ওয়ালটন Primo GH5 এর হ্যান্ডস-অন রিভিউ

এন্ট্রি লেভেলের অধিকাংশ স্মার্টফোনের ক্ষেত্রেই দেখা যায় যে, ফিচার পছন্দ হয় তো ডিজাইন পছন্দ হয়না; আবার ডিজাইন পছন্দ হলে দেখা যায় যে কোন প্রয়োজনীয় ফিচার অনুপস্থিত! ডিজাইন ও ফিচার দুটোই পছন্দ হলে দেখা যায় দাম হয়তো বেশি! ক্রেতাদের এসব কনফিউশন থেকে রক্ষা করতে ওয়ালটন এনেছে Primo GH5; মাত্র ৭,৫৯০ টাকা মূল্যের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, আছে কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম, BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ওটিজি সাপোর্ট থাকায় এই ফোনে পেনড্রাইভ, মাউস, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ডিভাইস ব্যবহারের সুযোগ রয়েছে।

strong>Walton Primo GH5 এর Hands-on Review নিয়েই আমার আজকের টিউন।
Primo GH5 review
বিস্তারিত রিভিউয়ের পূর্বে ফোনটির আনবক্সিং: যাওয়া যাক-
৭,৫৯০ টাকা দিয়ে Primo GH5 কেনার পর আপনি এর সাথে যা যা পাবেন-

  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ব্যাক কভার
  • ওয়ারেন্টি কার্ড

 

Primo GH5 unboxing review

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন: আগেই বলেছি, Primo GH5 বেশ চমৎকার ডিজাইনের, এর একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও পাওয়ার কী, আর উপরের অংশে আছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও আর নিচের দিকে চার্জার/ইউএসবি ২.০ পোর্ট।

Primo GH5 hands-on review

ফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে স্পীকার। ১৪৩.৩ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৭২ মিলিমিটার আর এর পুরুত্ব ৮.৯ মিলিমিটার। ব্যাটারিসহ ফোনটির ওজন ১৩৬ গ্রাম।
Primo GH5 review
এর সামনের দিকে আছে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর প্রভৃতি।

Primo GH5 review

অপারেটিং সিস্টেম: Primo GH5 এ অ্যান্ড্রয়েডের আপডেটেড ভার্সন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে। আর OTA আপডেট সুবিধা থাকায় পরবর্তীতে আপডেট করার সুযোগ তো থাকছেই!
Primo GH5 review OS

ডিসপ্লে ও ইউজার ইন্টারফেস: এই ফোনে ৫ ইঞ্চির আইপিএস+ওজিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর ডিসপ্লের রেজ্যুলেশন কিছুটা কম - ১২৮০x৭২০ পিক্সেল।

Primo GH5 Display

দেখে নিন এই ফোনের কাস্টোমাইজড ইউজার ইন্টারফেস-

Primo GH5 Notification Bar

সিপিউ ও জিপিউ: তবে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসরসমৃদ্ধ এই ফোনে মিডিয়াটেকের MT6580 চিপসেট আর মালি-৪০০ জিপিউ ব্যবহৃত হয়েছে। এতে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।

Primo GH5 review CPU-GPU
স্টোরেজ ও র‍্যাম:Primo GH5 এ ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর পাশাপাশি রয়েছে ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। এই ফোনে ইউনিফাইড স্টোরেজ সুবিধা থাকায় সম্পূর্ণ ইন্টারনাল স্টোরেজই অ্যাপ ইন্সটলের জন্য ব্যবহার করা যায়।
অন্যদিকে ১ গিগাবাইট র‍্যামেবিশিষ্ট এই ফোনে কোন থার্ড পার্টি অ্যাপ ইন্সটল না করা অবস্থায় র‍্যামের প্রায় অর্ধেক ফাঁকা থাকে।

Primo GH5 review Memory

গেমিং পারফরম্যান্স: এন্ট্রি লেভেলের এই ফোনটি সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামবিশিষ্ট এই ফোনে বিভিন্ন ধরণের গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে জনপ্রিয় নানা গেম যেমন - রিয়েল ক্রিকেট, ক্ল্যাশ রয়েল, টেম্পল রান ২ প্রভৃতি কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।
Primo GH5 Gaming review
বেঞ্চমার্ক: কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo GH5 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২২,৭৭৭; অন্যদিকে GFXBench এ এর স্কোর ৩৩৫ (সিঙ্গেল কোর) ও ৭৮৫ (মাল্টি কোর)

Primo GH5 review Antutu Benchmark Score

বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo GH5 এর স্কোর এসেছে ৫৮.৪

Primo GH5 hands-on review Nenamark Score

ক্যামেরা: Primo GH5 এর BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরায় আছে অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি সুবিধা।

দেখে নিন Primo GH5 এর ক্যামেরা ইন্টারফেস ও সেটিংস–

Primo GH5 Camera Review

Primo GH5 এর ক্যামেরায় তোলা ছবি-

Primo GH5 review Camera Sample


Primo GH5 review Camera Sample 2


Primo GH5 review Camera Sample 3


প্রিমো জিএইচ৫ এর ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো সেলফিও তুলতে পারবেন-

Primo GH5 review Front Camera Sample

মাল্টিমিডিয়া: ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকবিশিষ্ট এই ফোনের সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, এর অডিও সাউন্ড কোয়ালিটিও চমৎকার। দেখে নিন প্রিমো জিএইচ৫ এর অডিও ইন্টারফেস-

Primo GH5 audio review

এই ফোনে আইপিএস ডিসপ্লে থাকায় ভিডিও অভিজ্ঞতাটাও হবে দারুণ, এতে ১০৮০ পি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলেছে।

Primo GH5 video review

কানেক্টিভিটি: এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এর পাশাপাশি আছে জিপিএস নেভিগেশন সুবিধা। আর ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় Primo GH5 এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা।
Primo GH5 connectivity
রং:Primo GH5 ফোনটি সাদা, কালো, নীল, হলুদ ও লাল - এই ৫টি রংয়ে বাজারের পাওয়া যাচ্ছে।

Primo GH5 Colors

ব্যাটারি: ৫ ইঞ্চি ডিসপ্লের Primo GH5 এ ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি; একবার ফুল চার্জ দিলে টানা প্রায় সাড়ে ৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। আর সাধারণ ব্যবহারে প্রায় ১ দিন চলে যায়।

Primo GH5 Battery
দাম:মনকাড়া ডিজাইন ও প্রয়োজনীয় নানা ফিচারের Primo GH5 এর দাম মাত্র ৭,৫৯০ টাকা, ফিচারের তুলনায় যা যথেষ্ট সাশ্রয়ী।

একনজরে Primo GH5 এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

  • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ
  • ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • ১৬ গিগাবাইট রম
  • মালি ৪০০ জিপিউ
  • ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ডুয়েল সিম
  • ওটিজি সাপোর্ট
  • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি

 

Primo GH5 Specs

যেসব কারণে ভালো লেগেছে Primo GH5:

  • কাস্টোমাইজড ইউজার ইন্টারফেস
  • আকর্ষণীয় ডিজাইন
  • ওটিজি সাপোর্ট
  • সাশ্রয়ী মূল্য

Primo GH5 এর সীমাবদ্ধতা:

চমৎকার ডিজাইনের এন্ট্রি লেভেলের এই ফোনে উল্লেখযোগ্য কোন সীমাবদ্ধতা চোখে পড়েনি।

 

Primo GH5 hands-on review

শেষ কথা:

সাশ্রয়ী বাজেটে স্মার্টফোন কেনার সময় যারা প্রয়োজনীয় বিভিন্ন ফিচারের পাশাপাশি চান নজরকাড়া ডিজাইন তাদের জন্য ওয়ালটনের Primo GH5 হতে পারে আদর্শ পছন্দ। বিশেষ করে এতে ওটিজি সাপোর্ট থাকায় ফোনটি আলাদা গ্রহণযোগ্যতা পাবে।

Primo GH5 awesome

আজ এপর্যন্তই, নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amamar choto mamar jonno kalke akta kinlam.