অ্যান্ড্রয়েড ললিপপচালিত Walton Primo F6 এর হ্যান্ডস-অন রিভিউ

বর্তমানে বাংলাদেশে তরুন প্রজন্মের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের অত্যাধুনিক ফিচার আর অ্যাপ মানুষের জীবনকে করে তুলেছে অনেক বেশি সহজ ও প্রানবন্ত। তরুণ প্রজন্মের হাতে সুলভে ভালো স্মার্টফোন তুলে দিতে সম্প্রতি বাজারে এসেছে দেশীয় স্মার্টফোন বাজারজাতকরণ প্রতিষ্ঠান ওয়ালটনের প্রিমো এফ সিরিজের নতুন স্মার্টফোন Primo F6; নতুন এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপগ্রেডেড ভার্সন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহৃত হয়েছে। এর পাশাপাশি এই ফোনে রয়েছে OTA বা Over The Air আপডেট সুবিধা, এই সুবিধার কারণে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এই ফোনের সফটওয়্যার আপডেট করা যাবে। সুন্দর ছবি তুলতে এন্ট্রি লেভেলের এই ফোনে রয়েছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, আর ভিডিও কলিংয়ের জন্য আছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা এছাড়া ৫,৯৯০ টাকা মূল্যের এই ফোনে প্রয়োজনীয় অন্যান্য ফিচারের পাশাপাশি রয়েছে ইউনিফাইড স্টোরেজ সুবিধা।
Primo F6 review
তবে অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমচালিত ওয়ালটনের এই ফোনে নেই Native 3G Video Calling সুবিধা, কেনোনা মিডিয়াটেক চিপসেটসমৃদ্ধ ফোনসমূহে ললিপপের জন্য এখনও এই ফিচার অনুমোদিত নয়।
ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo F6 এর ডিজাইন, ক্যামেরা পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স, ব্যাটারী ব্যাকআপ, বেঞ্চমার্ক প্রভৃতি তথ্য নিয়ে আমার আজকের টিউন Walton Primo F6 এর Hands-on Review

রিভিউয়ের শুরুতে চলুন একনজরে Primo F6 এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নেওয়া যাক -

  • অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম
  • ৪.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
  • ১ গিগাবাইট র‍্যাম
  • মালি ৪০০ জিপিউ
  • ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
  • ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ডুয়েল মাইক্রো সিম
  • ১,৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী

Primo F6 Specs

আনবক্সিং:
Primo F6 স্মার্টফোনটির সাথে আপনি যা যা পাচ্ছেন –

  • হ্যান্ডসেট
  • ব্যাটারী
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Primo F6 unboxing

অপারেটিং সিস্টেমঃ
বাজারের অন্যান্য ফোনে যখন চলছে কিটক্যাট অপারেটিং সিস্টেম, ওয়ালটন তখনেকধাপ এগিয়ে। ওয়ালটন তাদের Primo F6 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করেছে।
Primo F6 review OS

বিল্ড কোয়ালিটি ও ডিজাইনঃ
বেশ আকর্ষণীয় ডিজাইনের প্রিমো এফ৬ স্মার্টফোনটির উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও ইউএসবি ২.০ পোর্ট। এছাড়া ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী আর অন্য পার্শ্বে পাওয়ার কী।

Primo F6 hands-on review

১২৯ মিলিমিটার উচ্চতার এই ফোনটি প্রস্থে ৬৬ মিলিমিটার আর এর পুরুত্ব ৮.৪ মিলিমিটার। বেশ হালকা গড়নের এই ফোনের ওজন মাত্র ১৩৭ গ্রাম (ব্যাটারীসহ)।

প্রিমো এফ৬ স্মার্টফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে রয়েছে স্পীকার। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই। এর পাশাপাশি এই ফোনে হোম/মেনু, অপশন ও ব্যাক – এই তিনটি বাটন রয়েছে।

Primo F6 review

ডিসপ্লে ও ইউজার ইন্টারফেসঃ
এই ফোনে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, আর এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ৪৮০x৮০০ পিক্সেলের।

Primo F6 Display

ওয়ালটনের Primo F6 ফোনটিতে অ্যান্ড্রয়েডের আপগ্রেডেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহৃত হওয়ায় এর ইউজার ইন্টারফেস ব্যবহারকারীকে দিবে নতুন এক অভিজ্ঞতা।
চলুন ফোনটির ইউজার ইন্টারফেস দেখে নেওয়া যাক-

নোটিফিকেশন বারঃ
Primo F6 Notification Bar

হোমস্ক্রীনঃ
Primo F6 Home screen

অ্যাপ ড্রয়ারঃ
Primo F6 App Drawer

এছাড়া এই ফোনে রয়েছে বিভিন্ন ধরণের থিম ব্যবহারের সুবিধাঃ
Primo F6 Themes

প্রসেসর, চিপসেট ও জিপিউঃ
এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর, ফলে এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়। আর Walton Primo F6 ফোনটিতে মিডিয়াটেকের MT6580 চিপসেট ব্যবহৃত হয়েছে।

Primo F6 Chipset
জিপিউ হিসেবে ওয়ালটন তাদের এই ফোনে মালি-৪০০ ব্যবহার করেছে।
Primo F6 review GPU

মেমোরীঃ
Primo F6 স্মার্টফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, যার মধ্যে প্রায় ৪.৬৫ গিগাবাইট ব্যবহারযোগ্য। তবে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করে এর ধারণক্ষমতা বাড়িয়ে নেওয়া যাবে।
Primo F6 review Memory

র‍্যাম:
কোয়াডকোর প্রসেসরের এই ফোনে দ্রুতগতির ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ১ গিগাবাইটের র‍্যাম ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৯৬৯ মেগাবাইট ব্যবহারযোগ্য।
Primo F6 hands-on review RAM

ক্যামেরাঃ
Primo F6 স্মার্টফোনটিতে রয়েছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এছাড়া ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধা।
দেখুন ক্যামেরা সেটিংস এর স্ক্রীনশট –

Primo F6 Camera Review

এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ

Primo F6 review Camera Sample

Primo F6 review Camera Sample 2

Primo F6 review Camera Sample 3

এছাড়া এই ফোনে রয়েছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।

মাল্টিমিডিয়া পারফরম্যান্সঃ
Primo F6 এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি মোটামুটি মানের, এর অডিও সাউন্ড কোয়ালিটিও বেশ সুন্দর।

Primo F6 audio review

ওয়ালটনের এই ফোনে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।

Primo F6 video review

গেমিং পারফরম্যান্সঃ
স্বল্পবাজেটের ও এন্ট্রি লেভেলের এই ফোনটি সাধারণ গেমিংয়ের জন্য মন্দ নয়। কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যামসমৃদ্ধ এই ফোনে বিভিন্ন ধরণের জনপ্রিয় গেম বেশ স্মুথলি খেলা যায়; এই ফোনে ক্ল্যাশ অব ক্ল্যানস, টেম্পল রান ওজেড, রিয়াল ক্রিকেট, টেম্পল রান ২ প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।

Primo F6 Gaming Review

কানেক্টিভিটিঃ
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো রয়েছেই।

সিমঃ
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় প্রিমো এফ৬ এ-ও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা। আর হ্যাঁ, এর উভয় সিম স্লটই মাইক্রো-সিম সুবিধাসম্পন্ন।

ব্যাটারীঃ
৪.৫ ইঞ্চি ডিসপ্লের সংবলিত Primo F6 এ ১,৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারী ব্যাকআপ বেশ মোটামুটি, একবার ফুল চার্জ দিলে টানা ৪-৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যায়। এছাড়া একবার ফুল চার্জে টানা প্রায় ৫ ঘন্টা ভিডিও উপভোগ করা যায়। যদিও ৪.৫ ইঞ্চি ডিসপ্লে সংবলিত ফোনের জন্য ১,৬৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অপ্রতুল।
Primo F6 Battery Review

বেঞ্চমার্কঃ
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo F6 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২১,৩৭৭

Primo F6 review Antutu Benchmark Score

AnTuTu স্কোরের দিক থেকে Asus Zenfone 5 এর পর Primo F6 এর অবস্থান।

Primo F6 review Antutu Benchmark Score

বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ Nenamark এ Primo F6 এর স্কোর এসেছে ৫৮.২

Primo F6 hands-on review Nenamark Score

স্পেশাল ফিচারঃ
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ইউনিফাইড স্টোরেজ সুবিধা, অর্থাৎ এর পুরো স্টোরেজ অ্যাপ ইন্সটলের জন্য ব্যবহার করা যাবে।

OTA আপডেট সুবিধাঃ
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।

Primo F6 OTA Update

মূল্যঃ
ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে আপগ্রেডেড অপারেটিং সিস্টেম ও চমৎকার সব ফিচারসংবলিত Primo F6 স্মার্টফোনটির মূল্য ৬,৬৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

যেসব কারণে ভালো লেগেছে Walton Primo F6 :

  • আপগ্রেডেড অপারেটিং সিস্টেম
  • আকর্ষণীয় গড়ন
  • BSI সেন্সরযুক্ত ক্যামেরা
  • Over The Air আপডেট সুবিধা

Primo F6 এর কিছু সীমাবদ্ধতাঃ

  • আইপিএস ডিসপ্লের অনুপস্থিতি
  • ওটিজি সাপোর্ট না থাকা
  • অপেক্ষাকৃত কম মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি

Primo F6 hands-on review

চূড়ান্ত সিদ্ধান্তঃ
স্বল্পমূল্যে প্রয়োজনীয় নানা ফিচারের স্মার্টফোন কিনতে চাইলে ওয়ালটন প্রিমো এফ৬ ফোনটি থাকতে পারে পছন্দের শীর্ষ তালিকায়, এছাড়া যারা আপডেটেড অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে চান তারাও কিনতে পারেন ৫,৯৯০ টাকা মূল্যের Walton Primo F6
Primo F6 awesome

নতুন কোন টিউন নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি আরিফিন সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে ভালো লাগে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Good

Video call option khuje paccina.. hlp koren plz..

    ওয়ালটনের এই ফোনে Native 3G Video Calling সুবিধা নেই, কেনোনা মিডিয়াটেক চিপসেটসমৃদ্ধ ফোনসমূহে ললিপপের জন্য এখনও এই ফিচার অনুমোদিত নয়।

    এটাতে ভিডিও কল অপশন নেই ভাইয়া, আমি রিভিউতের শুরুতে এটা উল্লেখ করেছি