ইন্টেল স্কাইলেক ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর

আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।

ইন্টেলের সর্বশেষ প্রসেসর হিসেবে এসেছে "ইন্টেল স্কাইলেক"। স্কাইলেক-এ ডিজাইন আরো উন্নত ও আধুনিক করা হয়েছে যাতে করে আরও গতিশীল ও কম বিদ্যুৎ খরচে কম্পিউটার চালানো সম্ভব হয়। স্কাইলেক প্রসেসর গুলি হাই অ্যান্ড ডেস্কটপ থেকে শুরু করে পাতলা ল্যাপটপ, মোবাইলেও ব্যবহার যোগ্য। প্রধানত চার ধরণের প্রসেসর রয়েছে। Skylake S হল ডেস্কটপ এর জন্য। Skylake Y,U,H হল মোবাইল কম্পিউটিং এর জন্য। বর্তমানে ২টি প্রসেসর বাজারে আছে। একটি i7 6700K ও আরেকটি i5 6600K. স্কাইলেক প্রজন্মের প্রসেসরগুলো পূর্ববর্তী জেনারেশনের চাইতে দুর্বল ইন্ট্রিগ্রেডেড গ্রাফিক্স আছে। কারণ যারা এই প্রসেসর নিবেন তাদের সকলেই আলাদা গ্রাফিক্স কার্ড লাগাবেন বলেই ইন্টেল মনে করি।

স্কাইলেক প্রসেসর এর বিশেষত্ব হলোঃ

i7 6700K:

১/ 4.0 GHz মুল ফ্রিকোয়েন্সি 4.2 GHz পর্যন্ত turboboost.

২/ DDR 4 ক্ষমতার র‍্যাম ব্যবহার।

৩/ 4K ভিডিও সম্পাদনা।

৪/ Next Generation Gaming

৫/ 4 কোর 8 থ্রেড বিশিষ্ট।

৬/ কম বিদ্যুৎ খরচ। 91W

৭/ সকেট LGA 1151

এই প্রসেসর এর দাম বাইনারী লজিক(www.binarylogic.com.bd)-এ ২৯,০০০ টাকা। i5 6600K এর দাম ২১,০০০ টাকা। ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর এর জন্য আলাদা মাদারবোর্ডও লাগবে। সাপোর্টেড মাদারবোর্ড হল-

z150 সিরিজের মাদারবোর্ড। ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলোর দাম হলঃ

Gigabyte GA-Z170 HD3 DDR3             13000/-

Gigabyte GA-Z170 XP SLI Gaming     15000/-

Gigabyte GA Z170 X                               19000/-

বিশেষভাবে উল্লেখ্য যে এসব দাম ইন্টারনেট হতে প্রাপ্ত।তাই হেরফের হতে পারে।

মাদারবোর্ড আপনারা কেনার সময়ে দেখে নিবেন "Z170" লেখা আছে কিনা। এই  মাদারবোর্ড DDR 3 সাপোর্টেড র‍্যামযুক্ত ও হতে পারে আবার DDR4 সাপোর্টেড র‍্যামযুক্তও হতে পারে। DDR 4 র‍্যাম বাজারে লেটেস্ট। তাই এর দামও বেশি।

Z170 মাদারবোর্ড গেমারদের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা। অধিকাংশতেই ২ টি গ্রাফিক্স কার্ড লাগানো যায়।তবে তা PCI express 3.0 16x এ হতে হবে। ৬ষ্ঠ প্রজন্মের কম্পিউটার এ গ্রাফিক্সকার্ড লাগানোটা দরকারি হবে। কারণ ইন্টেল অনেক চিন্তা করে দেখল যে ইন্ট্রিগ্রেডেড গ্রাফিক্সকার্ড আমরা খুব কমসংখ্যকই ব্যবহার করে থাকি। তাই এবার তারা জোর দিয়েছে Integrated Audio এর উপর। তাই এই Z170 সিরিজের মাদারবোর্ড এ খুবই নিখুঁত মানের শব্দ পাওয়া যাবে।

6700K ও 6600K প্রসেসর ওভারক্লকিং সাপোর্টেড তাই আশা করা যায় আগামি ৩ বছর খুব সহজেই লেটেস্ট গেম খেলা যাবে।

স্কাইলেক প্রজন্মের প্রসেসর ও মাদারবোর্ড বর্তমানে সহজলভ্য বাজারে। আপনাদের যদি আরো জিজ্ঞাসা থাকে তবে টিউমেন্টে জানাতে ভুলবেন না।

 

ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এখানে

 

ধন্যবাদ...।

Level 0

আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাবছি ফোর্থ জেন এ আপগ্রেড না হয়ে ফিফথ জেন পেরিয়ে একবারে সিক্সথ জেন এ আপগ্রেড হব 😛 ভাল টিউন।চালিয়ে যান।

I’m using forth generation :'(