বাংলাদেশের বাইক [পর্ব-৫৪] :: Walton Viper ১৫০

বাংলাদেশের বাইক এর ৫৪ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আগের টিউনটাতে একজন বাংলাদেশের তৈরী বাইক ওয়াল্টন নিয়ে লিখতে বলেছিলেন । তাই আজ আমরা ওয়াল্টনের একটা লেটেস্ট আপকামিং বাইক সম্পর্কে জানব । বাইকটি হল ওয়াল্টন ভাইপার ১৫০ । এটা ওয়াল্টনের প্রথম দিকের ই একটা কোন ১৫০ সিসির বাইক । ওয়াল্টনের আগে যে বাইক গুলো ছিল সেগুলো হাইয়েস্ট ১৪০ সিসি পর্যন্ত ছিল । বর্তমানে ওয়াল্টন বাংলাদেশে স্পীডো বাইকটি ছাড়ার কথা জানিয়েছে ।তারপরই জানা গেছে ওয়াল্টন ভাইপারের সম্পর্কে ।  তবে বাইক টি সম্পর্কে একেবারে সবকিছু ডিটেইলস এখনও পাওয়া যায় নি ।  যেটুকু পাওয়া গেছে সেই টুকুর ভেতরেই আমি বাইকটি সম্পর্কে এ্যানালাইসিস করে এই টিউন টি করব । তবে বাইকটি খুব শীঘ্রই বাজারে আসছে । তখন আপনার এটা টেষ্ট করে দেখতে পারবেন । এখন আপাতত আমরা বাইকের ডিটেইলসে চলে যাই ।

টেকনিক্যাল স্পেসিফিকেশন :

Technical Specification
Bike NameWalton Viper
BrandWalton
Bike CategoryStandard
Engine
Type4 Stroke, Single Cylinder, Air Cooled OHC
Displacement (cc)150
Max Power7.1 kw (8000r/min)
Max Torque9.5N-m (6500 r/min)
Fuel Consumption (KM/L)< 1.7L/100Km
Body
Dimension (LxWxH)1980X745X1070mm
Wheel Base (mm)1290mm
Fuel Tank Capacity (L)11L
Kerb Weight (KG)121 Kg
Max load (KG)150 Kg
Brake FrontDisc
Brake RearDrum
Wheel FrontAlloy
Wheel RearAlloy
Climbing Ability> 25 Degree
Electrical
Extra Features
OthersAerodynamic Design.
Halogen Light
Stylish Digital Meter Console
Stylish Silencer Cover
Muscle Fuel Tank with extension
Diamond Shape Frame with higher strength & Rigidity
Dynamically Balanced
Balance Shaft
Fuel Efficient Engine
6-Clutch Plates for more torque transmission
58 KM/L
Long & Comfortable seat
Price/Availability

 

 

ওভারভিউ :

বাইকটির ডিজাইনটা ওয়াল্টনের আগের বাইকগুলোর থেকে অনেকটা আলাদা । তবে এর ব্যাকপার্টের স্টাইলটার সাথে ডায়াং এর একটা বাইকের বেশ মিল খুজে পাওয়া যায় । সামনের দিকটা অনেকটা ক্লাসিক লুকের করার চেষ্টা করা হয়েছে । প্রথম দেখাতে , ভালভাবে খেয়াল করলে দেখা যায় যে এটা একটা ইউনিক স্টাইল এর ডিজাইন । ওয়াল্টন মূলত বাইকটাকে একটা রেসিং বা স্পোর্টস বাইক হিসেবে সবার সামনে রিপ্রেজেন্ট করেছে । বাইকটার লুকটাও অনেকটা স্পোর্টস বাইকের মত । এর ফুয়েল ট্যাঙ্কটা বেশ স্টাইলিশ এবং এই বাইকটিতে সামনের দিকে একটা পাখনা আকৃতির কোন একটা পার্টস এড করা হয়েছে ।ননচের দিকে ইন্জিন প্রোটেক্টর বা গার্ড টাইপের  একটা পার্টস রয়েছে । বাইকটিতে “Hawk-eye” শেপেরডবল ল্যাম্প রয়েছে । এর স্পীডোমিটার , ফুয়েল ইনডিকেটার , ট্যাকোমিটার সব কিছুই ডিজিটাল এবং বেশ স্টাইলিশ এবং এগুলো মিলে বাইকটিকে একটা স্পোর্টস বাইক এর লুক দিয়েছে । বাইকটি তৈরী করা হয়েছে এ্যারোডাইনামিক স্টাইলে যেটা বাইকটিকে ফুল স্পোর্টটি একটা লুক দিয়েছে ।বাইকটির বেশ মাসকিউলার ফ্রেম , এ্যারোডাইনামিক বডি ,স্টাইলিশ ডিজিটাল মিটার , সাইলেন্সর কভার , লং এবং কমফর্টেবল সিট সবকিছু মিলিয়ে বাইকটিকে চরম একটা লুক এনে দিয়েছে ।

ইন্জিন :

বাইকটিতে একটি ১৫০ সিসির পাওয়ারফুল এয়ারকুলড ইন্জিন রয়েছে । এর ইন্জিনের মাধ্যমে সবোর্চ্চ 7.1 kw (8000r/min) কিলোওয়াট শক্তি এবং 9.5N-m (6500 r/min) টর্ক উৎপন্ন করা সম্ভব । বাইকটির ইন্জিন বাংলাদেশের অন্যান্য ১৫০ এর তুলনায় একটু কম পাওয়ারফুল । তবে এর ইন্জিনটা হল BTF150  ওয়ার্ল্ড ক্লাস ব্যালান্স শ্যাফড ইন্জিন যেটার এক্সেলেরেশন পাওয়া অনেক ভাল । আপনি বাইকটি নিয়ে ৫ সেকেন্ডের ভেতরই ৬০ কিলোমিটার/ঘন্টা স্পীড তুলতে পারবেন । বাইকটির টপ স্পীড হল ৯০+ কি.মি/ঘন্টা ।বাইকটির ইন্জিনে ফুল কম্বাশন টেকনোলজি ইউজ করা হয়েছে এবং ইন্জিনের এয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমটার রেশিও অনেক ভাল । এই ইন্জিনের পিষ্টনটা খুবই হালকা ধাতু দিয়ে তৈরী করা এবং গিয়ারিং সিস্টেমটাও অনেক সফট ও ভাল । ইন্জিনের সাউন্ড কোম্পানীর রিপোর্ট অনুযায়ী বেশ ভাল এবং বাইকটি হাই স্পীডেও খুব কম সাউন্ড ক্রিয়েট করে । এটার ইন্জিন টেকনোলোজির কারণে এই বাইকটার ইন্জিন কখনও ভাইব্রেট করে না ও হাই স্পীডেও খুবই স্মুথলি চলে ।বাইকটির ক্লাইম্বিং ক্যাপাসিটি হল ২৫ ডিগ্রীর একটু বেশী যেটা একটা বেশ ভাল পাওয়ারের দিকেই ইনডিকেট করে ।

 

ব্রেকিং ও চাকা :

বাইকটির চাকা দুটি বেশ মোটা এবং একটা অন্যরকম স্টাইলের । এই বাইকের পেছনের টায়ারের সাইজ 130/60- R17 এবং সামনে টায়ারের সাইজ 100/80-17 । ফলে দেখা যাচ্ছে বাইকটির চাকা দুটি বাংলাদেশের প্রচলিত বেশীরভাগ ১৫০ বাইক থেকে বেশ মোটা এবং সুন্দর একটা গোলগাল শেপের । বাইকের চাকাটি হল এ্যালয় রিমের । বাইকের চাকাগুলো টিউবলেস , ফলে এটা নিয়ে আপনার পাংচার এর সম্ভাবনা অনেক কম এবং কন্ট্রোলিং অনেক ভাল ।

বাইকের সামনের চাকায় একটা বেশ বড় সাইজের ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে । বাইকের ব্রেকের সাইজ কত সেটা এখনও জানা যায় নি ।  তবে বাইকটির কন্ট্রোলিং বেশ ভাল হবে বলেই আশা করা যাচ্ছে ।

ডাইমেনশন , ওয়েট ও সাসপেনশন :

বাইকটির ডায়মন্ড শেপড ফ্রেম , হাইয়ার স্ট্রেন্থ এবং সিঙ্গেল মনোশক সাসপেনশন বাইকটির রাইডিংকে আরও কমফর্টেবল এবং সেফ করে তুলেছে ।এটার হাইট এবং লেন্থ সাধারণ সব বাইকের মতই । বাইকটির ওভারঅল হাইট হল ১০৭০ মি.মি এবং ওভারঅল লেন্থ হল ১৯৮০ মি.মি । যেটা একটা স্পোর্টস বাইকের জন্য যথেষ্ট ভাল কনফিগারেশন ।   বাইকটির টোটাল ওজন ১২১ কেজি যেটা একটা ১৫০ সিসি বাইকের জন্য একটা খুব্ই সাধারণ ওজন । বাইকটির ওজন একটু কম হওয়াতে আপনি বাইকটি নিয়ে অন্যান্য ১৫০সিসির বাইকের সাথে নির্দ্বিধায় রেসে যেতে পারেন । বাইকটির সামনে টেলিস্কোপিক ফর্ক এর সাসপেনশন রয়েছে যেটাও বেশ ভাল । এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ , যেটা অনেক বেশী , ফলে এটা নিয়ে আপনি যেকোন রোডে রাইডিং এ কমফোর্ট ফিল করবেন ।

 

 জ্বালানী ও ইলেকট্রিক্যাল :

বাইকটিতে ১১ লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে । বাইকটি বেশ ফুয়েল ইফিসিয়েন্ট ও । মূলত এটা বাংলাদেশের রোডের কথা মাথায় রেখেই তৈরী করা । তাই বাইকটিতে ১.৭ লিটার জ্বালানীতে প্রায় ১০০ কিলোমিটার যায় । যেটা বর্তমানে বাংলাদেশের অন্য কোন ১৫০ সিসির বাইক আপনাকে দিতে পারবে না । বাইকটি আপনার পকেটের টাকাও ঠিকঠাক পাঠাবে । বাইকটিতে ১২ ভোল্টের একটা পাওয়ারফুল ব্যাটারী রয়েছে । বাইকটির হেডলাইট হল হ্যালোজেন বাল্বের । ফলে এটা নাইট টাইম রাইডিং এর জন্যও বেশ পারফেক্ট ।

 

মূলত ওয়াল্টন বাইক গুলো তৈরী করে বাংলাদেশের রোডের কথা চিন্তা করেই । আর এই বাইকটিও তার ব্যাতিক্রম না । তবে বাইকটি সম্পর্কে অফিসিয়ালি খুব বেশী কিছু পাওয়া না যাওয়ার  কারণে সবকিছু ভালভাবে লেখা হল না । বাইকটির সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে Motorcycle Price In Bangladesh  পেজে চোখ রাখতে পারেন । এরা নতুন কোন বাইক লঞ্চ হবার সাথে সাথেই তার ফুল ইনফরমেশন আপডেট করে থাকে । আজ এই পর্যন্ত । আবার পরবর্তী পর্বে দেখা হবে । সেই পপর্যন্ত সবাই ভাল থাকবেন । ধ্যবাদ ।

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই মনে হয় বাইক প্রেমিদের কাজে লাগবে
ধন্যবাদ শেয়ার করার জন্য

সুন্দর বাইক

khub valo likha