বাংলাদেশের বাইক [পর্ব-৬০] :: বাজাজ পালসার AS150

বাংলাদেশের বাইক এর ৬০ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।  আমাদের আজকের বাইকটি হল বাজাজের একটা বাইক বাজাজ পালসার AS150। এটা হিরো নতুন একটি ১৫০ সিসির বাইকএটা বাজাজের একটা নতুন ১৫০ বাইক। পালসারের নতুন একটা ভার্সনও বলা যায়। এটাতে পালসারের আগের মডেলের থেকে অনেক পার্থক্য লক্ষ্য করা গেছে। বাইকটি অনেক কসমেটিক্স চেঞ্জ করেছে এবং আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বাইকটি বেশ সুন্দর ও আকর্ষণীয়।। এটি মূলত বাংলাদেশে নতুন লঞ্চ হয়েছে। বাইকটি প্রথমেই এসে হইচই ফেলে দিয়েছে বাইকটিতে পাওয়ারও বাড়ানো হয়েছে অনেক বেশী। তাছাড়া আরও এড করা হয়েছে অনেক ফিচার। চলুন, আজ বাইকটির খুটিনাটি জেনে নিই।

ওভারভিউ :

এই বাইকটিতে একটা সুন্দর ডিজিটাল স্পীডোমিটার রয়েছে এবং একটা এনালগ ট্যাকোমিটার রযেছে। এতে একটি ডিজিটাল ফুয়েল ইনডিকেটর, ট্রিপ মিটার, ক্লক, লোব্যাটারী ইনডিকেটর, কিলসুইচসহ আরও অনেক ফিচার রয়েছে। এর সামনের দিকটা অনেকটা অ্যারোডাইনামিক করা হয়েছে এবং সামনের লুকটাই পাল্টে ফেলা হয়েছে বাইকটির পেছনের সিটটা বেশ উচু। সামনের হেডলাইটটা বেশ স্টাইলিশ এবং এক্সেপশনাল মডেলের। বসার সিটটা বেশ আরামদায়ক।

 

 

SpeedometerDigital
TachometerYes
Tachometer TypeAnalogue
Shift LightNo
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorYes
Low Battery IndicatorYes

 

Fuel GaugeYes
Digital Fuel GaugeYes
Pillion SeatYes
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmYes
Stepped SeatYes
Antilock Braking SystemNo
KillswitchYes
ClockYes

 

ইন্জিন :

এই বাইকটির রয়েছে একটি ১৫০ সিসির ইন্জিন যেটি 17 bhp @ 9500 rpm শক্তি ও 13 Nm টর্ক উৎপনন্ন করতে পারে। ফলে দেখা যাচ্ছে বাইকটির শক্তি বাংলাদেশের বেশীরভাগ ১৫০ বাইকের থেকে বেশ বেশী এবং এটার পাওয়ারই বলে দেয় বাইকটির পারফরমেন্স কেমন হতে পারে।।  এতে রয়েছে একটি ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। ইন্জিনটি বেশ ভাল এবং ১০০ বা তার উপরে স্পীড তুললেও কোন ভাইব্রেট হয় না। বেশ স্মুথলি চলে। এটি ৬০ কিমি স্পীড তুলতে পারে ৫ সেকেন্ডের ও কম সময়ে। ইন্জিনের বোর ও স্টোক হল ৫৭ যেটা বেশ ভাল। বাইকটির একটা এক্সট্রা বৈশিষ্ঠ হল এর কুলিং সিস্টেম হল লিকুইড কুলিং যেটা বাংলাদেশের বেশীরভাগ বাইকেই দেখা যায় না।

 

Engine
Displacement (cc)150
Cylinders1
Max Power17 bhp @ 9500 rpm
Maximum Torque13 Nm
Bore (mm)--
Stroke (mm)--
Valves Per Cylinder4
Fuel Delivery System--
Fuel TypePetrol
Ignition--
Spark Plugs (Per Cylinder)2
Cooling SystemLiquid Cooled
Transmission
Gearbox TypeManual
No Of Gears5
Transmission Type--
ClutchWet type

 

চাকা ব্রেকিং :

হিরো আর্কাইভার এ রয়েছে  সামনের চাকাতে ডিক্স ব্রেক ও পেছনের চাকাতে ড্রাম ব্রেক। সামনের ডিস্কের সাইজ ২৪০ মিমি ও পেছনের ড্রামের সাইজ ও ১৩০ মি.মি। বোঝাই যাচ্ছে যে সামনের ডিস্ক ব্রেকটা অন্যান্য ১৫০ বাইকের মতই।

বাইকটির ব্রেকিং সিস্টেমে কোন আপগ্রেশন দেখা যাচ্ছে না। তারপরও ওজন একটু বেশী হবার কারণে ও অন্যান্য ফিচারের কারণে বাইকটির ব্রেকিং সিস্টেম বেশ ভালই।। এর চাকার সাইজ ১৭ ইন্চি। বাইকটির ফ্রন্টে 80/100-17"46 P সাইজের ও পেছনের চাকায় 110/80-17" 57 P টায়ার লাগানো রয়েছে। বাইকটির টায়ারগুলো টিউবলেস এবং রেডিয়াল টাইপের। চাকাগুলো এ্যলয় এবং বিশেষ স্টাইলিশ স্পোকের সাথে ডিজাইন করা যেটা এক ঝলকেই সবার নজড় কাড়বে। এর পেছনের চাকাটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রেসিং বা কর্নারিং এর জন্য বেশ ভাল ও বেশ সফট।

 

Braking
Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)240
Rear DiscNo
Rear Disc/Drum Size (mm)130
Calliper Type--
Wheels & Tyres
Wheel Size (inches)17
Front Tyre80/100-17"46 P Tubeless
Rear Tyre110/80-17" 57 P Tubeless
Tubeless TyresYes
Radial TyresYes
Alloy WheelsYes

 

ডাইমেনশন ওয়েট ও জ্বালানী :

বাইকটির মোট ওজন ১৪৩ কেজি, ওভারঅল লেন্থ ২০৭০ মিমি, হাইট ১২০৫ মিমি। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মি.মি যেটা অন্যান্য ১৫০ বাইকের থেকে বেশ ভাল। হুইলবেস 1363 মি.মি যেটাও অনেক বেশী। বাইকটিতে পেরিমিটার ফ্রেম টাইপের চ্যাসিস রয়েছে। সামনের সাসপেনশন হল টেলিস্কোপিক এন্টি ফ্রিকশন এবং পেছনের সাসপেনশন নিট্রোক্স মনোশক এবজরভার। বাইকটি রাইড করে বেশ মজা পাওয়া যাবে এটা এর সাসপেনশন সিস্টেম দেখেই বোঝা যায়। সাসপেনশন সিস্টেমটা অনেক এক্সেপশনাল এবং এডভান্সড লেভেলের।

 

Dimensions & Weight
Kerb Weight (Kg)143
Overall Length (mm)2070
Overall Width (mm)804
Overall Height (mm)1205
Wheelbase (mm)1363
Ground Clearance (mm)170
Seat Height (mm)--
Chassis & Suspension
Chassis TypePerimeter Frame
Front SuspensionTelescopic with anti friction bush
Rear SuspensionNitrox mono shock absorber with Canister

 

এই বাইকটিতে ১২ ভোল্টের একটি ব্যাটারী ইনটিগ্রেট করা রয়েছে। এর হেডলাইট এ ৩৫ ওয়াটের  হ্যালোজেন লাইট দেওয়া আছে। পেছনের টেইল লাইটে ৪.১ ওয়াট এর একটি এলইডি লাইট রয়েছে। সবমিলিয়ে বাইকটির লাইটিরং বা ইলেকট্রনিক্স কে আমরা বেশ এগিয়ে রাখতে পারি।

জ্বালানী ইলেকট্রিক্যালস :

এই বাইকটিতে ১২ ভোল্টের একটি ব্যাটারী ইনটিগ্রেট করা রয়েছে। এর হেডলাইট এ ৩৫ ওয়াটের  প্রোজেক্টর লাইট।এটা মাল্টি রিফ্লেক্টর টাইপের। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ১২ লিটার জ্বালানী ধরে এবং এটি ৪০ কি.মি মাইলেজ দিয়ে থাকে। ১৫০ বাইক হিসেবে এটার মাইলেজ মোটামুটি ভাল। এটার রিজার্ভ ট্যাঙ্কে ২.৪ লিটার জ্বালানী ধরে। বাইকটিতে টার্ন ও সিগন্যাল লাইট রয়েছে।

Electricals
Electric System--
Battery12 V Full DC MF
Headlight TypeProjector
Headlight Bulb Type--
Brake/Tail Light--
Turn SignalYes
Pass LightYes
Fuel Efficiency & Range
Fuel Tank Capacity (Litres)12
Reserve Fuel Capacity (Litres)2.4
FuelEfficiency Overall (Kmpl)--

পারফরমেন্স :

বাইকটি ৪.৮৫ সেকেন্ডে ৬০ কি.মি/ঘন্টা স্পীড তুলতে পারে এবং এটার টপ স্পীড হল ১২৫কি.মি/ঘন্টা (আনঅফিসিয়াল)। পারফরমেন্সের দিক থেকে এটা পালসারের আগের মডেল গুলোর থেকে অনেক এগিয়ে রয়েছে এবং ভাল রেসিং ও স্পোর্টস বাইক হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Performance
0 to 60 kmph (Seconds)4.85
0 to 80 kmph (Seconds)--
0 to 40 m (Seconds)--
Top Speed (Kmph)125
60 to 0 Kmph (Seconds, metres)--
80 to 0 kmph (Seconds, metres)--

 

সব মিলিয়ে বলা চলে বাইকটি এডভান্সড পারফর্মার রাইডারদের জন্য। যদিও বাইকটি সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, তারপরও বলা যায় বাইকটি বেশ ভাল ইন্জিন পাওয়ার এবং ১৫০ বাইক হিসেবে ফুয়েল ইফিসিয়েন্ট বাইক।

বাইকটি সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন  : Bikebd.com

 

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

price ?