বাংলাদেশের বাইক [পর্ব-৬৫] :: TVS Flame SR-125

বাংলাদেশের বাইক এর ৬৩ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের রিভিউটি TVS Flame SR-125 এর উপর। এটা ১২৫ বাইকের মধ্যে বেশ ভাল একটা বাইক। বাইকটি টিভিএস এর বেশ ভাল মার্কেট পাওয়া একটা বাইক। বাইকটির লুকিং এর সাথে ইন্জিন পাওয়ারও চরম। সেই সাথে রয়েছে মজার মজার সব ফিচার। বাইকটি রাইড করে মজাও আছে বেশ। আজ আমরা এই বাইকটি নিয়েই আলোচনা করব।

তো চলুন, এক নজরে দেখে নেওয়া যাক TVS Flame SR-125  এর কনফিগারেশন।

 

 টেকনিক্যাল স্পেসিফিকেশন :

ABSNoAlloy WheelsYes
Electric StartYesSplit SeatNo
Under seat ExhaustNoSingle SeatNo
Daytime Running LmpNoTraction ControlNo
Luggage BoxNoDisc BrakeNo
Cruise ControlNoSingle Side Swing ArmNo
MonoshockNoDigital SpeedometerNo
Digital TachometerNoDual Clutch TransmissionNo
Air Pressure IndicatonNoCD ChangerNo
Air ConditionerNoFuel CalculatorFuel consuption only
Seat BeltNoReverse GearNo
Dual ExhaustNoClip on Handle BarsNo
ClockYesGear IndicatorNo
Upside Down Front ForksNoSide Stand Warning--
Ride ModesNoGPSNo
iPod ConnectivityNoHeated GripsNo
AirbagsNoHeated SeatsNo
Adjustable windscreenNoFoot WarmerNo
Charging PointNoHelmet HolderNo
Auto off IndicatorNo
Engine
TypeCCVTi, 3-valve 4 stroke
Displacement124.8 cc
Max. Power10.5Bhp@7500rpm
Max. Torque10Nm@6000rpm
Suspension
Front SuspensionTelescopic oil damped
Rear SuspensionFive-step adjustable hydraulic suspension
Brake
FrontDrum 130 diameter(240mm disc optional)
RearDrum 130 diameter
Tyre
Front Tyre90/90X 17/2.75X 18
Rear Tyre10/90X 17/3.00X 18
Dimensions
Kerb Weight125 kg
Wheelbase1320 mm
Electricals
Battery1320
Head Lamp12V 35/35 W- halogen.
Fuel Tank Capacity
Fuel Capacity7.5 ltrs

 

ওভারভিউ বডি  :

বাইকটি মূলত বেশ স্টাইলিশ একটা বাইক। এটাতে একটা ডিজিটাল স্পীডোমিটার, ক্লক, ফুয়েল ক্যালকুলেটর রয়েছে। বাইকটিতে ইলেকট্রিক স্টার্ট ও রয়েছে। সামনের দিকের দেখে বাইকটিকে বেশ লম্বাই মনে হয় ১২৫ বাইক হিসেবে। তবে এর পুরো বডিটা সামনের সাথে মানানসই। বডিটা বেশ বড় এবং ৩ জন খুবই সহজে বসা যায়। বাইকটার ফুযেল ট্যাঙ্কের স্টাইলটা বেশ ইউনিক এবং একটা ছোটখাট পাখনা যুক্ত। যাই হোক, সব কিছূ মিলিয়ে বাইকটিকে আমরা একটা বেশ স্টাইলিশ বাইক বলতে পারি।

ইন্জিন :

বাইকটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ঠ একটি ৪ স্ট্রোক ইন্জিন। এটা CCVTi টাইপের ইন্জিন  । এর ইন্জিনের ডিসপ্লেসমেন্ট হল 124.8 cc সিসি। এর সাথে এয়ারকুল প্রযুক্তি ইনটিগ্রেট করা রয়েছে। এই ইন্জিনটিতে 10.5Bhp@7500rpm শক্তি রয়েছে এবং বাইকটির টর্ক হল 10Nm@6000rpm যেটা ১২৫ বাইকের ক্ষেত্রে বেশ ভালই বলা যায়।। এটার ইলেকট্রিক ও কিক উভয় ধরণের স্টার্ট মেথড রয়েছে।। এর ইন্জিনের রয়েছে একটি ৪ স্পীড গিয়ার বক্স। এর ইগনিশন সিস্টেম হল CDI। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাইকটির ইন্জিন পাওয়ার সাধারণ ১২৫ বাইকের থেকে অনেক বেশী।

 

চাকা ব্রেকিং ডাইমেনশন :

বাইকটির চাকা অন্যান্য প্রায় সব ১২৫ সিসি বাইকের মতই।। এর চাকাগুলো অ্যালয় এবং টিউবলেস।। বাইকটির সামনের চাকাতে ১৩০ মি.মি ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এবং পেছনের চাকাতে ১৩০ মি.মি ড্রাম ব্রেক রয়েছে। বাইকটির হুইলবেস ১৩২০ মি.মি যেটা বেশ ভালই এবং ১২৫ বাইক এত বেশী সাধারণত থাকে না।

বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মি.মি এবং ওজন ১২২ কেজি। ওজন একটু বেশী হবার কারণে বেশী স্পীডে ভাইব্রেশনের সমস্যাটা এই বাইকে নেই। বাইকটির সামনে সাসপেনশন টেলিস্কোপিক ওয়েল ড্যামপড এবং পেছনের সাসপেনশন সিস্টেম হল Five-step adjustable hydraulic suspension। বাইকটিতে এ্যলয় হুইলেরর সাথ সামনের চাকাতে ডিস্ক ও পেছনের চাকাতে ড্রাম ব্রেক যুক্ত রয়েছে। সামনের টায়ারের সাইজ 90/90X 17/2.75X 18 এবং পেছনের টায়ারের সাইজ 10/90X 17/3.00X 18।এটার অ্যালয় হুইলগুলো বেশ স্টাইলিশ ও স্ট্রং এবং সামনের চাকার হাইড্রোলিক ডিস্ক ব্রেকের সাথে বাইকটি বেশ ভালই লুক নিয়েছে।

 

অন্যান্য ফিচার :

বাইকটির হেডলাইট 12V 35/35 হ্যালোজেনে লাইট। বাইকটি এক লিটার জ্বালানীতে প্রায় ৫৫ কিলোমিটার চলে থাকে। এটার টপ স্পীড হল ১০৫ । এই বাইকটি ৬০ কিমি./ঘন্টা স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৭.৫ সেকেন্ড। বাইকটিতে কিক ই ইলেকট্রিক স্টার্ট রয়েছে। বাইকটিতে একটা ১২ ভোল্টের ব্যাটারী সংযুক্ত করা রয়েছে। বাইকটির সর্বমোট ওজন ১২৫ কেজি।বাইকটির ফুয়েল ট্যাঙ্কে জ্বালানী ধরে ৭.৫ লিটার।

বাইকটি ১২৫ বাইকের মধ্যে ধরলে একটা মিডিয়াম কোয়ালিটির ভেতর পড়ে। এটা যে খুব ভাল পারফরমেন্স ও সার্ভিস দেয় সেটাও না। তবে বাইকটি যারা প্রতিদিনের কাজ বাইক ইউজ করেন জন্য বেশ ভাল।

 

বাইকটি সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে ও দাম সহ  আরও বিস্তারিত জানতে ভিজিট করুন  : Bikebd

 

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস