Game Of Thrones – আমার দেখা সেরা টিভি সিরিজ

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ হল Game Of Thrones। Torrentfreak মতে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত টানা চারবার সবচেয়ে বেশিবার ডাউনলোড করা টিভি সিরিজ এর মধ্যে GoT এর অবস্থান ১ম। George R. R. Martin এর লেখা বিখ্যাত বই A Song of Ice And Fire অবলম্বনে বানানো হয়েছে এই টিভি সিরিজটি। তিনি এই বইয়ে পুরো পৃথিবীটাকে নতুন করে সাজিয়েছেন। যেখানে মহাদেশের সংখ্যা ৩ টি। Westeros, Essos এবং Sothoryos।

টিভি সিরিজটির কাহিনী মূলত Westeros কে কেন্দ্র করে। Westeros এ আছে সাতটি রাজ্য। সবচেয়ে উপরের দিকে আছে দ্য ওয়াল। ওয়ালের পিছনের এলাকাটা প্রচণ্ড ঠাণ্ডা। আর ওখানে থাকে হোয়ইট ওয়াকাররা। যারা আসতে চাই westeros এর ভেতরের দিকে। তাদের ঠেকাতেই এই ওয়াল। ওয়ালের পাহারায় যারা থাকে তাদেরকে মূলত বিভিন্ন অপরাধের শাস্তি হিসেবে ওয়ালে পাঠানো হয় আবার অনেকে ইচ্ছে করেই এখানে আসে।
সাতটি রাজ্য হল দ্য নর্থ, আয়রন আইল্যান্ড, দ্য ভেল, দ্য রিভারল্যান্ড, দ্য ওয়েস্টেরল্যান্ড, দ্য রিছ (The Reach), দ্য স্টর্মল্যান্ড ও ডর্ন।
আর দ্য ক্রাউনল্যান্ড। বিভিন্ন হাউস রাজ্য গুলো নিয়ন্ত্রন করে। দ্য নর্থের শাসনকর্তা হল House stark এরাই এই সিরিজের হিরো, আয়রন আইল্যান্ডের House Greyjoy, দ্য ভেল এর House Arryn, দ্য রিভারল্যান্ডের House Frey, দ্য ওয়েস্টেরল্যান্ডের House Lannister যারা সাতটি রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী, দ্য রিছ (The Reach) এর House Tyrll, দ্য স্টর্মল্যান্ডের House Baratheon, আর ডর্নের House Martell। দ্য ক্রাউনল্যান্ডের ব্যাপারটা একটু ভিন্ন। যার আরেক নাম King's Landing। যারা এই রাজ্য নিয়ন্ত্রন করে তারাই পুরো westeros এর অধিপতি। এখন যার ক্ষমতায় আছে দ্য স্টর্মল্যান্ডের House Baratheon। এখানেই আছে বিখ্যাত Iron Throne।
House Baratheon এর আগে দ্য ক্রাউনল্যান্ডের ক্ষমতায় ছিল House Targaryen। এদের বসবাস Essos এ। এই হাউসটির বর্তমান বংশধর হল Daenerys Targaryen। সে ফিরে পেতে চাই Iron Throne।
অনেক প্রতিপক্ষ। সবার লক্ষ্য ওই Iron Throne। আসলে কি তাই? না, Game Of Thrones এর কাহিনী এর থেকে অনেক বেশি বিস্তৃত। কি নেই Game Of Thrones এ? ভালবাসা, নৃশংসতা, বিশ্বাসঘাতকতা, অজাচার, ষড়যন্ত্র, তীব্র ক্ষমতার লোভ, প্রতিশোধ সবই পাবেন। GoT এর সবচেয়ে বড় ব্যাপারটা হল এর শক ভ্যালু। এমন সব ঘটনা ঘটবে যে আপনি হতবাক হয়ে যাবেন।

GoT এর Cast এ বড় নাম খুব কমই পাবেন। তবে যোগ্যরাই যে আছেন, তা দেখলেই বুঝবেন। ব্যয়বহুল এই সিরিজটির শুটিং হয়েছে দৃষ্টিনন্দন কিছু লোকেশানে। VFX, Costume সবই ছিল অসাধারন। আর একটি উল্লেখযোগ্য দিক হল আবহ সঙ্গীত। সিনেমাটোগ্রাফিও দুর্দান্ত। টিভি সিরিজটির Creator হলেন David Benioff ও D. B. Weiss।

বলে রাখা ভালো এটি R রেটেড। মানসিকভাবে প্রস্তুতি নিয়েই দেখবেন। IMDB রেটিং ৯.৫ আর Rotten Tomatoes তে ৯৪%।

Level 0

আমি শরিফুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরোটার ডাউনলোড লিংক দিলে ভাল হত

Level New

Game Of Thrones কে সেরা বললে কম বলা হবে। এটা Epic সিরিজ।