IM নিয়ে কিছু গপ্পো::সব ধরনের মেসেঞ্জার সম্পর্কে জানুনএবং ঠিক করুন আপনার জন্য পারফেক্ট ওয়ান কোনটি!

অনেকদিন পর আবার একটা টিউন নিয়ে ফিরে আসলাম। টেকটিউন্স এর সার্ভার গেঞ্জাম এর পর আর টিউন করা হয়ে উঠেনাই। এখন সব ঠিক হয়ে গেছে...টিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সেইজন্য। টিউন করব করব করে আর না পেরে করেই ফেললাম আজকে। যাই হোক কাজের কথায় আসা যাক...

আমরা সবাই হরেক রকম IM ব্যবহার করি আমাদের PC তে। এগুলোর মদ্ধে yahoo,msn,pidgin,digsby এগুলোর ব্যবহার ই বেশি করে সবাই। আমি ব্যবহার করি Trillian Astra!! কী নাম শুনে কি অনেকেই চমকে উঠলেন...আরে এইটা আবার কী?? এইটা কি সেই কথায় পরে আসছি...আগে yahoo এবং msn নিয়ে বলে নেই।

Yahoo Vs. MSN

এই দুইটার মদ্ধে কোনটা ব্যবহার করবেন তা নিয়ে আসলে তেমন চিন্তায় পরার কিছু নাই। দুইটার ই ফিচার সব ই বলতে গেলে একই।

এই দুইটার কমন ফিচারগুলি হলঃ

১] ফাইল শেয়ারিং

২] মাল্টিপল চ্যাট উইন্ডোজ

৩] ভিডিও কনফারেন্সিং

৪] চ্যাট হিস্ট্রি

৫] ইয়াহু এবং এম এস এন দুইটার ই কন্টাক্ট লিস্ট একসাথে

৬] লাইভ ভিডিও

আরোও কিছু কমন সুবিধা আছে যা বলার তেমন দরকার পরেনা।

এখন আমার মতে যারা ভিডিও বা অডিও কল করতে চান তাদের জন্য SKYPE এর চে ভাল কিছু থাকতে পারে এমনটা মনে হয়না। কিন্তু বর্তমানে yahoo এবং msn এর নতুন ভার্সন দুইটাতে বলা হচ্ছে High Definition Full Screen Vedio Chat এর সুবিধা যোগ করা হয়েছে। যদিও msn ইউজার রা কেবল windows 7 এবং vista তে এই সুবিধা পাবেন। windows 7 এবং vista ব্যবহারকারিদের জন্য আর যে যে সুবিধা যোগ করেছে msn এর নতুন ভার্সন টিতে সেগুলি হচ্ছে-

১] চ্যাটিং করতে করতেই ভিডিও শেয়ারিং এবং অফলাইন ফ্রেন্ড কে ভিডিও মেসেজ পাঠান

২] ফেসবুক ফ্রেন্ড দের সাথে চ্যাট করার সুবিধা

৩] ফ্রেন্ড ক্যাটাগরি অনুসারে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস এডিট এর সুযোগ

৪] ফটো, লিঙ্ক, টেক্সট শেয়ারিং করার সুবিধা স্ট্যাটাস মেসেজ এই

ওদিকে yahoo ও কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। তারাউ তাদের নতুন ভার্সন এ করে নিয়ে এসেছে এক বস্তা নতুন নতুন ফিচার।

১] এখন ইয়াহু তেই খেলতে পারবেন আপনার পছন্দের Farmville, MafiaWars এর মত কিছু গেম। সাথে ফেসবুক চ্যাট এর সুবিধা তো আছেই।

২] এক ইয়াহু দিয়েই আপনি ফেসবুক ও ইয়াহু এর সব আপডেট জানতে পারবেন সাথে করতে পারবেন স্ট্যাটাস আপডেট ও।

৩] বিল্ট ইন মিডিয়া প্লেয়ার ব্যবহার করে অনলাইন ভিডিও এবং সাথে ফটো শেয়ারিং সুবিধা তো থাকছেই

তবে অনলাইন টপ টেন রিভিউ এ msn এখন yahoo এর চে কয়েক ধাপ এগিয়েই আছে বলা যায়।তবে দুক্ষের বিষয় টি হল MAC এবং LINUX ব্যবহারকারিরা msn ব্যবহার করতে পারছেন না এখুনি। তাদের ইয়াহু ব্যবহার করেই সন্তুষ্ট থাকতে হবে। তবে windows 7 এবং vista ব্যবহারকারিরা msn এর সব সুবিধা উপভোগ করতে পারবেন ইচ্ছামত।

Windows Live Messenger 2011 সম্পর্কে আরোও বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন আর ডাউনলোড করুন।

Yahoo Messenger Beta এর সম্পর্কে বিস্তারিত জানতে আর ডাউনলোড করতে সাইট ভিসিট করুন।

PIDGIN

Pidgin সম্পর্কে বলার মত আসলে তেমন কিছুই নেই। এটি নিতান্তই নরমাল ইউজার দের জন্য যারা অল্পতেই খুসি থাকতে পারেন এবং শুধুমাত্র মাল্টিপল IM এর সুবিধাই চান। এটাকে কিছু প্লাগইন যোগ করে পদ করা গেলেউ অভিলাষি মানুসের মনপুত কখনই হবেনা। তবে Pidgin সম্পর্কে একটা কথা অবশ্যই বলতে হয়...দেখতে যতই খারাপ হোক Ease of Use এর দিক দিয়ে এটাকে এক নম্বরে পাঠাতেই হয়।

এতগুল IM একসাথে ব্যবহার এর সুবিধা তার পর ও লোড হয় অনেক ফাস্ট কোন ব্লটিং ছারাই। কেউ যদি শুধুমাত্র ব্যবহার এর সুবিধা কেই গুরুত্ত দেন এবং একসাথে অনেক IM এ চ্যাট করতে চান তবে আমি এটা ব্যবহার করার ই সাজেশান দিব। এটির সাহাজ্যে যেই সব IM একাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন তা হল-

  • AIM
  • Bonjour
  • Gadu-Gadu
  • Google Talk
  • Groupwise
  • ICQ
  • IRC
  • MSN
  • MXit
  • MySpaceIM
  • QQ
  • SILC
  • SIMPLE
  • Sametime
  • XMPP
  • Yahoo!
  • Zephyr

আর এখন তো ফেসবুক চ্যাট ও যোগ করা হয়েছে। তবে আর বাকি থাকল টা কি? তাই যারা শুধুমাত্র টেক্সট চ্যাট করতে চান সিম্পলেস্ট উপায়ে এবং এখনো ট্রাই করেননি তারা ট্রাই করে দেখুন আজকেই।

Pidgin ডাউনলোড করুন এখান থেকে।

Digsby Vs. Trillian Astra

এবার আসছি আমার অতি পছন্দের Trillian Astra এবং তার অন্যতম রাইভাল Digsby এর কথায়। যারা Trillian এর সাথে পরিচিত না তাদের কে এটা সম্পর্কে জানানোই আসলে আমার মুল উদ্দেশ্য। প্রথমে Digsby সম্পর্কে কিছু বলে নেউয়া দরকার।

Digsby এর মূল সুবিধা গুলি হচ্ছে-

১] Digsby তে আপনি পাবেন কমন সব IM এই একসাথে চ্যাট করার সুবিধা,ফেসবুক চ্যাট সহ।

২]  Digsby থেকে লগড ইন থাকা অবস্থায় yahoo,gmail,hotmail,aim mail এ আসা মেইল এর খবর সাথে সাথেই আপনাকে জানিয়ে দেবে

৩] Facebook,Myspace,Twitter এর সকল আপডেট আপনাকে এক নিমিষেই জানিয়ে দেবার দায়িত্ব দিতে পারেন Digsby কে

৪] Digsby আপনাকে দিচ্ছে আপনার নিজস্ব ব্লগ বা সাইট এ একটা Widget রাখার সুবিধা যার সাহাজ্জে আপনি ভিসিটর দের সাথে চ্যাট করতে পারবেন

৫] ফাইল ট্রান্সফার এর সুবিধা তো পাবেন

৬] এর আছে অসংখ্য পারসোনাল স্কিন যার কারনে আপনি একে সাজাতে পারবেন নিজের পছন্দমত

৭] আরও পারবেন নিজের পছন্দমত টেক্সট স্টাইল ব্যবহার করতে চ্যাট এ। চ্যাট উইন্ডো তে ইমেজ ড্র্যাগ করে এনে সেন্ড করার সুবিধা,সাথে ইয়াহু বা এম,এস,এন এর প্রায় সব সুবিধা।

এবার আসি Trillian Astra এর কথায়। অসাধারন এই IM এর সাহাজ্যে Digsby এর যে কোন সুবিধাই আপনি পাবেন। এতে চাইলে BUZZ দিতে পারবেন যা Digsby তে নাই। এটার মূল আকর্ষন হচ্ছে এটার অসাধারন লুক। হালের যে কোন IM থেকে গেট আপ এ অনেক অনেক ধাপ এগিয়ে এই Trillian Astra। এতে আপনি ভিডিও এবং অডিও কল করার সুবিধা ও পাবেন। ফেসবুক এর যে কোন আপডেট আপনি এটার সাহাজ্যেই করতে পারবেন।

ফাইল ট্রান্সফার এর সুবিধা তো পাবেন ই, সাথে রয়েছে রিসিউম সাপোর্ট। কাজেই বর ফাইল নামাতেও আর এত ভাবতে হবেনা আপনাকে। এতে রয়েছে গ্রুপ চ্যাট এর ও সুবিধা। অবশ্য এটা আপনি ডিগসবি তেউ পাবেন।এতে রয়েছে বিশাল ল্যাঙ্গুয়েজ প্যাক কালেকশান। German, French, Slovak, Spanish, Bulgarian, Turkish, Swedish, Russian, Dutch, Hungarian, Czech, Portuguese, Danish, Italian, Romanian, Finnish সহ আর অনেক লাঙ্গুয়েজ এর সুবিধা পাবেন এতে প্রয়জনে। আর Trillian লোড ও হয় Digsby এর চে অনেক ফাস্ট।

এছারাউ এতে যে আর কত ফিচার আপনি পাবেন তা বলে শেষ করা যাবেনা। আমি নিজে ব্যবহারের জন্য একটু সুপার ফাঙ্কশনিং,গুড লুকিং টাইপ সফট পছন্দ করি। আর তাই আমি ডিগসবি বা অন্য যে কোন IM থেকে Trillian Astra কেই বেসি প্রেফার করি। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে...

আরও কিছু IM আছে যা সম্পর্কে আর বললাম না। কারন সেগুলোর সাথে আমার তেমন খাতির হয়নাই। এই পাচ টার মদ্ধে যে কোনটাই আপনার চাহিদা অনুযায়ি ব্যবহার করতে পারেন। আশা করি আমার টিউন টা আপনাদের কাজে আসবে।

DigsbyTrillian Astra এর সাইট এ গিয়ে ডাউনলোড ও বিস্তারিত জানতে পারবেন আরও অনেক কিছু।

{{

##একটা কথা বলে নেউয়া ভাল। Trillian Astra এর ব্যবহারকারি কম হউয়ার আরেকটি কারন হল এটির ফুল ভার্সন আপনি ফ্রি তে পাবেন না। আপনাদের সাইট থেকে নামাতে হবে Trillian Astra 5.0 এর ৩০ দিনের ট্রায়াল ভার্সন।যাতে আপনি আলাদা স্কিন ব্যবহার করতে পারবেন না। ভার্সন ৫ এর ফুল ভার্সন আমি পাইনাই। অনেক খুজে ভার্সন 4.2.0.19 এর ফুল ভার্সন পাইসি। কিন্তু এটায় আপনারা নিউ এডেড কিছু ফিচার পাবেন না। কিন্তু তাতে অসাধারন এই IM টার মজা কমবেনা একটু ও। যারা 4.2.0.19 ভার্সন টি ব্যবহার করতে চান তারা ডাউনলোড করুন এখান থেকে। এর ফলে আপনি সব আকর্ষনিয় স্কিন ই ব্যবহার করতে পারবেন। একটা কথা জেনে রাখা ভাল...ভুলেউ Trillian এর সাইট এ স্কিন খুজতে যাবেন না। ওইখান কার স্কিন দেখলে আপনার শুরুতেই ভক্তি চইলা যেতে বাদ্ধ। আমি সাথে করে দুইটা স্কিন দিয়ে দিলাম ভাল ভাল।আর বিল্ট ইন দুইটা স্কিন তো থাকবেই। নেট এ ভালমত একটূ খুজলেই আরও ভাল স্কিন পেয়েউ যেতে পারেন!!

##আরেকটা কথা হচ্ছে Trillian ইন্সটল এর পর Preferences>>Installation and startup এ গিয়ে "Alert me when important trillian news is available" আনচেক করতে ভুলেউ ভুলবেন না। নয়ত আপনাকে প্রতিবার স্টারট এর সময় ১০-২০ মিনিট এর আপডেট এর ধাক্কা পার হতে হবে কিন্তু!!!

}}

সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂

Level 0

আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Trillian Astra অনেক আগে ডাউনলোড করেছিলাম। সেটআপও দিলাম এবং লগইন করলাম। কিন্তু চ্যাট শুরু করলেই এরর দেখায়। তারপর আরো কয়েকবার ডাউনলোড করলাম। একই অবস্থা। অন্য আরেক জনের পিসিতে সেটআপ দিলাম, সেখানেও একই রকম। অবশেষে এটি আর ব্যবহার করা হলনা। বর্তমানে ইয়াহু মেসেঞ্জারে আছি।

    রুহুল ভাই…আমি নামানোর পর প্রথমে প্রব্লেম করসে। পরে আরেক জায়গা থেকে নামাইসি। এখন ঠিকমতই কাজ করতেসে…

    ভাই আপনার এখানে লিংক আছে দুইটি । একটা হল Trillian Astra এর নিজস্ব সাইট যা Trillian Astra5.0 ভার্শন। আরেকটি হল Trillian Astra 4.2.0.19 ভার্শন। আপনি কোন সমস্যা ছাড়া কোনটি ব্যবহার করছেন?
    উত্তর পেলে ঐখান হতেই ডাউনলোড দিবো।

    রুহুল ভাই, ভার্সন 4.2.0.19 টাই ফুল ভার্সন আর ওইটাই এখন ব্যবহার করতেসি কোন প্রকার ঝামেলা ছাড়াই। ধন্যবাদ 🙂

শুভ্র ভাই ভাল টিউন । চালিয়ে যান ।

অনেক সুন্দর টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমিও ট্রাই করতেছি।

দুঃখিত ভুলে গিয়েছিলাম,
আপনি বলেননি কিভাবে ইহা ফুল ভার্ষন করব এবং
কিভাবে স্কীন গুলু ইউজ করা যাবে।

    সাথে Crack দেউয়া আছে ওই 4.2.0.19 টা ফুল ভার্শন। স্কিন টাউ সাথে দেওয়া আছে। স্কিন এর ফোল্ডার দুইটা মেইন ইন্সটলেশান ডিরেক্টরি তে গিয়ে skin ফোল্ডার এ কপি পেস্ট করে দিন। তাহলেই হবে। ধন্যবাদ 🙂

thankyou apnaka 🙂

আমার কাছে Nimbuz টাই সবচেয়ে ভালো লাগে।

বেশি কথা বলবো না হাতে সময় একদম নেই কারন বেকার খাঁন ইনদানিং লেখাপড়াই খুব ব্যস্ত। ভালো লেগেছে

সুন্দর রিভিউ হয়েছে! 😀