
বাংলাদেশের বাইক এর ৬৩ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের রিভিউটি TVS Flame SR-125 এর উপর। এটা ১২৫ বাইকের মধ্যে বেশ ভাল একটা বাইক। বাইকটি টিভিএস এর বেশ ভাল মার্কেট পাওয়া একটা বাইক। বাইকটির লুকিং এর সাথে ইন্জিন পাওয়ারও চরম। সেই সাথে রয়েছে মজার মজার সব ফিচার। বাইকটি রাইড করে মজাও আছে বেশ। আজ আমরা এই বাইকটি নিয়েই আলোচনা করব।

তো চলুন, এক নজরে দেখে নেওয়া যাক TVS Flame SR-125 এর কনফিগারেশন।
| ABS | No | Alloy Wheels | Yes | |||
| Electric Start | Yes | Split Seat | No | |||
| Under seat Exhaust | No | Single Seat | No | |||
| Daytime Running Lmp | No | Traction Control | No | |||
| Luggage Box | No | Disc Brake | No | |||
| Cruise Control | No | Single Side Swing Arm | No | |||
| Monoshock | No | Digital Speedometer | No | |||
| Digital Tachometer | No | Dual Clutch Transmission | No | |||
| Air Pressure Indicaton | No | CD Changer | No | |||
| Air Conditioner | No | Fuel Calculator | Fuel consuption only | |||
| Seat Belt | No | Reverse Gear | No | |||
| Dual Exhaust | No | Clip on Handle Bars | No | |||
| Clock | Yes | Gear Indicator | No | |||
| Upside Down Front Forks | No | Side Stand Warning | -- | |||
| Ride Modes | No | GPS | No | |||
| iPod Connectivity | No | Heated Grips | No | |||
| Airbags | No | Heated Seats | No | |||
| Adjustable windscreen | No | Foot Warmer | No | |||
| Charging Point | No | Helmet Holder | No | |||
| Auto off Indicator | No | |||||
| Engine | ||||||
| Type | CCVTi, 3-valve 4 stroke | |||||
| Displacement | 124.8 cc | |||||
| Max. Power | 10.5Bhp@7500rpm | |||||
| Max. Torque | 10Nm@6000rpm | |||||
| Suspension | ||||||
| Front Suspension | Telescopic oil damped | |||||
| Rear Suspension | Five-step adjustable hydraulic suspension | |||||
| Brake | ||||||
| Front | Drum 130 diameter(240mm disc optional) | |||||
| Rear | Drum 130 diameter | |||||
| Tyre | ||||||
| Front Tyre | 90/90X 17/2.75X 18 | |||||
| Rear Tyre | 10/90X 17/3.00X 18 | |||||
| Dimensions | ||||||
| Kerb Weight | 125 kg | |||||
| Wheelbase | 1320 mm | |||||
| Electricals | ||||||
| Battery | 1320 | |||||
| Head Lamp | 12V 35/35 W- halogen. | |||||
| Fuel Tank Capacity | ||||||
| Fuel Capacity | 7.5 ltrs | |||||
বাইকটি মূলত বেশ স্টাইলিশ একটা বাইক। এটাতে একটা ডিজিটাল স্পীডোমিটার, ক্লক, ফুয়েল ক্যালকুলেটর রয়েছে। বাইকটিতে ইলেকট্রিক স্টার্ট ও রয়েছে। সামনের দিকের দেখে বাইকটিকে বেশ লম্বাই মনে হয় ১২৫ বাইক হিসেবে। তবে এর পুরো বডিটা সামনের সাথে মানানসই। বডিটা বেশ বড় এবং ৩ জন খুবই সহজে বসা যায়। বাইকটার ফুযেল ট্যাঙ্কের স্টাইলটা বেশ ইউনিক এবং একটা ছোটখাট পাখনা যুক্ত। যাই হোক, সব কিছূ মিলিয়ে বাইকটিকে আমরা একটা বেশ স্টাইলিশ বাইক বলতে পারি।

বাইকটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ঠ একটি ৪ স্ট্রোক ইন্জিন। এটা CCVTi টাইপের ইন্জিন । এর ইন্জিনের ডিসপ্লেসমেন্ট হল 124.8 cc সিসি। এর সাথে এয়ারকুল প্রযুক্তি ইনটিগ্রেট করা রয়েছে। এই ইন্জিনটিতে 10.5Bhp@7500rpm শক্তি রয়েছে এবং বাইকটির টর্ক হল 10Nm@6000rpm যেটা ১২৫ বাইকের ক্ষেত্রে বেশ ভালই বলা যায়।। এটার ইলেকট্রিক ও কিক উভয় ধরণের স্টার্ট মেথড রয়েছে।। এর ইন্জিনের রয়েছে একটি ৪ স্পীড গিয়ার বক্স। এর ইগনিশন সিস্টেম হল CDI। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাইকটির ইন্জিন পাওয়ার সাধারণ ১২৫ বাইকের থেকে অনেক বেশী।

বাইকটির চাকা অন্যান্য প্রায় সব ১২৫ সিসি বাইকের মতই।। এর চাকাগুলো অ্যালয় এবং টিউবলেস।। বাইকটির সামনের চাকাতে ১৩০ মি.মি ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এবং পেছনের চাকাতে ১৩০ মি.মি ড্রাম ব্রেক রয়েছে। বাইকটির হুইলবেস ১৩২০ মি.মি যেটা বেশ ভালই এবং ১২৫ বাইক এত বেশী সাধারণত থাকে না।

বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪০ মি.মি এবং ওজন ১২২ কেজি। ওজন একটু বেশী হবার কারণে বেশী স্পীডে ভাইব্রেশনের সমস্যাটা এই বাইকে নেই। বাইকটির সামনে সাসপেনশন টেলিস্কোপিক ওয়েল ড্যামপড এবং পেছনের সাসপেনশন সিস্টেম হল Five-step adjustable hydraulic suspension। বাইকটিতে এ্যলয় হুইলেরর সাথ সামনের চাকাতে ডিস্ক ও পেছনের চাকাতে ড্রাম ব্রেক যুক্ত রয়েছে। সামনের টায়ারের সাইজ 90/90X 17/2.75X 18 এবং পেছনের টায়ারের সাইজ 10/90X 17/3.00X 18।এটার অ্যালয় হুইলগুলো বেশ স্টাইলিশ ও স্ট্রং এবং সামনের চাকার হাইড্রোলিক ডিস্ক ব্রেকের সাথে বাইকটি বেশ ভালই লুক নিয়েছে।

বাইকটির হেডলাইট 12V 35/35 হ্যালোজেনে লাইট। বাইকটি এক লিটার জ্বালানীতে প্রায় ৫৫ কিলোমিটার চলে থাকে। এটার টপ স্পীড হল ১০৫ । এই বাইকটি ৬০ কিমি./ঘন্টা স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৭.৫ সেকেন্ড। বাইকটিতে কিক ই ইলেকট্রিক স্টার্ট রয়েছে। বাইকটিতে একটা ১২ ভোল্টের ব্যাটারী সংযুক্ত করা রয়েছে। বাইকটির সর্বমোট ওজন ১২৫ কেজি।বাইকটির ফুয়েল ট্যাঙ্কে জ্বালানী ধরে ৭.৫ লিটার।

বাইকটি ১২৫ বাইকের মধ্যে ধরলে একটা মিডিয়াম কোয়ালিটির ভেতর পড়ে। এটা যে খুব ভাল পারফরমেন্স ও সার্ভিস দেয় সেটাও না। তবে বাইকটি যারা প্রতিদিনের কাজ বাইক ইউজ করেন জন্য বেশ ভাল।
বাইকটি সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে ও দাম সহ আরও বিস্তারিত জানতে ভিজিট করুন : Bikebd
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।