
Android Phone এর চাহিদা এখন আকাশ চুম্বি। আর সেই সাথে মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে ঘন্টায় ঘন্টায়। দামী ফোন যেমেন আছে তেমনি কম দামী ফোনের চাহিদা তো রয়েছেই। আর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের চাহিদা আবার নানা রকম। আমাদের মত স্বল্প উন্নত দেশে মানুষ ক্রয় স্বীমার মধ্যে তাই কম দামী মোবাইল ফোন খুজে।তারই ধারাবাহিকতায় Walton কোম্পানির অতি সাম্প্রতিক প্রচেষ্টা হল Walton Primo F6!! মাত্র ৫,৯৯০ টাকায় Walton এই ফোনে যেরকম ফিচার দিয়েছে, তা সত্যি-ই এক কথায় দারুন এবং সময়োপযোগী।
এই দামে যেকোন স্মার্টফোনের চেয়ে ভাল, এটা বাজি ধরে বলা যেতে পারে। কালো এবং সিলভার রঙের শাইনি ব্যাককভার ও এই ফোনের লুক কে আরো অসাধারণ করে তুলেছে। তাছাড়া এই ফোনের পারফরমেন্স মান সম্মত।
Walton Primio F6 এর রিয়ার ক্যামেরা হিসেবে অটোফোকাস যুক্ত ৫ মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ভিজিএ ক্যামেরা। লো-বাজেটের জন্য দারুন একটি ফোন।

এত কম দামে এমন একটি ফিচারড স্মার্টফোন পাওয়া যাবে এটা হয়ত একদিন কল্পনাও করা যেত না। তো চলুন, আর কথা না বাড়িয়ে ফোনটির আউটলুক আর পারফরমেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানি।

* এন্ড্রয়েড ৫.১ ললিপপ
* ডুয়াল সিম, এবং দুই সিমেই ৩জি সাপোর্ট
* 4.5″ WVGA ডিসপ্লে
* ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর
* Mali-400MP জিপিইউ
* 1 GB Ram
* 8 GB রম
* ৩২ জিবি পর্যন্ত এক্সটারনাল এস ডি কার্ড সাপোর্ট
* অটোফোকাস টেকনোলজি সমৃদ্ধ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
* ভিজিএ ফ্রন্ট ক্যামেরা (০.৪ মেগা পিক্সেল)
* অ্যাক্সেলারো মিটার ৩ডি, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর
* 1650 MAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি
* OTA Update সুবিধা
Walton Primo F6 এর বক্সে আপনি যা যা পাবেনঃ
১. 1650 mAh Battery
২. চার্জার এডাপটার
৩. ডাটা ক্যাবল
৪. ইয়ারফোন
৫. ইউজার ম্যানুয়াল
৬. ওয়ারেন্টি কার্ড
৭. একটি এক্সট্রা স্ক্রিন প্রটেক্টর
Walton Primo F6 ফোনটির ডিজাইন যথেষ্ট দৃষ্টি নন্দন। ফোনটির কোণাগুলো কিছুটা Curvy, যার ফলে এটি বহন করা খুবই সহজ।এছাড়া ফোনটির দুই রংয়ের চকচকে স্টাইলিশ ব্যাক কভার ফোনটির লুক কে আরো সুন্দর করে তুলেছে।
ফোনটির ডানপাশে উপরে পাওয়ার বাটন এবং ঠিক বাম পাশেই রয়েছে ভলিউম আপ ও ডাউন বাটন। এ তাছাড়া ফোনটির উপরের দিকে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং USB Charger রয়েছে।
ফোনটির পিছনের দিকে রয়েছে ৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও ফ্লাশ এবং লাউডস্পিকার। ফোনটির সামনের দিকে রয়েছে হেডপিস, ফ্রন্ট ক্যামেরা, লাইট ও প্রক্সিমিটি সেন্সর। তাছাড়াও ডিসপ্লের নিচের দিকে রয়েছে ক্যাপাসিটিভ টাচ বাটনস।
Walton Primo F6 স্মার্টফোনটির উচ্চতা 129 মিলিমিটার। সেটটি প্রস্থে 66 মিলিমিটার এবং এর প্রশস্থতা 8.4 মিলিমিটার। ব্যাটারি সহ ফোনটির ওজন মাত্র 137 গ্রাম!!
Walton Primo F6 স্মার্টফোনে 4.5 ইঞ্চির WVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 480×854. এতে ১৬ মিলিয়ন রঙ সাপোর্ট করে। ডিসপ্লে ডেনসিটি 240 dpi. ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোলড এই টাচ স্ক্রিন এ ২ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে।

এই স্মার্টফোনটির ইউজার ইন্টারফেস আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সেটের স্টক লাঞ্চার টির স্টাইল আপনার পছন্দ হবে।। এছাড়া, ফোনটিতে এক্সট্রা থিম ও দেওয়া আছে কিছু, যা দিয়ে আপনি এই সেটের ইউজার ইন্টারফেসের স্টাইল চেঞ্জ করতে পারবেন যে কোন সময়। তাছাড়া, এই সেটে আলাদা আলাদা ভাবে লক স্ক্রিন ও মেইন মেনুর ওয়ালপেপার ও সেট করা যায়। তাছাড়া এই ফোনের ইউ আই ট্রানজিশনও খুব স্মুথ।




প্রসেসর & জিপিইউ
এই স্মার্টফোনে কোর্টেক্স এ-৭ আর্কিটেকচার বেজড ১.৩ গিগাহার্জ ক্লকস্পীড সম্বলিত কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফলে, যেকোন এপ এর প্রসেসিং অনেক ফাষ্ট।
Walton Primo F6 এ জিপিইউ হিসেবে Mali-400MP দেওয়া হয়েছে। এই বাজেটে যেকোন স্মার্টফোনের জন্য এটি খুবই ভাল জিপিইউ। এই মোবাইলের গ্রাফিক্স পারফরমেন্স আমরা এর নেনামার্ক টেস্ট করেই বুঝতে পারব। নিচেই আপনারা তা দেখতে পাবেন।
র্যাম:
এই সেটে র্যাম হিসেবে 1GBর্যাম দেওয়া হয়েছে। আর কম এত কম দামে 1 GB Ram, আসলেই দারুন। তবে, এই বাজেটে যে কোন সেটের জন্যএতটুকু র্যাম এক কথায় অসাধারণ।



রম:
Walton এখন তাদের সকল Mobile ফোনেই Unified Storage দিচ্ছে। আপনারা এই মোবাইলের স্টোরেজ পাচ্ছেন 8 GB. যার মধ্যে আপনি 4.70 Unified Storage হিসাবে ব্যবহার করতে পারবেন। আর বাকি যায়গা টুকু মোবাইলের OS এবং Built in Apps Install এর জন্য ব্যবহৃত হয়েছে।


Unified Storage আসলে কি?
এই সুবিধা অনেক ব্র্যান্ড মোবাইলেও আপনারা পাবেন না। তার আগে এই ফিচারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সুবিধার ফলো আপনার মোবাইলে যে বিল্ট-ই মেমোরী দেয়া থাকে, আপনি চাইলে সেই যায়গার পুরোটাই এপস ইনষ্টলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অথবা পুরো যায়গাটাই Physical Data (Song, Picture ETC) রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হলো আপনারা যে কোন ধরনের (1 GB, 2 GB ETC) apps ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন।
ক্যামেরাঃ
Walton Primo F6 ফোনটিতে ৫ মেগাপিক্সেল এর অটোফোকাস টেকনোলজি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই ফোনের স্টক ক্যামেরা এপ্লিকেশন এ অনেক অপশন ও দেওয়া হয়েছে।



চলুন, কিছু ছবি দেখে নেই আমরা:

এই সেটে ৩.৫ মিলিমিটার এর অডিও জ্যাক পোর্ট দেওয়া হয়েছে। এই সেটের সাথে দেওয়া হেডফোনের কোয়ালিটি অনেক ভালো। এছাড়াও এই ফোনে আপনি Full HD Video (1080×1920 Pixel) ভিডিও ও কোন ল্যাগ ছাড়া দেখতে পারবেন।
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, হটস্পট, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা রয়েছে। তাছাড়া এতে জিপিএস ও এ জিপিএস নেভিগেশন সুবিধা তো আছেই।
Primo F6 এর দুইটি সিমের দুটিই ৩জি সাপোর্টেড।

Walton Primo F6 এ Accelerometre 3D, Proximity ও Light Sensor দেওয়া হয়েছে।

এই ফোনে 1650 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে।
আমরা সবাই মোবাইল ফোন কেনার সময় মোবাইলের বেঞ্চমার্ক স্কোর টেষ্ট করে থাকি। আপনাদের ঝামেলা কমাতে আমরা নিজেরাই বেঞ্চমার্ক টেষ্ট করে ফেলেছি।আর এই মোবাইলের বেঞ্চমার্ক (Antutu) Score অবিশ্বাস্য একটি স্কোর আমরা ফলাফল হিসেবে পেয়েছি!! 21,377!!!! যা এই বাজেটে কেন, এর চেয়ে বেশি বাজেটের অনেক সেটেই পাওয়া যায় না। ওয়াল্টন এই ফোনে সফটওয়্যার অপটিমাইজেশন খুব ভাল ভাবেই করেছে বোঝা যাচ্ছে! গ্রাফিক্স টেস্ট করার এপ নেনামার্ক এও এসেছে খুবই ভাল স্কোর!! 58.2!!!! কাজেই মোটামোটি ভাল ভাল গেম ল্যাগ ছাড়া খেলা যাবে তা বোঝাই যাচ্ছে!!


মোবাইল কিনবেন, আর গেম খেলবেন না, তাকি হয়!!!!!!!!!!!!
Asphalt 8, Modern Combat, D-Day, Fifa 15 থেকে শুরু করে সকল প্রকার HD Games আপনারা খেলতে পারবেন বিনা বাধায় এবং কোন প্রকার ঝামেলা ছাড়াই।
OTA(Over The Air) আপডেট সুবিধার ফলে পিসির সাহায্য ছাড়াই আপনি আপনার সেট এর যেকোন প্রকার অফিসিয়াল সিস্টেম আপডেট ফোনের সাহায্যেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

দারুণ এই স্মার্টফোন এর মূল্য মাত্র ৫,৯৯০ টাক। আশা করি, কম দামে এবং বাজেট বান্ধব এই মোবাইল ফোনটি আপনাদের অনেক পছন্দ হবে।
Walton Primo F6 ফোনটি কালো এবং রূপালি দুই রঙে পাওয়া যাচ্ছে।

Primo F6 এর ভাল লাগা দিক গুলোঃ
* চমৎকার স্টাইল
* বাজেটের তুলনায় ভাল কনফিগারেশন
* এই বাজেটে মানসম্মত ক্যামেরা
* ডুয়াল সিম ৩জি সাপোর্ট
* চকচকে ব্যাককভার
* OTA
Primo F6 এর ভাল না লাগা দিক গুলোঃ
যে হারে ইদানিং সবাই ব্যাটারি নিয়ে কথা বলে, সেই হিসেবে 1650 mAh ব্যাটারি যথেষ্ট কম-ই লেগেছে আমার কাছে।

বাংলাদেশের বাজারে কম দামের স্মার্টফোন এনে Walton কোম্পানি তাদের সুনাম দিনকে দিন বাড়িয়ে তুলছে। আগামী দিনেও যেন তারা আরো ভাল মানের স্মার্টফোন আমাদের দেশের সাধারণ জনগণের জন্য কম দামে আনতে পারে সে প্রত্যাশা আমাদের সবার।
আমি রাফসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a bolgger
video call option ni…….etai problem