বাংলাদেশের বাইক [পর্ব-৭৩] :: ‌Yahama SZ-RR 150

বাংলাদেশের বাইক–এর ৪২ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি।আজকে আমরা Yahama SZ-RR বাইক সম্পর্কে জানবো।Yahama SZ-RR স্পোর্টস বাইকের মত দেখতে যা একই সাথে শক্তিশালী এবং চালানোর ক্ষেত্রে কমফোর্ট।তরুণ বাইকার এবং মধ্য বয়সী উভয় বয়সের ব্যক্তিদের জন্য মানানসই।Yahama SZ-RR বাইকে এক সিলিন্ডার বিশিষ্ট 4-স্ট্রোক-এয়ার কুল এসওএইচসি(SOHC) ইঞ্জিন আছে। ব্রেকিং সিস্টেম সামনের চাকায় ডিস্ক এবং পিছনের চাকায় ড্রাম।তো চলুন বাইকটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

ফিচার সমূহ:

বাইকটির স্পিডোমিটারটি স্টাইলিশ অ্যানালগ এবং নতুন ডায়াল ডিজাইনসহ একটি অ্যানালগ টেকোমিটার আছে। বাইকটির সামনের অংশটা অনেকটা এফজেড এর মত কিন্তু বাইকটি এফ জেড থেকে অনেকটা চিকন।বাইকটিতে আরও রয়েছে লো ফুয়েল ইনডিকেটর, ক্লক, ইলেকট্রিক স্টার্ট আরও অনেক কিছু। আসুন আমরা বাইকটি ফিচারগুলো জেনে নিই।

 

SpeedometerAnalogue
Tachometer--
Tachometer Type--
Shift Light--
Electric StartYes
TripmeterNo
No Of Tripmeters--
Tripmeter Type--
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorNo
Low Battery IndicatorNo

 

Fuel Gauge--
Digital Fuel GaugeNo
Pillion Seat--
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion Grabrail--
Stand AlarmNo
Stepped SeatNo
Antilock Braking SystemNo
Killswitch--
ClockN

 

ইঞ্জিন:

Yahama SZ-RR বাইকে রয়েছে 153 সিসি মানের সি.ডি.আই ইগনিশন সিস্টেমের এক সিলিন্ডার বিশিষ্ট 4-স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন।ইঞ্জিনটির মাক্স পাওয়ার 12 bhp @ 7500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক 13 Nm @ 4500 rpm। বাইকটির বোর ও স্ট্রোক ৫৮ .মি.মি। এটার ফুয়েল ডেলিভারী সিস্টেম হল কার্বুরেটর। আসুন আমরা ইঞ্জিন-এর স্পেসিফিকেশন জেনে নিই।

Engine
Displacement (cc)153
Cylinders1
Max Power12 bhp @ 7500 rpm
Maximum Torque13 Nm @ 4500 rpm
Bore (mm)58
Stroke (mm)57
Valves Per Cylinder2
Fuel Delivery SystemCarburetor
Fuel TypePetrol
IgnitionC.D.I
Spark Plugs (Per Cylinder)1
Cooling System--
Transmission
Gearbox TypeManual
No Of Gears5
Transmission TypeChain Drive
ClutchWet, multiple-disc

 

চেসিস এবং সাসপেনশন:

Yahama SZ-RR বাইকের চেসিস ডায়মন্ড টাইপের যা বাইকটিকে স্পোর্টি লুক দিয়েছে। বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সুইং আর্ম টাইপের সাসপেনশন রয়েছে।

Chassis & Suspension
Chassis TypeDiamond
Front SuspensionTelescopic
Rear SuspensionSwingarm

 

ব্রেকিং সিস্টেম

বাইকটির সামনের চাকাতে একটা ডিস্ক ব্রেক ও পেছনের চাকাতে ড্রাম ব্রেক রয়েছে। এটা বাইকের কন্ট্রোলকে বেশ পাওয়ারফুল করে তুলেছে। সামনের ড্রাম ব্রেকের সাইজ ১৫০ মি.মি এবং পেছনের ডিস্কের সাইজ ১৫০ মি.মি।

Braking
Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)150
Rear DiscYes
Rear Disc/Drum Size (mm)150
Calliper Type--

ডাইমেনশন, ওজন, চাকা এবং টায়ার:

বাইকটির কার্ব ওয়েট 135 কেজি, লম্বা 2050mm,চাওড়া 730mm এবং উচ্চতা 1100mm।হুইলবেজ 1320mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সে 165mm।বাইকের হুইল অ্যালয়। সিট হাইট ৮০২ মি.মি।

ডাইমেনশন & ওয়েট

Dimensions & Weight
Kerb Weight (Kg)135
Overall Length (mm)2050
Overall Width (mm)730
Overall Height (mm)1100
Wheelbase (mm)1320
Ground Clearance (mm)165
Seat Height (mm)802

চাকা এবং টায়ার

বাইকটিতে ১৭ ইন্চি সাইজের চাকা রয়েছে। এটার সামনের টায়ারের সাইজ হল 2.75- 17 41P এবং পেছনের টায়ারের সাইজ হল 100/90-17 55P। এটার টায়ারের সাইজ আর একটু মোটা হলে মনে হয় ভাল হত। কারণ বাইকটি ১৫০ সিসির। বাইকটির টায়ারগুলো টিউবলেস নয়।

 

Wheels & Tyres
Wheel Size (inches)17
Front Tyre2.75-17 41P
Rear Tyre100/90-17 55P
Tubeless TyresNo
Radial Tyres--
Alloy WheelsYes

 

লাইট এবং ব্যাটারি:

এই বাইকে 12 ভোল্ট ও 5 অ্যাম্পিয়ার মানের একটি বেশ পাওয়ারফুল ব্যাটারি আছে।হেডলাইট বাল্ব 12 ভোল্ট ও 35 ওয়াট মানের হ্যালোজেন বাল্ব। এটাতে টার্ণ ও পাস লাইট ও রয়েছে।

Electric System--
Battery12V,5 AH(10H)
Headlight TypeHalogen bulb
Headlight Bulb Type(12 V, 35/35 W)
Brake/Tail LightTail Lamp
Turn SignalYes
Pass LightYes

 

জ্বালানী এবং জ্বালানী কার্যকারিতা:

Yahama SZ-RR বাইকে 14 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক আছে এবং রিজার্ভে 2.3 লিটার ফুয়েল রাখা যায়।বাইকটি এক লিটার ফুয়েলে 55 কিলোমিটার পথ চলতে পারে।

এটার ফুয়েল ইফিসিয়েন্সি ৫৫ কি.মি / লিটার। এটার রিজার্ভ ২.৩লিটার। এটা ১ লিটার জ্বালানীতে ৫৫ কিলোমিটার চলতে পারে। সুতাং আমরা দেখতে পাচ্ছি এটা একটা ১৫০ বাইক হিসেবে বেশ ভাল মানের মাইলেজ দেয়।

Fuel Tank Capacity (Litres)14
Reserve Fuel Capacity (Litres)2.3
FuelEfficiency Overall (Kmpl)55
Fuel Efficiency Range (Km)--

 

পারফর্মেন্স:

বাইকটি ৬ সেকেন্ডে 60kmph গতি তুলতে পারে এবং সর্বোচ্চ গতি 105 kmph।

0 to 60 kmph (Seconds)6
0 to 80 kmph (Seconds)--
0 to 40 m (Seconds)--
Top Speed (Kmph)105
60 to 0 Kmph (Seconds, metres)--
80 to 0 kmph (Seconds, metres)--

 

কালার:

বাজারে বাইকটি বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে।

যেমন Quality Red, Quality Black, Quality Blue

অবশেষে বলা যায় একই সাথে মডারেট এবং স্পোর্টি লুকের জন্য বাইকটি তরুণ এবং মধ্য বয়সীদের মাঝে সমান জনপ্রিয়।

সৌজন্যে : Bikebd.com

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সব থেকে পছন্দের বাইক এটি, কিন্তু পারলাম না ভাই, শেষ পর্যন্ত TVS Sports নিলাম।