা বলতে আমি হাইটেক পাওয়ার এবং সুপারন্যাচারাল টুইস্ট এর থেকে traditional shooting একটু বেশি পছন্দ করি। তাই সম্পূর্ণ গেমে আমার প্রিয় অস্ত্র Kuda Auto নিয়েই এগিয়ে চলেছি। অন্যান্য পাওয়ার গুলো তেমন ব্যবহার করা হয় নি।
সাউন্ডঃ বরাবরের মত এবারো গেমটির সাউন্ড বেশ ভাল। ভয়েস এক্টিং ও বেশ ন্যাচারাল। তবে প্লেয়ার এর ভয়েস টা আমার ভাল লাগে নি। ভাল লাগে নি বলতে এক্টিং খারাপ তা না। এক্টিং বেশ ভাল কিন্তু ভয়েস টা ভাল লাগে নি।
গল্পঃ গেমটির স্টোরি খুব মারাত্মক কিছু না তবে খারাপও না। ব্ল্যাক অপস ২ এর গল্পের পর থেকে এই গল্প শুরু। বরারবরের মত এবারো কিছু আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে গল্প। এর মাঝে কিছু ব্যক্তিগত হারানো, বিশ্বাসঘাতকতা এগুলোই। সত্যি কথা বলতে গল্প টা আমাকে তেমন নাড়া দেয় নি। এর আগের দুটো গেমে যেটা ছিল তা হল গল্পের মাধ্যমে বিভিন্ন চরিত্রের সাথে একটা অনভুতি সৃষ্টি হত। কোন চরিত্র মারা গেলে একটা খারাপ লাগা কাজ করত বা তাদের রক্ষা করার একটা ইচ্ছা কাজ করত। ব্ল্যাক অপস ৩ এ এটা নেই বললেই চলে এবং গেম শেষে মনে থেকে যাওয়ার মত কোন চরিত্রও পাই নি। তবে সব মিলিয়ে গল্পটা ভাল।
শেষকথাঃ
যা ভাল লেগেছেঃ
যা খারাপ লেগেছেঃ
আমার মতে গেমটির স্কোরঃ ১০ এর মধ্যে ৮।
এর পরেও একটা কথা হল একজনের কাছে যা আবর্জনা মনে হয় অন্য জনের কাছে তা সোনা মনে হতে পারে। হয়তো গেমটা আপনার অনেক ভাল লাগবে এবং আমার কিছু বন্ধু আছে যারা এটা খুবই পছন্দ করেছে, একবার চালিয়ে দেখুন নিজেই। 🙂
আমি shovik.is.here। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শোভিক চৌধুরী। University Of Asia Pacific এর কম্পিউটার প্রকৌশলী বিভাগের ছাত্র। নিজের অল্পবিস্তর জ্ঞান কে বৃদ্ধি করার উদ্দেশ্যে এখানে এলাম। আমি ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, এন্ড্রয়েড নিয়ে লেখব এবন পড়ব। আশা করি অনেক কিছু শিখব আর কিছু শেখাতেও পারব।
খুব সুন্দর লিখেছেন। thnxxxxx